নবম-দশম শ্রেণি – পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায় বল

২৩। নিউটনের গতির প্রথম সূত্রটি বিবৃত করো।

            উত্তর : বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরলপথে চলতে থাকবে।

২৪।      নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি লেখো।

            উত্তর : বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে।

২৫। নিউটনের তৃতীয় সূত্রটি লেখো।

            উত্তর : প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে।

২৬। গতি ঘর্ষণ কাকে বলে?

            উত্তর : একটি বস্তুর সাপেক্ষে অন্য বস্তু যখন চলমান হয় তখন যে ঘর্ষণ বল তৈরি হয় তাকে গতি ঘর্ষণ বলে।

S.S.C

Leave a Comment