হিসাববিজ্ঞান তত্ত্ব অনার্স ৪র্থ বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের হিসাববিজ্ঞান তত্ত্ব

Advertisement

চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের হিসাববিজ্ঞান তত্ত্ব, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন হিসাববিজ্ঞান তত্ত্ব সাজেশন

অনার্স ৪র্থ বর্ষের হিসাববিজ্ঞান তত্ত্ব সাজেশন 2024

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৪র্থ বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ৪র্থ বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
হিসাববিজ্ঞান তত্ত্ব (Accounting theory ) সুপার সাজেশন
Department of : Accounting & Other Department
Subject Code: 242501
২০২৪ এর অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সাজেশন

হিসাববিজ্ঞান তত্ত্ব অনার্স ৪র্থ বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের হিসাববিজ্ঞান তত্ত্ব, অনার্স ৪র্থ বর্ষের হিসাববিজ্ঞান তত্ত্ব ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন হিসাববিজ্ঞান তত্ত্ব সাজেশন

অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৪ (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৪

হিসাববিজ্ঞান তত্ত্ব অনার্স ৪র্থ বর্ষ সাজেশন 2024

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. হিসাববিজ্ঞান তথ্যব্যবস্থা কী?
উত্তর : লেনদেন সংক্রান্ত তথ্যসংগ্রহ, লিপিবদ্ধকরণ ও প্রক্রিয়াকরণ ব্যবস্থাপনায় তথ্য আগ্রহী পক্ষসমূহের মধ্যে বিতরণের ব্যবস্থা করার সামগ্রিক কার্যকেই হিসাববিজ্ঞান তথ্যব্যবস্থা বলা হয়।

২. হিসাবকাল অনুমান কী?
উত্তর : একটি কারবারের দক্ষতা যাচাইয়ের উদ্দেশ্যে সমগ্র জীবনকালকে কতগুলো অংশে বিভক্ত এবং প্রতিটি অংশের দক্ষতা যাচাই করাকে হিসাবকাল ধারণা বা অনুমান বলে।

৩. এজেন্সি সমস্যা কী?
উত্তর : কোনো প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা ও মালিক পক্ষের স্বার্থের দ্বন্দ্বকেই এজেন্সি সমস্যা/এজেন্সি ইস্যু বলে।

Advertisement

৪. দ্বৈত সত্তা ধারণা কী?
উত্তর : প্রতিটি সম্পত্তি বিপক্ষে সমপরিমাণ দায় থাকবে।

৫. সংরক্ষিত মুনাফা কাকে বলে?
উত্তর : মুনাফার যে অংশ জনগণের মধ্যে বণ্টন না করে বিভিন্ন শিরোনামে সংরক্ষিত করা হয় তাকে সংরক্ষিত মুনাফা বলে।

৬. বকেয়াভিত্তিক পদ্ধতি কী?
উত্তর : এই পদ্ধতি অনুসারে ক্রেতাকে বিক্রেতা। এই নিশ্চয়তা প্রদান করে যে পণ্য বা সেবার মান কাক্ষিত মানের চেয়ে নিম্ন মানের হলে সে ক্ষতি পূরণ দিবে। সেক্ষেত্রে বিক্রয়ের পরবর্তী যে কোনো সময়ের প্রদান করা লাগতে পারে এবং সেক্ষেত্রে দায়ের সৃষ্টি হয়।

৭. সুনাম কি ধরনের সম্পদ?
উত্তর : সুনাম একটি এক ধরনের অস্পর্শনীয় সম্পদ।

৮. দক্ষ পোর্টফোলিও কী?
উত্তর : দক্ষ পোর্টফোলিও বলতে ঐ সকল সিকিউরিটির সমন্বয়কে বনায় যেখানে একটি নির্দিষ্ট ঝুঁকি স্তরে আয় সর্বোচ্চ হয়।

৯. ফ্রেঞ্চাইজ কী?
উত্তর : ফ্রেঞ্চাইজ হলো কোন নির্দিষ্ট এলাকার নির্দিষ্ট ভয়ের জন্য কোনো উৎপাদনকারী, বণ্টনকারী বা সবেসায়ীকে কোনো দ্রব্য বা সেবা উৎপাদন তথ্য বিক্রি করার জন্য প্রদত্ত অনুমতি বা অধিকার।

১০. অতি মুনাফা কী?
উত্তর : কোনো প্রতিষ্ঠান তার প্রতিযোগী এবং সমশ্রেণির অন্য প্রতিষ্ঠান থেকে যে বাড়তি মুনাফা অর্জন করে তাকে অতি মুনাফা বলা হয়।

১১. APB -এর পূর্ণরূপ লিখ।
উত্তর : APB -এর পূর্ণরূপ Accounting Principles Board.

১২. ক্রমাবলোপন কী?
উত্তর : অস্পর্শনীয় সম্পত্তির ব্যয়কে এর আয়ুষ্কালের মধ্যে যুক্তিসঙ্গতভাবে খরচ হিসেবে বণ্টন করাকে ক্রমাবলোপন বলে।

১৩. হিসাব তত্ত্বের সংজ্ঞা দাও।
উত্তর : হিসাব সংক্রান্ত কার্যাবলি ব্যাখ্যা করার জন্য এবং যুক্তির মাধ্যমে তা সমর্থন করার জন্য স্বীকৃত ধারণা বা অনুমানকে হিসাব তত্ত্ব বলা হয়।

১৪. পূর্ণরূপ লিখ : IFRS.
উত্তর : IFRS= International Financial Reporting Standards.

১৫. ধারণাগত কাঠামো কী?
উত্তর : হিসাববিজ্ঞানের সাংবিধানিক তত্ত্ব ও প্রায়োগিক বা ব্যবহারিক নীতিমালাকে ধারণাগত কাঠামো বলে।

১৬. পূর্ণ প্রকাশ নীতি কি?
উত্তর : আর্থিক তথ্য ব্যবহারকারির নিকট ভিন্নতা ও ঘটনাকে স্পষ্ট করে প্রকাশ করার নীতিকে পূর্ণ প্রকাশ নীতি বলা হয়।

১৭. অনিশ্চিত তত্ত্ব কাকে বলে?
উত্তর : ব্যবসায় প্রতিষ্ঠানকে সর্বোত্তম সাংগঠনিকভাবে পরিচালনার জন্য আচরণগত পরিবর্তনকে যে প্রক্রিয়া তাকে বলে অনিশ্চিত তত্ত্ব।

১৮. হিকস আয় তত্ত্ব কি?
উত্তর : আয় সম্পর্কে John Richard Hicks বলেছেন, “একটি প্রতিষ্ঠান বা ব্যক্তির সম্পদ (Wealth) থেকে বাস্তব কর্মকাত্রে মাধ্যমে কতটুকু আয় হয়েছে তা পারস্পরিক সম্পর্ক প্রতিষ্ঠা করা।

১৯. লাইসেন্স ফি কাকে বলে?
উত্তর : একটি ব্যবসায় তখনই শুরু করা যাবে যখন ঐ ব্যবসায় বা প্রতিষ্ঠানের লাইসেন্স থাকবে। লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান অবৈধ (Illegal)। তাই প্রতিষ্ঠানের বৈধ করার জন্য খরপবহংব জরুরি। লাইসেন্সের জন্য একটি নির্দিষ্ট খরচ সরকারকে দিতে হয়। এই সরকারি খরচকে লাইসেন্স ফি বলে।

২০. সংরক্ষিত মুনাফা কাকে বলে?
উত্তর : মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারগণের মধ্যে বণ্টন করে বিভিন্ন শিরোনামে সংরক্ষণ করা হয় তাকে। সংরক্ষিত মুনাফা বলে।

২১. বকেয়াভিত্তিক পদ্ধতি কি?
উত্তর : যে পদ্ধতিতে পণ্য বা সেবার মান কাক্ষিত মাত্রার হলে বা নি¤œমানের হলে বিক্রেতা ক্রেতাকে ক্ষতিপূরণ দেয়ার নিশ্চয়তা দেয় তাকে বকেয়াভিত্তিক পদ্ধতি বলে।

Advertisement 2

২২. স্থির প্রবৃদ্ধি মডেল কী?
উত্তর : যে মডেল শতকরা নির্দিষ্ট হারে লভ্যাংশ বৃদ্ধি পায় এবং একই বৃদ্ধির হার প্রত্যাশিত উপার্জন হারের চেয়ে কম, তাকে স্থির প্রবৃদ্ধি মডেল বলে।

২৩. মূলধন সম্পত্তি মূল্যায়ন মডেল বলতে কি বুঝ?
উত্তর : এটি এমন একটি পদ্ধতি যা যেকোনো একটি শেয়ার বা একাধিক শেয়ারের বিনিয়োগের ব্যয়। এক্ষেত্রে অবশ্যই মূলধন সম্পদ মূল্যায়ন মডেল নির্ণয় করা হয়।

২৪. ঝুঁকি প্রিমিয়াম কি?
উত্তর : অতিরিক্ত ঝুঁকি গ্রহণের বিনময়ে অতিরিক্ত প্রাপ্তিকে ঝুঁকি প্রিমিয়াম বলে।

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

হিসাববিজ্ঞান তত্ত্ব অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন PDF Download 2024

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. ‘হিসাববিজ্ঞান কলা না বিজ্ঞান’ – ব্যাখ্যা কর।
২. তত্ত্বের প্রকারভেদ দেখাও।
৩. এজেন্সি ব্যয় কী?
৪. হিসাববিজ্ঞানের আভ্যন্তরীণ ব্যবহারকারী কারা?
৫. হিসাববিদ্যা ও অর্থনৈতিক মূলধন সংক্রান্ত ধারণার পার্থক্য কী?

৬. অর্থনৈতিক উন্নয়নে হিসাববিজ্ঞানের ভূমিকা আলোচনা কর।
৭. লুকায়িত ব্যয় বলতে কি বুঝ? লুকায়িত ব্যয় নিয়ন্ত্রণের উদাহরণ দাও।
৮. হিসাব তথ্যের বস্তুনিষ্ঠতা কী?
৯. সর্বজনস্বীকৃত হিসাববিজ্ঞান নীতিমালার সীমাবদ্ধতা কী কী ব্যাখ্যা কর।
১০. ক্রয়কৃত সুনাম ও অভ্যন্তরীণভাবে সৃষ্ট সুনামের মধ্যে পার্থক্য আলােচনা কর।
১১. CML-এবং SML-এর মধ্যে পার্থক্য দেখাও।

12. National Co. sells VCRs. The company also offers its customers a 2-years warranty contract. During 2012, Co. sold 15,000 warranty contracts at Tk. 99 each. The Co. spent Tk. 1,80,000 servicing warranties during 2012 and it is estimated that an additional Tk. 9,00,000 will be spent in the future to service the warranties.
Prepare Journal entries for-
(a) the sale of contracts.
(b) the cost of servicing the warranties and
(c) the recognition of warranty revenue.

Advertisement 2

13. Kushal Ltd. has 40,000 common stock of Tk. 100 each aggregating Tk. 40,00,000. It requires additional capital of Tk. 10,00,000. In order to raise such capital it has three following alternatives : –
(a) Issuing 10,000 common stock Tk. 100 each.
(b) 10% debt of Tk. 10,00,000.
(c) 10% preferred stock @ 100 Tk. 10,00,000. Corporate tax rate is 40%.
Find out the EPS under each of three alternatives if EBIT Tk. 10,00,000.

14. A stock has beta of 1.25, the expected return on the market is 12% and the risk-free rate is 5%. What must the expected return on this be?
15. Sound Garden Company sold 200 copy-making machines in 2004 for Tk. 4,000 a piece, together with a one-year warranty. Maintenance on each machine during warranty period averages Tk. 330.
Instructions.

(a) Prepare entries to record the sale of the machine and the related warranty Costs, assuming that the accrual method is used, Actual warranty costs incurred in 2013 were Tk. 17,000.
(b) On the basis of the data above, prepare the appropriate entries, assuming that the cash basis method is used.
16. At present, so use the risk-free rate is 12% and the expected return on the market portfolio is 16%. The expected returns for four stocks enlisted together with their expected beta: (ছকটি PDF উত্তরমালায় দেখানো হয়েছে।)

PDF Download হিসাববিজ্ঞান তত্ত্ব অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন 2024

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. (ক) অর্থনৈতিক উন্নয়নে হিসাববিজ্ঞানের ভূমিকা আলোচনা কর।
(খ) আন্তর্জাতিক হিসাব মান এবং আর্থিক প্রতিবেদন সম্পর্কে লিখ।
২. (ক) হিসাববিজ্ঞানে আয় বলতে কি বুঝায়?
(খ) The ABC company’s most recent balance sheet was as follows – Balance sheet: (ছকটি PDF উত্তরমালায় দেখানো হয়েছে।)

5. On January 1, 2007 Islam Brothers purchased a 10-zear sub-lease on warehouse for the 3,00,000. Islam Brothers will also pay annual rent of Tk. 60,000. Islam Brothers immediately incurred cost of Tk. 2,00,000 for improvement of the warehouse, such as light, fixtures, replacement of a ceiling heating system and loading lock. The improvements have an estimated life of 12 zears and no residual value.
Prepare entries to record:
(a) The payment for the sublease on a warehouse
(b) The rent payment for the five years.
(c) The payment for the improvements.
(d) Amortization of the leasehold for the first year.
(e) Amortization of the leasehold improvements for the first year.

6. You are supplied the following information of Akib Ltd:-
Cost of Equity : 15%
Cost Debts : 10%
Fixed cost (interest) : Tk. 20,000
Earning for the year : Tk. 2,20,000
Required:-

(i) Market value of share (S)
(ii) Market value of debenture (B)
(iii) Total value of the firm (V)
(iv) Overall cost of capital (Ko)

৭. (ক) মূলধন সম্পত্তি মূল্যায়ন মডেল বলতে কি বুঝ?
(খ) মূলধন বাজার রেখা এবং সিকিউরিটি বাজার রেখার পার্থক্য লিখ।
৮. টীকা লিখ (যে-কোনো চারটি):
(ক) সিগনালিং তত্ত্ব;
(খ) মূলধন সংরক্ষণ;
(গ) মূলধন কাঠামো;
(ঘ) স্থির প্রবৃদ্ধি মডেল;
(ঙ) কপিরাইট এর ধারণা;
(চ) ঝুঁকির প্রিমিয়াম।

৯. এজেন্সি তত্ত্বের প্রকারভেদ বর্ণনা করা ও সমস্যা সমাধানের উপায়সমূহ কি কি?
১০. শেয়ার প্রতি আয় বলতে কী বুঝ? শেয়ার প্রতি আয়ের বিবেচ্য বিষয়সমূহ আলোচনা কর।
১১. অদৃশ্য/অস্পর্শনীয়/অবস্তুগত সম্পত্তি কী? অস্পর্শনীয় সম্পত্তি কিভাবে মূল্যায়ন করা হয়?
১২. মডেলও সিগন্যালিং মডেল তত্ত্ব বলতে কি বুঝ?

Advertisement 4

13. Bangladesh lams ltd. currently pays an annual dividend of Tk. 18 per share of common stock. The required rate of return of the common stock of the company is 12 percent. Estimate the value of the common stock under assumptions that dividends are expected to grow at an annual rate of 5 percent for each of the next 3 years followed by a constant growth rate of 4 percent from year four to infinity.
14. From the balance sheet and other information given below. Find out the fair of each equity share taking into consideration a reasonable amount of goodwill.

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

BBA%20%28H4%29%20Suggestion%202016 2017%20%28Exam 2020%29%20Accounting%20Theory 1

Advertisement 5

2024 হিসাববিজ্ঞান তত্ত্ব অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড
AVvXsEhkDsp8TD9v14rbFTCw I4zqBB2TN VPDJKtEzHj pGcuXUUj2EOIZaEUgQfCG3kEfXla9WkDQUgBfNSfbYc5HBUrbUt 32k 9CaMqGM1EmGJ9 KgLOgFfqYDnfYYe63vVDHKl1FY3fJkJsmgBWJu511PkAjlbE3 TD9jFW25cws5dIaZaVjkcgB9G

২০২৪ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ৪র্থ বর্ষের হিসাববিজ্ঞান তত্ত্ব পরীক্ষার সাজেশন, 2024 অনার্স চতুর্থ বর্ষ হিসাববিজ্ঞান তত্ত্ব সাজেশন

AVvXsEiIBMAjWuO58klUNKWwF8LJUoWESWJnwpMttbnZY89DiI

Honors 4thyear Common Suggestion 2024

AVvXsEhq33Oo 9EN6 ZDT05AogwhwjkcNZLtj1kr1lYGlwP mqNYj56VsrSZNDVzfLRsXZMG7gYsodmrvbIslIh24WsPFtKT9mc4Lm Xpva vMWyQS2yEZAtjhRXj 1HVw1F1QOd YQ0owBD

আজকের সাজেশস: অনার্স ৪র্থ বর্ষের হিসাববিজ্ঞান তত্ত্ব স্পেশাল সাজেশন 2024,Honors Accounting theory Suggestion 2024

PDF Download হিসাববিজ্ঞান তত্ত্ব অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন, হিসাববিজ্ঞান তত্ত্ব অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, হিসাববিজ্ঞান তত্ত্ব সাজেশন অনার্স ৪র্থ বর্ষের, অনার্স ৪র্থ বর্ষ হিসাববিজ্ঞান তত্ত্ব সাজেশন, হিসাববিজ্ঞান তত্ত্ব অনার্স ৪র্থ বর্ষ সাজেশন,

Advertisement 5

Advertisement 3

Leave a Comment