Google Adsense Ads
হঠাৎ গোনাহ হয়ে গেলে কী করণীয়??
হযরত আলী(রা) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ
“কারো দ্বারা যদি কখনো কোন গোনাহ হয়ে যায়, তারপর সে (অনুতপ্ত হয়ে) আবশ্যক পবিত্রতা অর্জন করে (অযু বা গোসল দ্বারা) এবং কিছু নফল নামায পড়ে আল্লাহের কাছে মাফ চাইবে- ‘আল্লাহ নিশ্চয়-ই তাকে মাফ করে দেবেন।।”
[তিরমিযী ও ইবনে মাজাহ;
মিশকাত, হাদিস নং- ১২৪৪]
.
দুশ্চিন্তাগ্রস্ত হলে কী করণীয়??
হযরত হুযায়ফা (রা) হতে বর্ণিত-
“রাসূলুল্লাহ (সঃ) যখন-ই কোন বিষয়ে দুশ্চিন্তায় পড়তেন, তখন-ই তিনি কিছু নফল নামায আদায় করতেন এবং এগুলোর উসিলায় আল্লাহের নিকট সাহায্য প্রার্থনা করতেন।।”
[আবু দাউদ; মিশকাত, হাদিস নং- ১২৪৫]
সূত্র /MuslimsDiary
Google Adsense Ads
- সরকারের সিএসআর কি বুঝ
- সিএসআর CSR নীতি প্রণয়ন বলতে কি বুঝ
- সরকারের”সি এস আর” বা CSR কি
- ঝুঁকি ব্যবস্থাপনার প্রক্রিয়া আলোচনা কর
- দালালি হিসেবে ধরণসমূহ আলোচনা কর, দালালি হিসেবে প্রকারভেদ ব্যাখ্যা কর
Google Adsense Ads