Google Adsense Ads
প্রশ্ন সমাধান: সালিশ কী?, সালিশ বলতে কী বুঝ?,সালিশ কাকে বলে?, সালিশ সম্পর্কে ধারণা দাও,গ্রাম সালিশ ব্যবস্থা, সালিশ কাকে বলে,সালিশি প্রক্রিয়া আলোচনা কর
ভূমিকা : বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের প্রাচীন ঐতিহ্যগত বিচার প্রথা সালিশ। সালিশ হচ্ছে মূলত পাড়া ও গ্রামভিত্তিক স্থানীয় লোক সমাজের বিচার ব্যবস্থা। প্রচীনকাল থেকে বাংলাদেশের পল্লি অঞ্চলে সালিশ ব্যবস্থা প্রচলিত আছে।
সালিশ : সালিশ শব্দটি এসেছে আরবি ‘ছালাছা’ শব্দ হতে। ‘ছালাছা’ শব্দের অর্থ হচ্ছে তিন। সালিশ শব্দের ইংরেজি অর্থ করা হয়েছে An umpire বা An arbitrator অর্থাৎ মধ্যস্থকারী। এখানে ‘ছালাছা’ শব্দ দ্বারা তৃতীয় ব্যক্তিকে বুঝানো হয়েছে। দুই ব্যক্তির মধ্যে ঝগড়া বিবাদ হলে তৃতীয় ব্যক্তি তার মধ্যস্থতা করে দেয়। তৃতীয় ব্যক্তির মধ্যস্থতা করার প্রক্রিয়াই হচ্ছে সালিশ।
আমাদের গ্রাম সমাজে এ সালিশ কথাটার ব্যাপক ব্যবহার আছে। গ্রামে সালিশ বলতে আমরা বুঝে থাকি একটি বিচার ব্যবস্থা। সালিশ সম্পৰ্কীয় কিছু শব্দ আমাদের সমাজে প্রচলিত আছে। যেমন- সালিশদার, সালিশনামা, সালিশ বৈঠক। এক সময়ে গ্রামের সহজ সরল মানুষ কোট কাছারী, থানা-পুলিশ ও মামলা-মকদ্দমার কথা শুনলে খুবই ভয় পেত।
আরো ও সাজেশন:-
কেননা তারা সব সময়ই ঝামেলামুক্ত জীবনযাপন করতে আগ্রহী। এমনিতর পরিস্থিতিতে গ্রামের মধ্যে কোনো প্রকার গণ্ডগোলের সৃষ্টি হলে গ্রামের মানুষের মাধ্যমেই তার একটা সুরাহা করে শান্তি স্থাপন করা হতো। আর যে সকল বিচারক এর মধ্যস্থতা করে দেয় তারাই সালিশদার। সালিশ করার পূর্বে বাদী ও বিবাদীকে ডেকে উদ্ভূত পরিস্থিতির আলোকে একটি অঙ্গীকার পত্র প্রণয়ন করা হয়।
এ পত্রকেই বলা হয় সালিশনামা। সালিশনামাতে বাদী ও বিবাদী উভয়ের স্বাক্ষর বা টিপসই থাকে। তাছাড়াও গ্রামের প্রধান ব্যক্তিদের স্বাক্ষর নেয়া হয়। সালিশনামায় দিন, তারিখ ও স্থান ধার্য করে থাকে। সে মোতাবেক যে বৈঠক অনুষ্ঠিত হয় তাকেই সালিশ বৈঠক বলে। অনেক সময় দেখা যায়, কোনো কোনো জটিল মীমাংসার জন্য গ্রামের বাইরে থেকে সালিশদারকে আহ্বান করা হয়।
উপসংহার : উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, গ্রামীণ বাংলাদেশে আজো সালিশ ব্যবস্থা জনপ্রিয়, দ্বন্দ্ব-সংঘাত, দাঙ্গা-বিরোধ যে কোনো ইস্যুতে অনেকেই থানা-পুলিশের পরিবর্তে সালিশ-বিচারে অধিক আগ্রহ প্রকাশ করে। গ্রামীণ সমাজে ন্যায়বিচার, শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সালিশের গুরুত্ব অপরিসীম।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
Google Adsense Ads
- একটি কোম্পানির সিএসআর পলিসি প্রস্তুতির পদ্ধতি ব্যাখ্যা কর
- স্বেচ্ছাসেবক সিএসআর রিপোর্ট এর বিতর্কসমূহ বর্ণনা কর
- সিএসআর এবং কর্পোরেট কৌশল বলতে কি বুঝায়
- কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার সূচক সমূহ কি কি
- ব্যবসার সামাজিক দায়িত্ব বলতে কী বোঝায়,কারবারের সামাজিক দায়িত্ব বলতে কি বুঝ
- সরকারের সিএসআর কি বুঝ
Google Adsense Ads