২০২১ সালের এইচএসসি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ১১শ শ্রেণি হিসাববিজ্ঞান ১ম পত্র ৪র্থ অ্যাসাইনমেন্ট সমাধান 2021,আর্থিক বিবরণী প্রস্তুতকরণের ক্ষেত্রে বিবেচনায় রাখতে হয় এমন ১০ (দশ) টি কাল্পনিক সমন্বয়সংক্রান্ত লেনদেন চিহ্নিত করুন

শ্রেণি: ১১শ/hsc/ উন্মুক্ত-2021 বিষয়: হিসাববিজ্ঞান ১ম পত্র এসাইনমেন্টেরের উত্তর 2021
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 04 বিষয় কোডঃ 1886
বিভাগ: বাণিজ্য শাখা
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

এসাইনমেন্ট শিরোনামঃ আর্থিক বিবরণী প্রস্তুতকরণের ক্ষেত্রে বিবেচনায় রাখতে হয় এমন ১০ (দশ) টি কাল্পনিক সমন্বয়সংক্রান্ত লেনদেন চিহ্নিত করুন। চিহ্নিত সমন্বয়সমূহ কিভাবে সমাধান করা হবে তা ছক আকারে দেখান।

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

রেওয়ামিলে সম্পত্তি, দায়, আয়, ব্যয় এবং মূলধন এই ৫ ধরণের হিসাব থাকে। রেওয়ামিল থেকে পাঁচ ধরণের হিসাব নিয়ে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। হিসাববিজ্ঞানের মিলকরণ নীতি (সধঃপযরহম ঢ়ৎরহপরঢ়ষব) অনুসরণ করে আর্থিক বিবরণীর বিশদ আয় বিবরণী তৈরি করা হয়। একটি নির্দিস্ট হিসাব মেয়াদের সকল মুনাফাজাতীয় আয়কে বিশদ আয় বিবরণীতে লিপিবদ্ধ করতে হয়। ঐ হিসাব মেয়াদের পূর্বের বছর এবং পরের বছরের কোন আয় ব্যয় চলতি বছরের কোন আয়-ব্যয় বলে গণ্য করা যাবে না। আমরা পূর্বেই বলেছি সাধারণত রেওয়ামিলের তথ্যাদির ভিত্তিতে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। এ কথাটি সম্পূর্ণ সঠিক নয়। কারণ রেওয়ামিলে সব তথ্য অন্তর্ভূক্ত করা যায় না। রেওয়ামিলের বাইরেও প্রচুর তথ্য থাকে। যেমন বকেয়া বা অগ্রিম আইটেম, সমাপনী মজুদ পণ্য ইত্যাদি। এই আইটেমগুলো রেওয়ামিলে দেখানো যায় না। আর্থিক বিবরণী প্রস্তুতের সময় এই তথ্যগুলোতে হিসাবভুক্ত করতে হয়। রেওয়ামিল বহির্ভূত বিভিন্ন তথ্য হিসাবভুক্ত করার পদ্ধতিকে সমন্বয় সাধন বলা হয়।

আর্থিক বিবরণী প্রণয়নকালে সাধারণত যে সকল সমন্বয় সাধন করার প্রয়োজন হয় সেগুলো নিচে বর্ণনা করা হলঃ

১। বকেয়া খরচ ঃ ধরুন একটি প্রতিষ্ঠানে চলতি বছরের বেতন বাবদ ২,০০০ টাকা বকেয়া রয়েছে অথচ হিসাবভুক্ত হয়নি। এক্ষেত্রে বিশদ আয় বিবরণীতে বেতন খরচ হিসাবে দেখাতে হবে। আবার সমপরিমাণ টাকা বকেয়া বেতন চলতি দায় হিসাবে আর্থিক অবস্থা বিবরণীতে দেখতে হবে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

২। অগ্রিম ব্যয় ঃ কোন প্রতিষ্ঠানের চলতি বছরের কোন খরচের মধ্যে অগ্রিম প্রদত্ত কোন খরচ অন্তর্ভূক্ত হলে তা বিশদ আয় বিবরণীতে চলতি সম্পত্তি হিসাবে দেখাতে হবে।

৩। বকেয়া আয় ঃ কোন প্রতিষ্ঠনের নির্দিষ্ট হিসাবকালে কোন মুনাফা জাতীয় আয় বকেয়া থাকলে বিশদ আয় বিবরণীতে সংশ্লিষ্ট আয়ের সাথে যোগ এবং আর্থিক অবস্থা বিবরণীতে প্রাপ্য বা বকেয়া আয় হিসাবে চলতি সম্পদ দেখাতে হবে।

৪। অগ্রিম প্রাপ্ত আয় ঃ অগ্রিম প্রাপ্ত আয় চলতি বছরে আয় হিসাবে বিবেচনা না করে এবং চলতি বছরের আয়ের মধ্যে অগ্রিম প্রাপ্ত আয় অন্তর্ভূক্ত থাকলে বিশদ আয় বিবরণীতে সংশ্লিষ্ট আয় থেকে বিয়োগ এবং আর্থিক অবস্থা বিবরণীতে চলতি দায় হিসাবে দেখাতে হবে। উদাহরণঃ শিক্ষানবিশ সেলামী ৩ বছরের জন্য পাওয়া গিয়াছে ৯,০০০ টাকা। এক্ষেত্রে শিক্ষানবিস সেলামী ২ বৎসরের অগ্রিম ৬,০০০ টাকা বিশদ আয় বিবরণীতে শিক্ষানবিস সেলামী থেকে বিয়োগ করতে হবে এবং আর্থিক অবস্থা বিবরণীকে চলতি দায় অগ্রিম প্রাপ্ত শিক্ষানবিশ সেলামী হিসাবে ৬,০০০ টাকা দেখাতে হবে।

৫। সমাপনী মুজদ পণ্য ঃ ব্যবসা একটি চলমান প্রক্রিয়া। নির্দিষ্ট সময়ের শেষ দিনে কিছু না কিছু পণ্য অবিক্রিত থেকে যায় এটাই সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্যের ক্রয়মূল্য বা বাজারমূল্য কম বেশী হলে হিসাব বিজ্ঞানের রক্ষণশীল নীতি অনুসারে এই দুই মূল্যের মধ্যে যেটি কম সেটিই সমাপনী মজুদ পণ্য হিসাবে ধরতে হয়। সমাপনী মজুদ পণ্য বিশদ আয় বিবরণীতে ক্রয় থেকে বিয়োগ এবং আর্থিক অবস্থা বিবরণীতে চলতি সম্পদ হিসেবে গণ্য করতে হবে।

৬। অবচয় ঃ সম্পত্তি ব্যবহারের ফলে ব্যবহারজনিত ক্ষতি হয়। এই ব্যবহারজনিত ক্ষতিকেই অবচয় বলা হয়। অবচয় বিশদ আয় বিবরণীতে অবচয় খরচ হিসাবে দেখাতে হবে এবং আর্থিক অবস্থা বিবরণীতে পুঞ্জিভূত অবচয় সংশ্লিষ্ট সম্পত্তি থেকে বিয়োগ করে দেখাতে হবে।

৭। অনাদায়ী পাওনা ঃ ধারে বিক্রয়ের পুরো টাকা আদায় করা সম্ভব হয় না। যে অংশ আদায় হয় না তাকে অনাদায়ী পাওনা বলে। অনাদায়ী পাওনা র) বিশদ আয় বিবরনীতে পরিচালনা খরচ হিসাবে দেখাতে হবে এবং রর) আর্থিক অবস্থা বিবরণীতে প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব থেকে বিয়োগ করতে হবে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

৮। অনাদায়ী পাওনা সঞ্চিতি ঃ দেনাদার বা প্রাপ্য হিসাব সম্পূর্ণ আদায় নিশ্চিত করে বলা যায় না। তাই দেনাদার বা প্রাপ্য হিসাবের যে অংশ আদায় হবে না তা বাদ দেওয়ার পর অবশিষ্ট দেনাদারের উপর নির্দিষ্ট শতকরা হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টি করা হয়। এই সঞ্চিতি বিশদ আয় বিবরণীতে পরিচালনা খরচ হিসাবে দেখাতে হবে এবং আর্থিক অবস্থা বিবরণীতে দেনাদার থেকে বিয়োগ করতে হবে।

৯। অব্যবহৃত মনিহারি ঃ মনিহারি বলতে ফাইল, খাতা, কলম এবং অন্যন্য ব্যবহার্য জিনিসপত্রকে বুঝায়। অব্যবহৃত মনিহারি বিশদ আয় বিবরণীতে মনিহারি খরচ থেকে বিয়োগ করতে হবে এবং আর্থিক অবস্থা বিবরণীতে চলতি সম্পদে অব্যবহৃত মনিহারি হিসাবে দেখাতে হবে।

১০। মূলধনের সুদ ঃ মূলধনের সুদ ব্যবসায়ের একটি খরচ। মূলধনের সুদ বিশদ আয় বিবরণীতে অপরিচালনা খরচ হিসাবে দেখাতে হবে এবং আর্থিক অবস্থা বিবরণীতে মূলধনের সাথে যোগ করে দেখাতে হবে।

১১। উত্তোলনের সুদ ঃ উত্তোলনের সুদ ব্যবসায়ের অপরিচালনা আয় হিসাবে বিশদ আয় বিবরণীতে দেখাতে হবে এবং আর্থিক অবস্থা বিবরণীতে মূলধন হতে বিয়োগ করতে হবে। ১২। মালিকের পণ্য উত্তোলন ঃ মালিক কর্তৃক পণ্য উত্তোলন করলে ক্রয় হ্রাস পায়। তাই পণ্য উত্তোলন বিশদ আয় বিবরণীতে ক্রয় থেকে বিয়োগ করতে হবে এবং আর্থিক অবস্থা বিবরণীতে মূলধন থেকে বিয়োগ করতে হবে।

১৩। বিলম্বিত খরচ ঃ কিছু কিছু মুনাফা জাতীয় খরচ আছে যেগুলি হতে একাধিক বছরের সুবিধা পাওয়া যায় বলে ঐ জাতীয় খরচ একটি আর্থিক বছরে খরচ হিসাবে না দেখিয়ে কয়েকটি আর্থিক বছরে খরচ হিসাবে দেখাতে হয়। যেমনবিজ্ঞাপন খরচ, এক্ষেত্রে মোট বিজ্ঞাপন খরচ হতে বিশদ আয় বিবরণীতে বিলম্বিত খরচ হিসাবে বিয়োগ করতে হবে এবং আর্থিক অবস্থা বিবরণীতে সম্পদ পার্শ্বে বিলম্বিত বিজ্ঞাপন হিসাবে দেখাতে হবে।

১৪। দূর্ঘটনায় বা আগুনে বিনষ্ট পণ্য ঃ এটি ব্যবসায়ের অস্বাভাবিক ক্ষতি। আগুনে বিনষ্ট পণ্য যদি হিসাবভুক্ত না হয়ে থাকে তবে বিশদ আয় বিবরণীতে ক্রয় হতে বিয়োগ এবং অপরিচালনা খরচ হিসাবে দেখাতে হবে। আগুনে বিনষ্ট পণ্য, সমাপনী মজুদ পণ্য মূল্যায়নের পরক্ষণে হয়ে থাকলে সমাপনী মজুদ পণ্য হতে বিয়োগ করতে হয়।

১৫। ক্রয় ও বিক্রয়ের অন্তর্ভুক্ত ভ্যাট ঃ ক্রয়ের উপর ভ্যাট এবং বিক্রয়ের উপর ভ্যাট ব্যবসায়ের আয় বা ব্যয় কিছুই নয়। তাই ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত ভ্যাট ক্রয় হতে বিয়োগ এবং বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত ভ্যাট বিক্রয় থেকে বিয়োগ করতে হবে। আর ক্রয়ের উপর ভ্যাট বিক্রয়ের উপর ভ্যাট থেকে বড় হলে আর্থিক অবস্থা বিবরণীতে চলতি ভ্যাট হিসাবে সম্পদ পাশে এবং ক্রয়ের উপর ভ্যাট বিক্রয়ের উপর ভ্যাট থেকে ছোট হলে আর্থিক অবস্থা বিবরণীতে চলতি দায় হিসাবে দেখাতে হয়।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

২০২১ সালের এইচএসসি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ১১শ শ্রেণি হিসাববিজ্ঞান ১ম পত্র ৪র্থ অ্যাসাইনমেন্ট সমাধান 2021,আর্থিক বিবরণী প্রস্তুতকরণের ক্ষেত্রে বিবেচনায় রাখতে হয় এমন ১০ (দশ) টি কাল্পনিক সমন্বয়সংক্রান্ত লেনদেন চিহ্নিত করুন
২০২১ সালের এইচএসসি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ১১শ শ্রেণি হিসাববিজ্ঞান ১ম পত্র ৪র্থ অ্যাসাইনমেন্ট সমাধান 2021,আর্থিক বিবরণী প্রস্তুতকরণের ক্ষেত্রে বিবেচনায় রাখতে হয় এমন ১০ (দশ) টি কাল্পনিক সমন্বয়সংক্রান্ত লেনদেন চিহ্নিত করুন
২০২১ সালের এইচএসসি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ১১শ শ্রেণি হিসাববিজ্ঞান ১ম পত্র ৪র্থ অ্যাসাইনমেন্ট সমাধান 2021,আর্থিক বিবরণী প্রস্তুতকরণের ক্ষেত্রে বিবেচনায় রাখতে হয় এমন ১০ (দশ) টি কাল্পনিক সমন্বয়সংক্রান্ত লেনদেন চিহ্নিত করুন

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

  • ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ভোকেশনাল ও দাখিল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :

Leave a Comment