বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কারক বলে,“গির্জা‘ কোন ভাষার অন্তর্গত শব্দ?,কোন শব্দযুগল বিপরীতার্থক নয়,দ্বারা, দিয়া, কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী তৃতীয়া বিভক্তি

Google Adsense Ads

প্রশ্ন সমাধান: বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কারক বলে,“গির্জা‘ কোন ভাষার অন্তর্গত শব্দ?,কোন শব্দযুগল বিপরীতার্থক নয়,দ্বারা, দিয়া, কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী তৃতীয়া বিভক্তি

০১। বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কারক বলে। 

এ সম্পর্কিত প্রশ্নের সাথে যে প্রশ্নগুলোর উত্তর অপশনে থাকে তার বিস্তারিত ব্যাখ্যাঃ কারক শব্দের অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ যুক্ত হয়, তাদের বিভক্তি বলে। যেমনছাদেবসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। শব্দ গঠনের উদ্দেশ্যে নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে প্রত্যয় বলে। বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলাে কখনাে স্বাধীন পদরূপে, আবার কখনাে শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে তাকে অনুসর্গ বলে।

যেমন প্রতি, বিনা, বিহনে, সহ, ওপর, অবধি ইত্যাদি।

০২।“গির্জা‘ কোন ভাষার অন্তর্গত শব্দ? উত্তরঃ গির্জা পর্তুগিজ ভাষার শব্দ। গির্জা হলাে

খ্রিস্টধর্মাবলম্বীদের উপাসনালয়। 

পর্তুগিজ ভাষা থেকে আগত আরও কয়েকটি শব্দআনারস, আলপিন, আলমারি, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি ইত্যাদি। 

ফারসি শব্দ : দরবার, আমদানি, জানােয়ার, জিন্দা, নমুনা, বদমাশ, রফতানি, হাঙ্গামা ইত্যাদি। ওলন্দাজ শব্দ : ইস্কাপন, টেক্কা, তুরুপ, রুইতন, হরতন ইত্যাদি। 

চাহিদা, শিখ হলাে পাঞ্জাবি শব্দ।

০৩। কোন শব্দযুগল বিপরীতার্থক নয়?

ঐচ্ছিক অর্থ ইচ্ছানুরূপ, ইচ্ছাধীন, অবশ্যপাঠ নয় এমন। অনাবশ্যক অর্থ আবশ্যক নয় এমন, অপ্রয়ােজনীয়, অকারণ। সুতরাং ঐচ্ছিক ও অনাবশ্যক প্রতিশব্দ, ঐচ্ছিক এর বিপরীত শব্দ আবশ্যিক। কুটিল- সরল, কম-বেশি, কদাচার-সদাচার হলাে বিপরীত শব্দ। 


আরো ও সাজেশন:-

০৪। দ্বারা, দিয়া, কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী তৃতীয়া বিভক্তি।

বাক্যস্থিত একটি শব্দের সাথে অন্য শব্দের সম্পর্ক | সাধনের জন্য শব্দের সাথে যেসব বর্ণ যুক্ত হয়, তাদের বিভক্তি বলে। বিভক্তি সাত প্রকার প্রথম, দ্বিতীয়া, তৃতীয়, চতুর্থ, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী। দ্বারা, দিয়া, কর্তৃক তৃতীয়া বিভক্তি। ০ (শূন্য) অ, এ, তে প্রথম বিভক্তি। কে, রে দ্বিতীয়া বিভক্তি। 

০৫।‘অভিরাম‘ শব্দের অর্থ সুন্দর। 

সংস্কৃত উপসর্গ যােগে গঠিত শব্দ ‘অভিম” অর্থ। | মনােহর, সুন্দর, তৃপ্তিদায়ক। বিরামহীন অর্থ বিশ্রাম নেই এমন, বিরতিহীন। বালিশ অর্থ উপাধান। চলন অর্থ গমন| ভ্রমণ, সঞ্চালন, স্পন্দন, আচার-ব্যবহার, প্রচলন, প্রথা, ধারা, রীতি, রেওয়াজ।

০৬।“শরতের শিশির” বাগধারা শব্দটির অর্থ সুসময়ের বন্ধু। শরতের শিশির বাগধারাটির অর্থ সুসময়ের বন্ধু, ক্ষণস্থায়ী। দুধের মাছি বাগধারার অর্থও সুসময়ের বন্ধু। 

Paragraph/Composition/Application/Email/Letter/Short Storiesউত্তর লিংক
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেলউত্তর লিংক

০৭।“শিব রাত্রির সলতে” বাগধারাটির অর্থ একমাত্র সন্তান।

শিবরাত্রির সলতে বাগধারার অর্থ একমাত্র জীবিত | বংশধর বাবা মার একমাত্র সন্তান একমাত্র বংশধর। 

০৮।‘প্রােষিতভর্তৃকা‘শব্দটির অর্থ হলো যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে। এককথায় প্রকাশ : যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে- প্রােষিতভর্তৃকা। যে নারী (বিবাহিত বা অবিবাহিত) চিরকাল পিতৃগৃহবাসিনীচিরন্ট। যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে- প্রােষিতপত্নীক বা প্রােষিতভার্য। ভৎর্সনকাণ্ড যে নারী- ভর্তসিতা  

০৯। বাংলা কৃৎপ্রত্যয় সাধিত শব্দ খেলনা। 

খেল + অনা = খেলন কংলা কৃৎ প্রত্যয়‘অনা’ যােগে গঠিত। এরূপ আরও কয়েকটি প্রত্যয়সাধিত শব্দ। vদুল + অনা = দুলনা, vদে + অনা = দেনা, vপা + অন্য= পাওনা, vকাঁদ + অনা = কান্না। সংস্কৃত কৃৎ প্রত্যয় যোগে গঠিত শব্দ vক্ + অক = কারক, লিখ্ +ত = লিখিত, vবিদ + অন + আ = বেদনা। 

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Google Adsense Ads

Google Adsense Ads

Leave a Comment