২য় অধ্যায়: আর্থিক বাজারের আইনগত দিকসমূহ বিয়ষ: ফিন্যান্স ১ম অনুধাবনমূলক প্রশ্ন – এইচএসসি প্রস্তুতি

Google Adsense Ads

১। মুদ্রাবাজারের সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী কে? ব্যাখ্যা করো।

উত্তর : মুদ্রাবাজারের সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। এ ব্যাংক সরকারের পক্ষে মুদ্রানীতি প্রণয়ন করে। অর্থাৎ মুদ্রা প্রচলন ও নিয়ন্ত্রণ করে। মুদ্রাবাজারের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সব বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রম নিয়ন্ত্রণ করে। পৃথিবীর সব দেশে ব্যাংকিং সমাজের নেতা হিসেবে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজারের সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী হিসেবে দায়িত্ব পালন করে।

২। বাণিজ্যিক পত্র কোন বাজারের হাতিয়ার? ব্যাখ্যা করো।

উত্তর : বাণিজ্যিক পত্র মুদ্রাবাজারের হাতিয়ার।

যে বাজারে এক বছর বা তার চেয়ে কম সময়ের জন্য সিকিউরিটিজ ক্রয়-বিক্রয় করা হয় তাকে মুদ্রাবাজার বলে। বড় বড় নামকরা কম্পানি বা Blue chip কম্পানি স্বল্পমেয়াদি তহবিল সংগ্রহের জন্য বাণিজ্যিক পত্র ইস্যু করে। যেহেতু বাণিজ্যিক পত্রের মেয়াদ তিন মাস থেকে ২৭০ দিন, যা এক বছরের কম, সেহেতু বাণিজ্যিক পত্র মুদ্রাবাজারের হাতিয়ার।

৩। অপরাধীরা কিভাবে মানি লন্ডারিং করে থাকে? ব্যাখ্যা করো।

উত্তর : অবৈধভাবে সম্পদ বা অর্থোপার্জন এবং অবৈধভাবে এর স্থানান্তরকে মানি লন্ডারিং বলে।

অপরাধীরা মূলত তিনটি উপায়ে বা প্রক্রিয়ার মাধ্যমে মানি লন্ডারিং করে তা হলো—  ক) প্লেসমেন্ট

খ) লেয়ারিং

গ) ইন্টিগ্রেশন

অবৈধভাবে উপার্জিত অর্থ যখন কোনো ব্যাংক হিসাবে জমা করা যায়, তখন তাকে প্লেসমেন্ট (placement) বলে। প্লেসমেন্টকৃত অর্থ জটিল আর্থিক লেনদেনের মাধ্যমে বিভিন্ন স্তরে সরানো বা স্থানান্তরকে লেয়ারিং (Layering) বলে। লেয়ারিং সফল হওয়ার পর ইন্টিগ্রেশনের সাহায্যে অবৈধ অর্থ এমনভাবে ব্যবহৃত হয়, যাতে মনে হয় এটি বৈধ উপায়ে উপার্জিত।

H.S.C

Google Adsense Ads

Google Adsense Ads

Leave a Comment