শ্যামল বণিক অঞ্জন এর ভেজাল কাব্য

Google Adsense Ads

[] ভেজাল কাব্য []

কবি: শ্যামল বণিক অঞ্জন।

পিঁয়াজুতে নেইতো পিঁয়াজ
শুধু কাঁচা পেঁপে!

এমন ডাহা ভেজাল দেখে
বুকটা উঠে কেঁপে।

বেগুনিতে বেগুন কোথায়?
দেখছি মিষ্টি লাউ,
বেগুনিটা ভেবেই সেটা
তৃপ্তি নিয়ে খাও।

ডালপুরীতে ডাল নেই আজ
ওটা ছোট্ট লুচি,
সালাদটাতে শসার স্থাণে
মুলা গাঁজর কুঁচি!

হলুদ মরিচ গুঁড়ায় কাউন
রঙের ছড়াছড়ি,
সয়াবিনে পাম তেল হায়
খাচ্ছে গড়াগড়ি!

কালোজিরায় মিশাচ্ছে তিল
চালেতে কাঁকড়,
জিরার সাথে সজ যে মিশায়
রাখো কি খবর?

ফরমালিনটা বসত করে
সকল প্রকার ফলে,
দুধটা খাঁটি মুখে বলে
তবু ভরা জলে!

ডালডা দেওয়া ঘি’য়ে কি আর
বাড়ায় দেহের বল?

খাসির গোশে খাসির চেয়ে
অধীকই ছাগল!

ভেজাল হাওয়া ভেজাল চাওয়া
ভেজালই তো সব,
ভেজাল লোকে,ভেজাল চোখে
করছি অনুভব।

ভেজাল সামনে ভেজাল পিছে
ভেজাল ডাইনে বাঁয়
ভেজালকারীর চক্করে আজ
হচ্ছি পাগল প্রায়!

Google Adsense Ads

Google Adsense Ads

Leave a Comment