মহানিয়ন্ত্রকের কার্যালয়ের (CGA) জুনিয়র অডিটর পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২,Junior Auditor Question Solution 2022 CGA Junior Auditor Recent Question solution

মহানিয়ন্ত্রকের কার্যালয়ের (CGA) জুনিয়র অডিটর পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২,Junior Auditor Question Solution 2022 CGA Junior Auditor Recent Question solution,হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের (সিজিএ) জুনিয়র অডিটর পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২

বিগত সালের সকল নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান লিংক

মহানিয়ন্ত্রক কার্যালয়ের (CGA) জুনিয়র অডিটর পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২

১। ”বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর” – কার লেখা? উত্তরঃ জীবনানন্দ দাশ
২। ‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়’ – চরণটির রচয়িতা কে? উত্তর: সুকান্ত ভট্টাচার্য
৩। কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস? উত্তর: আগুনের পরশমনি
৪। “আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী”- গানটির গীতিকার কে? উত্তর: আবদুল গাফফার চৌধুরী
৫। ‘সুলতানার স্বপ্ন’ কোন ধরণের গ্রন্থ? উত্তর: উপন্যাস
৬। ‘বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: দলিলপত্র’- কে সম্পাদনা করেছেন? উত্তর: হাসান হাফিজুর রহমান
৭। নিচের কোন বানানটি সঠিক? উত্তর: পরিষ্কার
৮। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? উত্তর: ধ্বনি
৯। বাংলা স্বরবর্ণ কয়টি? উত্তর: ১১ টি
১০। ‘দ্ধ’ যুক্তাক্ষরে কোন ‍দুটি বর্ণ রয়েছে? উত্তর: দ + ধ
১১। নিম্নের কোনটি শব্দের আগে বসে? উত্তর: উপসর্গ
১২। নিচের কোনটি গুনবাচক বিশেষ্য? উত্তর: মধুরতা
১৩। নিচের কোন শব্দটি তৎসম শব্দ? উত্তর: জীবন
১৪। ‘হিসাব’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর: আরবি
১৫। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? উত্তর: ধাতু
১৬। ঘ্রাণ শব্দটির সন্ধি বিচ্ছেদ? উত্তর: ঘ্রা + আন
১৭। সমাস ভাষাকে – উত্তর: সংক্ষেপ করে
১৮। কোনটি উভয় লিঙ্গ? উত্তর: সন্তান
১৯। ‘কবিতা’ শব্দের বহুবচন কোনটি? উত্তর: কবিতাগুচ্ছ
২০। ছাদ থেকে পানি পড়ে – কোন কারকে কোন বিভক্তি? উত্তর: অপাদানে ৫মী
২১। ‘Out and Out’ means – উত্তর: Thoroughly
২২। The antonym for ‘Recalcitrant’ উত্তর: compliant
২৩। ‘আমার ক্ষুধা নেই’ এর ইংরেজী – উত্তর: I have no appetite
২৪। Which one is the correct spelling? উত্তর: quorum
২৫। I need some books, ———-? উত্তর: Don’t I
২৬। Change into passive, “Whom do you want? উত্তর: Who is wanted by you?
২৭। ‘We shall be blamed” এর Active Voice কোনটি? উত্তর: everyone will blame us
২৮। This is the man who went there, It is a/an —- clause উত্তর: Adjective Clause
২৯। He ran —- the field. উত্তর: across
৩০। He has abhorrence ___ war. উত্তর: to
৩১। Neither Mily nor Lily ___ qualified for the job. উত্তর: is
৩২। Parcel – means উত্তর: Postage
৩৩। “Knowledge comes but wisdom lingers”, কার উক্তি? উত্তর: Alfred Lord Tennyson
৩৪। ‘War and Peace’ উপন্যাসটি কার লেখা? উত্তর: Leo Tolstoy
৩৫। অসমাপ্ত আত্মজীবনী এর ইংরেজী অনুবাদ কোনটি? উত্তর: The unfinished Memories
৩৬। If he runs fast, he —- win the prize. উত্তর: will
৩৭। ‘Come here’ – এর indirect speech কোনটি? উত্তর: He told me to go there
৩৮। Truth এর সঠিক adjective form হবে- উত্তর: None of them
৩৯। ‍‘See’ শব্দটির Noun কোনটি? উত্তর: sight
৪০। The verb of the word “Economy” is উত্তর: economize
৪১। একটি সংখ্যার তিনগুনের সাথে দ্বিগুন যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত? উত্তর: ১৮
৪২। ১ হতে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? উত্তর: ১০
৪৩। ০.০০০১ এর বর্গমূল কত? উত্তর: ০. ০১
৪৪। কোন সংখ্যাটি বৃহত্তম? উত্তর: ০.৩
৪৫। দৈনিক ৬ ঘন্টা পরিশ্রম করে ৮ জন ব্যাক্তি একটি কাজ করে ১৫ দিনে। দৈনিক ৫ ঘন্টা পরিশ্রম করে ৯ জন ব্যাক্তি কাজটি কত দিনে করবে? উত্তর: ১৬ ঘন্টা
৪৬। এক টাকায় ৩ টি করে আম ক্রয় করে এক টাকায় ২ টি করে আম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? উত্তর: ৫০%
৪৭। ০.৫ ০.০৫ = ? উত্তর: ১০
৪৮। a + b + c = 15 এবং ‍a2+b2+c2=83 হলে ab + bc+ ac এর মান কত? উত্তর: ৭১
৪৯। ২৫ ফুট লম্বা একাটি বাঁশকে এমনভাবে কাটা হলো যেন এক অংশ অন্য অংশের ১/৪ হয়। ছোট অংশটির দৈর্ঘ্য কত ফুট হলো? উত্তর: ৫
৫০। x+1x=1 হলে x3+1×3 এর মান কত? উত্তর: ৪
৫১। সালেহ ও আনুর বয়সের অনুপাত 5 : 4। 3 বছর পর তাদের বয়সের অনুপাত 11 : 9 হবে। আনুর বর্তমান বয়স কত? উত্তর: ২৪

৫২। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? উত্তর: ৫%
৫৩। বর্গমূল নির্ণয় করুন: .০০২৫ উত্তর: ০.০৫
৫৪। ১২৫০ কে সর্বনিম্ন কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে? উত্তর: ২
৫৫। তিনটি ঘন্টা একত্রে বাজার পর তারা যথাক্রমে ২ ঘণ্টা, ৩ ঘণ্টা, ৪ ঘণ্টা পর পর একত্রে বাজতে থাকবে। ১ দিনে তারা কতবার একত্রে বাজবে? উত্তর: ৩ বার
৫৬। (a – 5) (a + x) = a2 – 25 হলে x এর মান কত? উত্তর: ৫
৫৭। একটি মুদ্রা ২ বার নিক্ষেপ করলে অন্তত ১ বার Head পড়ার সম্ভাবনা কত? উত্তর: ৩৪
৫৮। কোন সংখ্যাটি ব্যতিক্রম? উত্তর: ৭৪৩
৫৯। দুটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গ.সা.গু ১৩। সংখ্যা দুটির ল.সা.গু কত? উত্তর: ২৬০
৬০। কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে?উত্তর: ৭০
৬১। জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো- উত্তর: মৌলিক স্বাধীনতার উন্নয়ন
৬২। ঐতিহাসিক ৬-দফাকে কিসের সাথে তুলনা করা হয়? উত্তর: ম্যাগনাকার্টা
৬৩। ১৯৭১ সালে ‘The concert for Bangladesh’ কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর: নিউইয়র্ক
৬৪। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর: সোনারগাঁ
৬৫। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকা চিহ্ন রয়েছে? উত্তর: ৪ টি
৬৬। সোশ্যাল নেটওয়ার্কিং প্লাটফর্ম টুইটার কত সালে তৈরি হয়? উত্তর: ২০০৬
৬৭। বাংলাদেশের কোন জেলায় চা বাগান সবচেয়ে বেশী? উত্তর: মৌলভীবাজার
৬৮। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম উপাচার্য কে ছিলেন? উত্তর: পি. জে হার্টজ
৬৯। বাংলাদেশে কখন থেকে বয়স্কভাতা চালু হয়? উত্তর: ১৯৯৮
৭০। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ধারায় সকল নাগরিকের আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে? উত্তর: ধারা ২৭
৭১। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? উত্তর: মাইনুল হোসেন
৭২। কোন ভাষায় সবচেয়ে বেশী মানুষ কথা বলে? উত্তর: মান্দারিন
৭৩। সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার পেয়েছেন কে? উত্তর: মাললা ইউসুফজাঈ
৭৪। শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম? উত্তর: থাইল্যান্ড
৭৫। কোন দেশটি NATO এর সদস্য? উত্তর: তুরস্ক
৭৬। ১৯৪৫ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মোট সদস্য রাষ্ট্র ছিল? উত্তর: ৫১
৭৭। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? উত্তর: নীলনদ
৭৮। বন্দরনগরী আলেকজান্দ্রিয়া কোন দেশের নগরী? উত্তর: মিশর
৭৯। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? উত্তর: বরিশাল
৮০। বাতাসে নাইট্রোজেনের পরিমাণ কত? উত্তর: ৭৮.০২%
৮১। অনুচ্ছেদ লিখুনঃ
বাংলাদেশের মুক্তিযুদ্ধ
উত্তর: বাংলাদেশের মুক্তিযুদ্ধ ১৯৭১ সালের ২৬ মার্চ শুরু হয়েছিল কিন্তু বাঙালির স্বাধীনতা সংগ্রাম যুগ-যুগ ধরে চলে এসেছিল। অবশেষে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ৩০ লক্ষ শহিদের রক্ত ও অসংখ্য মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এর সমাপ্তি ঘটে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের মাধ্যমে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

2020 সালের সকল নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান লিংক

2021 সালের সকল নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান লিংক

2022 সালের সকল নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান লিংক

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

চাকুরি

    Leave a Comment