প্রশ্ন সমাধান: সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য, সরল সুদ vs চক্রবৃদ্ধি সুদের পার্থক্য, সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের তুলনামূলক আলোচনা, চক্রবৃদ্ধি সুদের ও সরল সুদ মধ্যে পার্থক্য, সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের কাকে বলে,তুলনা সরল সুদ: সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের আলোচনা
কোন অর্থ ব্যাংকে অথবা কোন কোন আর্থিক প্রতিষ্ঠানে রাখলে তার বিপরীতে ব্যাংক বা প্রতিষ্ঠানটি অতিরিক্ত যে অর্থটা প্রদান করে তাকে সুদ বলে।
সুদ দুই ধরনের হতে পারে।
- সরল সুদ
- চক্রবৃদ্ধি সুদ
শুধুমাত্র আসল বা মূলধনের উপর যে সুদ বা মুনাফা প্রদান করা হয় তাকে সরল সুদ বলে
সরল সুদ নির্ণয়ের সূত্র
সরল সুদ=মূলধন×সময়×সুদের হার
অর্থাৎ কোন ব্যক্তি 1000 টাকা ব্যাংকে রাখলে তার বিপরীতে 10% হারে তিন বছরে সুদের পরিমাণ হবে
১০০০ו১০×৩ =৩০০
অর্থাৎ সুদ-আসল =১০০০+৩০০=১৩০০
কোন নির্দিষ্ট সময়ের পরে মূলধনের সাথে অর্জিত সুদকে যোগ করে পরবর্তী সময়ে সুদাসলের বা মুনাফা -আসলের উপর নতুন করে সুদ প্রদান করা হলে তাকে যৌগিক বা চক্রবৃদ্ধি সুদ বলা হয়।
যৌগিক বা চক্রবৃদ্ধি সুদের সূত্র
চক্রবৃদ্ধি সুদ=মূলধন (১+সুদের হার)^সময়
অর্থাৎ কোন ব্যক্তি এক হাজার টাকা ব্যাংকে রাখলে তার বিপরীতে 10 শতাংশ হারে তিন বছরে সুদের পরিমাণ হবে
১০০০×(১+•১০)^৩
=১৩৩১
এখানে চক্রবৃদ্ধি হারে সুদ সরল সুদ অপেক্ষায় অনেক বেশি হয় কারণ এখানে পূর্বের বছরের সুদ আসল উভয়ের উপরেই অতিরিক্ত সুদ প্রদান করা হয় যেখানে সরল সুদের শুধুমাত্র মূলধনের উপর সুদ প্রদান করা হয়।
বর্তমান ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো সাধারণত চক্রবৃদ্ধি হারে সুদ প্রদান করে থাকে।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]


Paragraph/Composition/Application/Email/Letter/Short Stories | উত্তর লিংক |
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেল | উত্তর লিংক |
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন আইন ১৯৯৩ সম্পর্কে আলোচনা কর
- সিকিউরিটি এক্সচেঞ্জ বিধি ১৯৮৭ সম্পর্কে আলোচনা কর
- সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯ সম্পর্কে আলোচনা কর
- প্রাথমিক বাজেরে ও মাধ্যমিক বাজারে পার্থক্য । প্রাথমিক বাজেরে vs মাধ্যমিক বাজারে পার্থক্য
- ঠান্ডা ইস্যু বাজারের ধারণা ব্যাখ্যা কর,ঠান্ডা ইস্যু বাজার সম্পর্কে আলোচনা কর
- নতুন আইপিও বাজারের কার্যাবলী আলোচনা কর