বিবাহ কি?,লেভিরেট বিবাহ কি?, লেভিরেট কি?,সরোরেট বিবাহ কি?, The History of Human Marriage’ গ্রন্থের রচয়িতা কে?

বিবাহ কি?,লেভিরেট বিবাহ কি?, লেভিরেট কি?,সরোরেট বিবাহ কি?, The History of Human Marriage’ গ্রন্থের রচয়িতা কে?

বিবাহ কি?
উত্তর : বিবাহ হচ্ছে বয়ঃপ্রাপ্ত পুরুষ ও মহিলার মধ্যে এমন এক ধরনের চুক্তির সম্পর্ক, যার মাধ্যমে তারা একত্রে যৌন সম্পর্ক স্থাপন করার এবং একই পরিবারে বসবাস করার সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও রাজনৈতিক সমর্থন লাভ করে।

লেভিরেট বিবাহ কি? অথবা, লেভিরেট কি?
উত্তর : কোনো বিধবা মহিলার সঙ্গে তার মৃত স্বামীর যে-কোনো ভাইয়ের বিবাহকে লেভিরেট বলে।

সরোরেট বিবাহ কি?
উত্তর : কোনো ব্যক্তির স্ত্রী মারা গেলে সেই ব্যক্তি তার মৃত স্ত্রীর কোনো বোনকে বিবাহ করলে তাকে সরোরেট বা শ্যালিকা বিবাহ বলা হয়।

The History of Human Marriage’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : এডওয়ার্ড ওয়েস্টারমার্ক।

পরিবার কি?
উত্তর : পরিবার হল স্বামী স্ত্রী দ্বারা গঠিত একটি সংঘ, যেখানে সন্তানাদি থাকতেও পারে নাও পারে।

বর্ধিত পরিবারের সংজ্ঞা দাও।
উত্তর : কমপক্ষে তিন পুরুষের পরিবারকে বর্ধিত পরিবার বলে।

সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কোনটি? উত্তর : পরিবার

বাংলাদেশে পারিবারিক সহিংসতার সবচেয়ে বেশি শিকার কারা? উত্তর : নারীরা।

Ancient Society গ্রন্থের লেখক কে? উত্তর : নৃ-বিজ্ঞানী মর্গান ।

জ্ঞাতি সম্পর্ক কত প্রকার ও কি কি?
উত্তর : চার প্রকার যথা-
১. রক্তসম্পর্কীয় বন্ধন, ২. বৈবাহিক বন্ধন,
৩. কাল্পনিক বন্ধন ও ৪. প্রথাগত বন্ধন ।

এল এইচ মর্গান জ্ঞাতি সম্পর্ককে কয়টি ভাগে ভাগ করেছেন?
উত্তর : ২ ভাগে । যথা- ১. শ্রেণিমূলক ও ২. বর্ণনামূলক ।

Leave a Comment