বিসিক-এর প্রধান কর্মক্ষেত্র সমূহ আলোচনা কর, বিসিকের-সেবা-কার্যক্রম, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন কর্মক্ষেত্র সমূহ আলোচনা কর, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন কার্যবলি আলোচনা করো

প্রশ্ন সমাধান: বিসিক-এর প্রধান কর্মক্ষেত্র সমূহ আলোচনা কর, বিসিকের-সেবা-কার্যক্রম, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন কর্মক্ষেত্র সমূহ আলোচনা কর, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন কার্যবলি আলোচনা করো

নিম্নে বিসিকের উদ্দেশ্য ও কার্যক্ষেত্র অনুযায়ী প্রধান প্রধান কর্মক্ষেত্রসমূহ বর্ণনা করা হলো :

১. বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের তড়িৎ প্রবৃদ্ধি নিশ্চিতকরণ। এক্ষেত্রে নিম্নলিখিত কার্যাবলি বিসিক সম্পাদন করে থাকে—

(ক) দেশজ কাঁচামাল ব্যবহার করে কৃষিনির্ভর এবং কৃষি সহায়ক আমদানি বিকল্প ও রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানসমূহকে অগ্রাধিকার ভিত্তিতে গড়ে তোলে ।
(খ) সহায়ক শিল্পপ্রতিষ্ঠান ও সাব কন্ট্রাকটিং সুবিধা গড়ে তোলার মাধ্যমে ক্ষুদ্র ও কুটির শিল্পস্থাপনের প্রক্রিয়া সুসংহত করা;
(গ) জেলা উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী প্রাপ্য স্থানীয় কাঁচামাল দক্ষতা ও প্রবৃদ্ধির সম্ভাব্যতার ভিত্তিতে ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠার মাধ্যমে এলাকা বা অঞ্চল উন্নয়ন ।
(ঘ) লক্ষ্য জনগোষ্ঠীর কাছে জনসংযোগ কার্যক্রম (রেডিও, টেলিভিশন, খবরের কাগজ) ও প্রকাশনার মাধ্যমে শিল্প ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ সম্পর্কিত তথ্যাদি সরবরাহ।

২. বাংলাদেশের বর্তমানে ক্ষুদ্র ও কুটির শিল্প ইউনিটসমূহের উৎপাদনশীলতা বৃদ্ধি :

রিকিসের আরও একটি প্রধান কর্মক্ষেত্র হলো বাংলাদেশের বর্তমান ক্ষুদ্র ও কুটির শিল্প ইউনিটসমূহের উৎপাদনশীলতা | বৃদ্ধি। এ লক্ষ্যে বিসিক নিম্নলিখিত কার্যাবলি সম্পাদন করে থাকে :

(ক) বর্তমানে শিল্পপ্রতিষ্ঠানসমূহকে কাম্যমাত্রায় পরিচালনায় সহায়তা।
(খ) কারিগরি উৎকর্ম নিয়ন্ত্রণ, বিপণন এবং অর্থসংক্রান্ত ব্যবস্থাপনার উপর কারখানার পরামর্শমূলক ও গোষ্ঠীগত সেবা এবং প্রশিক্ষণ কর্মসূচিসহ পরামর্শ ও সম্প্রসারণমূলক সেবা দান;
(গ) উৎপাদনশীলতা সংক্রান্ত আন্তঃপ্রাতিষ্ঠানিক তথ্য উপাত্ত সরবরাহ ।


আরো ও সাজেশন:-

৩. আর্থিক সম্পদের কাম্যমাত্রায় ব্যবহার নিশ্চিতকরণ :

(ক) শিল্পপ্রতিষ্ঠানসমূহের অর্থ সম্পদের সহায়তা ব্যবহারের জন্য শিল্প উদ্যোক্তাদের পরামর্শ ।
(খ) ঋণ ও উদ্যোক্তাদের অংশীদারি অর্থের সহায়তা ব্যবহারের জন্য প্রাক-বিনিয়োগ সম্ভাব্যতা যাচাই ও আর্থিক বিশ্লেষণ ।
(গ) পুনঃবিনিয়োগ উদ্দেশ্যে যথাসময়ে ঋণ আদায় নিশ্চিতকরণ।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

৪. অবকাঠামোগত সুবিধা প্রদান :
(ক) শিল্প-নগরী, সাধারণ সুবিধা কেন্দ্র, নকশা কেন্দ্ৰ ইত্যাদি অবকাঠামো প্রতিষ্ঠা এবং শিল্পপ্রতিষ্ঠানসমূহের জন্য প্রয়োজন অনুযায়ী এগুলোর কাঙ্ক্ষিত ব্যবহার নিশ্চতকরণ;
(খ) শিল্পনগরীতে প্রতিষ্ঠানসমূহের উৎপাদন অব্যাহত রাখার জন্য বিদুৎ, গ্যাস, পানি, সড়ক ইত্যাদি অবকাঠামোগত সুবিধার সুদক্ষ রক্ষণাবেক্ষণ ।

৫. ক্ষুদ্র ও কুটির শিল্পে উৎপাদনসমূহের বিপণন তথ্যসহ বিপণন সুবিধা সৃষ্টি ও উন্নয়ন :

(ক) যথাযথ বিক্রয় উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে দেশীয় এবং আন্তর্জাতিক বাজার সৃষ্টিতে সহায়তা ৷
(খ) যথাযথ কাঁচামাল নির্দিষ্ট করে উন্নত দ্রব্য উৎপাদনে উদ্যোক্তাদেরকে পরামর্শ ও সহায়তা প্রদান ।


Paragraph/Composition/Application/Email/Letter/Short Storiesউত্তর লিংক
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেলউত্তর লিংক

৬. দ্রব্য প্রক্রিয়াজাতকরণ ও প্রযুক্তি উদ্ভাবন :

(ক) নতুন শিল্পপ্রতিষ্ঠান এবং সামগ্রিকভাবে যথাযথ প্রযুক্তি সংক্রান্ত তথ্যসংগ্রহ ও সরবরাহ;
(খ) উৎপাদন প্রক্রিয়া এবং প্রযুক্তি বিকাশে গবেষণা ও উন্নয়ন;
(গ) কুটির শিল্প উপখাতের জন্য নকশা এবং নমুনা তৈরি ও সরবরাহ;
(ঘ) ক্ষুদ্র ও কুটির শিল্পের জন্য উৎপাদন, যন্ত্রপাতি ও সরঞ্জামাদির নমুনা তৈরি ও সরবরাহ ।

৭. দক্ষতা উন্নয়ন ও নিশ্চিতকরণ :
(ক) প্রতষ্ঠিানের মাধ্যমে কারুশিল্পী, ব্যবস্থাপকদের দক্ষতা ও মানোন্নয়ন; কারিগর
(খ) ক্ষুদ্র ও কুটির শিল্প বিকাশের জন্য উদ্যোক্তা এবং কর্মসূচি উন্নয়ন ও পরিচালনা ।

৮. আর্থসামাজিক উন্নয়নে সহায়তা :

(ক) জাতীয় স্বার্থ জড়িত এলাকা বা ক্ষেত্রসমূহে বেসরকারি উদ্যোক্তাদের সাথে সহায়তার ভিত্তিতে স্থায়ী প্রকল্প উন্নয়ন এবং যথাসময়ে সেগুলো তাদের নিকট হস্তান্তর;
(খ) সমন্বিত পল্লি উন্নয়ন কর্মসূচির সফলতার লক্ষ্যে যুব কল্যাণ এবং মহিলা ও সমাজকল্যাণ সংস্থা অর্থাৎ আয়বর্ধক কর্মকাণ্ড উন্নয়নে জড়িত প্রতিষ্ঠানসমূহকে অভিন্ন লক্ষ্যে পরিচালনা করা;
(গ) শিল্পকর্মে জড়িত ব্যক্তিবর্গের পারিবারিক আয়ের প্রতি লক্ষ রেখে শিল্প এলাকার সন্নিকটে শিল্প আবাদ গঠনে উপদেশ ও সহায়তা প্রদান;
(ঘ) ভৌগোলিকভাবে অনুন্নত বা সমস্যা জর্জরিত এলাকয় কুটির শিল্পস্থানে করে আয়ের সুযোগ সৃষ্টি।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Leave a Comment