আজকের বিষয়: বুকিং সহকারী এর কাজ করতে কি কি যোগ্যতা দরকার, বুকিং সহকারী কাজটি কি আপনার জন্য, একজন বুকিং সহকারী প্রতিদিনের কাজের তালিকা, বুকিং সহকারী এর দায়িত্ব ও কর্তব্য বা কাজ গুলো নিয়ে আলোচনা করা হলো, কী ধরনের কাজ করতে হয় বুকিং সহকারী পদে
আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে বুকিং সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বুকিং সহকারী পদের নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে এই পোস্ট দেখেন আসতে পারেন। ইতিমধ্যে এই ব্লগে বুকিং সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনেকেই জানেন না যে বাংলাদেশ রেলওয়েতে বুকিং সহকারী কাজ কি ? রেলওয়েতে বুকিং সহকারী কাজ কি নিয়েই এই পোস্ট।
বুকিং সহকারী কাজ কি
বাংলাদেশ রেলওয়ের ১৪ টি ডিপার্ট্মেন্ট রয়েছে তার মধ্যে একটি হলো ট্রাফিক ডিপার্ট্মেন্ট। ট্রাফিক ডিপার্ট্মেন্টের একটি পদের নাম বুকিং সহকারী। বাংলাদেশের এমন কিছু চাকরি রয়েছে যার পদের নাম দেখলেই এসব পদে কি কাজ তা বলা যায়।
কারো মনে যদি বুকিং সকারীর কাজ কি প্রশ্ন আসে তাহলে খুবই সহজেই বলা যায় বাংলাদেশ রেলওয়েতে যিনি টিকিট কাউন্টারে টিকিট বিক্রয় করার কাজ করে থাকেন। যেসব যাত্রীর মালামাল এক স্টেশন থেকে অন্য স্টেশনে স্থানান্তর করার জন্য কাগজপত্রের দায়িত্বে থাকে সেইই হলেন বুকিং সহকারী।
বুকিং সহকারী কাজ কি (প্রধান কাজ)
- টিকিট ক্রয় বিক্রয় করা
- টিকিট বুকিং নেওয়া
- ৮ ঘন্টা করে শিফটিং ডিউটি
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
বুকিং সহকারীর পদোন্নতি
- ছয় বছর পর প্রমোশন পেয়ে থাকে
- গার্ড, ইন্সপেক্টর, এসিস্ট্যান্ট ইন্সপেক্টর এ পদোন্নতি পেয়ে থাকেন।
বুকিং সহকারীর বেতন কত
বুকিং সহকারীর বেতন হলো ৯,৭০০ টাকা থেকে শুরু। এছাড়াও রয়েছে টিফিন ভাতা, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া, রেশন ভাতা এবং চাকরির বয়স ৫ বছর অতিক্রম হবার পর ধোলাই ভাতা পাবেন।
টিকিট কালেক্টরের কাজ কি
যে ব্যাক্তি যাত্রীদের নিকট টিকিট যচাই করে থাকেন তাকে টিকিট কালেক্টর বলে।
বুকিং সহকারী গ্রেড ২ এর কাজ কি
বুকিং সহকারী গ্রেড ২ এর কাজ কি তা কিছুটা বুকিং সহকারীর মতই।
রেলওয়ে নিয়োগ পরীক্ষা কোথায় হয়
রেলওয়ে নিয়োগ পরীক্ষা সাধারণত চট্টগ্রাম এবং রাজশাহীতে অনুষ্ঠিত হয়।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- অনলাইনে কিভাবে টাকা ইনকাম করা যায়,কিভাবে টাকা ইনকাম করা যায়,সরকারিভাবে অনলাইন থেকে টাকা আয়ের প্রশিক্ষণ
- বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, এক নজরে সাহাবুদ্দিন চুপ্পু,কে এই সাহাবুদ্দিন চুপ্পু, বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিন সম্পর্কে অজানা তথ্য,একক প্রার্থী হিসেবে ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু
- প্রশাসনিক কর্মকর্তার এর কাজ করতে কি কি যোগ্যতা দরকার, প্রশাসনিক কর্মকর্তার কাজটি কি আপনার জন্য, একজন প্রশাসনিক কর্মকর্তার প্রতিদিনের কাজের তালিকা
- বাংলা সিভি লেখার নিয়ম ২০২৩ (চাকরি উপযোগী), সিভি লেখার নিয়ম,সিভি লেখার নিয়ম বাংলা,cv লেখার নিয়ম,ইংরেজিতে সিভি লেখার নিয়ম,cv লেখার নিয়ম
- উপবৃত্তির জন্য আবেদন ফরম পূরণ করার নিয়ম 2023, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির নিয়ম 2023, শিক্ষাবৃত্তি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের আর্থিক অনুদানের অনলাইন আবেদন 2023, উপবৃত্তির আবেদন ফরম pdf download 2023
- জিডি করার নিয়ম,অনলাইন জিডি করার নিয়ম,থানায় জিডি করার নিয়ম,অনলাইনে জিডি করার নিয়ম