Google Adsense Ads
==== প্রশ্ন-৩২===
% শ্যামল বণিক অঞ্জন %
তুমি ধারোনা ধার
কারো কথার
ভ্রুক্ষেপও নেই একদম,
হৃদয় ভাঙা গড়ার খেলায় তুমি
বড়ই পারঙ্গম।
জটিল তোমার
মনের রাজ্য
চোরাগলির মতো,
ক্লান্ত আমি গোলক ধাঁধায়
ঘুরে অবিরত!
ধূসর মরুসম তোমার
বুকেরই প্রান্তর,
নেই সবুজের
চিহ্ন কোথাও
দেই যেথায় নজর,
মাকড়সার মতো সৃষ্টি
করে মায়াজাল,
ধরছো শিকার
খাচ্ছো গিলে
মারছো চিরকাল!
এভাবে আর কতো লোকের
করবে জীবন নাশ?
করে যাবে অগোচরে
পরের সর্বনাশ?
Google Adsense Ads
- কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার প্রকৃতি আলোচনা কর
- টেকসই উন্নয়নে কোম্পানি সামাজিক দায়বদ্ধতা প্রভাব আলোচনা কর
- একটি কোম্পানির সিএসআর পলিসি প্রস্তুতির পদ্ধতি ব্যাখ্যা কর
- স্বেচ্ছাসেবক সিএসআর রিপোর্ট এর বিতর্কসমূহ বর্ণনা কর
- সিএসআর এবং কর্পোরেট কৌশল বলতে কি বুঝায়
Google Adsense Ads