মুদ্রাবাজার ও মূলধন বাজার পার্থক্য, মুদ্রাবাজার vs মূলধন বাজার পার্থক্য, মুদ্রাবাজার ও মূলধন বাজার তুলনামূলক আলোচনা, মূলধন বাজার ও মুদ্রাবাজার মধ্যে পার্থক্য, মুদ্রাবাজার ও মূলধন বাজার কাকে বলে

Google Adsense Ads

প্রশ্ন সমাধান: মুদ্রাবাজার ও মূলধন বাজার পার্থক্য, মুদ্রাবাজার vs মূলধন বাজার পার্থক্য, মুদ্রাবাজার ও মূলধন বাজার তুলনামূলক আলোচনা, মূলধন বাজার ও মুদ্রাবাজার মধ্যে পার্থক্য, মুদ্রাবাজার ও মূলধন বাজার কাকে বলে


দেশের আর্থিক লেনদেন পরিচালনার জন্য দুটি বাজার পরিলক্ষিত হয় । সে বাজার দুটি হলো-
১. মুদ্রাবাজার
২. মুলধন বাজার
মুদ্রাবাজার ও মুলধন বাজার দেশের দেশের আর্থিক লেনদেন পরিচালনার ক্ষেত্রে পরিচালিত হলেও এদের মধ্যে বেশ কিছু পার্থক্য পরিলক্ষিত হয় । নিচে মুদ্রাবাজার ও মুলধন বাজারের মধ্যে পার্থক্য তুলে ধরা হলো-

মুদ্রাবাজার 

দেশের আর্থিক লেনদেন পরিচালনার জন্য যেসব ঋণদানকারী আর্থিক প্রতিষ্ঠান স্বল্পমেয়াদি ঋণ হিসেবে অর্থের লেনদেনের কার্যক্রম যে বাজারে হয়ে থাকে, তাদের সমষ্টিকে মুদ্রাবাজার বলে। অর্থনীতিবিদ ক্রাউথারের মতে,  “বিভিন্ন ফার্ম ও প্রতিষ্ঠান, যারা প্রায় মুদ্রা নিয়ে লেনদেন করে, তাদের সুসংবদ্ধ রূপকেই মুদ্রাবাজার বলে।” সুতরাং বিনিয়োগযোগ্য স্বল্পমেয়াদি ঋণদানকারী এবং ঋণগ্রহণকারী সব প্রতিষ্ঠানই মুদ্রাবাজারের সদস্য।


মূলধন বাজার 

মূলধন বাজার বলতে সেই প্রাতিষ্ঠানিক কাঠামোকে বোঝায়, যা দীর্ঘকালীন ঋণ তহবিলের কারবার পরিচালনা করে। মূলধন বাজারে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদি ঋণের লেনদেনের কাজ করে থাকে। অর্থনীতিবিদ ডাডলি জি. লাকেটের মতে, “মূলধন বাজার দীর্ঘমেয়াদি ঋণের যে কোনো লেনদেনকে সম্পৃক্ত করে।” এসএ মিনাইয়ের মতে, “মূলধন বাজার দীর্ঘমেয়াদি সম্পদ ও বন্ধকীপত্রের মতো মূলধন তহবিলের সংগ্রহ ও সংগ্রহকারীদের নিয়ে গঠিত বাজার।” বীমা প্রতিষ্ঠান, বিনিয়োগ ট্রাস্ট, শিল্প ব্যাংক, পুঁজি বিনিয়োগ সংস্থা, স্টক এক্সচেঞ্জ প্রভৃতি মূলধন বাজারের সংগঠনকারী প্রতিষ্ঠান।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

মুদ্রাবাজার ও মূলধন বাজারের মধ্যে পার্থক্যঃ

১। মুদ্রাবাজার স্বল্পমেয়াদি ঋণ নিয়ে কারবার করে। অন্য পক্ষে মুদ্রাবাজার দীর্ঘমেয়াদি ঋণ নিয়ে কারবার করে।

২। মুদ্রাবাজার বিল অব এক্সচেঞ্জ, প্রতিজ্ঞাপত্র, ট্রেজারি বিল, স্বল্পমেয়াদি সরকারি বন্ড ইত্যাদি ঋণপত্রের লেনদেন হয়। পক্ষান্তরে মূলধন বাজার শেয়ার, ডিবেঞ্চার প্রভৃতি দীর্ঘমেয়াদি ঋণপত্রের লেনদেন হয়।

৩। মুদ্রাবাজারের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান হলো বাণিজ্যিক ব্যাংক, বীমা কোম্পানি, বাট্টাকরণকারী, বিলের দালাল, বৃহৎ শিল্প প্রতিষ্ঠান ইত্যাদি। বিশেষ বিনিয়োগ ব্যাংক, শিল্প ব্যাংক, শিল্প ঋণ সংস্থা, বৃহৎ প্রকল্প, স্টক এক্সচেঞ্জ ইত্যাদি মূলধন বাজারের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান।

৪।  ব্যক্তি ও প্রতিষ্ঠানের জমাকৃত অর্থ মুদ্রাবাজারের মূলধন হিসেবে কাজ করে। অন্য পক্ষে প্রতিষ্ঠানের নিজস্ব ইস্যুকৃত ঋণপত্র মূলধন বাজারের মূলধন হিসেবে কাজ করে।

৫। স্বল্পকালীন উন্নয়ন সাধন মুদ্রাবাজারের কাজ। পক্ষান্তরে দীর্ঘকালীন উন্নয়ন সাধন মূলধন বাজারের কাজ।


Paragraph/Composition/Application/Email/Letter/Short Storiesউত্তর লিংক
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেলউত্তর লিংক

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Google Adsense Ads

ধর্মঅন্যানশিক্ষাস্বাস্থ্য
মতামতচাকরিশিক্ষা সংবাদParagraph

Google Adsense Ads

Leave a Comment