শিক্ষা কি?,শিক্ষা নীতি কি?,বর্তমান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার স্বতন্ত্র পর্যায় কয়টি ও কি কি? , জাতীয় শিক্ষানীতি ২০১০ -এর শিক্ষার স্তর কয়টি?

শিক্ষা কি?,শিক্ষা নীতি কি?,বর্তমান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার স্বতন্ত্র পর্যায় কয়টি ও কি কি? , জাতীয় শিক্ষানীতি ২০১০ -এর শিক্ষার স্তর কয়টি?

শিক্ষা কি?
উত্তর : শিক্ষা হল শিক্ষার্থীর নিজস্ব ক্ষমতানুযায়ী দেহ মনের সার্বিক বিকাশ সাধন করা।

শিক্ষা নীতি কি?
উত্তর : শিক্ষা নীতি বলতে বুঝায় সাধারণত কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের শিক্ষা ব্যবস্থার সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কতকগুলো স্তর বিন্যাসের মাধ্যমে দক্ষ ও
প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক দ্বারা শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হয় ।

বর্তমান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার স্বতন্ত্র পর্যায় কয়টি ও কি কি? অথবা, জাতীয় শিক্ষানীতি ২০১০ -এর শিক্ষার স্তর কয়টি?
উত্তর : ৩টি। যথা- ১. কারিগরি শিক্ষা; ২. ধর্মীয় শিক্ষা ও ৩. সাধারণ শিক্ষা।

আরো ও সাজেশন:-

বাংলাদেশে প্রথম শিক্ষা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন?
উত্তর : ড. কুদরত-ই-খুদা ।

বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনাট?
উত্তর : কুদরত-ই-খুদা।

কখন বাংলাদেশের সর্বপ্রথম জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হয়? অথবা, বাংলাদেশে প্রথম শিক্ষা কমিশন গঠন করা হয় কবে?
উত্তর : ২৬ জুলাই ১৯৭২ সালে।

জাতীয় শিক্ষা নীতি ২০১০ এর প্রণয়ন কমিটির প্রধান কে ছিলেন? ১১%
উত্তর : সদ্য প্রয়াত প্রফেসর অব এমিরেটস অধ্যাপক কবীর চোধুরী ।

গ্রামীণ অর্থনীতি কি?
উত্তর : গ্রামীণ অবকাঠামোকে কেন্দ্র করে সংঘটিত অর্থনৈতিক কার্যকলাপকে গ্রামীণ অর্থনীতি বলে ।

গ্রামীণ ক্ষমতা কাঠামো কি?
উত্তর : গ্রামীণ ক্ষমতা কাঠামো হলো গ্রামীণ পর্যায়ের এমন একটি শ্রেণি, যারা বিধিবদ্ধ বা আধিবদ্ধ উপায়ে জনসাধারণকে নিয়ন্ত্রণ বা উদ্বুদ্ধ করতে সক্ষম ।

‘জমিদারী প্রথা’ কত সালে বিলুপ্ত হয়? উত্তর : ১৯৫০ সালে ।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

V-AID এর পূর্ণরূপ কী?
উত্তর : V-AID এর পূর্ণরূপ হলো- Village Agricultural and Industrial Development.

নগরায়ন কি?
উত্তর : নগরায়ন হচ্ছে শহুরে হবার পদ্ধতি যা কৃষি পেশা থেকে অন্য পেশায় রূপান্তরের এবং সাথে সাথে তাদের ব্যবহারিক রীতিনীতির পরিবর্তন।

‘Push factor’ কী?
উত্তর : গ্রামীণ, দারিদ্র্য, কাজের অভাব বা অন্যান্য আর্থিক ও সামাজিক সংকট গ্রামীণ জনগোষ্ঠীর একটা উল্লেখযোগ্য অংশকে শহর বা নগরের দিকে ধাক্কা বা চাপ দিয়ে ঠেলে দিচ্ছে যাবে Push factor বলে।

অতি নগরায়ণ কি?
উত্তর : একটি নগরী তার ধারণ ক্ষমতার অতিরিক্ত জনসংখ্যার হলে এবং তা অনাকাঙ্ক্ষিত ও অবাস্থিত অবস্থার সৃষ্টি করলে তাকে অতিনগরায়ণ বলে ।

‘No society is classless or Unstratified’ উক্তিটি কার?
উত্তর : ম্যাকাইভার এর ।

দুর্যোগ ব্যবস্থাপনার ধাপসমূহ কি?
উত্তর : দুর্যোগ ব্যবস্থাপনার ধাপসমূহ হলো-
১. দুর্যোগ ক্ষতিগ্রস্ত এলাকায় প্রবেশ;
২. . স্থানীয় জনসাধারণের সাথে যোগসূত্র স্থাপন;
৩.নিরাপত্তা জোরদার, চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধ করা ও
৪. উদ্ধার তৎপরতা ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা।

Leave a Comment