মিছে মরীচিকার মায়া
ভালোবেসে
তোমার মাঝে
হারাতে চাই,
অথচ তোমার
অস্বস্তি লাগে!
বাঁধভাঙা আদরে
সিক্ত করতে চাই
তোমার দেহমন।
তোমার অসহ্য লাগে!
দু’চোখের পাতায়
আঁকতে চাই
তোমার প্রতিচ্ছবি,
অনর্থক লাগে
তোমার কাছে!
জোছনা রাতে
তারাদের মিতালীতে
দু’জনে চাই পথ হাটতে। প্রয়োজনহীন লাগে তোমার!
ঝুম বৃষ্টিতে
তোমার ঠোঁটের
বৃষ্টিস্নাত শিশির
শুষে নিতে চাই।
তোমার বিরক্ত লাগে!
প্রেমডোরে বেঁধে
হৃদয় দিয়ে হৃদয়
ছু্য়ে দিতে চাই,
তোমার অবান্তর লাগে!
ভালোবেসে
কারণে অকারণে
তোমাকেই পাশে চাই আমি, আমাকে অবাঞ্ছিত মূল্যহীন লাগে!
আমাকে এতটা
অনিহা যখন
তখন মেকি ভালবাসা
দেখিয়ে লাভ কি বলো?
হৃদয় পিঞ্জর খুলে
দিলেম তোমায় মুক্ত করে,
তুমি তোমার মত থেকো ;
আমি আর কেউ
হতে চাইবোনা তোমার।
আমি আর কেউ নই তোমার।
- ইজারাদাতার অবশিষ্ট মূল্য সম্পর্কে আলোচনা কর
- ইজারা গ্রহীতার বইয়ের হিসাব সংরক্ষণের প্রক্রিয়া আলোচনা কর
- ইজারা দাতার প্রত্যক্ষ ইজারার অর্থায়ন পদ্ধতি ধারণা সহ আলোচনা কর
- Degree 3rd Year Exam Marketing 5th paper Suggestion
- ডিগ্রি ৩য় বর্ষের সাজেশন (১০০% কমন ডাউনলোড করুন), ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন [নিশ্চিত ১০০% কমন সকল বিষয়ে]