ভৌতজগৎ ও পরিমাপ Voutojogot থেকে বিভিন্ন HSC পরীক্ষাতে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ mcq

ভৌতজগৎ ও পরিমাপ Voutojogot থেকে বিভিন্ন HSC পরীক্ষাতে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ mcq

১। বিখ্যাত বিজ্ঞানী টলেমি নিচের কোনটির ওপর ব্যাপক গবেষণা করেন?

উত্তরঃ আলােকবিজ্ঞান

২। কোন বিজ্ঞানী লিভারের কার্যনীতি আবিষ্কার করেন?

উত্তরঃ আর্কিমিডিস

৩। বিখ্যাত দার্শনিক থেলিস কোন দেশের অধিবাসী ছিলেন?

উত্তরঃ গ্রিস

৪। বিজ্ঞানের বন্ধ্যাকালে কোন বিজ্ঞানীরা বেশ কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার করেন?

উত্তরঃ মুসলিম ও ভারতীয়

৫। নিচের কোন বিজ্ঞানী আলােকতত্ত্ব নিয়ে গবেষণা করেন?

উত্তরঃ আল হাজেন

৬। কোন বিজ্ঞানী রসায়ন, গণিত ও জ্যোতির্বিজ্ঞান নিয়ে গবেষণা করেন?

উত্তরঃ জাবির ইবনে হাইয়ান

৭। প্রকৃতির ইতিহাস বিষয়ে এনসাইক্লোপিডিয়া রচনা করেন কে?

উত্তরঃ আল মাসুদী

৮। সেক্সট্যান্ট যন্ত্রের আবিষ্কারক কে?

উত্তরঃ আল খুজান্দী

৯। কে ঘর্ষণের ফলে তড়িৎ উৎপাদন এবং চুম্বকত্ব নিয়ে গবেষণা করেন?

উত্তরঃ ডা. গিলবার্ট

১০। নিম্নের কোন বিজ্ঞানী আলাের প্রতিসরণের সূত্র প্রদান করেন?

উত্তরঃ স্নেল

১১। বিজ্ঞানী স্নেল নিচের কোন দেশের অধিবাসী?

উত্তরঃ জার্মানী

১২। কোন বিজ্ঞানী গ্যাসের চাপীয় সূত্র প্রদান করেন?

উত্তরঃ রবার্ট বয়েল

১৩। স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন ও বিকৃতির সম্পর্ক বের করেন কে?

উত্তরঃ রবার্ট হুক

১৪। কোন বিজ্ঞানী গ্রহের গতি সংক্রান্ত সূত্র প্রদান করেন?

উত্তরঃ কেপলার

১৫। কেপলার গ্রহের গতিসংক্রান্ত কয়টি সূত্র প্রদান করেন?

উত্তরঃ তিনটি

১৬। নিচের কোন বিজ্ঞানী ইতালির অধিবাসী?

উত্তরঃ গ্যালিলিও

১৭। নিচের কোন বিখ্যাত বিজ্ঞানী আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা করেন?

উত্তরঃ গ্যালিলিও

১৮। বিনা প্রমাণে কোনাে কিছু মেনে নেয়াকে বলে –

উত্তরঃ স্বীকার্য

১৯। একটি আদর্শ বা যুক্তিপূর্ণ আচরণ ভিত্তি যার সাপেক্ষে অন্যান্য বিষয় তুলনা, বিচার বিশ্লেষণ ও পরিমাপ করা হয় তাকে কী বলে?

উত্তরঃ নীতি

২০। কোনাে কিছু ব্যাখ্যার জন্য যে আনুষ্ঠানিক চিন্তাধারা তাকে বলে-

উত্তরঃ তত্ত্ব

২১। পরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে বলে-

উত্তরঃ তত্ত্ব

২২। কোনটি নীতি?

উত্তরঃ হাইজেনবার্গের অনিশ্চয়তা

২৩। এক ডেকামিটার সমান কত মিটার?

উত্তরঃ 10

২৪। পেন্টা বলতে কোনটি বুঝায়?

উত্তরঃ 10^15

২৫। একটি মােবাইলে মেমােরি 3 মেগাবাইট।একে বাইটে প্রকাশ করলে কত হবে?

উত্তরঃ 3x 10^6 বাইট

২৬। দীপন তীব্রতার একক নিম্নের কোনটি?

উত্তরঃ ক্যান্ডেলা

২৭। পদার্থের পরিমাণের একক নির্ধারণে ব্যবহৃত হয় কোনটি?

উত্তরঃ নাইট্রোজেন

২৮। ক্যান্ডেলার সংজ্ঞা প্রদানে কত কম্পাংকের বিকিরণ বিবেচনা করা হয়?

উত্তরঃ 540 x 10^12 Hz

২৯। যে রাশি অন্য রাশিগুলাের ওপর নির্ভরশীল নয় তাকে কী বলে?

উত্তরঃ মৌলিক রাশি

৩০। মিটার কিলােগ্রাম ও সেকেন্ড-এ তিনটি রাশির ওপর নির্ভর করে নিচের কোনটি?

উত্তরঃ নিউটন

৩১। নিম্নের কোনটি মৌলিক এককের প্রতীক?

উত্তরঃ mol

৩২। আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব কে প্রদান করেন?

উত্তরঃ আইনস্টাইন

৩৩। নিম্নের কোন বিজ্ঞানী কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যায় ক্লাসিক্যাল ফিজিক্সের সীমাবদ্ধতা অতিক্রম করতে পেরেছিলেন?

উত্তরঃ ম্যাক্স প্লাংক

৩৪। আইনস্টাইন কত সালে নােবেল প্রাইজ পান?

[ উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

উত্তরঃ 1921 সাল

৩৫। আইনস্টাইনের কোয়ান্টাম বলবিদ্যার সাথে নিউটনের গতিসূত্রের বৈসাদৃশ্য হলাে—
i. বেগের মানের তারতম্য
ii. বস্তুকণার আকারের ভিন্নতা
iii. গতির দিক ভিন্নতা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তরঃ (ক) i ও ii

৩৬। প্রকৃত মান ও পরিমাপ্য মানের পার্থক্যকে নিচের কোন ত্রুটি বলা হয়?

উত্তরঃ পরম ত্রুটি

৩৭। নিম্নের কোনটি পর্যবেক্ষণজনিত ত্রুটি?

উত্তরঃ লম্বন ত্রুটি

৩৮। লেভেল ত্রুটি কোন যন্ত্রের পরিমাণের জন্য প্রযােজ্য?

উত্তরঃ উদস্থিতি নিক্তি

৩৯। নিম্নের কোন ত্রুটি শুধু স্ক্রু জাতীয় যন্ত্রে থাকে?

উত্তরঃ পিছট ত্রুটি

৪০। নিক্তির সাহায্যে ভর পরিমাপে কোন ত্রুটি পরিহার করা হয়?

উত্তরঃ লেভেল ক্রুটি

৪১। একটি থার্মোমিটারে স্বাভাবিক চাপে ফুটন্ত পানির তাপমাত্রা 101°C দেখায় এটি কোন প্রকারের ত্রুটি?

উত্তরঃ প্রান্তদাগ ত্রুটি

৪২। পিছট ত্রুটি ঘটে—
i. নাট স্ক্রু ভিত্তিক যন্ত্রে
ii. বিক্ষেপ চৌম্বক মান যন্ত্রে
iii. স্ক্রু ক্ষয় হয়ে ঢিলা হয়ে গেলে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
উত্তরঃ i ও iii

৪৩৷ কোনাে গােলীয় তলের বক্রতার ব্যাসাধ নির্ণয় করার সমীকরণটি ব্যবহৃত হয়?

উত্তরঃ R = d^2/6h + h/2

৪৪। π এর মান সর্বপ্রথম কে নির্ণয় করেন?

উত্তরঃ ভাস্করাচার্য

৪৫। কোনাে গােলকের ব্যাসার্ধের প্রকৃত মান 3cm এবং পরিমাপ্য মান 2.98 cm। গােলকটির আয়তন পরিমাপে শতকরা ত্রুটি কত?

উত্তরঃ 2%

৪৬। কত সালে ম্যাক্সপ্ল্যাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব দেন?

উত্তরঃ ১৯০১

৪৭। V= 4/3 πr^3 সমীকরণে r এর মান পরিমাপে যদি 2% ত্রুটি হয় তবে v নির্ণয়ে ত্রুটি হবে-

উত্তরঃ 6%

৪৮। তত্ত্ব কী বিষয়ের উপর ভিত্তি করে গড়ে ওঠে?

উত্তরঃ নীতি

৪৯। তড়িৎ চুম্বক বল কোন কণার পারাপারিক বিনিময়ের জন্য কার্যকর হয়?

উত্তরঃ ফোটন

৫০। ১ ফেমটোমিটার-

উত্তরঃ ১০^-১৫ মি.

[ উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

এখানে সকল প্রকাশ শিক্ষা বিষয় তথ্য ও সাজেশন পেতে আমাদের সাথে থাকুন ।

Leave a Comment