বার্লিন কংগ্রেস অনুষ্ঠিত হয় কত সালে, বার্লিন চুক্তির সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন, বার্লিন চুক্তির ফলে কত সালে তুরস্ক-গ্রিক যুদ্ধ সংঘটিত হয়, বার্লিন শহরটি কোথায় অবস্থিত

বার্লিন কংগ্রেস অনুষ্ঠিত হয় কত সালে, বার্লিন চুক্তির সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন, বার্লিন চুক্তির ফলে কত সালে তুরস্ক-গ্রিক যুদ্ধ সংঘটিত হয়, বার্লিন শহরটি কোথায় অবস্থিত

সুলতান দ্বিতীয় মুহাম্মদ কে ছিলেন?
উত্তর : সুলতান দ্বিতীয় মুহাম্মদ ছিলেন সুলতান দ্বিতীয় মুরাদের পুত্র ।

সুলতান ২য় মুহাম্মদ কতবার তুর্কি সিংহাসনারোহণ করেন?
উত্তর : সুলতান ২য় মুহাম্মদ ৩ বার তুর্কি সিংহাসনারোহণ করেন।

কিজিলবাস শব্দের অর্থ কি?
উত্তর : কিজিলবাস অর্থ লালমস্তক ।

পবিত্র মক্কা ও মদিনা কাদের অধীনে আসে?
উত্তর : ১৫১৭ সালে পবিত্র মক্কা ও মদিনা অটোমানদের অধীনে আসে ।

মহামতি সুলাইমান কততম অটোমান সুলতান ছিলেন?
উত্তর : মহামতি সুলাইমান দশম অটোমান সুলতান ছিলেন।

মহামতি সুলাইমানের সিংহাসনারোহণের সময় অস্ট্রিয়ার শাসক কে ছিলেন?
উত্তর : সম্রাট পঞ্চম চার্লস ছিলেন এসময় অস্ট্রিয়ার শাসক।

পিয়ালি পাশা কে ছিলেন?
উত্তর : মহামতি সুলাইমানের নৌ সেনাপতি ।

ক্রিমিয়ার যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর : ১৮৫৪ সালে।

ক্রিমিয়ার যুদ্ধের স্থায়িত্ব কত বছর?
উত্তর : ২ বছর (১৮৫৪-১৮৫৬)।

প্যারিস সন্ধি অনুযায়ী কোন অঞ্চলকে নিরপেক্ষ এলাকা বলে ঘোষণা করা হয়?
উত্তর : কৃষ্ণসাগরকে।

ক্রিমিয়ার যুদ্ধে ইংল্যান্ড কার পক্ষে যোগদান হবে?
উত্তর : তুরস্কের পক্ষে

প্যারিস সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল, প্যারিসের সন্ধি কত সনে হয়?
উত্তর : ১৮৫৬ সালে ৩০ মার্চ ।

বার্লিন চুক্তি কখন স্বাক্ষরিত হয়, বার্লিন কংগ্রেস অনুষ্ঠিত হয় কত সালে?
উত্তর : বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয় ১৮৭৮ সালে।

বার্লিন চুক্তির সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর : ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন ডিজরেলি ।

বার্লিন চুক্তির ফলে কত সালে তুরস্ক-গ্রিক যুদ্ধ সংঘটিত হয়?
উত্তর : বার্লিন চুক্তির ফলে ১৮৯৭ সালে তুরস্ক গ্রিক যুদ্ধ সংঘটিত হয়।

বার্লিন শহরটি কোথায় অবস্থিত?
উত্তর : বার্লিন শহরটি জার্মানিতে অবস্থিত।

কোন চুক্তিকে স্যান স্টিফানোর চুক্তির পরিপন্থী বলা হয়?
উত্তর : বার্লিন চুক্তিকে।

কত সালে ‘ত্রিশক্তি চুক্তি’ সম্পাদিত হয়?
উত্তর : ১৮৮২ সালে ।

আরো ও সাজেশন:-

‘ত্রিশক্তি’ আঁতাত’ কাদের মধ্যে হয়?
উত্তর : ইংল্যান্ড, রাশিয়া ও ফ্যান্সের মধ্যে ।

প্রথম বলকান যুদ্ধ সংঘটিত হয় কত সালে?
উত্তর : ১৯১২ সালে প্রথম বলকান যুদ্ধ সংঘটিত হয়।

কোন বৈঠকের মাধ্যমে প্রথম বলকান যুদ্ধের সমাপ্তি ঘটে?
উত্তর : লন্ডনের সন্ধির মাধ্যমে প্রথম বলকান যুদ্ধের সমাপ্তি ঘটে।

কোন দ্বীপ নিয়ে গ্রিস ও তুরস্কের মধ্যে সংঘর্ষ হয়?
উত্তর : ক্রীট দ্বীপ নিয়ে গ্রিস ও তুরস্কের মধ্যে সংঘর্ষ হয়।

বল্কান অঞ্চলভুক্ত দুইটি দেশের নাম লিখ।
উত্তর : গ্রিস ও সার্বিয়া ।

কখন বলকান লীগ গঠিত হয়?
উত্তর : বলকান লীগ গঠিত হয় ১৯১২ সালে।

কার নেতৃত্বে বলকান লীগ গঠিত হয়?
উত্তর : গ্রিক মন্ত্রী ভেনিজালেসের নেতৃত্বে।

ইউরোপের মারাত্মক অঞ্চল বলা হয় কোন অঞ্চলকে?
উত্তর : ইউরোপের মারাত্মক অঞ্চল বলা হয় বলকান অঞ্চলকে।

প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে, প্রথম মহাযুদ্ধ কোন সালে আরম্ভ হয়?
উত্তর : ১৯১৪ সালের ২৮ জুলাই।

প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক কার পক্ষে যোগ দিয়েছিল?
উত্তর : জার্মানির পক্ষে

প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু ও শেষ হয়?
উত্তর : ১৯১৪ সালের ২৮ জুলাই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় এবং ১৯১৮ সালের ১১ নভেম্বর শেষ হয়।

প্রথম বিশ্বযুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র কোন পক্ষে যোগদান করে?
উত্তর : মিত্রপক্ষে

উড্রো উইলসন কে ছিলেন?
উত্তর : আমেরিকার ২৮তম রাষ্ট্রপতি ছিলেন।

ভার্সাই সন্ধি কখন স্বাক্ষরিত হয়?
উত্তর : ১৯১৯ সালে ।

ভার্সাই নগরী কোথায়?
উত্তর : ভার্সাই নগরী ফ্রান্সে অবস্থিত।

‘Axis Power’ এর অর্থ কী?
উত্তর : অক্ষশক্তি।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

লীগ অব নেশন কি?
উত্তর : আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এবং জাতিসমূহের মধ্যে সৌহার্দ প্রতিষ্ঠার উদ্দেশ্যে ১৯১৯ সালে যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি জন্মলাভ করে তাই লীগ অব নেশনস তথা জাতিপুঞ্জ নামে পরিচিত।

জাতিপুঞ্জের চুক্তিপত্র কবে গৃহীত হয়?
উত্তর : ২৮ জুন ১৯১৯ সালে ফ্রান্সের ভার্সাই চুক্তিতে।

লীগ অব নেশনস গঠনের প্রস্তাবক ছিলেন কে?
উত্তর : যুক্তরাষ্ট্রের ২৮ তম প্রেসিডেন্ট উড্রো উইলসন।

লীগ অব নেশনসের সদর দপ্তর কোথায় ছিল?
উত্তর : জেনেভায়।

লীগ অব নেশনসের প্রথম মহাসচিব কে ছিলেন?
উত্তর : স্যার তরিক ড্রামন্ড ৷

কত সালে লীগ অব নেশনস এর পরিসমাপ্তি ঘটে, জাতিপুঞ্জ কত সালে অবলুপ্ত হয়?
উত্তর : ১৯৩৯ সালে ।

কে রাশিয়ার আধুনিকীকরণ করেন?
উত্তর : জার পিটার দি গ্রেট বা মহান পিটার।

কাকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়।
উত্তর : পিটার দি হোটকে।

জার প্রথম আলেকজান্ডারের শাসনকাল লিখ ।
উত্তর : ১৮০১-১৮২৫ সাল।

রাশিয়ায় বসবাসকারী কয়েকটি জাতিগোষ্ঠীর নাম লিখ ।
উত্তর : তুর্কি, মোঙ্গল, পোল, ইউক্রেনীয় প্রভৃতি।

ডুমা কি?
উত্তর : রাশিয়ার জাতীয় পার্লামেন্ট

রাজপুটিন কে ছিলেন?
উত্তর : এক ভণ্ড সন্ন্যাসী।

কাকে রাশিয়ার ‘উদার নৈতিক জার’ বলা হয়?
উত্তর : দ্বিতীয় আলেকজান্ডারকে রাশিয়ার উদার নৈতিকজার বলা হয় ।

নিহিলিজম শব্দের অর্থ কি?
উত্তর : ধ্বংসবাদ ।

আলেকজান্দ্রেভা কে ছিলেন?
উত্তর : জার দ্বিতীয় নিকোলাসের স্ত্রী ছি

কে পোলদের ধর্মীয় স্বাধীনতা ও জাতীয় ভাষাবে
উত্তর : জার প্রথম আলেকজান্ডার।

Leave a Comment