ডিপ্লোমা- ইন- ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক্যাল)
সেমিস্টার: ষষ্ঠ
আলোচ্য বিষয়: স্কিন ইফেক্ট কি? ট্রান্সমিশন লাইনে স্কিন ইফেক্ট এর প্রভাব ও স্কিন ইফেক্ট কমানোর উপায়।
শিক্ষকের নাম: মোঃ ইসমাইল হোসেন।
স্কিন ইফেক্ট (Skin Effect)
এসি বিদ্যুৎ প্রবাহ কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় সে পরিবাহির ভিতরে প্রবেশ না করে উহার সারফেস দিয়ে প্রবাহিত হতে চেষ্টা করে এটাকে স্কিন ইফেক্ট বলে। স্কিন ইফেক্ট এর কারনে লাইনের রেজিস্ট্যান্স বৃদ্ধি পায়, ফলে লাইন লসও বৃদ্ধি পায়।
ট্রান্সমিশন লাইনে স্কিন ইফেক্টের প্রভাব (Influence of Skin Effect in Transmission Line):
স্কিন ইফেক্ট এর কারনে লাইনে রেজিস্টেন্স বৃদ্ধি পায় ফলে যখন কারেন্ট প্রবাহিত হয় তখন লসও বৃদ্ধি পায়।
লাইনের ব্যাস বৃদ্ধি পেলে স্কিন ইকফেক্টও বৃদ্ধি পায়। এছাড়া ট্রান্সমিশন লাইন এ কন্ডাক্টরের আকারের উপর স্কিন ইফেক্ট নির্ভর করে।
স্কিন ইফেক্ট কমানোর উপায় (Way of Reduce the Skin Effect):
১. কন্ডাক্টরের ব্যাসার্ধ কমিয়ে।
২. নন ম্যাগনেটিক পদার্থ ব্যবহার করে।
৩. ফাপা সিলিন্ডার আকৃতির কন্টাক্টর ব্যবহার করে।
৪. ব্যারেল আকৃতির কন্টাক্টর ব্যবহার করে।
৫. স্ট্যান্ডার্ড কন্ডাকটর ব্যবহার করে।
৬. এ্যালমুনিয়াম কন্ডাকটর ব্যবহার করে।
- ইজারার চলতি ও ইজারার অচলতি পার্থক্য । ইজারার চলতি vs ইজারার অচলতি পার্থক্য
- ইজারাদাতার অবশিষ্ট মূল্য সম্পর্কে আলোচনা কর
- ইজারা গ্রহীতার বইয়ের হিসাব সংরক্ষণের প্রক্রিয়া আলোচনা কর
- ইজারা দাতার প্রত্যক্ষ ইজারার অর্থায়ন পদ্ধতি ধারণা সহ আলোচনা কর
- Degree 3rd Year Exam Marketing 5th paper Suggestion