২০২১ সালের এসএসসি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ৯ম শ্রেণি হিসাববিজ্ঞান ১ম অ্যাসাইনমেন্ট সমাধান 2021, কি কি বৈশিষ্ট্য বিদ্যমান থাকলে একটি ঘটনাকে আমরা লেনদেন বলে আখ্যায়িত করতে পারি? উদাহরণসহ ব্যাখ্যা করুন

শ্রেণি: ৯ম/ ssc/ উন্মুক্ত-2021 বিষয়: হিসাববিজ্ঞান এসাইনমেন্টেরের উত্তর 2021
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 01 বিষয় কোডঃ 1664
বিভাগ: ব্যবসায় শাখা
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

এসাইনমেন্ট শিরোনামঃ কি কি বৈশিষ্ট্য বিদ্যমান থাকলে একটি ঘটনাকে আমরা লেনদেন বলে আখ্যায়িত করতে পারি? উদাহরণসহ ব্যাখ্যা করুন।

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

মনে করি, জনাব রশিদ বাজার থেকে নগদ ৫০০ টাকা দিয়ে ১০ কেজি ময়দা জনাব আকাশের নিকট হতে
কিনে আনলেন। এখানে কতগুলো বিষয় লক্ষনীয় যেমন ঃ

  • রশিদ ও আকাশ দুইটি পক্ষ আছে।
  • ঘটনাটি টাকার অংকে পরিমাপ যোগ্য অর্থাৎ ৫০০ টাকার বিনিময়ে ১০ কেজি ময়দা পাওয়া গেছে।
  • উভয় পক্ষে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। অর্থ্যাৎ মি. রশিদ ৫০০ টাকা নগদ প্রদান করেছে এবং মি. আকাশ ৫০০ টাকা নগদ গ্রহণ করেছেন।
  • এটি স্বয়ংসম্পূর্ণ ঘটনা।


উপরের ঘটনাটি পর্যালোচনা করে আমরা বলতে পারি এই ঘটনাটি একটি লেনদেন।

সুতরাং আমরা বলতে পারি, যে সকল ঘটনার মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে তাকে লেনদেন বলে। আর, যে ঘটনার মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক পরিবর্তন ঘটে না সে গুলো লেনদেন নয়।

লেনদেনের বৈশিষ্ট্য

লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট গুলো নিম্নে দেওয়া হল।

১। দুটি পক্ষ

প্রতিটি লেনদেনের দুটি পক্ষ থাকে। যেমন জামাল সাহেব ৫,০০০ টাকার ধান কামালের নিকট বিক্রয় করলো। এখানে
জামাল ও কামাল দুটি পক্ষ জড়িত আছে।

২। অর্থ দ্বারা পরিমাপযোগ্য

ঘটনা যাই ঘটুক, সেটা অবশ্যই অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য হতে হবে। যেমন, বাজার থেকে ১,০০০ টাকা দিয়ে একটি
শার্ট কেনা হলো। এখানে শার্টের মূল্য ১,০০০ টাকা দ্বারা পরিমাপ করা হয়েছে। অর্থাৎ অর্থ ছাড়া অন্য কোন এককে
পণ্যের মূল্য নিরুপন করা যাবে না।

৩। আর্থিক অবস্থার পরিবর্তন

প্রতিটি লেনদেনের মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে। যেমনঃ কর্মচারী জাহিদকে বেতন দেওয়া হলো
৫,০০০ টাকা। এটি একটি লেনদেন, কারণ জাহিদকে বেতন দেওয়ার কারণে প্রতিষ্ঠান থেকে নগদ ৫,০০০ টাকা কমে
গেছে। ফলে আর্থিক অবস্থার পরিবর্তন না ঘটলে, সে ঘটনাকে লেনদেন বলা যাবে না।

৪। স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র

প্রতিটি লেনদেন একে অপরের সাথে পৃথক সত্ত্বা হবে। মনে করি, ১ তারিখে ১০,০০০ টাকার পণ্য ধারে বিক্রয় করা হল,
এই বিক্রয়কৃত পণ্যের ১০,০০০ টাকা পাওয়া গেল ১০ তারিখে। এখানে ১ তারিখ এবং ১০ তারিখ দুটি ঘটনা পৃথক।

৫। দৃশ্যমানতা

প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন আনতে পারে এমন দৃশ্যমান ও অদৃশ্যমান উভয় প্রকার ঘটনাই লেনদেন হিসাবে গণ্য
হবে। যেমন- ব্যবসার জন্য ২০,০০০ টাকার একটি মেশিন ক্রয় করা হলো, এটি দৃশ্যমান লেনদেন। আবার উক্ত মেশিনটি
এক বছর ব্যবহার করার ফলে মেশিনের মুল্য কমে যাবে। এই হ্রাসকৃত মূল্য কে অবচয় বলে। অবচয় যদিও দৃশ্যমান
ঘটনা নয়, তবুও এটি একটি লেনদেন বলে গণ্য হবে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :

  • ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ভোকেশনাল ও দাখিল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

1 thought on “২০২১ সালের এসএসসি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ৯ম শ্রেণি হিসাববিজ্ঞান ১ম অ্যাসাইনমেন্ট সমাধান 2021, কি কি বৈশিষ্ট্য বিদ্যমান থাকলে একটি ঘটনাকে আমরা লেনদেন বলে আখ্যায়িত করতে পারি? উদাহরণসহ ব্যাখ্যা করুন”

Leave a Comment