Advertisement
অ্যাসাইনমেন্ট : পরিবারের সদস্যদের পারস্পরিক সম্পর্কের গুরুত্ব মুল্যায়ন
শিখনফল/বিষয়বস্তু :
- পরিবারের সদস্য হিসেবে ব্যক্তির ভূমিকা বর্ণনা করতে পারবে।
- পরিবারে ব্যক্তির অবস্থ ব্যাখ্যা করতে পারবে।
- পারিবারিক বন্ধন সুদৃঢ়করণের উপায় বর্ণনা করতে পারবে।
- পরিবারের সদস্যদের। মাঝে পারস্পরিক সম্পর্কের
নির্দেশনা (সংকেত/ ধাপ/ পরিধি):
- পরিবারের সদস্য হিসেবে ব্যক্তির ভূমিকা
- পরিবারে ব্যক্তির অবস্থানের গুরুত্ব ব্যাখ্যা
- পারিবারিক বন্ধন সুদৃঢ়করণের উপায় বণর্না
- পরিবারের সদস্যদের পারস্পরিক সম্পর্কের গুরুত্ব মূল্যায়ন ও মতামত
এসাইনমেন্ট সম্পর্কে যে কোন প্রশ্ন আপনার মতামত জানাতে পারেন আমাদের কে YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
পরিবারের সদস্যদের পারস্পরিক সম্পর্কের গুরুত্ব
পারিবারিক বন্ধন হলাে পরিবারের সকল সদস্যদের মধ্যে তৈরি হওয়া আবেগীয় সম্পর্ক। পারস্পরিক বিশ্বাস, স্নেহ, ভালােবাসা, সম্মান, আস্থা । ইত্যাদি হলাে পারিবারিক বন্ধনের ভিত্তি। পারিবারিকবন্ধন দৃঢ় না হলে পরিবারের অস্তিত্ব সংকটের মুখে পড়ে।
পারিবারিক বন্ধন শিশুর সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূলত শিল্পায়ন, নতুন নতুন নগরায়ন ও বন্দরের পত্তন এবং শিক্ষার প্রসারের সঙ্গে সঙ্গে চাকরিজীবীদের সংখ্যা বৃদ্ধির কারণে একক পরিবারের সংখ্যা বেড়ে চলেছে। ব্যক্তি স্বাতন্ত্রের প্রভাবের ফলে আমাদের দেশে পারিবারিক বন্ধনেও নানা রকম সমস্যা দেখা দিচ্ছে।
Advertisement
পারিবারিক বন্ধন অটুট রাখার জন্য পরিবারের সদস্যদের ভূমিকাপরিবারই একমাত্র কেন্দ্রস্থল যেখানে মায়া-মমতা, স্নেহ, ভালােবাসা, সহানুভূতি লাভ করা যায়। পরিবারের ভালােবাসাই পারে সদস্যদের সঠিক দিক নির্দেশনা দিতে।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
১। পরিবারের প্রতিটি সদস্যের পরস্পরের প্রতি গভীর মমত্ববােধ থাকতে হবে। একের প্রতি অন্যের বিশ্বাস, শ্রদ্ধা ও সম্মানবােধ থাকতে হবে।
২। পরিবারের সদস্যরা নিজেদের সুখ, দুঃখ এবং কাজগুলাে সবার মধ্যে ভাগ করে নেয় ফলে পরস্পরের প্রতি সহানুভূতি বাড়ে ও পারিবারিক বন্ধন শক্ত হয়।
৩। পরিবারের বন্ধন অটুট রাখা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখা বাবা-মা এবং সন্তানদের কর্তব্য।
৪। বাবা-মাকে ছেলেমেয়েদের সাথে সবসময় বন্ধুর মতাে মেশা উচিত। তাদের সব সমস্যার কথা মনােযােগ দিয়ে শােনা উচিত। এতে ছেলেমেয়েরা স্বাধীনভাবে তাদের মত প্রকাশের সুযােগ পায় এবং পিতামাতার সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে । শিশুপরিচালনার ক্ষেত্রে মনে রাখতে হবে যে, প্রত্যেক শিশুই স্বতন্ত্র। তাদের স্বতন্ত্রতা অনুযায়ী তাদেরকে বুঝতে হবে।
শিশুদের জন্য মনস্তাত্ত্বিক চাহিদারও যথেষ্ট গুরুত্ব রয়েছে। এইসব মনস্তাত্ত্বিক চাহিদার মধ্যে রয়েছে ইংরেজি অক্ষরের তিনটি ‘A’|
অ = Affection – দেহ।
অ = Acceptance – স্বীকৃতি।
অ = Achievement – সাফল্য।
৫। পারিবারিক বন্ধন টিকিয়ে রাখার জন্য পরিবারে শুধুমাত্র বড়দের নয় ছােটদেরও সুয়িত্ব থাকে।
৬। পরিবারের সদস্যদের উদারতাই পারিবারিক বন্ধনের চাবিকাঠি। পরিবারের সদস্যদের স্বার্থপরতা ও আত্মকেন্দ্রিকতা সংসারে অশান্তি ডেকে আনে।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
৭। অর্থনৈতিক সংকট আমাদের পারিবারিক বন্ধন অটুট রাখার বড় অন্তরায়। পরিবারের প্রতিটি সদস্যই যদি তাদের যােগ্যতা অনুধায়ী কাজ করে পরিবারকে আর্থিকভাবে সাহায্য করে তবে পরিবারে অর্থনৈতিক সংকট তেরি হয় না। এতে করে পরিবারে কেউ কারাে ওপর নির্ভরশীল হয় না এবং পরিবারের নিরাপত্তা বৃদ্ধি পায়।
Advertisement 2
৮। পরিবারের যেকোনাে সদস্য কোনাে খারাপ পথে। পরিচালিত হলে তাকে ভালােবাসার মাধ্যমে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে।
৯। পরিবারের সকল সদস্যদের মধ্যে বিশ্বাসযােগ্য, সমঝােতামূলক নিবিড় সম্পর্ক পারিবারিক বন্ধনকে সুদৃঢ় করে, পরিবারে শান্তি বজায় রাখে, সুস্থ ও গতিশীল পারিবারিক জীবন দান করে। পরিবারের প্রতিটি সদস্যের আন্তরিকতা, সহযােগিতাই পারুব্র পারিবারিক বন্ধন অটুট রাখতে।
১০। পরিবারের কোনাে সদস্য বিপদগ্রস্ত হলে তাকে সাহায্য করতে হবে। এর ফলে বিপদগ্রস্ত ব্যক্তি আশ্বস্ত হবে।
এসাইনমেন্ট সম্পর্কে যে কোন প্রশ্ন আপনার মতামত জানাতে পারেন আমাদের কে YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
Advertisement 5
Advertisement 2
- ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক
- ৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
- ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
- ৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
- ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
Advertisement 3