Google Adsense Ads
[] বিদায় ঘন্টা []
% শ্যামল বণিক অঞ্জন%
শুনছি শরতের বিদায়ের ঘন্টা,
হৈমন্তিকা এসে কেড়ে নিবে মনটা!
হিম হিম হাওয়টা
দিবে দোলা প্রাণে যে,
সে কথাই প্রজাপতি
বলে কানে কানে যে।
দিগন্ত জুড়া মাঠে
হলদে চাঁদরে,
ঢেকে যাবে পাকা ধান
কৃষকের আদরে!
কুঁয়াশায় ভেজা ঘাসে
সূর্য্যের কিরণে,
নাচবে ফড়িংগুলো
আহা সুখ কি মনে!
মল্লিকা কামিনী ফুটবে বাগানে,
ভরে যাবে মন প্রাণ
রঙে রুপে বা ঘ্রাণে!
Google Adsense Ads
Google Adsense Ads