Advertisement
বিএম ০৫ ( ক )
অধ্যায় ১ হিসাব বিজ্ঞানের ভূমিকা
অধ্যায় ২ লেনদেন ও হিসাব সমীকরণ
অধ্যায় ৩ লিপিবদ্ধকরণ প্রক্রিয়া
১. হিসাববিজ্ঞানের সংজ্ঞা দাও ।
উত্তর:
সাধারণভাবে ও প্রচলিত ধারণা অনুযায়ী-
বিজ্ঞানসম্মত উপায়ে কারবারি লেনদেনসমূহ লিপিবদ্ধ করার কৌশলকে হিসাববিজ্ঞান বলে।
হিসাববিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য বিবেচনা করে
নিম্নোক্তভাবে হিসাববিজ্ঞানের সংজ্ঞা প্রদান করা যেতে পারেঃ
কারবারের লাভ-ক্ষতি ও আর্থিক অবস্থা নির্ধারণের জন্যবিজ্ঞানসম্মত উপায়ে কারবারি
লেনদেনসমূহকে স্থায়ীভাবে লিপিবদ্ধ করার কৌশলকে হিসাববিজ্ঞান বলে।
হিসাবশাস্ত্রবিদ ডব্লিউ জনসন হিসাববিজ্ঞানের
সংজ্ঞায় বলেছেন- ‘অর্থের অংকে ব্যবসায়ের বিভিন্ন লেনদেনসমূহ সংগ্রহকরণ, সংবদ্ধকরণ,লিপিবদ্ধকরণ, আর্থিক প্রতিবেদন তৈরিকরণ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে এই সব প্রতিবেদন বিশ্লেষণ ও বিশদ ব্যাখ্যা করে যথাযথ তথ্য যোগানক হিসাববিজ্ঞান বলে।’
সংজ্ঞাগুলো বিশ্লেষণ করে নিম্নোক্তভাবে হিসাববিজ্ঞানের সংজ্ঞা প্রদান করাযেতে পারে-
কারবারের মালিক, ব্যবস্থাপক ও কারবারের সাথে সংশ্লিষ্ট অন্য পক্ষসমূহের কারবার সম্পর্কে সঠিক সিদ্ধান্ত গ্রহণের সুবিধার্থে কারবারের লেনদেনসমূহকে বিজ্ঞানসম্মত উপায়ে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ,সংক্ষিপ্তকরণ, আর্থিক প্রতিবেদন প্রস্তুতকরণ ও ব্যাখ্যা বিশ্লেষণের কার্যক্রমকে হিসাববিজ্ঞান বলে
২. “ সকল লেনদেনই ঘটনা , কিন্তু সকল ঘটনা লেনদেন নয় ” উদাহরন দাও । অনুসরণ |
Advertisement
উত্তর:
সাধারণত কোন কিছু সঙ্ঘঠিত হওয়াকে ঘটনা বলে । যেমনঃ স্কুলে যাওয়া, বাজার করা, পরীক্ষায় পাশ করা, মাল ক্রয়ের ফরমায়েশ প্রদান, পণ্য ক্রয়, পণ্য বিক্রয় ভাড়া প্রদান, বিয়ের খরচ ইত্যাদি । ঘটনা আর্থিক হতে পারে আবার না ও হতে পারে ।
অন্যদিকে, লেনদেন হল হিসাববিজ্ঞানে কোন ব্যবসায়ে অর্থ ও অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য সকল ধরনের অর্থনৈতিক কার্যকলাপ বা ঘটনাকে বুঝায় । যেমনঃ রাফসানকে ১,০০০ টাকা প্রদান করা হল, কর্মচারীদের ৬,০০০ টাকা বেতন প্রদান করা হল, বিক্রয় করা হল ৫,০০০ টাকা ইত্যাদি । তাই বলা যায় যেসকল ঘটনা আর্থিক শুধু সেগুলোকে লেনদেন বলে ।
ব্যবসায় জগতে এরকম বিভিন্ন ঘটনার উদ্ভব হয় । কিন্তু সমস্ত ঘটনাকে হিসাবের বহিতে লিপিবদ্ধ করা হয় না কারণ সকল ঘটনা লেনদেন নয় । শুধুমাত্র অর্থের অংকে পরিমাপযোগ্য ঘটনা যেটি ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করে সেই ঘটনাকেই লেনদেন হিসেবে হিসাবের বহিতে লিপিবদ্ধ করা হয় ।
আবার অদৃশ্য ভাবে কোন আর্থিক ঘটনা ঘটে থাকলে তাহাও লেনদেন হতে পারে। যেমন: সম্পদ ব্যবহারের ফলে যে মূল্য হ্রাস হয় এটি ও একটি লেনদেন।
সুতরাং বলা যায়, সকল লেনদেন ঘটনা কিন্তু সকল ঘটনা লেনদেন নয় ।
৩। হিসাবে প্রাথমিক বই থেকে আর্থিক বিবরণী প্রস্তুত প্রনালী গুলাে আলােচনা কর ।
উত্তর:
আর্থিক অবস্থা বিবরণীর প্রস্তুত প্রণালী
মূলধন সম্পত্তি ও দায়-হিসাব দ্বারা আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করা হয়। নির্দিষ্ট আইটেমের সাথে সংশ্লিষ্ট বিষয় যোগবিয়োগ করে উদ্বৃত্তপত্র দেখানো হয়। যেমন মূলধনের সাথে নিট লাভ যোগ এবং নিট ক্ষতি বিয়োগ করে দেখাতে হবে।
মূলধনের সুদ মূলধনের সাথে যোগ এবং উত্তোলন মূলধন থেকে বিয়োগ করে দেখাতে হবে।
নির্দিষ্ট সম্পত্তি হতে অবচয় বিয়োগ করে দেখানো হয়। আর্থিক বিবরণীর উপরে সম্পত্তিসমূহ এবং আর্থিক অবস্থার
বিবরণীর নিচের দিকে দায়সমূহ বসাতে হবে। এগুলো লিপিবদ্ধ করার সময় কিছু নীতি অনুসরণ করতে হয়। এবার আসুন
আমরা এ বিষয় নিয়ে আলোচনা করি।
Advertisement 2
H.S.C
Advertisement 5
- HSC BM Economics and Commercial Geography (1816) Assignment Answer
- ভূমিকম্পে কী ধরণের ক্ষয়-ক্ষতি হয় তা উল্লেখসহ ক্ষয়-ক্ষতি রােধে কী কী করণীয় লিখবে
- সরকারি অর্থব্যবস্থা কী লিখবে, সরকারি আয়ের উৎস এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারের ভূমিকা উল্লেখ লিখবে
- অর্থনীতি মাথাপিছু আয় কী লিখবে, মাথাপিছু আয় বৃদ্ধির উপায় লিখবে
- বাণিজ্যিক ভূগােল, আবহাওয়া ও জলবায়ু কী লিখবে
- বিভাগ অর্থনীতি, কোভিড ১৯ কী লিখবে, কোভিড ১৯ আমাদের শিক্ষাক্ষেত্রে কি প্রভাব ফেলেছে তা লিখবে
- অর্থনীতি, সম্পদ ও অভাব কী লিখবে, সীমিত সম্পদ দিয়ে কিভাবে অসীম অভাব পূরণ করা যায় তা লিখবে
- এইচএসসি বিএম অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল (১৮১৬) অ্যাসাইনমেন্ট উত্তর
- এইচএসসি ভোকেশনাল কম্পিউটার এপ্লিকেশন (৮১৪১৪) ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন
- এইচএসসি ভোকেশনাল রসায়ন (৮১৪১৩) ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন
Advertisement 2
Advertisement 3
বাকিতে কৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ 10000 টাকা দিতে হবে এটা ক্রেডিট নাকি ডেবিট
দেনাদার -ডে যন্ত্রপাতির ক্রে