ভূমিক্ষয়ের কারণ গুলো কি কি, ভূমিক্ষয়ের ক্ষতিকর দিকগুলো কি কি, কী কী কারণে ভূমিক্ষয় হয়?, ভূমিক্ষয়ের কারণ কি, ভূমিক্ষয় কেন হয়,ভূমিক্ষয়ের কারণ

ভূমিক্ষয়ের কারণ গুলো কি কি, ভূমিক্ষয়ের ক্ষতিকর দিকগুলো কি কি, কী কী কারণে ভূমিক্ষয় হয়?, ভূমিক্ষয়ের কারণ কি, ভূমিক্ষয় কেন হয়,ভূমিক্ষয়ের কারণ

ভূমিকা : ভূমিক্ষয় একটি প্রাকৃতিক দুর্যোগ, যার ফলে চাষযোগ্য জমি ধ্বংস করে ফেলে। বাতাস, পানি, বরফ ইত্যাদির প্রভাবের ফলে ভূমির স্বাভাবিক গুণাগুণ নষ্ট হয়। ভূমিক্ষয়ের ফলে জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যায়। তাই ভূমিক্ষয় উৎপাদনের পরিপন্থি।

→ ভূমিক্ষয়ের কারণ : ভূমিক্ষয় নানাবিধ কারণ আছে। নিম্নে তা আলোচনা করা হলো :

১. বৃষ্টিপাত : ভূমিক্ষয় প্রধানত বৃষ্টিপাতের কারণে হয়ে থাকে । ভূমিক্ষয়ের মাটি বৃষ্টির পানির সাথে ধুয়ে চলে যায় ।

২. বায়ু প্রবাহ : জোরে বায়ু প্রবাহের কারণে ভূমিক্ষয় বৃদ্ধি পায়। ৩. অবকাঠামো নির্মাণ : বিভিন্ন ধরনের অবকাঠামো যেমন বাড়ি, রাস্তাঘাট ইত্যাদি তৈরির জন্য রাস্তার পাশের মাটি কেটে নেয়া হয়। ফলে মাটির উর্বরতা শক্তি লোপ পায় ।

৪. জৈব সারের অভাব : কোন জমিতে জৈব সারের অভাব দেখা দিলে জমি ভূমিক্ষয় হতে থাকে।

৫. যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব


আরো ও সাজেশন:-

ভূমিকে যদি যথাযথভাবে রক্ষণাবেক্ষণ না করা হয় তবে ভূমিক্ষয় হতে থাকে ।

৬. বরফ প্রবাহ : অনেক সময় বরফ প্রবাহের কারণে ভূমিক্ষয় হয়ে থাকে ।

৭. বন নিধন : একটি দেশের সকল ধরনের উন্নয়নে বনজ সম্পদের ভূমিকা অনস্বীকার্য। বন বা গাছপালা মাটিকে আঁকড়ে ধরে ।

৮. চাষাবাদ পদ্ধতির পরিবর্তন : বর্তমানে চাষাবাদ পদ্ধতির পরিবর্তন না করার কারণে ভূমিক্ষয় বেড়েই চলেছে। কারণ একই জমিতে একইভাবে চাষাবাদ করলে জমির উর্বরতা নষ্ট হবার পাশাপাশি ভূমিক্ষয় হয়।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

উপসংহার : পরিশেষে বলা যায় যে, ভূমিক্ষয় চাষাবাদের প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এর ফলে একদিকে যেমন উৎপাদন হ্রাস পায়, অন্যদিকে তেমনি অভাব, দারিদ্র্য বেড়ে যায়। যা মানব সমাজের জন্য বেশ ক্ষতিকর ও অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলে । তাই ভূমিক্ষয় রোধ করা দরকার।

আপনার জন্য আমাদের ক্যাটাগরি


প্রশ্ন সমাধান
সাজেশন
চাকরি
ধর্ম
মতামত
শিক্ষা
শিক্ষা সংবাদ
নিয়োগ পরীক্ষা
জানা অজানা
Writing Side
অনার্স ও মাস্টার্স
এইচ এস সি
এসএসসি
ডিগ্রি ও উন্মুক্ত
স্বাস্থ্য
উদ্ভিদ ও প্রাণী
ঔষধি গুন
গোপন সমস্যা
রূপচর্চা
রেসিপি
রোগ প্রতিরোধ
রচনা ,প্রবন্ধউত্তর লিংক ভাবসম্প্রসারণউত্তর লিংক Paragraphউত্তর লিংক
আবেদন পত্র ও Applicationউত্তর লিংক অনুচ্ছেদ রচনাউত্তর লিংক Compositionউত্তর লিংক
চিঠি Letterউত্তর লিংক প্রতিবেদনউত্তর লিংক CVউত্তর লিংক
ইমেলEmailউত্তর লিংক সারাংশ ও সারমর্মউত্তর লিংক Seen, Unseenউত্তর লিংক
Essayউত্তর লিংকCompleting Storyউত্তর লিংকDialog/সংলাপউত্তর লিংক
অনুবাদউত্তর লিংকShort Stories/Poems/খুদেগল্পউত্তর লিংকSentence Writingউত্তর লিংক

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Leave a Comment