বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ৩য় অধ্যায়, সৌরজগৎ ও ভূমণ্ডল, বহুনির্বাচনী প্রশ্ন এসএসসি প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ৩য় অধ্যায়, সৌরজগৎ ও ভূমণ্ডল, বহুনির্বাচনী প্রশ্ন এসএসসি প্রস্তুতি
১। কোন শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সূর্যকে সম্মুখে রেখে পৃথিবী আবর্তন করে?

 ক) মহাকর্ষণ 

 খ) অভিকর্ষণ 

 গ) কেন্দ্রাতিগ                ঘ) কেন্দ্রবিমুখী

২। ৬০ ডিগ্রি থেকে ৯০ ডিগ্রি পর্যন্ত অক্ষাংশকে কী বলে?

 ক) উচ্চ অক্ষাংশ          খ) নিম্ন অক্ষাংশ 

 গ) মধ্য অক্ষাংশ           ঘ) উচ্চ-মধ্য অক্ষাংশ

৩। পৃথিবীর আলোকিত ও অন্ধকার অংশের মধ্যবর্তী বৃত্তাকার অংশকে—

 ক) নিরক্ষবৃত্ত  খ) ছায়াবৃত্ত 

 গ) অক্ষাংশ   ঘ) অক্ষ

৪। কেন্দ্রমণ্ডলে বেশি রয়েছে—

 ক) লৌহ ও নিকেল        খ) লৌহ ও পারদ

 গ) নিকেল ও পারদ        গ) নিকেল ও সিসা

৫। বুধ গ্রহের ওজন পৃথিবীর ওজনের কত ভাগ?

 ক) ৩/৫০    খ) ৭/৪০  

 গ) ৭/৩০    ঘ) ৩/২০

৬। পৃথিবীকে বাসযোগ্য করার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো—

 i. অক্সিজেন   

 ii. ওজোন স্তর     

 iii. ট্রপোমণ্ডল

 নিচের কোনটি সঠিক?

 ক) i, ii     খ)  i, iii   গ) ii, iii     

 ঘ) র, রর ও ররর

৭। ১৮০ ডিগ্রি পূর্ব ও ১৮০ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমার স্থানীয় সময়ের পার্থক্য কত?

 ক) শূন্য     খ) ১২ ঘণ্টা 

 গ) ১৮ ঘণ্টা  ঘ) ১ দিন

৮। নিরক্ষরেখা থেকে প্রত্যেক মেরুর কৌণিক দূরত্ব কত?

 ক) ৭০ খ) ৮০        

 গ) ৯০      ঘ) ১৮০

৯। ট্রপোমণ্ডলের গভীরতা কত?

 ক) প্রায় ১২.৯০ কিমি       

 খ) প্রায় ১৩ কিমি 

 গ) প্রায় ১৩.৫ কিমি         

 ঘ) প্রায় ১৩.৬৮ কিমি

১০। বৃহস্পতি গ্রহের বৈশিষ্ট্য হলো—

 i. সূর্য থেকে এ গ্রহের অবস্থান পঞ্চম স্থানে

 ii. এর আয়তন পৃথিবীর প্রায় ১৩০০ গুণ

 iii. এর ব্যাস ১৪২৮০০ কিমি

 নিচের কোনটি সঠিক?

 ক) i, ii                 খ)  i, iii  

 গ)  ii, iii    

 ঘ) i, ii ও iii

১১। নিচের কোন দুটি গ্রহের মধ্যকার দূরত্ব সবচেয়ে বেশি?

 ক) মঙ্গল-বৃহস্পতি    

 খ) বৃহস্পতি —শনি

 গ) পৃথিবী — মঙ্গল     

 ঘ) শনি — ইউরেনাস

১২। ‘ক’ দেশটি ‘খ’ দেশের ২০ ডিগ্রি পূর্বে অবস্থিত। ‘ক’ দেশের স্থানীয় সময় সকাল ১০টা হলে ‘খ’ দেশের স্থানীয় সময় কত?

 ক) সকাল ৭.৪০ মি      

 খ) সকাল ৮.৪০ মি

 গ) সকাল ১১.২০ মি   

 ঘ) দুপুর ১২.২০ মি

১৩। ৭০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থিত স্থানের প্রতিপাদ স্থানের দ্রাঘিমা কত হবে?

 ক) ২০ ডিগ্রি পশ্চিম    

 খ) ৭০ ডিগ্রি পশ্চিম

 গ) ১১০ ডিগ্রি পশ্চিম    

 ঘ) ২০ ডিগ্রি পূর্ব

১৪। অশ্বমণ্ডল গঠিত হয়—

 i. অ্যালুমিনিয়াম   

 ii. ক্যালসিয়াম    

 iii. লৌহ

 নিচের কোনটি সঠিক?

 ক) i, ii খ)  i, iii   গ)  ii, iii

 ঘ) i, ii ও iii

১৫। সূর্য কত দিনে নিজ অক্ষের ওপর একবার আবর্তন করে?

 ক) ২৩ দিনে  খ) ২৫ দিনে

 গ) ২৭ দিনে ঘ) ৩০ দিনে

১৬। কোন দুটি গ্রহের মধ্যবর্তী দূরত্ব অপেক্ষাকৃত কম?

 ক) মঙ্গল-বৃহস্পতি  

 খ) বৃহস্পতি-শনি

 গ) পৃথিবী-মঙ্গল   

 ঘ) শনি-ইউরেনাস

১৭। আহ্নিক গতি যথেষ্ট প্রভাব বিস্তার করে—

 i. সমুদ্র স্রোতের ওপর  

 ii. বায়ু প্রবাহের ওপর

 iii. সূর্য তাপের ওপর

 নিচের কোনটি সঠিক?

 ক) i, ii     খ)  i, iii  

 গ)  ii, iii  

 ঘ) i, ii ও iii

 নিচের অনুচ্ছেদটি পড়ে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :

 দুই বোন লিনা ও মিনা। লিনা সিউলে ও মিনা ভারতের চেন্নাইয়ে থাকে। লিনা বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মিনাকে ফোনে বলে সিউলে এখন রাত ৯টা ৩২ মিনিট। মিনা লিনাকে জানায় যে চেন্নাইয়ের দ্রাঘিমা ৮০ ডিগ্রি ১৫ মিনিট পূর্ব।

১৮। উদ্দীপকের আলোকে সিউলের দ্রাঘিমা কত?

ক) ১২৮০ পূর্ব                  খ) ১৩০০ পূর্ব 

গ) ১৩৫০ পূর্ব                  ঘ) ১৩৮০ পূর্ব

১৯। বাংলাদেশের সময় সন্ধ্যা ৭টা হলে চেন্নাইয়ের স্থানীয় সময় কত?

 ক) সন্ধ্যা ৬টা ২১ মি       

 খ) সন্ধ্যা ৭টা ১০ মি

 গ) সকাল ৬টা ২১ মি    

 ঘ) সকাল ৬টা ২১ মি

২০। নিজ অক্ষে দুইবার আবর্তন করতে বৃহস্পতির কত সময় লাগে?

 ক) ১৮ ঘণ্টা ৪৬ মি     

 খ) ১৯ ঘণ্টা ৪৬ মি

 গ) ২৪ ঘণ্টা ৩৮ মি     

 ঘ) ৩৮ ঘণ্টা ৪৩ মি

২১। কোনো স্থানের অক্ষাংশ বলতে কোনটিকে বোঝায়?

 ক) অক্ষরেখার অংশ           

 খ) একটি দেশের অংশ

 গ) কোনো স্থানের কৌণিক দূরত্ব     

 ঘ) কেন্দ্রের অংশ

২২। প্রতি মিনিট দ্রাঘিমা ১ ডিগ্রির কত অংশের সমান?

 ক) ১/১৫ অংশ            খ) ১/৩০ অংশ

 গ) ১/৪৫ অংশ             ঘ) ১/৬০ অংশ

 ২৩। অ্যালিওসিয়ান দ্বীপপুঞ্জের ওপর দিয়ে আন্তর্জাতিক তারিখরেখা না যাওয়ার কারণ কী?

  ক) স্থলভাগের অবস্থানের কারণে

  খ) ১৮০ ডিগ্রির বাইরে অবস্থিত বলে

  গ) রেখাটি শুধু জলভাগের ওপর দিয়ে গিয়েছে বলে

  ঘ) এটি মূল মধ্য রেখায় অবস্থিত বলে

২৪। পৃথিবীর কোন গতির কারণে দিন ও রাত হয়?

 ক) মহাকর্ষণ গতি               খ) কেন্দ্রাতিগ গতি

 গ) আহ্নিক গতি                 ঘ) বার্ষিক গতি

২৫। ক্রনোমিটার ঘড়ি থেকে কী জানা যায়?

 ক) সঠিক সময়           খ) অক্ষাংশ

  গ) দ্রাঘিমাংশ             ঘ) সঠিক মান    

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. ক ২. ক ৩. খ ৪. ক ৫. ক ৬. ঘ ৭. ঘ ৮. গ ৯. খ ১০. ঘ ১১. ঘ ১২. খ ১৩. গ ১৪. ঘ ১৫. খ ১৬. গ ১৭. ক ১৮. ক ১৯. ক ২০. খ ২১. গ ২২. ঘ ২৩. ক ২৪. গ ২৫. ক।

S.S.C

2 thoughts on “বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ৩য় অধ্যায়, সৌরজগৎ ও ভূমণ্ডল, বহুনির্বাচনী প্রশ্ন এসএসসি প্রস্তুতি”

Leave a Comment