সূরা আত ত্বীন কতো বার পাঠ করলে কোন আলম ও ফজিলত, সূরা আত ত্বীন নাযিলের কারন গুলো কি কি ,কুরআন ৯৫ সূরা আল – আত ত্বীন

আজকের বিষয়: সূরা আত ত্বীন কতো বার পাঠ করলে কোন আলম ও ফজিলত, সূরা আত ত্বীন নাযিলের কারন গুলো কি কি ,কুরআন ৯৫ সূরা আল – আত ত্বীন

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহিম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

[1] وَالتِّينِ وَالزَّيْتُونِ

[1] অত্তীনি অয্যাইতূনি।

[1] কসম ‘তীন ও যায়তূন’ এর।

[2] وَطُورِ سِينِينَ

[2] অতুরি সীনীনা।

[2] কসম ‘সিনাই’ পর্বতের,

[3] وَهَذَا الْبَلَدِ الْأَمِينِ

[3] অহা-যাল্ বালাদিল্ আমীন।

[3] কসম এই নিরাপদ নগরীর।

[4] لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ

[4] লাক্বদ্ খলাকনাল্ ইন্সা-না ফী আহ্সানি তাক্বওয়ীম্।

[4] অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে।

[5] ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ

[5] ছুম্মা রদাদ্না-হু আস্ফালা সা-ফিলীন।

[5] তারপর আমি তাকে ফিরিয়ে দিয়েছি হীনদের হীনতম রূপে।

[6] إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ

[6] ইল্লাল্লাযীনা আ-মানূ অ‘আমিলুছ্ ছোয়া-লিহা-তি ফালাহুম্ আজরুন্ গইরু মাম্নূন্।

[6] তবে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার।

[7] فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّينِ

[7] ফামা- ইয়ুকায্যিবুকা বা’দু বিদ্দীন্।

[7] সুতরাং এরপরও কিসে তোমাকে কর্মফল সম্পকের্ অবিশ্বাসী করে তোলে?

[8] أَلَيْسَ اللَّهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَ

[8] আলাইসাল্লা-হু বিআহ্কামিল্ হা-কিমীন্।


আল কোরআনের সূরা সমূহ বাংলা অনুবাদ, ফজিলত, আয়ত, রুকু আরবি ও বাংলা উচ্চারণ  


Leave a Comment