সামাজিক পরিবর্তন বলতে কী বুঝায়?,পরিবর্তন শব্দটি কী ধরনের?,প্রাচীনকালে পরিবর্তন বলতে কী মনে করা হতো?, মধ্যযুগে পরিবর্তনের ধারণা করতো কিভাবে?

প্রশ্ন সমাধান: সামাজিক পরিবর্তন বলতে কী বুঝায়?,পরিবর্তন শব্দটি কী ধরনের?,প্রাচীনকালে পরিবর্তন বলতে কী মনে করা হতো?, মধ্যযুগে পরিবর্তনের ধারণা করতো কিভাবে?, আধুনিক যুগে পরিবর্তন বলতে কী বুঝায়?

সামাজিক পরিবর্তন বলতে কী বুঝায়?
উত্তর : সামাজিক পরিবর্তন বলতে সমাজকাঠামোর পূণর্গঠন বা রূপান্তরকে বুঝায়।

পরিবর্তন শব্দটি কী ধরনের?
উত্তর : পরিবর্তন শব্দটি উৎপত্তিমূলক নয়, রূপান্তরমূলক।

প্রাচীনকালে পরিবর্তন বলতে কী মনে করা হতো?
উত্তর : প্রাচীনকালে সামাজিক পরিবর্তন বলতে অবনতি বলে মনে করা হতো।

মধ্যযুগে পরিবর্তনের ধারণা করতো কিভাবে? ungus
উত্তর : মধ্যযুগে পাশ্চাত্য জগতের মানুষ পরিবর্তনের ধারণা করতো অপার্থিব ঘটনা বা অপার্থিব চিন্তার মাধ্যমে।

আধুনিক যুগে পরিবর্তন বলতে কী বুঝায়?


আরো ও সাজেশন:-


উত্তর : আধুনিক যুগে সামাজিক জীবনে চলমান অগ্রগতিই হচ্ছে পরিবর্তন

জ্ঞান বিকাশের আদি যুগ কোনটি?
উত্তর : জ্ঞান বিকাশের আদি যুগ হচ্ছে ধর্মীয় যুগ।

বিবর্তনে বিশ্বাসী ছিলেন কোন সমাজবিজ্ঞানী?
উত্তর : স্পেন্সার ছিলেন বিবর্তনে বিশ্বাসী।

কার্ল মার্কস মানবসমাজের পরিবর্তনের উপাদান হিসেবে কোন দুটি বিষয়কে অগ্রাধিকার দিয়েছেন?
DR
উত্তর : কার্ল মার্কস মানবসমাজের পরিবর্তনের উপাদান হিসেবে উৎপাদন ব্যবস্থার উন্নতি ও শ্রেণী সম্পর্কে গুরুত্ব
দিয়েছেন।

শহরায়ন ও শিল্পায়ন হচ্ছে কেন?
উত্তর : বর্তমান যান্ত্রিক সভ্যতার বিকাশের ফলে এবং জ্ঞানবিজ্ঞানের অগ্রসরতার ফলে দ্রুত শহরায়ন শিল্পায়ন
হচ্ছে।

সামাজিক পরিবর্তন কিসের উপর নির্ভরশীল?
উত্তর : সামাজিক পরিবর্তন ব্যক্তির কার্যের উপর নির্ভরশীল ।

রাল্ফ লিনটনের মতে, সামাজিক পরিবর্তনের কারণ কী?
উত্তর : : রাল্ফ লিনটনের মতে, সামাজিক প্রসারতার কারণে সামাজিক পরিবর্তন হয়।

চক্রাকার মতবাদের প্রথম প্রবক্তা কে?
উত্তর : চক্রাকার মতবাদের প্রথম প্রবক্তা অসওয়াল্ড স্পেনগলার ।

সামাজিক পরিবর্তনের মতবাদে কার ধারণা সবচেয়ে আলোড়ন সৃষ্টি করেছে?
উত্তর : সামাজিক পরিবর্তনের রৈখিক মতবাদে কার্ল মার্কসের ধারণা সবচেয়ে আলোড়ন সৃষ্টি করেছে।

স্পেন্সারের মতে, সকল উন্নত সমাজে কী কী পদ্ধতি রয়েছে?
উত্তর : স্পেন্সারের মতে, সকল উন্নত সমাজে তিনটি পদ্ধতি রয়েছে । যথা: বিগত পদ্ধতি, বিভক্ত পদ্ধতি, নিয়ম
মাফিক পদ্ধতি ।

সমাজের অন্তর্গত পরিবর্তন কাকে বলে?
উত্তর : পারসন্সের মতানুযায়ী সমাজের ভারসাম্যপূর্ণ অবস্থা রেখে যে পরিবর্তন সাধিত হয় তাই হলো সমাজের অন্তর্গত
পরিবর্তন।
ITION:

AGIL কী?
উত্তর : Adaption (অভিযোজন), Goal Attainment (লক্ষ্য অর্জন) (Integration ( সংহতি), Latency or
Pattern Maintenance (সুপ্ত) এ চারটি ক্রিয়াকে সংক্ষেপে AGIL বলা হয়।

অভিযোজন (Adaption) কিসের সাথে সম্পর্কিত?
উত্তর : অভিযোজন জৈবিক ব্যবস্থার সাথে সম্পর্কিত।

লক্ষ্য অর্জন (Goal Attainment) কিসের সাথে সম্পর্কিত?
উত্তর : লক্ষ্য অর্জন ব্যক্তিত্ব ব্যবস্থার সাথে সম্পর্কিত।

সংহতি (Integration) কিসের সাথে সম্পর্কিত?
উত্তর : সংহতি সামাজিক ব্যবস্থার সাথে সম্পর্কিত।

সুপ্ত (Latency or pattern maintenance) কোন ব্যবস্থার সাথে সম্পর্কিত?
উত্তর : সুপ্ত সাংস্কৃতিক ব্যবস্থার সাথে সম্পর্কিত।


Paragraph/Composition/Application/Email/Letter/Short Storiesউত্তর লিংক
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেলউত্তর লিংক

আধুনিকীকরণ কী?
উত্তর : আধুনিকীকরণ হলো বিজ্ঞান, প্রযুক্তিবিদ্যা, শিল্প ও কলাকৌশলের ব্যাপক প্রবর্তনের মাধ্যমে অনগ্রসর সমাজ
ধীরে ধীরে অগ্রসর সমাজে পরিণত হওয়া।

নির্ভরশীলতা কী?
উত্তর : নির্ভরশীলতা হচ্ছে এমন একটি পদ্ধতি বা Paradigm যা তৃতীয় বিশ্বের সঠিক ও কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জনের
ব্যর্থতাকে নির্দেশ করে।

নির্ভরশীলতা তত্ত্বের প্রধান প্রবক্তা কে?
উত্তর : নির্ভরশীলতা তত্ত্বের প্রধান প্রবক্তা A. G. Frank.

বিশ্বব্যবস্থা তত্ত্বের মূল প্রবক্তা কে?
উত্তর : বিশ্বব্যবস্থা তত্ত্বের মূল প্রবক্তা হলেন ইম্যানুয়েল ওয়ালার স্টাইন।

বিশ্বব্যবস্থার আধুনিক ধারা কোথা থেকে উৎসারিত হয়?
উত্তর : বিশ্বব্যবস্থার আধুনিক ধারা মূলত পুঁজিবাদ থেকে উৎসারিত হয়।

বিশ্বায়ন কী?
উত্তর : বিশ্বায়ন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সারা বিশ্ব একীভূত হয়।

বিশ্বায়ন কী ধরনের প্রক্রিয়া?
উত্তর : বিশ্বায়ন মূলত একটি সর্বব্যাপী ও সার্বক্ষণিক চলমান প্রক্রিয়া।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Leave a Comment