রসায়ন ১ম পত্রের গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রশ্ন ও উত্তর। পাঠ- ২

51. কোনটি ধ্রুম্রজাল সৃষ্টিকারক?
উত্তরঃ ইথিলিন অক্সাইড

52. 2.5% NaOH দ্রবণের pH কত?
উত্তরঃ 13.8

53. জৈব প্রভাবন ক্রিয়ার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা –
উত্তরঃ 37° C

54. হেবার পদ্ধতিতে Fe চূর্ণের প্রোমোটার নয় কোনটি?
উত্তরঃ AlCl3

55. মানুষের রক্ত কোন ধরনের বাফার দ্রবণ?
উত্তরঃ ক্ষারীয়

56. কত তাপমাত্রায় দেশি ফলকে নির্বীজকরণ করা হয়?
উত্তরঃ 100°C

57. উচ্চ তাপমাত্রার হিটারে ইনস্যুলেটর হিসেবে ব্যবহৃত হয়?
উত্তরঃ অ্যালুমিনা

58. টিউব লাইটে কোন গ্যাস থাকে?
উত্তরঃ Kr

59. বৈদ্যুতিক বালবে কোন গ্যাস থাকে?
উত্তরঃ Ar

60. কত সেলসিয়াস তাপমাত্রায় গ্লুবার লবণ নিরুদিত হয়?
উত্তরঃ 32.4°C

61. মস্তিষ্কের ক্ষত নির্ণয়ে-
উত্তরঃ CT scan

62. চাপ মাপার যন্ত্রের নাম কি?
উত্তরঃম্যানোমিটার

63. d অরবিটালে নোডাল প্লেন কতটি?
উত্তরঃ২

64. কোন ব্লকের মৌলগুলো দ্বি মৌল যৌগ গঠন করে?
উত্তরঃ p

65. N এর কোন অক্সাইডটি নিরপেক্ষ?
উত্তরঃ N2O

56. ভ্যান্ডার ওয়ালস বন্ধনের ক্ষেত্রে সঠিক?
উত্তরঃ ফ্লোরিন<ক্লোরিন<ব্রোমিন<আয়োডিন

67. পর্যায় সারণির কোন মৌলগুলোকে আদর্শ মৌল বলা হয়?
উত্তরঃ পর্যায়-২

68. সল্টিং প্রক্রিয়ায়, খাদ্য সংরক্ষণের সময় নিচের কোনটি ঘটে?
উত্তরঃ অসমোসিস

69. কোনটি খাদ্য সংরক্ষণের কৌশল নয়?
উত্তরঃ নিন্মচাপ প্রক্রিয়া

70. স্নেহ জাতীয় খাদ্য এক ধরনের
উত্তরঃ এস্টার

71. রাসায়নিক নিক্তির ভেদী কি দিয়ে তৈরি?
উত্তরঃ ইবোনাইট

72. ওয়াটার গ্যাসের অপর নাম কি?
উত্তরঃ ব্লু গ্যাস

73. বাতাসে সৃষ্ট smog এর বেলায় আর্দ্র বায়ুতে pH কত?
উত্তরঃ 2

74. নিরাপদ খাদ্য সংরক্ষক হিসেবে পরিচিত কোনটি?
উত্তরঃ ক্যালসিয়াম কার্বাইড

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

75. হার ধ্রুবক এর মান কোনটির উপর নির্ভর করে না?
উত্তরঃ ঘনমাত্রা

76. NH4OH সহ দ্রবণে কপার আয়ন কোন বর্ণ দেখায়
উত্তরঃ গাঢ় নীল বর্ণ

77. কত তাপমাত্রায় হীরক গ্রাফাইটে পরিণত হয়?
উত্তরঃ 1000°C

78. নিচের কোনটি ক্রোমাটোগ্রাফির অধিশোষণের সঠিক ক্রম-
উত্তরঃ -COOH >-OH> – NH2> – CHO

79. অস্থি হাড়ের প্রধান যৌগ?
উত্তরঃ ফসফোরাইট

80. নিচের কোনটি ঋণাত্মক প্রভাবক?
উত্তরঃ অ্যালকোহল

81. মাছ মাংস সংরক্ষণে ধারক পাত্রের ভিতরের অংশে কিসের প্রলেপ দিতে হয়?
উত্তরঃ ZnO

82. পরমাণুর তরঙ্গ বলবিদ্যা মডেল প্রস্তাব করেন-
উত্তরঃ শ্রোডিঙ্গার

83. সর্বাধিক স্থায়ী সক্রিয় ধাতু
উত্তরঃ Cs

84. টিনডাল প্রভাব কিসের সাথে সম্পর্কিত?
উত্তরঃ কলয়েড

85. আলফা কণা-
উত্তরঃ কম্পোজিট

86. মৃদু এসিড ও তীব্র ক্ষারকের প্রশম বিন্দু নির্ণয়ে উপযুক্ত নির্দেশক?
উত্তরঃ ফেনলফথ্যালিন

87. বরফের গলন তাপ কত?
উত্তরঃ+6kJ/mol

88. দুধ থেকে চানা পাওয়ার প্রক্রিয়া হলো-
উত্তরঃ কোয়াগুলেশন

89. ত্বক শুষ্ক হয় যদি কেরাটিনের আর্দ্রতা –
উত্তরঃ < 10%

90. শিখা পরীক্ষায় Optical filter হিসেবে ব্যবহৃত হয় কোন গ্লাস?
উত্তরঃ কোবাল্ট ব্লু গ্লাস

91. ম্যালিক এসিড পাওয়া যায় কোন ফলে-
উত্তরঃ আপেল

92. বেবি পাওডারে এন্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয় –
উত্তরঃ বোরিক এসিড

93. কোল্ড ক্রিম এক ধরনের –
উত্তরঃ ইমালশন

94. নিচের কোনটি অধিশোষণ ক্রোমাটোগ্রাফি?
উত্তরঃ পাতলা স্তর

95. অ্যাসবেসটস গ্লাভসের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়?
উত্তরঃ জিটেক্স গ্লাভস।

96. ওয়াটার বাথের সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস?
উত্তরঃ ৯৯

97. সোডিয়াম কার্বনেট এর কত শতাংশ দ্রবণ পরিস্কারক হিসেবে ব্যবহৃত হয়?
উত্তরঃ ১০%

98. ক্রোমিক এসিড ব্যবহার এর সময় হাতে কোন গ্লাভস পড়তে হয়?
উত্তরঃ ভিনাইল

99. কঠিন শুষ্ককারক নয়-
উত্তরঃ অনার্দ্র পটাসিয়াম বাই-কার্বনেট

100. ক্লোরোফর্মের পরিবর্তে কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করতে হয়?
উত্তরঃ হেক্সেন

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

এখানে সকল প্রকাশ শিক্ষা বিষয় তথ্য ও সাজেশন পেতে আমাদের সাথে থাকুন ।

Leave a Comment