Google Adsense Ads
যে মানুষটি আজ অবধি বেঁচে আছে সে কোন না কোন স্বপ্নকে আকড়ে ধরেই বেঁচে আছে।যে স্বপ্ন দেখেনা সে মৃত মানুষ।
আমার মতে স্বপ্ন সেটা নয় যা আপনাআপনি পূরণ হয়ে যায় বরং স্বপ্ন সেটা যা কষ্ট করে পূরণ করতে হয়। অর্থাৎ স্বপ্ন পূরণ করতে চাইলে মনের শক্তি ও পরিশ্রম অত্যন্ত জরুরি।
দুঃস্বপ্ন হলো মনের ভয়,উদ্বেগের মতো চরম সংবেদনশীল প্রতিক্রিয়া।
যা জীবনের একসময় স্বপ্ন ছিলো আজ কালের বিবর্তনে তাই দুঃস্বপ্ন। যা জীবনে একটা সময় দুঃস্বপ্ন হিসেবে ছিলো আজ তাই জীবনের একমাত্র স্বপ্ন।
স্বপ্ন দেখার মানসিকতার উপর ভিত্তি করেই স্বপ্ন পূরণের পথে আমরা ধাবিত হই। আবার এই মানসিকতার জন্য স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যায়।
আমরা অনেকেই লিখতে পছন্দ করি। দু চার লাইন লেখার পরে আর লাইন খুজে পাইনা। ভাবতেও পারিনা।অর্থাৎ চিন্তাশক্তি আমাদের বিস্তৃত নয়।
রাজিব স্যারের দশ মিনিটের রাইটিং পোষ্টের ধান্দাবাজিতে পড়ে আজ প্রস্তুতি ছাড়াও অনেক কিছু লিখতে পারি। লাইনগুলো যেন একটার পর একটা আপনিতে গুছিয়ে আসে। যা কিছুদিন আগেও দুঃস্বপ্ন ছাড়া কিছুই ছিলোনা।
অথচ অল্প কিছুদিনে ব্যবধানে দুঃস্বপ্ন আজ একমাত্র স্বপ্ন। আর আমি সেই স্বপ্ন পূরণেই নিমিত্তে কাজ করে যাচ্ছি।
আসলে আমার নিজেকে না বদলে ফেলার জন্য অনেক অজুহাত দেয়া যাবে কিন্তু স্বপ্ন পূরণের জন্য একটা কথা আমি করবো আমি পারবো। আমাকে করতে হবে আমাকে পারতে হবে।
অনু আপু, জান্নাত আপু যদি নিজেকে বদলে ফেলতে পারেন তবে আমরা কেন পারবোনা।
রাজিব স্যারের মতো অভিভাবক পেয়েও আমরা কেন স্বপ্ন দেখতে পারবোনা, সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যেতে পারবোনা??
ইনশাআল্লাহ অবশ্যই পারবো।
ধৈর্য্য ধরে পরিশ্রম করতে হবে।তাহলেই স্বপ্নকে পূরণ করতে পারবো।
ধন্যবাদ সবাইকে।
আমি আপনাদের রিকা আপু
টাঙ্গাইলের মেয়ে
পেইজ-ইচ্ছে ঘুড়ি
Honers
Google Adsense Ads
- NU All Syllabus 2021
- Syllabus of One Year Master of Science
- অনার্স ১ম বর্ষ বাংলা অ্যাসাইনমেন্ট। সারদা সুন্দরী মহিলা কলেজ
- ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০
- বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ
- ২০১৮ সালের অনার্স তৃতীয় বর্ষ (বিশেষ) পরীক্ষার সংশোধিত রুটিন
- উন্মেষ মেডিকেল জিকে পিডিএফ | Unmesh Medical Gk Pdf | উন্মেষ মেডিকেল Gk Pdf
- জা বি ২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার সংশোধিত রুটিন
- ২০১৯ সালের বিপি.এড নতুন সিলেবাস পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ
- ২০২০-২১ সালের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি
Google Adsense Ads