Google Adsense Ads
হিসাববিজ্ঞানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করুন, হিসাববিজ্ঞানের বৈশিষ্ট্য সমূহ, হিসাববিজ্ঞানের বৈশিষ্ট্য কী কী?,হিসাববিজ্ঞানের বৈশিষ্ট্য?, হিসাববিজ্ঞানের প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা করুন,হিসাববিজ্ঞানের বৈশিষ্ট্য কয়টি?
হিসাববিজ্ঞানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করুন। (Discuss the features of Accounting.) JAIBB
অথবা, হিসাববিজ্ঞানের প্রকৃতি কি এবং ইহার কার্যাবলি বর্ণনা করুন। (What is the nature of Accounting & what is It function?)
হিসাববিজ্ঞান একটি গতিশীল ব্যবহারিক শাস্ত্র।
দীর্ঘ দিন অনুশীলন ও গবেষণার মাধ্যমে হিসাববিজ্ঞান বর্তমান অবস্থায় এসেছে এবং একটি পেশার মর্যাদা পেয়েছে।
হিসাববিজ্ঞানের বৈশিষ্ট্যাবলি: অন্যান্য সামাজিক বিজ্ঞানের ন্যায় হিসাববিজ্ঞানেরও কতগুলো বৈশিষ্ট্য রয়েছে।
বৈশিষ্ট্যগুলো পর্যায়ক্রমিকভাবে নিচে আলোচনা করা হলো :
“আর পড়ুনঃ
১. হিসাববিজ্ঞান একটি সামাজিক বিজ্ঞান (Accountancy is a social science): সমাজে বসবাসরত মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের বিশেষ করে ব্যবসা বাণিজ্যের আর্থিক লেনদেনগুলোর সঠিক ও সুশৃঙ্খল হিসাবরক্ষণও হিসাববিজ্ঞানের কাজ। বর্তমান বিশ্বে হিসাববিজ্ঞানের পরিধি কেবল ব্যবসায় প্রতিষ্ঠানে সীমাবদ্ধ না থেকে সমাজের সকল প্রকারের প্রতিষ্ঠানের ও পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েছে।
২. লেনদেনের সুশৃঙ্খল হিসাবরক্ষণের মাধ্যমে (System of keeping accounts of transaction) : হিসাববিজ্ঞান কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেনদেনসমূহকে ভবিষ্যত স্থায়ী সূত্র হিসেবে ব্যবহারের জন্য সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে লিখিবন্ধ করার প্রণালী বা পদ্ধতি শিক্ষা দেয়।
৩. হিসাববিজ্ঞান একটি কলা: অভিজ্ঞতালব্ধ জ্ঞানের মাধ্যমে কোন কার্য সম্পাদনের বিশেষ পদ্ধতিকে কলা বসে।
হিসাববিজ্ঞান কারবারের লেনদেনসমূহকে সুনির্দিষ্ট হক, সূত্র ও পদ্ধতি অনুযায়ী হিসাবভুক্ত করে থাকে।
সুতরাং হিসাববিজ্ঞান একটি কলা।
৪. হিসাববিজ্ঞান একটি বিজ্ঞান: পরীক্ষা নিরীক্ষা ও গবেষণালব্ধ জ্ঞানকে বিজ্ঞান বলে যা সূত্রের মাধ্যমে প্রকাশ করা হয়।
হিসাববিজ্ঞান সমীকরণ হলো সম্পত্তি = দায় ও মালিকানা স্বত্ত্ব।
দুতরফা দাখিলা পদ্ধতি যথাযথ প্রয়োগে হিসাববিজ্ঞানের এ সমীকরণ উদ্বৃত্তপত্রের মাধ্যমে প্রমাণিত হয়।
সুতরাং হিসাববিজ্ঞান একটি বিজ্ঞান।
আরো ও সাজেশন:-
৫. ব্যবহারিক জ্ঞান: হিসাববিজ্ঞান কারবারের সংঘটিত লেনদেনের হিসাব সংরক্ষণ তথা লাভ-ক্ষতি ও আর্থিক অবস্থা নির্ধারণের বাস্তব জ্ঞান দান করে থাকে।
ফলে হিসাববিজ্ঞান একটি সফল ব্যবহারিক জ্ঞান প্রদানের মাধ্যম।
<h2>হিসাববিজ্ঞানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করুন।</h2>
৬. আর্থিক অবস্থা প্রদর্শন (Exhibiting financial affairs): হিসাববিজ্ঞান সকল আর্থিক লেনদেন সঠিক ও সুশৃঙ্খল হিসাব-নিকাশ শিক্ষা দেয়।
ফলে প্রতিষ্ঠানের দেনা-পাওনা, মূলধন ও সম্পদ সম্পর্কে অবগত হওয়া যায়।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
৭. আওতা বা ক্ষেত্র ( Scope or fields): হিসাবনিকাশকরণ যদিও ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে খুব বেশি গুরুত্ব অনুভব করা হয়,
কিন্তু অন্যান্য প্রতিষ্ঠান বা ব্যক্তির নিকটও এর প্রয়োজনীয়তা উপেক্ষা করা যায় না।
৮. দ্বৈতস্বত্ত্বা বা দুইদিক (Dual aspects): দু’তরফা দাখিলা পদ্ধতিতে সংরক্ষিত হিসাবে প্রতিটি লেনদেন দ্বৈতস্বত্ত্বা বিশিষ্ট অর্থাৎ দু’টি হিসাব জড়িত থাকে,
এদের একটি হিসাব ডেবিট এবং অপরটি ক্রেডিট হয়। সে জন্য প্রতিটি লেনদেনকে দু’টি ভাগে ভাগ করে হিসাবভুক্ত করা হয়।
৯.স্বয়ং সম্পূর্ণতা (Self Sufficiency): একটি স্বয়ংসম্পূর্ণ প্রক্রিয়ার মাধ্যমে হিসাবসংরক্ষণ করা হয়।
হিসাববিজ্ঞানের মাধ্যমে যে কোন সময় প্রতিটি লেনদেনের প্রকৃতি ও কারণ এবং সমস্ত লেনদেনের সার্বিক ফলাফল জানা যায়।
১০. ব্যবস্থাপনার হাতিয়ার (Tools of Management): হিসাববিজ্ঞান বিভিন্ন তথ্য ও পরিসংখ্যান সরবরাহ করে, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, নীতি নির্ধারণ,
উৎপাদন, বন্টন ও ব্যয়-সংকোচন ইত্যাদি কার্যে ব্যবস্থাপনাকে সাহায্য করে।
পরিশেষে বলা যায়, হিসাববিজ্ঞানের স্বকীয় কতিপয় নীতি, ধারণা ও পদ্ধতি একে বিশেষ কতকগুলো বৈশিষ্ট্যের অধিকারী করেছে।
এসব বৈশিষ্ট্য হিসাববিজ্ঞানকে একদিকে যেমন স্বকীয়তা দিয়েছে তেমনি অন্যদিকে সকলের নিকট গ্রহণযোগ্য করে তুলেছে। এসব বৈশিষ্ট্যের কারণেই হিসাববিজ্ঞানকে এখন প্রতিষ্ঠানের ‘Financial Mirror হিসেবে পরিচিত।
রচনা ,প্রবন্ধ | উত্তর লিংক | ভাবসম্প্রসারণ | উত্তর লিংক | Paragraph | উত্তর লিংক |
আবেদন পত্র ও Application | উত্তর লিংক | অনুচ্ছেদ রচনা | উত্তর লিংক | Composition | উত্তর লিংক |
চিঠি ও Letter | উত্তর লিংক | প্রতিবেদন | উত্তর লিংক | CV | উত্তর লিংক |
ইমেল ও Email | উত্তর লিংক | সারাংশ ও সারমর্ম | উত্তর লিংক | Seen, Unseen | উত্তর লিংক |
Essay | উত্তর লিংক | Completing Story | উত্তর লিংক | Dialog/সংলাপ | উত্তর লিংক |
অনুবাদ | উত্তর লিংক | Short Stories/Poems/খুদেগল্প | উত্তর লিংক | Sentence Writing | উত্তর লিংক |
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
Google Adsense Ads
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার সূচক সমূহ কি কিGoogle Adsense Ads কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার সূচক সমূহ কি কি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (Corporate Social Responsibility – CSR) হলো একটি …
- ব্যবসার সামাজিক দায়িত্ব বলতে কী বোঝায়,কারবারের সামাজিক দায়িত্ব বলতে কি বুঝGoogle Adsense Ads ব্যবসার সামাজিক দায়িত্ব বলতে কী বোঝায়,কারবারের সামাজিক দায়িত্ব বলতে কি বুঝ ব্যবসার সামাজিক দায়িত্ব (Social Responsibility of …
- সরকারের সিএসআর কি বুঝGoogle Adsense Ads সরকারের সিএসআর কি বুঝ সরকারের সি আর এস (CRS) বলতে সাধারণত Common Reporting Standard বোঝানো হয়। এটি …
- সিএসআর CSR নীতি প্রণয়ন বলতে কি বুঝGoogle Adsense Ads সিএসআর CSR নীতি প্রণয়ন বলতে কি বুঝ সি এস আর (CSR) নীতি প্রণয়ন বলতে একটি প্রতিষ্ঠান বা …
- সরকারের”সি এস আর” বা CSR কিGoogle Adsense Ads সরকারের”সি এস আর” বা CSR কি “সি এস আর” বা CSR হলো Corporate Social Responsibility, যা একটি …
- ঝুঁকি ব্যবস্থাপনার প্রক্রিয়া আলোচনা করGoogle Adsense Ads ঝুঁকি ব্যবস্থাপনার প্রক্রিয়া আলোচনা কর ঝুঁকি ব্যবস্থাপনার প্রক্রিয়া একটি প্রতিষ্ঠান বা সংস্থা তাদের সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত, মূল্যায়ন, …
- দালালি হিসেবে ধরণসমূহ আলোচনা কর, দালালি হিসেবে প্রকারভেদ ব্যাখ্যা করGoogle Adsense Ads দালালি হিসেবে ধরণসমূহ আলোচনা কর, দালালি হিসেবে প্রকারভেদ ব্যাখ্যা কর দালালি (Brokerage) হলো একটি মধ্যস্থতাকারী সেবা যেখানে …
- ব্যবসায়িক ঋণের শ্রেণীবিভাগ সমূহ আলোচনা করGoogle Adsense Ads ব্যবসায়িক ঋণের শ্রেণীবিভাগ সমূহ আলোচনা কর ব্যবসায়িক ঋণ (Business Loan) হলো একটি ব্যবসা পরিচালনা, সম্প্রসারণ, বা আর্থিক …
Google Adsense Ads