বিভিন্ন দেশের ইন্টারনেট স্পীড থেকে নিয়োগ পরিক্ষায় আসা প্রশ্ন সমাধান, নিয়োগ পরিক্ষার জন্য ১০০% কমন বিভিন্ন দেশের ইন্টারনেট স্পীড এক সাথে, যেকোন চাকরির পরীক্ষায় বার বার আসা কিছু গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশের ইন্টারনেট স্পীড

মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের গড় গতিতে আরও পিছিয়েছে বাংলাদেশ। মোবাইল ইন্টারনেটের গতিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১৩৭টি দেশের মধ্যে ১৩৫তম। মোবাইল ইন্টারনেট গতিতে সুদান, লিবিয়া, সিরিয়া, সোমালিয়া, ইথিওপিয়া ও উগান্ডার মতো দেশও এগিয়ে রয়েছে বাংলাদেশের চেয়ে।আর বাংলাদেশের পেছনে আছে দুটি দেশ—আফগানিস্তান ও ভেনেজুয়েলা।

ইন্টারনেট অ্যাকসেস ও পারফরম্যান্স অ্যানালিসিস কম্পানি ওকলার সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ওকলা বিশ্বের বিভিন্ন দেশের মোবাইল ও ব্রডব্যান্ড নেটওয়ার্ক ইন্টেলিজেন্স, টেস্টিং অ্যাপ্লিকেশন্স এবং প্রযুক্তি নিয়ে কাজ করে।

চলতি বছরের মে মাসের তুলনায় জুনে ব্রডব্যান্ড ইন্টারনেটে দেশের অবস্থান দুই ধাপ পিছিয়েছে। আর একই সময়ে মোবাইল ইন্টারনেট গতিতে বাংলাদেশ আরও একধাপ পিছিয়ে প্রায় তলানিতে নেমেছে। বাংলাদেশের নিচে মাত্র দুটি দেশ রয়েছে। 

সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, মোবাইল ইন্টারনেটের গতিতে বাংলাদেশের অবস্থান খুবই বাজে। দক্ষিণ এশিয়ার সবগুলো দেশই মোবাইল ইন্টারনেট গতিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে। তবে ব্রডব্যান্ডে তুলনামূলক একটু ভালো অবস্থা রয়েছে। যদিও আগের মাসের তুলনায় জুনে ব্রডব্যান্ড গতির দিক দিয়ে বাংলাদেশ দুই ধাপ পিছিয়েছে।

স্পিডটেস্ট ডটনেটে ১৩৭টি দেশের মোবাইল ইন্টারনেট গতির হিসাব রয়েছে। এর মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৫তম। বাংলাদেশের মোবাইল ইন্টারনেটে ডাউনলোড স্পিড ১২ দশমিক ৪৮ মেগাবিট পার সেকেন্ড (এমবিপিএস)। আর আপলোড স্পিড ৭ দশমিক ৯৮ এমবিপিএস। বাংলাদেশের পরের অবস্থানে রয়েছে ভেনিজুয়েলা ও আফগানিস্তান। সর্বশেষ অবস্থানে থাকা আফগানিস্তানের ডাউনলোড স্পিড ৭ দশমিক ৩৭ এমবিপিএস। চলতি জুন মাসে বৈশ্বিক গড় ডাউনলোড গতি হচ্ছে ৫৫ দশমিক ৩৪ এমবিপিএস। আর আপলোড স্পিড হচ্ছে ১২ দশমিক ৬৯ এমবিপিএস।

২০১৮ সালের জুনে মোবাইল ইন্টারনেটের গতির হিসাবে ১২৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১২তম। সে সময় বাংলাদেশের মোবাইল ইন্টারনেটের গড় গতি ছিল ৮ দশমিক ৯৭ এমবিপিএস। এ ছাড়া আপলোড স্পিড ৫ দশমিক ৪৬ এমবিপিএস। তিন বছরের ব্যবধানে দেশে মোবাইল ইন্টারনেটের গতি কিছুটা বাড়লেও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় তা অনেক কম।

[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) হিসাবে, মে মাস শেষে দেশে মোবাইল ইন্টারনেটের ব্যবহারকারী দাঁড়িয়েছে ১০ কোটি ৭৫ লাখ। সর্বশেষ ৯০ দিনে একবার কেউ ইন্টারনেটে সক্রিয় হলেই তাঁকে গ্রাহক হিসেবে গণ্য করা হয়। বিটিআরসির হিসাবে, ব্রডব্যান্ডের গ্রাহকসংখ্যা ৯৮ লাখের কিছু বেশি।

ওকলার তথ্য বলছে, বিশ্বে সবচেয়ে বেশি গতির ইন্টারনেট রয়েছে সংযুক্ত আরব-আমিরাতে। ডাউনলোডের গতি ১৯৩ এমবিপিএসের বেশি। এরপরে শীর্ষ পাঁচ দেশের মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া, কাতার, নরওয়ে ও সাইপ্রাস।

অনলাইনে ইন্টারনেটের গতি জরিপকারী প্রতিষ্ঠান স্পিডটেস্টের চলতি বছরের জুনে যুদ্ধবিধ্বস্ত দেশ লিবিয়া, সিরিয়া, উগান্ডা ও সোমালিয়ার মোবাইল ইন্টারনেট ডাউনলোড স্পিড হচ্ছে ১৬ দশমিক ৬ থেকে ২২ দশমিক ২ এমবিপিএস পর্যন্ত। 

বাংলাদেশের প্রতিবেশী ও সমপর্যায়ের অর্থনীতির দেশের মধ্যে ভিয়েতনাম ৫৮, মালয়েশিয়া ৮৯, কম্বোডিয়া ৯১, নেপাল ১০৫, মিয়ানমার ১০৯, পাকিস্তান ১১৪, ভারত ১২২ এবং শ্রীলঙ্কা ১২৯তম অবস্থানে রয়েছে। সবচেয়ে পিছিয়ে থাকা পাঁচটি দেশ হলো ভেনেজুয়েলা, আফগানিস্তান, বাংলাদেশ, জিম্বাবুয়ে ও সুদান।

এদিকে মোবাইল ইন্টারনেটের তুলনায় ব্রডব্যান্ডে বাংলাদেশের অবস্থান তুলনামূলক ভালো। চলতি বছরের মে মাসের তুলনায় জুনে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি সামান্য বাড়লেও বৈশ্বিক র‌্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ। স্পিডটেস্টের তথ্যানুযায়ী, চলতি বছরের জুন মাস শেষে ১৮১টি দেশের মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে বাংলাদেশের অবস্থান ৯৮তম, যা মে মাসে ছিল ৯৬তম। জুনে ব্রডব্যান্ড ইন্টারনেটে ডাউনলোড স্পিড দাঁড়িয়েছে ৩৮ দশমিক ২৭ এমবিপিএস, যা আগের মাসে ছিল ৩৮ দশমিক ১৩ এমবিপিএস। জুনে আপলোড গতিও কিছুটা বেড়ে ৩৭ দশমিক ২২ এমবিপিএসে উঠেছে।

সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

আমাদের দেশ বিশ্বের সবচেয়ে কম গতির ইন্টারনেট ব্যবহারকারি দেশগুলোর মধ্যে অন্যতম। ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা কর্তৃপক্ষের অবহেলা ও অনিচ্ছার কারনে উচ্চমূল্য ও স্বল্পগতির ইন্টারনেট ব্যবহারে বাধ্য হই। একটা কথা আমরা প্রায়ই বলে থাকি পৃথিবীর অন্যান্য দেশে ব্রডব্যান্ড স্পিড এত কম না এবং এর চেয়ে সস্তা। এটি কতটুকু সত্যি? আসুন দেখে নেইঃ

ব্রডব্যান্ডঃ
প্রথমেই বলে রাখা ভাল ব্রডব্যান্ড ইন্টারনেট বলতে কি বোঝায়।
ব্রডব্যান্ড বলতে ন্যুনতম 256 কিলোবিট/সেকেন্ড গতির ইন্টারনেটকে বোঝায়।

ITIF এর রিপোর্টে দেখা যায় উচ্চগতির ব্রডব্যান্ড প্রাপ্তিতে সবচাইতে এগিয়ে আছে জাপান।

দেখা যাক সবগুলো দেশের রিপোর্ট-

CountryHighest Speed(mbps)Price Per megabit(US Doller)মন্তব্য
1. Japan610.27খুবই উচ্চগতির ও সস্তা
2. Korea*46.45উচ্চগতিরো সস্তা
3. Finland222.77উচ্চগতির
4. Sweden18.63উচ্চগতির ও সস্তা
5. France181.64উচ্চগতির ও রিজনেবল
6. Netherlands94.31উচ্চগতির ও দামী
7. Portugal810.99উচ্চগতির কিন্তু খরুচে
8. Canada7.66.50উচ্চগতির কিন্তু দামী
9. Poland7.513উচ্চগতির ও খরুচে
*15. USA4.83.33মধ্যম গতির কিন্তু রিজনেব

Month- February,2011 >

*এখানে উল্লেখ্য যে কোরিয়ায় ইন্টারনেট ব্যবহারের হার সবচাইতে বেশি ও তা প্রায় ০.৯০/প্রতি বাসা।

এখন চলুন দেখি akamai এর সমীক্ষায় বিভিন্ন মহাদেশের প্রথম Topper দেরঃ

এশিয়াঃ

দেশএভারেজ স্পিড kbpsম্যাক্সিমাম স্পিড kbps
Japan786325790
South Korea1202132708
Hong Kong901029570
trans

ইউরোপঃ

দেশএভারেজ স্পিড kbpsম্যাক্সিমাম স্পিড kbps
Sweden618119209
Portugal398316014
Belgium476816509

মিডল ইস্টঃ

দেশএভারেজ স্পিড kbpsম্যাক্সিমাম স্পিড kbps
Israel298810922
Saudi Arabia21897213
Syria30345911

লাতিন আমেরিকা:

দেশএভারেজ স্পিড kbpsম্যাক্সিমাম স্পিড kbps
Chile22028896
Colombia15306248
Argentina14266196

উত্তর আমেরিকাঃ

দেশএভারেজ স্পিড kbpsম্যাক্সিমাম স্পিড kbps
USA468416207
Canada479614590

সম্প্রতি জানা গিয়েছে বাংলাদেশ সরকার ব্যান্ডউইডথ রফতানি করছে। এটি সম্পূর্ণ ভুল একটি সিদ্ধান্ত বলে আইটিসি সেক্টরের বিশেষজ্ঞরা মনে করেন। যে দেশে ইন্টারনেটের গড় স্পিড মাত্র ১০-৩০কিলোবাইট/সেকেন্ড, ব্যান্ডউইডথের দাম  আকাশছোঁয়া, সরাসরি স্ট্রিমিং করে কোন উচ্চমান সম্পন্ন ভিডিও দেখা যায় না, সাধারন লাইনে কোন ভিডিও কনফারেন্স করা এমনকি VOIP কল করা কঠিন হয়ে দাড়ায়, আর SSC/HSC-র ফলাফল বের হবার দিনে রাষ্ট্রীয় শিক্ষাবোর্ডের সাইটে জনগন ফলাফল দেখতে ঢুকতে পারে না ব্যান্ডউইডথ -এর অভাবে, সে দেশ কি করে ব্যান্ডউইডথ রফতানির সিদ্ধান্ত নিতে পারে তা এখন আপনারাই ভেবে দেখুন।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

এনপেরিএফ স্পিড টেস্ট কী? কী ভাবে কাজ করে?

nPerf আপনার ইন্টারনেট সংযোগের অভিনয়ে নির্ভুল যোগ্যতা অর্জন করে ।

এই গতি পরীক্ষা আপনাকে একচেটিয়া অ্যালগরিদমের উপর নির্ভর করে যা আপনাকে সংযোগের সঠিকভাবে বিটরেট ডাউনলোড করতে, বিটরেট আপলোড করতে এবং বিলম্ব করতে পারে measure

nPerf একটি বিশ্বব্যাপী ডেডিকেটেড সার্ভার নেটওয়ার্ক, যা, আপনার সংযোগ সুসিক্ত যাতে আমরা তার বিটরেট সঠিকভাবে পরিমাপ করতে পারেন যথেষ্ট বিটরেট বিলি অপ্টিমাইজ করা হয় ব্যবহার করে।

এনফারিউড স্পিড পরীক্ষা সমস্ত ব্রডব্যান্ড এবং মোবাইল সংযোগের সাথে সামঞ্জস্যপূর্ণ: এডিএসএল, ভিডিএসএল, কেবল, অপটিকাল ফাইবার এফটিটিএইচ / এফটিটিবি, স্যাটেলাইট, ওয়াইফাই, উইম্যাক্স, সেলুলার 2 জি / 3 জি / 4 জি (এলটিই), 5 জি।

কেবলমাত্র একটি ক্লিকে, সহজেই আপনার ইন্টারনেট সংযোগের গতি নির্ভুলতার সাথে পরিমাপ করতে সক্ষম করতে টেলিফোন উত্সাহীদের দ্বারা number গতির পরীক্ষাটি তৈরি করা হয়েছে! ওহ … এবং এই গতির পরীক্ষাটি বিজ্ঞাপনগুলি একেবারে বিনামূল্যে! এটি উপভোগ করুন … এবং আপনি যদি এটি পছন্দ করেন তবে শব্দটি ছড়িয়ে দিন 🙂

লেটেন্সি (পিং)
আপনার কম্পিউটার থেকে এনক্রিফ সার্ভারে রাউন্ড ট্রিপ করার জন্য ডেটাটির একটি ছোট প্যাকেটের বিলম্ব নির্দেশ করে। আপনার সংযোগটি যত কম বিলম্ব করবে তত বেশি প্রতিক্রিয়াশীল।

বিটরেট ডাউনলোড করুন
আপনার সংযোগটি এনক্রফ সার্ভার থেকে এক সেকেন্ডে কত পরিমাণে ডেটা পেতে পারে তা নির্দেশ করে। সর্বোচ্চ পরিমাপ করা মান, আপনার সংযোগের বিটরেট সেরা।

আপলোড বিটরেট
আপনার সংযোগটি এনক্রফ সার্ভারে এক সেকেন্ডে প্রেরণ করতে পারে এমন পরিমাণের ইঙ্গিত দেয়। সর্বোচ্চ পরিমাপ করা মান, আপনার সংযোগের বিটরেট সেরা।

[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]

সবার আগে সাজেশন আপডেট পেতে Follower ক্লিক করুন

১ম থেকে ৪৩তম বিসিএস প্রশ্ন ও সমাধান লিংক

Professor Primary Assistant Teacher book লিংক

ইংরেজি

প্রশ্ন বিগত ৩০ বছরের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
Parts of Speech বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Article বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Appropriate Preposition  বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Preposition বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Right forms of verb বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Voice বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Narration বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Phrase and Idioms বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
prefix and suffix বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Word Meaning বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Synonym-Antonym বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Spelling বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Translation /Vocabulary বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Sentence Correction বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
English literature বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
One word Substitutions বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
প্রায় ৩০০টি প্রশ্ন উত্তরসহবিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক

বাংলা

বিগত ৩০ বছরে বাংলা সাহিত্য ও ব্যাকরণ নিয়োগ পরীক্ষায় আষার সকল MCQ নৈবিত্তিক প্রশ্ন সমাধান এক সাথে, নিয়োগ পরীক্ষায় বাংলা থেকে আসা প্রশ্নগুলোর সমাধান প্রশ্ন ও উত্তর লিংক

বাংলা ব্যাকরণ

প্রশ্ন বিগত ৩০ বছরের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
সন্ধি বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
বিপরীত শব্দ বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
সমার্থক শব্দ বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
শুদ্ধ বানান বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
এককথায় প্রকাশ বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
তৎসম অর্ধতৎসম তদ্ভব
বিদেশী ও দেশি শব্দ
বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
উপসর্গ বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
সমাস বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
বাগধারা, প্রবাদ ও প্রবচন বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
কারক-বিভক্তি বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
যুক্ত বর্ণের বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
ধ্বনি, বর্ণ বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
বাক্য (সরল, জটিল, যৌগিক) বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
পদ নির্ণয় বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
দ্বিরুক্ত শব্দ/ দ্বন্দ্ব বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক

গণিত

প্রশ্ন বিগত ৩০ বছরের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
দশমিকের (যোগ, বিয়োগ, গুণ*, ভাগ) বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
শতকরা, লাভ-ক্ষতি, মুনাফা বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
ল.সা.গু, গ.সা.গু বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
ঐকিক নিয়ম (কাজ, খাদ্য, সৈন্য) বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
অনুপাত:সমানুপাত বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
সংখ্যা পদ্ধতি বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
বীজগাণিতিক মান নির্ণয় বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
উৎপাদক নির্ণয়, গড়, মধ্যক, প্রচুরক নির্ণয় বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
ত্রিভুজক্ষেত্র, বর্গক্ষেত্র বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
আয়তক্ষেত্রের বেসিক সূত্রের অংকসমূহ, সরলরেখা বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
গাছের উচ্চতা/মিনারের উচ্চতা/
মইয়ের দৈর্ঘ্য/সূর্যের উন্নতি
বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
পরিমাপ ও পরিমান বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
বিগত সালে প্রশ্ন বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক

সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন

চাকুরি

    Leave a Comment