2021 hsc diploma in commerce 12th class economics 7th week assignment solution 2021, hsc ডিপ্লোমা ইন কমার্স ১২শ শ্রেণির অথনীতি ৭ম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২১

শ্রেণি: HSC ইন কমার্স -2021 বিষয়: অথনীতি এসাইনমেন্টেরের উত্তর 2021
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 05 বিষয় কোডঃ 1726
বিভাগ: ভোকেশনাল শাখা
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

অ্যাসাইনমেন্ট/ শিরো নাম : “একটি দেশের উৎপাদিত দ্রব্যসামগ্রী ও সেবাকর্মের বার্ষিক সর্বমােট প্রবাহের আর্থিক পরিমান-ই জাতীয় আয়” বাংলাদেশে জাতীয় আয় পরিমাপে কী কী পদ্ধতি ব্যবহারের পক্ষে তার ব্যাখ্যা।

শিখনফল/বিষয়বস্তু :

  • এক মালিকানার ভিত্তিতে ব্যবসায়ের ধারণা ব্যাখ্যা করতে পারবে।
  • এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে।
  • এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র সমূহ চিহ্নিত করতে পারবে।
  • বাংলাদেশে এক মালিকানা ব্যবসায়ের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে।

নির্দেশনা (সংকেত/ ধাপ/ পরিধি): 

  • জাতীয় আয় এর ধারণা ব্যাখ্যা করতে হবে।
  • মােট দেশজ উৎপাদন ও নিট দেশজ উৎপাদন এর ধারণা ব্যাখ্যা করতে হবে।
  • জাতীয় আয় পরিমাপের পদ্ধতি ব্যাখ্যা করতে হবে। 
  • জাতীয় আয় পরিমাপের গুরুত্ব ব্যাখ্যা করতে হবে।

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশে যে পরিমাণ চূড়ান্ত পর্যায়ের দ্রব্য ও সেবা উৎপন্ন হয়, তার আর্থিক মূল্যেও সমষ্টিকে জাতীয় আয় বলে।

বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে জাতীয় আয়ের সংজ্ঞা প্রদান করেছেন।অধ্যাপক পি এ স্যামুয়েলসন জাতীয় আয়কে একটি প্রবহমান ধারা হিসেবে অবহিত করেন।

তাঁর মতে, ‘একটি দেশের উৎপাদিত দ্রব্যসামগ্রী ও সেবাকর্মের বার্ষিক সর্বমোট প্রবাহের আর্থিক পরিমাপ হলো জাতীয় আয়।

’এ সি পিগু জাতীয় আয়কে খাজনা, মজুরি, সুদ ও মুনাফার সমষ্টি হিসেহে অবহিত করেছেন।অধ্যাপক হ্যানসনের ভাষায়, ‘জাতীয় আয় হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে সংগৃহীত সব ব্যক্তিগত আয়ের সমষ্টি।’

সুতরাং, কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের জনগণের অর্থনৈতিক কার্যক্রমের ফলে মোট যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্যসামগ্রী এবং সেবাকর্ম উৎপাদিত হয়, তার আর্থিক মূল্যকে জাতীয় আয় বলে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

মােট জাতীয় উৎপাদন ( Gross National Product -GNP):

 একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে দেশের জনগণ কর্তৃক উৎপাদিত চূড়ান্ত পর্যায়ের মােট দ্রব্যসামগ্রী ও সেবাকর্মের অর্থ মূল্যকে মােট জাতীয় উৎপাদন ( GNP ) বলে। জাতীয় উৎপাদন হিসাব করার সময় দ্বৈত গণনা পরিহার করার জন্য কেবলমাত্র চূড়ান্ত  দ্রব্যসামগ্রী হিসাব করা হয় । জাতীয় উৎপাদন পরিমাপের ক্ষেত্রে বিদেশে দেশী বিনিয়ােগ থেকে সৃষ্ট উৎপাদন মূল্য ধরা হয় , কিন্তু দেশে বিদেশী বিনিয়ােগ থেকে সৃষ্ট উৎপাদন মূল্য বাদ দেয়া হয় ।
 অর্থাৎ – GNP = GDP + ( X – M ) ”  GNP = মােট জাতীয় উৎপাদন , GDP = মােট অভ্যন্তরীণ উৎপাদন , x = বিদেশে দেশী বিনিয়ােগ থেকে সৃষ্ট আয় ,M = দেশে বিদেশী বিনিয়ােগ থেকে সৃষ্ট আয় ।

মোট দেশীয় উৎপাদন ( Gross domestic product – GDP ) :

একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে দেশের অভ্যন্তরে উৎপাদিত চুড়ান্ত পর্যায়ের সকল দ্রব্যসামগ্রী ও সেবা কর্মের আর্থিক মূল্যকে মােট দেশীয় উৎপাদন বলে। মােট দেশীয় উৎপাদন হিসাবের সময় দেশে বিদেশী বিনিয়ােগের সৃষ্ট উৎপাদন ধরা হয় কিন্তু বিদেশে দেশী বিনিয়ােগ থেকে সৃষ্ট উৎপাদন বাদ দেয়া হয় । অর্থাৎ মােট দেশীয় উৎপাদন বলতে দেশের ভৌগােলিক সীমারেখার মধ্যে উৎপাদিত সব রকমের দ্রব্যসামগ্রী ও সেবাকর্মের সমষ্টিকে বুঝায় । 
মােট দেশীয় উৎপাদনকে সংক্ষেপে জি . ডি . পি . ( GDP ) বলে । 


অর্থাৎ – GDP = C + I + G এখানে GDP = মােট অভ্যন্তরীণ উৎপাদন , C = ভােগ , I = বিনিয়ােগ, G = সরকারি ব্যয় । 

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

যে প্রক্রিয়ায় জাতীয় আয়ের হিসাব নিরূপণ করা হয়, তাকে জাতীয় আয়ের পরিমাপ-পদ্ধতি বলা যায়। সাধারণত তিনটি পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করা হয়। যেমন:


১।উৎপাদন-পদ্ধতি ২।আয়-পদ্ধতি ৩।ব্যয়-পদ্ধতি


নিম্ন এগুলো আলোচনা করা হলঃ

১. উৎপাদন-পদ্ধতি: এ পদ্ধতি অনুযায়ী জাতীয় আয় পরিমাপে কোনো নির্দিষ্ট সময়ে একটি দেশে উৎপাদিত সব বস্তুগত ও অবস্তুগত দ্রব্যসামগ্রী এবং সেবাকর্মের আর্থিক মূল্যকে ধরা হয়।
সমীকরণের সাহায্যে : এ পদ্ধতিতে জাতীয় আয় NI = x1P1 + X2p2 + . . . . + XnPn ; এক্ষেত্রে x1 , x2 , . . . xn ,দ্রব্য ও সেবা  এবং Pi , p2 . . . . Pn যথাক্রমে তাদের গড় দাম । 


যুক্তরাষ্ট্রে জাতীয় আয় পরিমাপে উৎপাদন পদ্ধতি অধিক গুরুত্ব পায় ।২. আয়-পদ্ধতিঃ এ পদ্ধতিতে উৎপাদনকাজে নিযুক্ত বিভিন্ন উৎপাদনের উপাদানগুলো এক বছরে যে অর্থ উপার্জন করে, তার সামষ্টিক পরিমাপ থেকে জাতীয় আয় পাওয়া যায়।

সমীকরণের সাহায্যে  NI = Σr + Σw + Σi + Σπ – Tp : 
এক্ষেত্রে , NI = জাতীয় আয় , r = খাজনা , w = মজুরি , i = সুদ ও π = মুনাফা , Tp = হস্তান্তর পাওনা এবং Σ = সমষ্টি ।

অধ্যাপক হিকস – এর মতে , জাতীয় আয় পরিমাপের অন্যান্য পদ্ধতির মধ্যে এই পদ্ধতি সর্বোৎকৃষ্ট । যুক্তরাজ্যসহ পৃথিবীর কয়েকটি ধনী দেশে জাতীয় আয় পরিমাপে এ পদ্ধতি প্রচলিত রয়েছে ।

৩. ব্যয়-পদ্ধতিঃ ব্যয়পদ্ধতি অনুযায়ী কোনো নির্দিষ্ট সময়ে সমাজের সব ব্যয়ের যোগফল থেকে জাতীয় আয় পাওয়া যায়।

সমীকরণের সাহায্যে:
 জাতীয় আয় NI = মােট ভােগ ব্যয় + মােট বিনিয়ােগ ব্যয় = C + I . তবে বর্তমানকালে সরকারি ব্যয় হল বৃহত্তম ভােগ ব্যয় । তাই একে সংক্ষেপে পৃথকতাবে G দ্বারা প্রকাশ করলে , NI = C + I + G হবে । 

মুক্ত অর্থনীতিতে সামগ্রিক চাহিদার দিক থেকে ব্যয় পদ্ধতিতে NI = C + I + G + ( X – M ) । এক্ষেত্রে X = কোন নির্দিষ্ট সময়ে রপ্তানির মােট পরিমাণ , M = কোন নির্দিষ্ট সময়ে আমদানির মােট পরিমাণ অর্থাৎ ( X – M ) = নিট রপ্তানির পরিমাণ ।


 এক্ষেত্রে রপ্তানির ও আমদানির বিয়ােগফল — যার মধ্যে রপ্তানি বেশি হলে জাতীয় আয়ের সঙ্গে যুক্ত হবে এবং আমদানি বেশি হলে জাতীয় আয়ের যােগফল থেকে বাদ যাবে ।


উল্ল্যেখ জাতীয় আয় এই তিনটির যে পদ্ধিতিতেই করা হোক না কেন তার মোট পরিমাপ সর্বক্ষেত্রেই প্রায় একই রকম হয়।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

কোন নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছরে) একটি দেশের জনগণ তাদের প্রাকৃতিক সম্পদ, শ্রম, মেধা সম্পদ (শিক্ষা, জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা ইত্যাদি) ও মূলধনের সাহায্যে যে পরিমান চূড়ান্ত দ্রব্যসামগ্রি ও বিভিন্ন প্রকার সেবাকর্ম উৎপাদন করে তার আর্থিক মূল্যকে বলা হয় জাতীয় আয়। জাতীয় আয়ের পরিমান থেকে একটি দেশের অর্থনৈতিক অবস্থা ও জীবনযাত্রার মান সম্পর্কে সম্যক ধারনা পাওয়া যায়। কারণ, উৎপাদিত  চূড়ান্ত দ্রব্যসামগ্রি ও সেবা উপভোগের উপরেই জনগনের জীবনযাত্রার মান নির্ভর করে। তাই কোন জাতির জীবনযাত্রার মান নিরুপনে জাতীয় আয় পরিমাপের গুরুত্ব বা প্রয়োজনীয়তা অপরিসীম।

তা ছাড়া অর্থনীতির তত্ত্বীয় বিশ্লেষণেও জাতীয় আয়ের ধারণাটি খুবই তাৎপর্যপূর্ণ। তাই এক্ষেত্রেও জাতীয় আয় পরিমাপের গুরুত্ব রয়েছে।

নিম্নে জাতীয় আয় পরিমাপের গুরুত্ব আলোচনা করা হল-

১। অর্থনৈতিক অবস্থার মানদন্ডঃ জাতীয় আয়কে ধরা হয় অর্থনৈতিক অবস্থার মাপকাঠি। দেশের অর্থনীতি যত ভালভাবে চলবে উৎপাদন তত বৃদ্ধি পাবে এবং জাতীয় আয়ের পরিমান তত বেশি হবে। অর্থাৎ, জাতীয় আয় বৃদ্ধি পেলে বুঝা যাবে যে উৎপাদন বেড়েছে এবং দেশের অর্থনীতি ভালভাবে চলছে। কাজেই, কোন দেশের অর্থনীতি সঠিকভাবে চলছে কিনা তা সে দেশের জাতীয় আয়ের হিসাব থেকেই বুঝা যায়। তাই প্রখ্যাত অর্থনীতিবিদ P A Samuelson যথার্থই বলেছেন যে, “জাতীয় আয় হচ্ছে একটি দেশের অর্থনৈতিক অবস্থার মাপকাঠি।”

২। জীবনযাত্রার মান নির্ধারকঃ জাতীয় আয়ের হিসাব থেকে জনগণের জীবনযাত্রার মান, জনগণের মাথাপিছু আয় ও তাদের ক্রয়ক্ষমতা সম্বন্ধে ধারণা পাওয়া যায়। কারণ, জাতীয় আয় বাড়লে মাথাপিছু আয় ও ব্যয়যোগ্য আয় বাড়ে, অর্থাৎ, মানুষের ক্রয়ক্ষমতা বাড়ে; সাথে সাথে মানুষের জীবনযাত্রার মানও বাড়ে। দেশের প্রকৃত জাতীয় আয় যত বাড়বে দেশবাসীর জীবনযাত্রার মানও তত উন্নত হবে।

৩। বিভিন্ন খাতের তুলনামূলক গুরুত্ব নির্ণয়ঃ কৃষি, শিল্প, সেবা ইত্যাদি খাতের উৎপাদন মিলিয়ে হয় জাতীয় উৎপাদন। দেশের জাতীয় আয়ে কৃষি, শিল্প, সেবা ইত্যাদি বিভিন্ন খাতের অবদান কতটুকু তা থেকে অর্থনীতিতে খাতগুলির অবদান নির্ণয় করা যায়। অর্থনীতির কোন খাতে কতটুকু উন্নতি হচ্ছে, কোন খাতে আরও উন্নতি হওয়া দরকার বা সুযোগ রয়েছে তাও জাতীয় আয়ের হিসাব থেকে জানা যায়।

৪। অর্থনৈতিক তথ্যের উৎসঃ জাতীয় আয়ের হিসাবকে বিভিন্ন অর্থনৈতিক তথ্যের উৎস হিসাবে ব্যবহার করা হয়। কোন দেশের ভোগ, সঞ্চয়, বিনিয়োগ ইত্যাদি সম্পর্কে সঠিক তথ্য জাতীয় আয়ের হিসাব থেকে পাওয়া যায়। তাই অর্থনৈতিক তথ্যের উৎস হিসাবে জাতীয় আয় পরিমাপের গুরুত্ব বা প্রয়োজনীয়তা অপরিসীম।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

দেশের অভ্যন্তরে নির্দিষ্ট সময়ে উৎপাদিত সমস্ত পণ্য ও সেবার বাজারমূল্য = ঐ সময়ে দেশের অভ্যন্তরে জনগণের ভোগ করা সমস্ত পণ্য ও সেবার মোট বাজারমূল্য + বিনিয়োগ + সরকারি ব্যয় + রপ্তানিকৃত পণ্যের মোট বাজারমূল্য – আমদানিকৃত পণ্যের মোট বাজারমূল্য।

৫। সম্পদের বন্টনঃ দেশের সম্পদের বন্টন ব্যবস্থা কিরূপ তা জাতীয় আয়ের হিসাব করার সময় ধরা পড়ে এবং তার ভিত্তিতে সরকারী নীতিমালা প্রণয়ন করা হয় যাতে সম্পদ মুষ্টিমেয় মানুষের হাতে জমা না হয়ে আপামর জনগণের মাঝে বন্টিত হয়। যেমন, আয়করের উপর সিলিং, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বা হস্তান্তর পাওনা, ভর্তুকি ইত্যাদি। সম্পদের সুষম বন্টনেও জাতীয় আয় পরিমাপের গুরুত্ব বা প্রয়োজনীয়তা অপরিসীম।

৬। ব্যবসায় বানিজ্যের গতি সম্পর্কে ধারণাঃ দেশের জাতীয় আয়ের পর্যালোচনা না করে ব্যবসায় বানিজ্যের গতি সম্পর্কে পূর্বাভাস পাওয়া যায় না। কারণ, জাতীয় আয়ের হিসাব থেকেই ব্যাবসায় বানিজ্যের গতি আন্দাজ করা যায়।

৭। বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থার তুলনাঃ বিভিন্ন দেশের জাতীয় আয়ের পরিসংখ্যান থেকে কোন দেশের জাতীয় আয়, মাথাপিছু আয় এবং জীবনযাত্রার মান বুঝা যায়। যেমন- বাংলাদেশ ও জাপানের জাতীয় আয় তুলনা করলে বুঝা যায় যে, বাংলাদেশ হতে জাপান কতটা সমৃদ্ধশালী এবং সে দেশের জীবনযাত্রার মান বাংলাদেশ থেকে কতটা উন্নত।

২০১৯ সালে জাপানের মাথাপিছু গড় জাতীয় আয় ৪১৫৮০ ইউএস ডলার পক্ষান্তরে ওই সময়ে বাংলাদেশের মাথাপিছু গড় জাতীয় আয় ছিল ১৯৪০ ইউএস ডলার।

৮। অর্থনৈতিক উন্নয়নের হার নির্দেশকঃ বর্তমানের সাথে অতীতের কয়েক বছরের জাতীয় আয়ের তুলনা করলে অর্থনৈতিক উন্নয়নের হার জানা যায়। অর্থনৈতিক উন্নয়নের হার বাড়ছে না কমছে নাকি অপরিবর্তিত আছে তা আমরা জাতীয় আয়ের অন্তর্বর্তীকালীন প্রতিবেদন থেকে জানতে পারি। অর্থাৎ, জাতীয় আয়ের পরিসংখ্যান দেখে আমরা অর্থনীতির উন্নতি বা অবনতি বুঝতে পারি।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

২০২০ সালে বাংলাদেশের মোট জাতীয় আয় (GNI) ৩৩০.৬৩ বিলিয়ন ইউএস ডলার,  প্রবৃদ্ধির হার ৪.৫৫%

২০১৯ সালে বাংলাদেশের মোট জাতীয় আয় (GNI) ৩১৬.২৩ বিলিয়ন ইউএস ডলার,  প্রবৃদ্ধির হার ৮.২৯%

২০১৮ সালে বাংলাদেশের মোট জাতীয় আয় (GNI) ২৮২.০৪ বিলিয়ন ইউএস ডলার,  প্রবৃদ্ধির হার ৮.১২%

২০১৭ সালে বাংলাদেশের মোট জাতীয় আয় (GNI) ২৪২.৭৫ বিলিয়ন ইউএস ডলার,  প্রবৃদ্ধির হার ৫.৮৮%

২০১৬ সালে বাংলাদেশের মোট জাতীয় আয় (GNI) ২১৬.২৯ বিলিয়ন ইউএস ডলার,  প্রবৃদ্ধির হার ৬.৪১%

৯। মুদ্রাস্ফীতি কিংবা মুদ্রাসংকোচনের তীব্রতা পরিমাপঃ জাতীয় আয়ের পরিমান হতে মুদ্রাস্ফীতি বা মুদ্রাসংকোচনের তীব্রতা অনুমান করা যায়।  কোন দেশের মানুষের ক্রয়ক্ষমতা ও উৎপাদিত দ্রব্যের দামের হ্রাস-বৃদ্ধি পরিমাপের জন্য জাতীয় আয় পরিমাপের গুরুত্ব অপরিসীম।

১০। অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নঃ অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নের পূর্বে দেশের অর্থনীতির গতি বিশ্লেষণ করা দরকার হয়। আর এজন্য জাতীয় আয়ের অতীত ও বর্তমান অবস্থার আলোকে পরিকল্পনাবিদগণ ভবিষ্যতের জন্য অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করে থাকেন। তাই এক্ষেত্রে জাতীয় আয় পরিমাপের গুরুত্ব রয়েছে। পরিকল্পনা প্রণয়নকালে দেশের মোট জাতীয় আয়, মাথাপিছু আয়, ভোগ ও বিনিয়োগের পরিমান, উৎপাদনের হার, জাতীয় অর্থনীতিতে বিভিন্ন খাতের অবদান, ইত্যাদি তথ্যের প্রয়োজন হয়। এসব তথ্যের নির্ভরযোগ্য উৎস হল জাতীয় আয়ের পরিসংখ্যান। তাই, অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নে জাতীয় আয় পরিমাপের গুরুত্ব অনস্বীকার্য।

১১। আন্তর্জাতিক সংস্থার চাঁদার হার নিরুপনঃ জাতীয় আয়ের পরিমানের উপর উপর নির্ভর করে জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, চন্তর্জাতিক মুদ্রা তহবিল ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাসমুহের চাঁদার হার নিরুপন করা হয়। বিভিন্ন দেশের জাতীয় আয়ের উপর নির্ভর করে সে সব দেশের চাঁদা প্রদানের সক্ষমতা। আর সেই সক্ষমতা বিবেচনা করেই চাঁদার হার নির্ধারণ করা হয়।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

১২। বাজেট প্রণয়নঃ একটি দেশের সরকারের মূল অর্থনৈতিক কর্ম হল বাজেট প্রণয়ন। সরকারের বাৎসরিক বাজেট প্রণয়নে জাতীয় আয় পরিমাপের গুরুত্ব অপরিসীম। কারণ, বাজেট হল সরকারের এক বছরের সম্ভাব্য আয়-ব্যয়ের প্রাক্কলন। সুতরাং সরকারের বিভিন্ন উৎস হতে সম্ভাব্য আয় এবং বিভিন্ন খাতে সম্ভাব্য ব্যয় নির্ধারণে জাতীয় আয় পর্যালোচনা অত্যন্ত জরুরি এবং জাতীয় আয় পরিমাপের গুরুত্ব অপরিসীম।

১৩। দেশের অর্থনৈতিক কল্যানের মাপকাঠিঃ জাতীয় আয়ের পরিমান দ্বারা দেশের অর্থনৈতিক কল্যাণের স্তর অনুধাবন করা যায়। অন্যান্য় শর্ত অপরিবর্তিত থাকলে জাতীয় আয়ের বৃদ্ধিতে দেশের অর্থনৈতিক কল্যাণ বৃদ্ধি পায় এবং জাতীয় আয় হ্রাস পেলে অর্থনৈতিক কল্যাণও হ্রাস পায়।

উপরে সংক্ষিপ্তাকারে যে আলোচনা করা হল তা থেকে বলা যায়, জাতীয় আয়ের পরিসংখ্যান বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে থাকে। জাতীয় আয়ের পরিসংখ্যানে একটি দেশের অর্থনীতির পূর্ণাঙ্গ চিত্র ফুটে উঠে। এতে দেশের অর্থনৈতিক সমস্যাসমুহ যেমন চিহ্নিত হয় তেমনি সে সমস্যাসমুহ সমাধানের ইঙ্গিতও পাওয়া যায়। জাতীয় আয়ের পরিসংখ্যান হতে একটি দেশের অর্থনীতির সঠিক অবস্থা মূল্যায়ন করা যায়। কারণ এতে বহু মূল্যবান তথ্য পাওয়া যায়। দেশের কৃষিজাত ও শিল্পজাত উৎপাদন, ভোগ, সঞ্চয়, বিনিয়োগ, মূলধন গঠন ইত্যাদি কিভাবে পরিবর্তিত হচ্ছে তা জাতীয় আয়ের বিভিন্ন বছরের হিসাব থেকে জানা যায়। এবং অবস্থার পরিপ্রেক্ষিতে সরকার যথোপযোক্ত নীতি গ্রহণ করতে পারে।

এক কথায়, জাতীয় আয় হচ্ছে একটি দেশের অর্থনীতির আয়না স্বরূপ। আয়নায় যেমন প্রতিবিম্ব দেখা যায়, জাতীয় আয়ের মাধ্যমেও একটি দেশের অর্থনৈতিক অবস্থা প্রতিফলিত হয়।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

  • ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :

1 thought on “2021 hsc diploma in commerce 12th class economics 7th week assignment solution 2021, hsc ডিপ্লোমা ইন কমার্স ১২শ শ্রেণির অথনীতি ৭ম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২১”

Leave a Comment