বুয়াইয়া বংশের প্রতিষ্ঠাতা কে, বুয়াইয়া বংশের শাসনকাল কত, বুয়াইয়া রাজবংশ কত সালে প্রতিষ্ঠিত হয়

বুয়াইয়া বংশের প্রতিষ্ঠাতা কে, বুয়াইয়া বংশের শাসনকাল কত, বুয়াইয়া রাজবংশ কত সালে প্রতিষ্ঠিত হয়

শিক্ষা জানা অজানা

Google Adsense Ads

বুয়াইয়া বংশের প্রতিষ্ঠাতা কে, বুয়াইয়া বংশের শাসনকাল কত, বুয়াইয়া রাজবংশ কত সালে প্রতিষ্ঠিত হয়

বুয়াইয়া বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : বুয়াইয়া বংশের প্রতিষ্ঠাতা আহমদ ইবনে সুজা ।

বুয়াইয়া বংশের শাসনকাল কত?
উত্তর : ৯৪৫-১০৫৫ খ্রিস্টাব্দ।

বুয়াইয়া রাজবংশ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়।

বুয়াইয়ারা কত বছর শাসন করেছিলেন?
উত্তর : বুয়াইয়ারা প্রায় ১১১ বছর শাসন করেছিলেন।

বুয়াইয়া শাসকদের উপাধি কি ছিল?
উত্তর : বুয়াইয়া শাসকদের উপাধি ছিল আমির-উল-উমারাহ ।

বুয়াইয়াগণ কোন ধর্মমতাবলম্বী ছিল? উত্তর : শিয়া ধর্মমতাবলম্বী ।

সোমনাথ মন্দির কোথায় অবস্থিত?
উত্তর : গুজরাটের কাথিওয়ারের সমূদ্র উপকূলে সোমনাথ মন্দির অবস্থিত ।

বুয়াইয়া বংশের প্রথম আমির কে ছিলেন?
উত্তর : মুইজ-উদ- দৌলা ।

মুইজ-উদ-দৌলার প্রকৃত নাম কি?
উত্তর : আহমদ ।

আজদ-উদ-দৌলার শাসন কাল কত?
উত্তর : ৯৬৭-৯৮৩ খ্রিস্টাব্দ পর্যন্ত ।

আরো ও সাজেশন:-

আজদ-উদ-দৌলার উপাধি কি ছিল?
উত্তর : তাজ উল মিলাত ৷

বুয়াইয়াদের রাজপ্রাসাদের নাম কি ছিল?
উত্তর : বুয়াইয়া রাজপ্রসাদের নাম “দার-আল-মামলাকা” ।

সর্বশেষ বুয়াইয়া শাসক কে ছিলেন?
উত্তর : খসরু ফিরোজ মালিক অর-রহিম।

বুয়াইয়া বংশের অবসান ঘটে কত সালে?
উত্তর : বুয়াইয়া বংশের অবসান ঘটে ১০৫৫ সালে।

সেলজুক বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : সেলজুক বংশের প্রতিষ্ঠাতা তুম্রিল বেগ ।

সেলজুকদের আদি বাসস্থান ছিল কোথায়?
উত্তর : সেলজুকদের আদি বাসস্থান ছিল মধ্য এশিয়ায় ৷

সেলজুক বংশ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : সেলজুক বংশ প্রতিষ্ঠিত হয় ৯৫৫ খ্রিস্টাব্দে।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

তুম্রিল বেগের রাজধানী কোথায় ছিল?
উত্তর : তুগ্রিল বেগের রাজধানী ছিল মার্ভে।

কোন সেলজুক শাসককে ‘প্রাচ্য ও প্রতীচ্যের রাজা উপাধিতে ভূষিত করা হয়?
উত্তর : সুলতান তুঘ্রিল বেগকে ‘প্রাচ্য ও প্রতীচ্যের রাজা’ উপাধিতে ভূষিত করা হয়।

জালালি দিনপঞ্জি কে তৈরি করেন?
উত্তর : জালালি দিনপঞ্জি মালিক শাহ তৈরি করেন।

মালাজকার্দের যুদ্ধ সংঘটিত হয় কবে?
উত্তর : মালাজকার্দের যুদ্ধ সংঘটিত হয় ১০৭১ খ্রিস্টাব্দে।

নিজামুল মূলক কে ছিলেন?
উত্তর : নিজামুল মুলক সেলজুক সুলতান আলপ আরসলানের সুযোগ্য মন্ত্রী ছিলেন।

নিজামুলমুলক কার উজির ছিলেন?
উত্তর : সেলজুক শাসক মালিক শাহের মন্ত্রী।

‘আতাবেগ’ কার উপাধি ছিল?
উত্তর : ‘আতাবেগ” উপাধি ছিল নিজাম-উল-মূলক এর ।

সিয়াসাতনামা বইয়ের রচয়িতা কে?
উত্তর : সিয়াসাতনামা গ্রন্থটি নিজামুল মূলক রচনা করেন।

নিজামিয়া মাদ্রাসের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর : নিজামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা নিজামুল মূলক ।

Google Adsense Ads

Google Adsense Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *