সমাজবিজ্ঞান ৪র্থ পত্র সাজেশন (pdf) ডিগ্রি ২য় বর্ষ,degree 2nd year sociology 4th paper suggestion (pdf),ডিগ্রি ২য় বর্ষ সমাজবিজ্ঞান ৪র্থ পত্র সাজেশন,ডিগ্রি ২য় বর্ষের ১০০% কমন সমাজবিজ্ঞান ৪র্থ পত্র সাজেশন

সমাজবিজ্ঞান ৪র্থ পত্র সাজেশন (pdf) ডিগ্রি ২য় বর্ষ 2024

জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী পাস এবং সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের
BA, BSS, BBA & BSC ডিগ্রী ২য় বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
সমাজ মনোবিজ্ঞান (Social Psychology) সুপার সাজেশন
সমাজবিজ্ঞান ৪র্থ পত্র সাজেশন ডিগ্রী ২য় বর্ষের
 Sociology 4th paper Suggestion Degree 2nd year
Subject Code: 122003
2024 এর ডিগ্রী ২য় বর্ষের ১০০% কমন সাজেশন

সমাজবিজ্ঞান ৪র্থ পত্র সাজেশন (pdf) ডিগ্রি ২য় বর্ষ,degree 2nd year sociology 4th paper suggestion (pdf),ডিগ্রি ২য় বর্ষ সমাজবিজ্ঞান ৪র্থ পত্র সাজেশন,ডিগ্রি ২য় বর্ষের ১০০% কমন সমাজবিজ্ঞান ৪র্থ পত্র সাজেশন

ডিগ্রী ২য় বর্ষে পরীক্ষার সাজেশন 2024(PDF) লিংক

সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2024

সমাজবিজ্ঞান ৪র্থ পত্র ডিগ্রী ২য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2024

ক-বিভাগ (যে কোন ১০ টি প্রশ্নের উত্তর দাও) অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি:

১. Psychology শব্দটি কোন দুটি শব্দ থেকে এসেছে? উত্তর:-গ্রিক শব্দ Psye এবং logos. 

২.সমাজ মনোবিজ্ঞান হচ্ছে সমাজস্থ ব্যক্তির আচরণের বিজ্ঞান-উক্তিটি কে করেছেন ? উত্তর:- ক্রেচ এবং ক্রাচফিল্ড।

3. Individual in society গ্রন্থটির রচয়িতা কে? উত্তর:- David krech Rihard Crutchfield and Egerton L. Ballachey.

8. Social psychology গ্রন্থটি রচিয়তা কে? উত্তর:-এডওয়ার্ড রস ( Edward Ross ) 

৫. Looking Glass self বা আপন দর্পণ সত্তা তত্ত্বের প্রবক্তা কে? উত্তর:-C. H. Cooley. (চার্স হারটন কুলি)।  

৬. মানব আচরনের বৈজ্ঞানিক অধ্যায়নই হচ্ছে সমাজ মনোবিজ্ঞান-উক্তিটি কে করেছেন? উত্তর:- মনোবিজ্ঞানী এইচ বানার (H Bonner).

৭. একটি স্বতন্ত্র বিষয় হিসেবে সমাজ মনোবিজ্ঞানের আবির্ভাব ঘটে কত খ্রিষ্টাব্দে? উত্তর:- ঊনবিংশ শতাব্দীর মাঝামঝি সময়ে।

৮. মনোভাব পরিমাপের সবচেয়ে কার্যকর পদ্ধতি কোনটি? উত্তর:-স্কেলিং পদ্ধতি ।

৯. Descent of Man গ্রন্থটি কার রচিত? উত্তর:- Descent of Man গ্রন্থটি চার্লস ডারউইন (Charles Darwin ) এর ।

১০. শিশুর সামাজিকীকরণের প্রধান মাধ্যম / প্রথম স্তর কোনটি? উত্তর:-পরিবার।

১১. সামাজিকীকরণের আপন দর্পণ তত্ত্ব (looking Glass self) কে প্রদান করেছেন ? উত্তর:-

সমাজ মনোবিজ্ঞানী চার্লস হরটন কুলি।  

১২. সামাজিকীকরণ কী? উত্তর:- সামজিকীরণ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানবশিশু ক্রমশ সামাজিক মানুষে পরিণত হয়।

১৩. আনুষ্ঠানিক গোষ্ঠী কাকে বলে? উত্তর:- যে গোষ্ঠীর সদস্যরা গোষ্ঠীর আদর্শ রীতিনীতি পালনে বাধ্য থাকবে যে গোষ্ঠীকে আনুষ্ঠানিক গোষ্ঠী

বলে।  

১৪. Folkways গ্রন্থটির রচয়িতা কে? উত্তর:- উইলিয়াম গ্রাহাম সামনার।

১৫. গোষ্ঠীমন কী? উত্তর:- ফরাসি সমাজবিজ্ঞানী লি বো’র মতে Group Mind to describe how a collective singular mind emerges when a cored assembles. I

১৬. অবাচনিক যোগাযোগ কি? উত্তর:- ভাষা ব্যতীত মানুষ তার মুখ, চোখ, হাত, পা শরীর প্রভৃতি অঙ্গ-প্রত্যঙ্গের সাহায্যে মুখভাব, ইশারা প্রভৃতির মাধ্যমে মনের ভাব বিনিময়ে পারস্পারিক যে সম্পর্ক স্থাপিত তাকে অবাচনিক যোগাযোগ বলে।

১৭. যোগাযোগ প্রক্রিয়ার প্রথম পর্যায়ের নাম কী? উত্তর:- প্রেরক।

১৮. মানুষের পারস্পারিক যোগাযাগের প্রধান মাধ্যম কোনটি? উত্তর:- ভাষা ।

১৯. Persona শব্দের অর্থ কী? উত্তর:- মুখোশ ।

২০. বক্তিত্বের মূল ভিত্তি কী? উত্তর:- আত্মসচেতনতা এবং আত্মনিন্ত্রণের ক্ষমতা।

২১. কাকে ব্যক্তিত্বের সূতিকাগার বলা হয়? উত্তর:-

সংস্কৃতিকে।  

২২. অহম কী? উত্তর:- ব্যক্তির বাস্তব সত্তাই হলো

অহম। 

২৩. মনো অভিনয় পদ্ধতির উদ্ভাবক কে? উত্তর:-

মরেনো।  

২৪. ইডিপাস কমপ্লেক্স কী? উত্তর:- ছেলে শিশু তার মায়ের প্রতি আকর্ষণ ও পিতাকে প্রতিপক্ষ মনে করাকে ইডিপাস কমপ্লেক্স বলে।

২৫. উগ্রশখ/বাতিক কী? উত্তর:- ফাশনের সাথে সম্পর্কযুক্ত একটি গুরুত্বপূর্ণ প্রতার হলো উৎশেখ বা বাতিক।

২৬. প্রভুত্বঞ্জ নেতৃত্ব কী? উত্তর:- যে নেতৃত্বের নেতাই

সর্বেসর্বা চরম ও পরম ক্ষমতার অধিকারী সে

নেতৃত্বেই হলো প্রভুত্বব্যঞ্জক নেতৃত্ব।  

২৭. অর্জিত নেতৃত্ব কাকে বলে? উত্তর:- যখন নেতৃত্ব গোষ্ঠীর সদস্যদের ব্যক্তিদের বক্তিগত সম্পর্ক থেকে স্বতঃস্ফূর্ত উদ্ভূত হয়, তখন সে নেতৃত্বকে অর্জিত নেতৃত্ব বলা হয়।

২৮. উচ্ছৃঙ্খল জনতা কী? উত্তর:- আইন অমান্যকারী সাদৃশ্যপূর্ণ অপেক্ষাকৃত পরিবর্তনশীল ও ক্ষণস্থায়ী আচরণকে গণ আচরণ বলে।

২৯. গুজব কী? উত্তর:- গুজব হলো মানুষের মুখে মুখে প্রচারিত কোন ঘটনার বৃিকতি বিবরণ যা দ্রুত্যাতি

ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়ে।  

৩০. ফ্যাশন কী? উত্তর:- ফ্যাশন হলো প্রচলিত কোন প্রথা বা রীতির সমাজ স্বীকৃত বতিক্রমী একটি রূপ।

৩১. জনতার আচরণে দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর।

উত্তর:- জনতা কোন স্থায়ীন জনগোষ্ঠী নয় ও জনতা অনিয়ন্ত্রিত।  

৩২. জনমত জনগণও নয় এবং মতও নয়-উক্তিটি

কার? উত্তর:- অধ্যাপক গেটেলের।

৩৩. জনমত কেন পরিবর্তনশীল? উত্তর:- জনমতের উপর বিষয়ের পরিবর্তন এবং জনসাধারণের অভিমতের পরিবর্তনের জন্য জনমত

পরিবর্তনশীল। (৯৯%

৩৪. অবাচনিক যোগাযোগ কী? উত্তর:- অঙ্গ-প্রত্যঙ্গের সাহায্যে মুখভাব, দেহভঙ্গি, ইশারা প্রভৃতির মাধ্যমে মনের ভাব বিনিময়ের মাধ্যমে পারস্পারিক যে সম্পর্ক স্থাপন করে তাকে অবাচনিক যোগাযোগ বলে।

আরো ও সাজেশন:-

Sociology 4th paper Suggestion PDF 2024 Degree Sociology 4th paper Suggestion 2024

খ- বিভাগ (যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও)

১. সমাজ মনোবিজ্ঞান বলতে কী বুঝ?

২. সমাজ মনোবিজ্ঞানের প্রকৃতি ব্যাখ্যা কর।

৩. সামাজিকীকরণের সংজ্ঞা দাও। সামাজিকীকরণে পরিবারের ভূমিকা লিখ।

৪. প্রত্যক্ষণের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

৫. সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যে পার্থক্য লিখ।

৬. মনোভাবের সংজ্ঞা দাও।

৭. মনোবাব পরিবর্তন প্রক্রিয়াটি আলোচনা কর।

৮. মনোভাব একটি শিক্ষালব্ধ আচরণ-উদাহরণসহ ব্যাখ্যা কর।

৯. মনোভাব পরিমাপের সমস্যাবলি আলোচনা কর।

১০.মুখ্য গোষ্ঠীর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সমূহ উল্লেখ কর।

১১. যোগাযোগ কাকে বলে? যোগাযোগ চিন্তনের ভূমিকা আলোচনা কর।

১২. ব্যক্তিত্ব বিকাশে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা কর।

১৩. অন্তর্মুখী ও বহুমুখী ব্যক্তিত্বের মধ্যে পার্থখ্য লিখ।

১৪.শ্রোতৃমণ্ডলীর বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।

১৫.গণতান্ত্রিক নেতৃত্ব কী?

১৬. জনমত কিভাবে পরিবর্তিত হয়?

১৭.একজন উত্তম নেতার বৈশিষ্ট্যাবলি আলোচনা কর।

১৮.গুজব ও প্রচারণার মধ্যে পার্থক্য নির্ণয় কর।

১৯. জনমত গঠনের প্রক্রিয়া ব্যাখ্যা কর।

সমাজবিজ্ঞান ৪র্থ পত্র চূড়ান্ত সাজেশন,সমাজবিজ্ঞান ৪র্থ পত্র চূড়ান্ত সাজেশন 2024

গ-বিভাগ→ (যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও)

১. মানব আচরণের বৈজ্ঞানিক অধ্যয়নই হচ্ছে সমাজ মনোবিজ্ঞান-উক্তিটি আলোকে সমাজ মনোবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা কর।

২. সমাজ মনোবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা কর।

৩. সমাজ মনোবিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা কর।

৪. সামাজিকীকরণের বাহনগুলো আলোচনা কর।

১৫. সামাজিক প্রত্যক্ষণের ধাপসমূহ প্রকারভেদ বর্ণনা কর।

৬. প্রত্যক্ষণের উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আলোচনা কর।

৭.কার্যকরী প্রচারণার বিভিন্ন কৌশল এবং নীতিসমূহ বর্ণনা কর।

৮.অবাচনিক যোগাযোগ প্রক্রিয়ার সংকেতসমূহ উল্লেখ কর।

৯.মনোভাব একটি শিক্ষালব্ধ আচরণ-উদাহরণসহ ব্যাখ্যা কর।

১০. কি পরিমাপনে টাকা ফেল ব্যাখ্যা কর ।

১১. মনোভাব পরিমানে ব্যবহৃত ‘থাস্টোন স্কেল’ ব্যাখ্যা কর।

১২. যোগাযোগের অবাচনিক সংকেতসমূহ আলোচনা কর ।

১৩. উদাহরণসহ বিভিন্ন ধরনের সামাাজিক গোষ্ঠী সম্পর্কে আলোচনা কর।

১৪. জনমত কী? জনমতের গুরুত্ব আলোচনা কর।

১৫. ব্যক্তিত্বের বিকাশ সম্পর্কে ফ্রয়েডের তত্ত্বটি আলোচনা কর।

১৬. সামাজি পরিবর্তনে নেতৃত্বের ভূমিকা মূল্যায়ন কর।

১৭. একজন উত্তম নেতার বৈশিষ্ট্যাবলি আলোচনা কর।

১৮.জনমত গঠনের মাধ্যমসমূহ আলোচনা কর।

১৯. উন্নয়নশীল দেশসমূহে জনমত গঠনে গণমাধ্যমের ভূমিকা মূল্যায়ন কর।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

১. মিথস্ক্রীয়া কী?
উত্তর: মানুষের সাথে মানুষের কার্যকরণ সম্পর্কিত পারস্পারিক সম্পর্কের নামই হচ্ছে মিথস্ক্রীয়া।

২. ‘মানব আচরণের বৈজ্ঞানিক অধ্যয়নই হচ্ছে সমাজ মনোবিজ্ঞান।’ উক্তিটি কে করেন?
উত্তর: ‘মানব আচরণের বৈজ্ঞানিক অধ্যয়নই হচ্ছে সমাজ মনোবিজ্ঞান।’ উক্তিটি করেন মনোবিজ্ঞানী এইচ. বনার।

৩. একটি স্বতন্ত্র বিষয় হিসেবে কখন সমাজ মনোবিজ্ঞানের আবির্ভাব ঘটে?
উত্তর: একটি স্বতন্ত্র বিষয় হিসেবে ঊনিশ শতকের মাঝামাঝি সময়ে সমাজ মনোবিজ্ঞানের আবির্ভাব ঘটে।

৪. মনো-অভিনয় (Psycho-drama) পদ্ধতিটির উদ্ভাবক কে?
উত্তর: মনো-অভিনয় (Psycho-drama) পদ্ধতিটির উদ্ভাবক সমাজ মনোবিজ্ঞানী জে.এল মরেনা।

৫. শিশুর সামাজিকীকরণের প্রথম স্তর কোনটি?
উত্তর: শিশুর সামাজিকীকরণের প্রথম স্তর হল মৌখিক স্তর।

৬. সামাজিকীকরণে আপন দর্পণ তত্ত্ব (Looking glass self) কে প্রদান করেন?
উত্তর: সামাজিকীকরণে আপন দর্পণ তত্ত্ব (Looking glass self) সমাজ মনোবিজ্ঞানী চার্লস হরটন কুলি প্রদান করেন।

৭. প্রত্যক্ষণ কী?
উত্তর: প্রত্যক্ষণ হচ্ছে একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় মস্তিষ্ক সংবেদন নির্বাচন, সংগঠন ও বিশ্লেষণ করে।

৮. প্রত্যক্ষণের মৌল কাজ কী?
উত্তর: প্রত্যক্ষণের মৌল কাজ হল সংবেদনের ব্যাখ্যা দান ও বস্তুর গুণাগুণ সম্পর্কে ধারণা লাভ।

৯. মনোভাবের উপাদানগুলো কী কী?
উত্তর: মনোভাবের উপাদান ৩টি। যথা- ১. জ্ঞান উপাদান, ২. অনুভূতি উপাদান এবং ৩. কর্ম উপাদান।

১০. মনোভাব পরিবর্তনে ভারসাম্য মতবাদের প্রবক্তা কে?
উত্তর: মনোভাব পরিবর্তনে ভারসাম্য মতবাদের প্রবক্তা হলেন- মনোবিজ্ঞান হাউজার ও নিউকম্বো।

১১. সি.এইচ কুলির মতে, গোষ্ঠী কত প্রকার ও কী কী?
উত্তর: সি.এইচ কুলি গোষ্ঠীকে ২ ভাগে ভাগ করেছেন। যথা- ১. মূখ্য বা প্রাথমিক গোষ্ঠী, ২. গৌণ বা মাধ্যমিক গোষ্ঠী।

১২. অবচণিক যোগাযোগ কী?
উত্তর: ভাষা ব্যাতীত মানুষ তার মুখ, চোখ, হাত, পা, শরীর প্রভৃতি বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের সাহায্যে মুখভাব, দেহভঙ্গি, ইশারা প্রভৃতির মাধ্যমে মনের ভাব বিনিময়ের মাধ্যমকে অবচণিক যোগাযোগ বলে।

১৩. ব্যক্তিত্বের মূল ভিত্তি কী?
উত্তর: ব্যক্তিত্বের মূল ভিত্তি হল- আত্মসচেতনতা এবং আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা।

১৪. ব্যক্তিত্বের সূতিকাগার কোনটি?
উত্তর: ব্যক্তিত্বের সূতিকাগার হল সংস্কৃতি।

১৫. আধিসত্তা কী?
উত্তর: আধিসত্তা হল মানুষের জন্মগত জৈবিক সত্তা।

১৬. নেতৃত্ব কী?
উত্তর: নেতৃত্ব হল একটি প্রক্রিয়া।

১৭. অর্জিত নেতৃত্ব কী?
উত্তর: গোষ্ঠীর ব্যক্তিদের ব্যক্তিগত সম্পর্ক থেকে স্বতঃস্ফূর্তভাবে উদ্ভূত নেতৃত্বই অর্জিত নেতৃত্ব।

১৮. জনতার আচরণের দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উত্তর: জনতার আচরণের দুটি বৈশিষ্ট্য হচ্ছে- ১. মানসিক সম্পূরকতা ও ২. আবেগপ্রবণতা।

১৯. উগ্রশখ কী? অথবা, বাতিক কী?
উত্তর: উগ্রশখ হল- প্রচলিত সামাজিক মূল্যবোধের অনেকটা ব্যতিক্রমধর্মী বা দৃষ্টিকটূ আচরণ।

২০. জনমত কী?
উত্তর: সমাজ বা সমাজ সম্পর্কিত কোন বিতর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের কল্যাণধর্মী সুচিন্তিত ও দৃঢ় অভিমতকেই জনমত বলে।

২১. জনমত কেন পরিবর্তনশীল?
উত্তর: জনমতের উপজীব্য বিষয়ের পরিবর্তন এবং জনসাধারণের অভিমতের পরিবর্তনের জন্য জনমত পরিবর্তনশীল।

২২. কত শতকে মনোবিজ্ঞানের জন্ম হয়?
উত্তর: ১৮ শতকে মনোবিজ্ঞানের জন্ম হয়।

২৩. শিক্ষণ কীসের পরিবর্তন?
উত্তর: শিক্ষণ হচ্ছে আচরণের পরিবর্তন।

২৪. ভ্রান্ত প্রত্যক্ষণ কী?
উত্তর: কোন বাস্তব উদ্দীপককে ভ্রান্তভাবে প্রত্যক্ষণ করার নামই হল ভ্রান্ত প্রত্যক্ষণ।

২৫. সংবেদন কীসের ওপর নির্ভর করে?
উত্তর: সংবেদন ইন্দ্রিয়ের বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে।

২৬. মনোভাব কী নিয়ে গঠিত?
উত্তর: মনোভাব চিন্তা, বিশ্বাস, অনুভূতি এবং প্রতিক্রিয়া ইত্যাদি নিয়ে গঠিত।

২৭. গোষ্ঠী কাকে বলে?
উত্তর: পারস্পারিক ভাবের আদান-প্রদান, আবেগ ও সংবেদনশীলতা রয়েছে এমন কতিপয় ব্যক্তির সমষ্টিকে গোষ্ঠী বলে।

২৮. যোগাযোগ প্রক্রিয়ার সর্বশেষ স্তর কী?
উত্তর: যোগাযোগ প্রক্রিয়ার সর্বশেষ স্তর হল- তথ্যের গন্তব্যস্থল বা শ্রোতা।

২৯. ব্যক্তিত্বের উপাদান কয়টি ও কী কী?
উত্তর: ব্যক্তিত্বের উপাদান ২টি। যথা- প্রাকৃতিক উপাদান ও পরিবেশগত উপাদান।

৩০. গুজব কী?
উত্তর: গুজব হল অতিদ্রুত প্রচারিত প্রমাণহীন ও বিকৃত তথ্য।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

খ-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলি

১. সমাজ মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও।
২. সামাজিকীকরণে পরিবারের ভূমিকা আলোচনা কর।
৩. সামাজিকীকরণে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা লেখ।
৪. সামাজিক প্রত্যক্ষণ বলতে কী বোঝ?
৫. সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যে পার্থক্য দেখাও।

৬. মনোভাবের উপাদানগুলো আলোচনা কর।
৭. মনোভাব পরিবর্তন প্রক্রিয়াটি আলোচনা কর।
৮. মনোভাব পরিমাপের সমস্যাবলি আলোচনা কর।
৯. অন্তর্গোষ্ঠী ও বহির্গোষ্ঠীর মধ্যে পার্থক্য আলোচনা কর।
১০. মূখ্য গোষ্ঠীর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।

১১. মূখ্য গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য দেখাও।
১২. ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলো লেখ।
১৩. ব্যক্তিত্ব বিকাশে বিদ্যালয়ের ভূমিকা ব্যাখ্যা কর।
১৪. গণতান্ত্রিক নেতৃত্ব কী?

১৫ গণতান্ত্রিক নেতৃত্ব ও প্রভুত্বব্যঞ্জক নেতৃত্বের মধ্যে পার্থক্য নির্দেশ কর।
১৬. শ্রোতৃম-লীর বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
অথবা, শ্রোতৃম-লীর বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।
১৭. প্রচারণা কী?

ডিগ্রী ২য় বর্ষের সমাজবিজ্ঞান ৪র্থ পত্র স্পেশাল সাজেশন 2024

১৮. জনমত গঠনের প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।
১৯. জনমত কীভাবে পরিবর্তিত হয়?
২০. জনতা ও উচ্ছৃঙ্খল জনতার মধ্যের পার্থক্য দেখাও।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি

১. সমাজ মনোবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা কর।
২. সমাজ মনোবিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা কর।
৩. ‘সমাজ মনোবিজ্ঞান সমাজস্থ ব্যক্তির আচরণের বিজ্ঞান।’ উক্তিটির ব্যাখ্যা কর।
৪. সামাজিকীকরণের বাহনগুলো আলোচনা কর।
৫. সামাজিকীকরণে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা কর।

সমাজবিজ্ঞান ৪র্থ পত্র চূড়ান্ত সাজেশন,সমাজবিজ্ঞান ৪র্থ পত্র চূড়ান্ত সাজেশন 2024

৬. সামজিক প্রত্যক্ষণের ধাপসমূহ বর্ণনা কর।
৭. প্রত্যক্ষণের ওপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আলোচনা কর।
৮. মনোভাব পরিমাপনে ব্যবহৃত ‘থার্স্টোন স্কেল’ ব্যাখ্যা কর।
৯. ‘মনোভাব একটি শিক্ষালব্ধ আচরণ।’ উদাহরণসহ ব্যাখ্যা কর।
১০. গোষ্ঠী কী? মূখ্য গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য আলোচনা কর।
১১. ব্যক্তিত্বের ওপর সংস্কৃতির প্রভাব আলোচনা কর।

১২. একজন উত্তম নেতার বৈশিষ্ট্যবলি আলোচনা কর।
১৩. সামাজিক পরিবর্তনে নেতৃত্বের ভূমিকা মূল্যায়ন কর।
১৪. জনতার আচরণের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।

১৫. গুজবের মনস্তাত্বিক দিকগুলো আলোচনা কর।
১৬. জনমত গঠনের ধাপসমূহ আলোচনা কর।
১৭. উন্নয়নশীল দেশসমূহে জনমত গঠনে গণমাধ্যমের ভূমিকা মূল্যায়ন কর।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 এর ডিগ্রী ২য় বর্ষ সমাজবিজ্ঞান ৪র্থ পত্র সাজেশন 2024, চূড়ান্ত সাজেশন ডিগ্রী ২য় বর্ষের সমাজবিজ্ঞান ৪র্থ পত্র 2024

Degree 2nd year Common Suggestion 2024

আজকের সাজেশান্স: ডিগ্রী ২য় বর্ষের ১০০% কমন সমাজবিজ্ঞান ৪র্থ পত্র সাজেশন 2024 2024 ডিগ্রী ২য় বর্ষের সমাজবিজ্ঞান ৪র্থ পত্র পরীক্ষার সাজেশন

Leave a Comment