বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের মেডিকেল অফিসার পদের লিখিত পরীক্ষার সাজেশন,Written Examination Suggestions for the post of Bapshak Medical Officer,পরমাণু শক্তি কমিশনের মেডিকেল অফিসার পদের লিখিত পরীক্ষার সাজেশন, বাপশক মেডিকেল অফিসার পদের লিখিত পরীক্ষার সাজেশন

Advertisement

বিষয়: বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের মেডিকেল অফিসার পদের লিখিত পরীক্ষার সাজেশন,Written Examination Suggestions for the post of Bapshak Medical Officer

[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]

১. ‘Excise duty’ শব্দের বাংলা পরিভাষা কী?
উত্তরঃ (ঘ) আবগারী শুল্ক।

২. কোন ভিটামিন ক্ষত হতে রক্তপড়া বন্ধ করে?
উত্তরঃ (ঘ) ভিটামিন -কে।

৩. পেডিয়াট্রিক সম্পর্কযুক্ত
উত্তরঃ (গ) শিশু।

৪. ‘ফা হিয়েন’ কার শাসনামলে বাংলায় আসেন?
উত্তরঃ (ক) দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

৫. মানব জিন থাকে
উত্তরঃ(গ) DNA- তে।

Advertisement

নার্স নিয়ােগ পরীক্ষার প্রশ্ন সমাধান

৬. She is named – her grandmother. Fill in the blank with
উত্তরঃ (ক) after।

৭. জাতীয় কবি কাজী নজরুর ইসলামকে কোন সালে বাংলাদেশে নিয়ে আসা হয়?
উত্তরঃ (ক) ১৯৭২।

৮. কোন নদ/নদী ময়মনসিংহ শহরের পাশ দিয়ে প্রবাহিত?
উত্তরঃ (ক) পুরাতন ব্রহ্মপুত্র।

৯. জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে
উত্তরঃ (খ) ক্রোমোজম।

১০. I have to differ – you on this issue. (Fill in the gap)
উত্তরঃ (ঘ) With

নার্সিং নিয়ােগ পরীক্ষা বিগত সালের

১১. Which of the following words is in singular form?
উত্তরঃ (ঘ) radius

১২. বৃক্কের একক কী?
উত্তরঃ (খ) নেফ্রন।

১৩. বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা কয়টি?
উত্তরঃ (ঘ) ৩৯টি।

১৪. যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলে
উত্তরঃ (ঘ) প্যাথজেনিক।

১৫. মানবদেহে কোন অঙ্গটির সাথে পোর্টাল শিরা যুক্ত আছে?
উত্তরঃ (গ) যকৃৎ।

নিয়ােগ প্রস্তুতি নার্স নিয়ােগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১

১৬. ‘Pick up’ means
উত্তরঃ (খ) collect

১৭. Identify the correct spelling:
উত্তরঃ (ক)questionnaire

১৮. The bell had already been
উত্তরঃ (Fill in the gap) (গ) rung

১৯. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়?
উত্তরঃ (ক) অগ্নিবীণা।

২০. NARO- এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ(গ) ব্রাসেলস।

Advertisement 2

নার্সিং লিখিত পরীক্ষার প্রশ্ন

২১. খাঁটি বাংলা উপসর্গ কয়টি?
উত্তরঃ (ঘ) একুশ।

২২. পানিতে দ্রবণীয় ভিটামিন হলো
উত্তরঃ (গ) ভিটামিন – B

২৩. ‘পটল তোলা’ বাগধারটির সঠিক অর্থ কোনটি?
উত্তরঃ (গ) মারা যাওয়া।

২৪. ‘ফল পাকলে যে গাচ মরে যায়’ তাকে এককথায় বলে
উত্তরঃ (খ) ওষধি।

২৫. Identify the correct sentence
উত্তরঃ (খ) Tell me what your name is.

নার্স নিয়ােগ পরীক্ষার প্রশ্ন সমাধান pdf

২৬. মাকেল মধুসূদন দত্তের ‘একেই কি বলে সভ্যতা’ কোন ধরনের নাটক
উত্তরঃ (খ) সামাজিক প্রহসন।

২৭. ইতিহাসের জনক কাকে বলা হয়?
উত্তরঃ (খ) হেরোডোটাস।

২৮.বাংলাদেশের সাংবিধানিক নাম কী?
উত্তরঃগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

২৯. কোন গ্রন্থিকে গ্রন্থির রাজা বলা হয়?
উত্তরঃ (গ) পিটুটারী।

৩০. আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্যে করে
উত্তরঃ (ঘ) ট্রিপসিন।

বিগত সালের নার্সিং প্রশ্ন সিনিয়র স্টাফ নার্স প্রশ্ন সমাধান ২০২১

৩১. মানবদেহে সবচেয়ে বড় অস্থি কোনটি?
উত্তরঃ (ক) ফিমার।

৩২. আয়তনের দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি?
উত্তরঃ (ক) রাশিয়া।

৩৩. COVID-19 একটি
উত্তরঃ (ক) RNA Virus

৩৪. Fill in the blank: He takes a lot of interest- game.
উত্তরঃ (খ) in

৩৫. Fill in the blank: ‘Each of the ladies told – own story.’
উত্তরঃ (খ) her

Advertisement 4

Question Nursing Question Bank

৩৬. Noun form of the word ‘beautiful’ is:
উত্তরঃ (ঘ) beauty

৩৭. বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি?
উত্তরঃ (গ) যশোর।

৩৮. মানবদেহে রক্তে সোডিয়াম আয়নের নরমাল Value কত/
উত্তরঃ (ঘ) 130-145 mmol/L

৩৯. ‘হরতাল’ কোন ভাষার শব্দ?
উত্তরঃ (গ) গুজরাটি।

৪০. মানুষের গায়ের রং কোন উপাদানের ওপর নির্ভর করে?
উত্তরঃ (খ) মেলানিন।

Department of Nursing and Midwifery

৪১. সিরডাপ(CIRDAP)-এর সদর দপ্তর অবস্থিত
উত্তরঃ (ঘ) ঢাকা।

৪২. সুষম খাদ্যের উপাদান কয়টি?
উত্তরঃ (গ) ৬।

৪৩. ক্যানসার রোগের কারণ
উত্তরঃ (খ) কোষের অস্বাভাবিক বৃদ্ধি।

৪৪. ভ্যাকসিনের কাজ কোনটি?
উত্তরঃ (ক) রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।

৪৫. Which one is not an example of comparative degree?
উত্তরঃ (ক) Much

Senior Staff Nurse Niyag Exam 2021

৪৬. রক্ত দানের বয়স সীমা কত?
উত্তরঃ (গ) ১৮-৫৭ বছর।

৪৭. মানুষের মস্তিষ্কের করোটি স্নায়ু সংখ্যা কত?
উত্তরঃ (খ) ১২ জোড়া।

৪৮. ’The apex of a triangle’ means its
উত্তরঃ (খ) top

৪৯. ‘বীরবল’ কোন লেখকের ছদ্মনাম?
উত্তরঃ (খ) প্রমথ চৌধুরী।

৫০. Gulliver’s Travels’ is written by
উত্তরঃ (খ) Jonathan Swift

[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]

🚩কোন রোগীকে কি স্যলাইন দিতে হবে, সহজ আলোচনা।Doctor & Nurse কে অবশ্যই জানতে হবে……❗
🌱 অসংখ্য রোগী তারল্য সংকট নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। সেই সংকট সমাধানে তাদের শরীরে দিতে হয় বিভিন্ন প্রকার তরল! যেসব তরলের সাথে আমরা খুব বেশি পরিচিত সেগুলো হল – Hartsol, 5%DNS, 5%DA, 0.9%NS. দেখি একটু চিন্তা করে কোনটা কোথায় দেওয়া যায়! 🤔
🌹 মাত্র একটা লাইন যদি মনে রাখি তাহলেই পুরো টপিকসের অনেকটা পড়া হয়ে যাবে। অধিকাংশ ক্ষেত্রে রোগীর যে ফ্লুইড প্রয়োজন হয় সেটা isotonic fluid. আর Hartsol, 5%DNS, 0.9%NS যা সবই isotonic fluid. এদের মধ্যে plasma’র কাছাকাছি কোয়ালিটির ফ্লুইড হল Hartsol. কিন্তু 5%DA হল hypotonic, অন্য কিছু হাতের কাছে না থাকলে এটাই তখন শেষ ভরসা।
(একটা বিষয় নিয়ে কনফিউশন হতে পারে, আর সেটা হল 5%DNS শরীরে ঢোকার আগে hypertonic, আর ঢোকার পর isotonic. আর 5%DA ঢোকার আগে isotonic, আর ঢোকার পর hypotonic. এখানে পরবর্তী অবস্থা বুঝানো হইছে!)
🌴 এবার দেখবো বিভিন্ন প্রকার সমস্যা ও তার সম্ভাব্য সমাধান !
🍂 More than 15% Deep burn
🍃 burn এ plasma লস হয়। আর plasma এর কাছাকাছি কোয়ালিটির isotonic fluid হল Hartsol. না থাকলে 5%DNS > না থাকলে 0.9%NS > না থাকলে 5%DA
🍂 Fracture femur with severe anaemia
🍃 এখানেও সহজ চিন্তা। blood দরকার, কিন্তু নাই। এর কাছাকাছি ফ্লুইড Hartsol, তাই এটাই দিবেন। না থাকলে 5%DNS > না থাকলে NS > না থাকলে 5%DA
🍂 Head injury
🍃 এখানেও blood লস। দু রকম লস হতে পারে, এক- from body to outside, দুই- blood blood vessel to extravascular space. অর্থাৎ এ অবস্থায় blood খুব বেশি লস হয়ে রোগী শকে গেলে blood ই দিতে হবে। আর সেটা না পেলে blood এর মত যেকোন ফ্লুইড, অর্থাৎ কোন isotonic fluid. এখানে 5% DA বাদে বাকি সবই isotonic, তাই এটা বাদে বাকি যে কোনটাই দেওয়া যাবে। 5%DA হল hypotonic কারণ tone বাড়ানোর 0.9%NaCl এখানে নাই। আর এ কারণে 5%DA দিলে সেটা শুধু blood vessel এই থাকবে না, vessel থেকে বের হয়ে brain cell এ ঢুকবে, ফলে হবে cerebral oedema যা head injury হওয়ার ফলে সৃষ্টি হওয়া ICP কে আরো বাড়াবে, আর injured brain cell এ perfusion বাধাগ্রস্ত করবে। তাই head injury তে shock এর ট্রিটমেন্ট এর জন্য যেকোন isotonic fluid যেমন Hartsol, 5%DNS, 0.9%NS যে কোনটাই দেওয়া যাবে; পাশাপাশি বেড়ে যাওয়া ICP কমাতে দিতে হতে পারে hypertonic fluid যেমন mannitol যা brain cell ও extravascular space থেকে পানি টেনে vessel এ নিয়ে আসবে। অর্থাৎ no hypotonic fluid (5%DA)
🍂 Intestinal obstruction
🍃 এখানে plasma লস হয়। আর plasma এর কাছাকাছি কোয়ালিটির fluid হল Hartsol, তাই এটা দিবেন। না থাকলে 5%DNS > না থাকলে 0.9%NS ও 5%DA দুটোই একটার পর একটা (কারণ এখানে রোগী NPO থাকে, তাই glucose দরকার) > না থাকলে 0.9%NS > না থাকলে 5%DA
🍂 Cholera
🍃 Isotonic fluid লস হয়, তাই isotonic fluid দিবো। উপরে কয়েকবার পড়ছি Hartsol, 5%DNS, 0.9%NS সবগুলোই isotonic। তাই এদের যেকোনটা দেওয়া যায়, তবে হাতের কাছে এই তিনটাই থাকলে Hartsol ই বেস্ট! কারণ cholera তে প্রচুর K লস হয় stool এর সাথে ও renal flow কমে গিয়ে renin angiotensin system activate হয়ে। এর সমাধান আছে একমাত্র Hartsol এ, কারণ এতে K আছে ও তুলনামূলক কম sodium chloride থাকে, যার পরিবরর্তে আছে sodium lactate (তাই একে Ringer’s lactate ও বলে)। কিন্তু chloride কম থেকে সুবিধা কি? hyperchloraemic metabolic acidosis হওয়ার সম্ভাবনা কম। এত কিছুর পরেও cholera তে আমাদের Hartsol এর চেয়েও বেশি পছন্দের হল অন্য আর একটা isotonic fluid – cholera saline! কারণ Hartsol এ sodium lactate থাকলেও, cholera saline এ আছে sodium acetate. acetate থাকলে সুবিধা কি? আমরা জানি Cholera তে প্রচুর HCO3 লস হয়ে metabolic acidosis হয়। cholera saline থাকা acetate মাংসপেশী তে ঢুকে মেটাবলিজম হয়ে acetyl-CoA তৈরি করে, এই acetyl-CoA থেকে TCA cycle শেষে তৈরি হয় bicarbonate যা acidosis কারেক্ট করবে। তাই তুলনামূলক কম chloride, সাথে acetate ও K আছে এমন fluid হিসেবে cholera saline ই আমাদের প্রথম পছন্দ > না থাকলে Hartsol > না থাকলে 5%DNS > না থাকলে 0.9%NS > না থাকলে কি আর করা 5%DA
🍂 Diarrhoea /Vomiting (moderate to severe dehydration)
isotonic fluid লস হয়। তাই Hartsol, 5%DNS, 0.9%NS যেকোনটা দেওয়া যাবে > না থাকলে কি আর করা 5%DA ই দিবেন।
🍂 Diabetes Mellitus with any upper condition
🍃 রক্তে গ্লুকোজ বেশি। তাই গ্লুকোজ আছে এমন saline যেমন 5% DNS বা 5%DA না দেওয়াই ভাল। আর দিলেও careful glucose monitoring.
🍂 Hypoglycaemia (unconscious patient)
🍃 গ্লুকোজ কম তাই গ্লুকোজ আছে এমন কিছু দিতে হবে যেমন 5%DA > না থাকলে 5%DNS. কেন 5%DNS সেকেন্ড অপশন? কারণ NS প্রেশার বাড়াতে পারে। তবে এই অবস্থায় গ্লুকোজ এত বেশি কমে যায় যে শুধু 5% এ লাভ হয়না। তাই বেশি ভাল হয় নির্দিষ্ট পরিমাণ 20-25%DA দিলে। তারপর দীর্ঘ সময় saline দেওয়ার প্রয়োজন হলে 10%DA
🍂 Oedema with circulatory shock
🍃 hypotonic fluid ইডিমা বাড়ায় colloidal osmotic pressure কমিয়ে, তাই 5%DA বাদ। বাকিগুলো- যেমন Hartsol, 5%DNS, 0.9%NS দেওয়া যাবে। তবে সাথে কেয়ারফুল মনিটরিং, কারণ এদেরকেও মাত্রাতিরিক্ত দিলে hydrostatic pressure বেড়ে গিয়ে ইডিমা হতে পারে।
🍂 IV channel মেইনটেইন করতে isotonic 0.9% NS > না থাকলে 5%DNS > না থাকলে 5%DA
🍂 রোগী NPO আছে, 5%DA ও 0.9%NS একটার পর একটা > না থাকলে 5%DNS
🍂 Bleeding হইছে বা সামনে হওয়ার চান্স আছে, Hartsol > না থাকলে 5%DNS > না থাকলে 0.9%NS > না থাকলে 5%DA
🍂 রক্তে sodium অনেক কম, বা cerebral oedema কমাতে হবে এমন অবস্থায় isotonic 0.9% NS এর পরিবর্তে বিভিন্ন প্রকার hypertonic saline যেমন 2% 3% 5% 7% 23% NS ব্যবহার করা হয়! কিন্তু খুব কেয়ারফুল!
🍂 যেসব শিশুদের বয়স ০-১ বছর, তাদেরকে দেওয়া হয় 10% Baby saline (10% Dextrose + 0.225% NaCl)
🍂 যেসব শিশুদের বয়স ১-৬ বছর, তাদেরকে দেওয়া হয় 5% Baby saline (5% Dextrose + 0.225% NaCl)
🍂 যেসব শিশুদের বয়স ৬-১৪ বছর, তাদেরকে দেওয়া হয় Junior saline (5% Dextrose + 0.45% NaCl)
🌿 রোগীর যে কোন অবস্থায় যে fluid ই দিই না কেন, দিয়ে বসে থাকলে হবে না। fluid overload হচ্ছে কিনা সেটা মনিটরিং করতে হবে। দেখতে হবে central venous pressure, urine output. তা না হলে hydrostatic pressure বেড়ে গিয়ে pulmonary oedema, cerebral oedema, generalized oedema হতে পারে। cardiac workload বেড়ে হতে পারে heart failure.
অন্যদিকে যতটুকু প্রয়োজন ততটুকু fluid যদি ঠিকঠাক সময়ে না দিই, তবে renal perfusion কমে renal failure হতে পারে। severe dehydration এ circulatory failure, shock হয়ে রোগী অক্কা পেতে পারে। তাই সর্বদা check & balance!
সংগ্রহীত।

[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]

AVvXsEgIGXY8miqKKqjBeD0INvjK1zfVtscl sMeFKtL6YOVsyYO9BeE727uPp8awk1ZwokVFiBr5MLX 4Wx4Gj8iWvo8cocsLT4PsAZPSLtJfTm4XVco 7JHiK2XsV QDWv5Qxtv 1ws68rRb8WP6ekcao2OXa1oH2WN0kQybkJExepZt7woprxZ4Q eh

Advertisement 5

AVvXsEh7 0Dm1zeAbeh43oZ7ME79 F0Ie3u8L0KVDgFD0z1Xsn TeTLKKjJyRfO0XOqlCjPJf2CPMqC0dMC1G3G9CafAI6GbXdnTIEOi crShC35r9xaqcPo 1eDY1AnvUa6asLa3XIWgNK4yhhZuE9GmWsHyAu3SQO
AVvXsEgbGF4AXOreUlrOm0UgibF48h Z07HoZSHXbnX8hHCnG0bTriWq3Kqz6i8 cQTT1ikKvrFzvjI7oNbsMmbxxdnf IAyszOX9F2wpJE7rTaU WMkmDymYCOXl50h eZnEd5fNBk1UDSOIrNpMNOasVzcp27j8mrzOLfNdXtgMZtsMkgbx5 IUoaVxFi
AVvXsEg0TltAl1q0JEoOwoZI3fkkLZoYKCZXWNJ8VvgXymRFgVnwdYxHJgmBdGsa4noUrbLO Y1QXxKI2w
AVvXsEjk9T0QJlSTggwnnfkB04neN qEAKnZtYuinPQ8HDSNh3eTvQvL 9i ZVM72VyEFrUlo0pzQukv9dv9Cd6uCysxNp3mcGPb5JKIezZRMZ73vegqBk6Ig1xAPN NlnvlshL7ncVSHirUtiGFyPZKF1dI2AqO Rva XUmXJKCUiWfBiOK i3FM3r0bSTH
AVvXsEiVn8Pi0sEM5mVXkbVdkM2KibZd OvMT7sklnE58HmxN7CHNExlEOG2q3cajCjH71YAOEDAgxawBnm1szLnMfwyBRfos xBS1pJPMUFlQgtST
AVvXsEjpgcUOFnW7WDYMx8T75C Rul9npY7MA42nDUbJ7 erjmupe13cDnWcBwnXsH1rzNLJO1Ed4vOv4MkW1ULbnzhk33bUwOb5Z2TjlknMjEocxr2
AVvXsEiNVOYDmv8ZXk aR7U9UX m1x8nPAl0wPIvPF0eYUWMA2RGcI8RGLukJ6R4 x3GwsSER Hub9Y1f3KkXiBAcvt3jzX6QB4sCr rN5lU7EqedCYNzlSmOd0jMQZXaws9pzU1JtNc
AVvXsEgXN3t5 i2lVMViDwyH4DG7SdTvZTc3q fc8w0eMp7tjfDF4p93WowvNuX3Qp4z3ZWJxmxChx ktC5NFQJJbIsIxrA AwY8Xodz rNe2B THKa1hll3p 2oq oPcAWUW2hV6AtWnzHVeVkbvCbS2mhXHG1g6TSGKMLjrtNgX h84699wZ4dGmNHFQ6

[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]

AVvXsEipZwlbkIFBGFie2EQvMt2QdKYzVCUd5 Tx9HF5AzIawKYesTi7yPS5V8gcbDH4J3nIkpJ045hKnxaX5DhfGMN5j7tCI9e59EN8 WI0LY9AwAGDyWhQeGkEtKt
AVvXsEi gK8AvfLP iPz1hp6X5wyLiRfhqUxtVC1ZDR1dnfVfsG0zcsFQwMbIFSHS3gqheUMsbVLl j9lFf0iCHGzemayykXSI4GUnwmy3u9 WJS7juTf59bisi h1PFulHScmfcu9fxfuWJOChttZa0oTJgZ1ar3 8GGjWr4DpDXfNmNdc15yliSdLSuBm8
AVvXsEje4 YCkyJdhNl2ug0 oVxKjW rjFnIuX0spqcutzTIhyNZGrbz mCVJARnffRe7saE174rkIeJZh81xz U1F12wvJk Zqfza7uE8hJXg7SAAIDNXqxyO1 uXnNHvJewQikdoS1279sAd3Nu6QZo0jP9kJpudavB4uLT0km9wu4FwdeoP9iAhhLqEhs
AVvXsEgAqKzEEOCucncHFAUoRjwoHAlIgojjWpoCL0dUjkCJ0a5LmaUJp7lPvlsTS18znETtft B6U9R0Q W7L6A6vHoVSiYKoSE9u35L bSS FAj31w OlV7zTu7tP
AVvXsEiKwLiLWHbwSUUWZ03chfpOWrpQYsO956GeFYEFa1qkKEJd4v0fodULtlH7AtqlqJq9DlgRxpqJ8v EHLTYkfhPPXd 13Gbh7pOuj1bYZO3XnZSwhrMbP7yBnaPe UvST2H7sbr0XPJS fg8Zze3V3hEagRqFUXMmCmV2QgquSvm2juqVlu40K3Rb2F

[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]

AVvXsEh HFv2ne5dauYZCPUjScbhguvj2fI90kYW30C73KCavRJtj6oMb50bxkH736aj8Vz18CqpeKPPHLh2mPjrGPrB reZ8e2ZwuS0uH8i5BHWIusskolkiG ZQq4p5CewGgAxXOS0wJoYl1BnaF05wwlxfh28B75mB9kBWkUaD9p 6n fVJResgSgnHo
AVvXsEiRO3IJ00F7ssXSHOUxXnzfpw4ajIdDJ5ZrhgngtJ2tu 1WhvTuX DS06IsXi2Gwaz4fNQcndOKMaFwbOL4 NEEVykez38DIawoo rruyndkvG Xs
AVvXsEgpHir3sW8bG3noy64hfGIQUpfGlBcx2j7xwBGpuRePyt8 t1a XEkHhlQVVa7dvUP4cpcqzkEYD3 HfGbvfdFnfOba7FXzZZyumqcXa5Xl42s4MgwX c6nbEPwMm5zQPye

[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]

১. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম বাংলা উপন্যাস কোনটি?

 কপালকুন্ডলা

 বিষবৃক্ষ

 দুর্গেশনন্দিনী

 মৃণালিনী

২. বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা নাম কি?

 রবীন্দ্রনাথ ঠাকুর

 কাজী নজরুল ইসলাম

 শামসুর রহমান

 আল মাহমুদ

৩. বাংলা সাহিত্যের আদি নির্দশন কোনটি?

 বেদ

 শ্রীকৃষ্ণ কীর্তন

 রসুল বিজয়

 চর্যাপদ

৪. বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি কে?

 রবীন্দ্রনাথ ঠাকুর

 কাজী নজরুল ইসলাম

 শামসুর রহমান

 আল মাহমুদ

৫. ”নকশী কাঁথার মাঠ” এর রচয়িতা কে?

 কাজী নজরুল ইসলাম

 শামসুর রহমান

 জসীমউদ্দিন

 ফররুখ আহমেদ

১. পৃথিবীর বৃহত্তম নেটওয়ার্ক কোনটি?
উত্তরঃ বৃহত্তম নেটওয়ার্ক – ইন্টারনেট।
২. কমপ্যাক্ট ডিস্ক কে আবিষ্কার করেছেন?
উত্তরঃ জেমস টি রাসেল।
৩. বিশ্ব কম্পিউটার কম্পিউটার সাক্ষরতা/Literacy Day দিবস হিসাবে কোন দিনটি পালিত হয়?
উত্তরঃ ২২ শে ডিসেম্বর।
৪. মনো এফএম ব্যান্ড চালু হয় কবে?
উত্তরঃ ১৯৪৬ সালে।
৫. জাভা কে আবিষ্কার করেছিলেন?
উত্তরঃ জেমস এ গোসলিং।
৬. স্টেরিও এফএম ব্যান্ড চালু হয় কবে?
উত্তরঃ ১৯৬০ সালে।
৭. লংহর্নের কোড নাম ছিল?
উত্তরঃ উইন্ডোজ ভিস্তা।
৮. লাইভওয়্যার বলতে কী বোঝায়?
উত্তরঃ কম্পিউটার দিয়ে কাজ করা লোক বা মানুষ।
৯. ভারতের হিউম্যান-কম্পিউটার নামে পরিচিত কে?
উত্তরঃ শকুন্তলা দেবী।
১০. PAL এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Phase Alternation by Line
১১. NSFNET প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ১৯৮৬ সালে।
১২. কোন কম্পিউটার ইঞ্জিনিয়ার 2003 সালে সাহিত্যের জন্য নোবেল পেয়েছিলেন?
উত্তরঃ জে.এম. কোয়েটজি।
 ইংরেজী অংশ  
1. Which of the following is a noun?

 Eat

 Very

 To

 City

2. What is the superlative degree of “Bad”?

 Most Bad

 Baddest

 Badder

 Worst

3. What is the past participle form of the verb “come”?

 came

 come

 comed

 camed

4. Which of the following is the plural form of “Tooth”?

 Teeths

 Tooth

 Teeth

 Tooths

১. নিচের কোনটি একটি এন্টিভাইরাস সফটওয়্যার?

 ফেসবুক

 গুগল

 ইয়াহু

 ক্যাসপারস্কি

২. কোন ই-মেইল ঠিকানায় নিচের কোন চিহ্নটি অবশ্যই থাকে?

 $

 #

 &

 @

৩. কোন ওয়েব পেইজ ব্রাউজ করার জন্য নিচের কোন সফটওয়্যারটি প্রয়োজন?

 এম এস ওয়ার্ড

 পাওয়ারপয়েন্ট

 অপেরা

 নোটপেড

৪. নিচের কোনটি কম্পিউটারের ইনপুট এবং আউটপুট উভয় যন্ত্র রূপে ব্যবহৃত হয়?

 টাচস্ক্রীন

 স্পিকার

 প্রিন্টার

 স্ক্যানার

৫. নিচের কোনটি ডাটা সংরক্ষণ ও স্থানান্তরে ব্যবহৃত হয় না?

 পেন ড্রাইভ

 ফ্লপি ডিস্ক

 ভি. জি. এ

 মেমোরি কার্ড

ইংরেজি অংশ সমাধান.

প্রশ্ন : You had better ____ the offer.
উত্তর : accept

প্রশ্ন : “He is writing a letter” Make it passive.
উত্তর : A letter is being written by him.

প্রশ্ন : We need to buy some new—-.
উত্তর : furniture

প্রশ্ন : We need as —–people as possible.
উত্তর : many

প্রশ্ন : Juthy will discuss the issue with Mizan __ phone.
উত্তর : by

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

প্রশ্ন : Which sentence is appropriate?
উত্তর : I felt his pulse.

প্রশ্ন : The phrase ‘Do Jure’ means –
উত্তর : by law

প্রশ্ন : The phrase ‘End in smoke’ means-
উত্তর : come to nothing

প্রশ্ন : What is the meaning of the idiom – ‘finger in the pie’?
উত্তর : involving in something

প্রশ্ন : কৃপণ ব্যক্তিরা অর্থ সঞ্চয়ে সময় ব্যয় করে- সঠিক ইংরেজি অনুবাদ কোনটি?
উত্তর : The misers spend their time in hoarding money.

প্রশ্ন : Iron is __ useful metal.
উত্তর : a

প্রশ্ন : ___ amazing song haunted me for a long time.
উত্তর : that

প্রশ্ন : Chose the correct sentence.
উত্তর : The rich are not always happy.

প্রশ্ন : The word ‘precedence’ means-
উত্তর : priority

প্রশ্ন : Patience is virtue. Here is word, ‘patience’-
উত্তর : Noun

প্রশ্ন : I water the plants. The word ‘water’ is used as?
উত্তর : verb

প্রশ্ন : Chose the correct tag question. “Anjuman knows how to swim.—-?
উত্তর : doesn’t she?

প্রশ্ন : Which of the following sentence is a simple sentence?
উত্তর : Inspite of being weak, he works hard.

প্রশ্ন : ‘May Almighty help you’ It is an-
উত্তর : Optative

প্রশ্ন : Which one of the following words is masculine?
উত্তর : Lad

বাংলা অংশ সমাধান..

প্রশ্ন : নিচের কোন বানান গুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ?
উত্তর : নিক্কণ, সূচগ্র, অনুর্ধব [ সঠিক বানান ‘নিক্বণ, সূচ্যগ্র, অনূর্ধ্ব]

প্রশ্ন : ’ঔ’ কোন ধরনের স্বরধ্বনি?
উত্তর : যৌগিক স্বরধ্বনি

প্রশ্ন : বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি?
উত্তর : অনমনীয় [নেই নমন যার = অনমনীয়]

প্রশ্ন : ’তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল’ – একটি কোন বাক্য?
উত্তর : মিশ্র

প্রশ্ন : রবীন্দ্রনাথের ‘সোনারতরী’ কবিতা কোন ছন্দে রচিত?
উত্তর : মাত্রাবৃত্ত

প্রশ্ন : বাংলা ভাষায় প্রথম ব্যকরণ রচনা করেন কে?
উত্তর : রাজা রামমোহন রায়

প্রশ্ন : ’উপরোধ’ শব্দের অর্থ কী?
উত্তর : অনুরোধ

প্রশ্ন : ‘মেছো’ শব্দের প্রকৃতি প্রত্যয় কী?
উত্তর : মাছ + উয়া

প্রশ্ন : ‘বত্রিশ সিংহাসন’ কার রচনা?
উত্তর : মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

প্রশ্ন : টা, টি খানা ইত্যাদি –
উত্তর : পদাশ্রিত নির্দেশক

প্রশ্ন : ‘মা যে জননী কান্দে’ কোন ধরনের রচনা?
উত্তর : কাব্য

প্রশ্ন : ‘জয়ের জন্য যে উৎসব’ – এক কথায় কী হবে?
উত্তর : জয়ন্তী

প্রশ্ন : জাতি বাচক বিশেষ্যের দৃষ্টান্ত-
উত্তর : নদী

প্রশ্ন : ’বাবাকে বড্ড ভয় পাই’ এখানে বাবাকে শব্দটি কোন কারক ও বিভক্তি?
উত্তর : অপাদানে ২য়া

প্রশ্ন : ‘গণক’ শব্দটির স্ত্রী লিঙ্গ কোনটি?
উত্তর : গণকী

প্রশ্ন : ’সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে’ এই বাক্যে সুন্দর শব্দটি কোন পদ?
উত্তর : বিশেষ্য

প্রশ্ন : কোন কবিতা রচনার কারণে কবি নজরুল ইসলামের কারদন্ড হয়েছিল?
উত্তর : আনন্দময়ীর আগমনে

প্রশ্ন : কোনটি রবীন্দ্রনাথের রচনা?
উত্তর : চতুরঙ্গ

প্রশ্ন : সন্ধির প্রধান সুবিধা কী?
উত্তর : উচ্চারণে সুবিধা

প্রশ্ন : ’ব্যক্ত’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
উত্তর : গূঢ়

গণিত অংশ সমাধান..

প্রশ্ন : নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?
উত্তর : ০.৩

প্রশ্ন : একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 1250 বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত?
উত্তর : ৫০ মিটার

প্রশ্ন : কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অংকন করা সম্ভব?
উত্তর : 3, 4, 5

প্রশ্ন : পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল হবে –
উত্তর : ১৫

প্রশ্ন : ১+২+৩+–+৫০=কত?
উত্তর : ৪২৯২৫

প্রশ্ন : বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
উত্তর : ৯ গুণ

প্রশ্ন : ৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে-
উত্তর : ১৮

প্রশ্ন : ৭২ সংখ্যাটির মোট ভাজক আছে –
উত্তর : ১২ টি

প্রশ্ন : একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ একক এবং অপর প্রত্যেক বাহুদ্বয় ১০ একক। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক?
উত্তর : ৪৮ বর্গ একক

প্রশ্ন : দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি কত?
উত্তর : ১০০

প্রশ্ন : একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘুরবে?
উত্তর : ৫৪০ ডিগ্রি

প্রশ্ন : একটি সরলরেখার উপর অংকিত বর্গ ঐ সরল রেখার অর্ধেকের উপর অংকিত বর্গের কত গুণ?
উত্তর : ৪ গুণ

প্রশ্ন : দুইটি সংখ্যার অনুপাত ৫: ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুইটি কত?
উত্তর : ১০, ১৬

প্রশ্ন : একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ৩০০ বর্গমিটার হলে উহার পরিসীমা কত?
উত্তর : ৮০ মিটার

প্রশ্ন : ১.১, .০১ ও .০০১১ এর সমষ্টি কত?
উত্তর : ১.১১১১

সাধারণ জ্ঞান অংশ সমাধান……

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল- কোন নদীর নীচ দিয়ে নির্মিত হচ্ছে?
উত্তর : কর্ণফুলী

প্রশ্ন : কারাগারের রোজনামচা- গ্রন্থের ভূমিকা কে লিখেছেন?
উত্তর : শেখ হাসিনা

প্রশ্ন : আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি- গানের সুরকার কে?
উত্তর : বর্তমানে আলতাফ মাহমুদ [১ম সুরকার আবদুল লতিফ]

প্রশ্ন : ISBN- এর পূর্ণরূপ কী?
উত্তর : International Standard Book Number

প্রশ্ন : এশিয়া ও ইউরোপকে বিভক্তকারী পর্বতমালা কোনটি?
উত্তর : ইউরাল

প্রশ্ন : সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কোন দ্বীপের সাথে বৈদ্যুতিক সংযোগ স্থাপন করা হয়েছে?
উত্তর : সন্দ্বীপে

প্রশ্ন : অ্যান্টোনিও গুইতেরেস জাতিসংঘের কততম মহাসচিব?
উত্তর : ৯ম

প্রশ্ন : GUI- এর পূর্ণরূপ কী?
উত্তর : Graphical User Interface

প্রশ্ন : ২০১৮ সালে মহিলা T-20 এশিয়া কাপ ক্রিকেট কোন দেশ শিরোপা জিতেছে?
উত্তর : বাংলাদেশ

প্রশ্ন : নীচের কোনটি বিশ্বের প্রাচীন বিশ্ববিদ্যালয়?
উত্তর : নালন্দা

প্রশ্ন : ইমরুল কায়েস কোন ভাষার শ্রেষ্ঠ কবি?
উত্তর : আরবি

প্রশ্ন : পানামা খাল কোন কোন মহাসগরকে যুক্ত করেছে?
উত্তর : আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে

প্রশ্ন : হন্ডুরাসের রাজধানীর নাম কী?
উত্তর : তেগুচী গালপা

প্রশ্ন : পৃথিবীর প্রশস্ততম নদী কোনটি-
উত্তর : আমাজান

প্রশ্ন : “সাবাশ বাংলাদেশ” ভাস্কর্যটির স্থপতি কে?
উত্তর : নিতুন কুন্ডু

  1. এক কথায় প্রকাশ করুন:
    ক) যা অধ্যয়ন করা হয়েছে = অধীত
    খ) যে ব্যক্তির দুহাত সমান তালে চলে = সব্যসাচী
    গ) যার অন্য কোন উপায় নেই = অনন্যোপায়
    ঘ) যে বিষয়ে কোন বিতর্ক নেই = অবিসংবাদী
    ঙ) যা বলা হয়নি = অনুক্ত
    যা সাধারণের মধ্যে দেখা যায় না = অসাধারণ
    যে ব্যক্তির দুই হাত সমান চলে- সব্যসাচী
    যার অন্য উপায় নেই- অনন্যোপায়
    যে বিষয়ে কোনো বিতর্ক নেই= অবিসংবাদী
    যা বলা হয় নি = অনুক্ত
    ফল পাকলে যে গাছ মরে যায়- ঔষধি
    যে ব্যক্তি দুই হাত সমান চলে- সব্যসাচী
    যার অন্য উপায় নেই- অনন্যোপায়
    যে বিষয়ে কোনো বিতর্ক নেই= অবিসংবাদী
    দুইবার জন্মে যে- দ্বিজ
  2. বাগধারা গুলোর অর্থসহ বাক্য রচনা করুন:
    ক) উড়োকথা
    খ) আটকপালে (হতভাগা) – বিয়ের দিন না পেরোতেই স্বামী হারালো, কী আটকপালে মেয়েরে বাবা!
    গ) তামার বিষ (অর্তের কু প্রভাব) – হঠাৎ বড় লোক কি না, তাই তামার বিষে বিবেকহীন হয়ে পড়েছ।
    ঘ) গৌরচন্দ্রিকা (ভণিতা)-গৌরচন্দ্রিকা বাদ দিয়ে আসল কথা বল।
    ঙ) ঘোড়ারোগ (সাধ্যের অতিরিক্ত সাধ) –মাসে তিন হাজার টাকা মাইনে পেয়ে গাড়ি কিনতে চাও, একেই বলে গরিবের ঘোড়ারোগ।
    গোবরে পদ্ম ফুল = অ-স্থানে মূল্যবান বস্তু (মেথর পুত্র প্রকৌশলী গোবরে পদ্মফুল ফুটেছে
    আট কপালে=হতভাগ্য (আট কপালে লোকের ক্ষেত্রে চাকরি জোটা মুশকিল)
    তামার বিষ=অর্থের কুপ্রভাব (হঠাৎ বড়লোক কি না, তাই তামার বিষে বিবেকহীন হয়ে পড়েছে)
    গৌরচন্দ্রিকা= ভূমিকা (অনেক তাে গৌরচন্দ্রিকা করলে, এবার আসল কথাটা বলে ফেল তাে)
    ঘোড়ারোগ= সাধ্যের অতিরিক্ত সাধ (ভাত জোটে না,বড়লোকের মেয়ে বিয়ে করতে চায় গরিবের ঘোড়ারোগ আর কি!)
    অর্ধচন্দ্র= গলা ধাক্কা দেওয়া (বেয়াদব লোকটাকে অর্ধচন্দ্র দিয়ে মজলিস থেকে বিদায় করে দাও)
    আট কপালে=হতভাগ্য (আট কপালে লোকের ক্ষেত্রে চাকরি জোটা মুশকিল)
    তামার বিষ=অর্থের কুপ্রভাব (হঠাৎ বড়লোক কি না, তাই তামার বিষে বিবেকহীন হয়ে পড়েছে)
    গৌরচন্দ্রিকা= ভূমিকা (অনেক তাে গৌরচন্দ্রিকা করলে, এবার আসল কথাটা বলে ফেল তাে)
    বকধার্মিক=ভণ্ড ধার্মিক (সমাজে বকধার্মিক লোকের অভাব নেই)
  3. সন্ধি বিচ্ছেদ করুন:
    ক) দুর্যোগ – দুঃ+যোগ
    খ) গোষ্পদ – গো + পদ
    গ) পুনরায় – পুনঃ+আয়
    ঘ) শঙ্কা – শম+কা
    ঙ) যাচ্ছেতাই – যা+ইচ্ছে+তাই
    বিদ্যালয়= বিদ্যা + আলয়
    গোষ্পদ=গো + পদ
    পুনরায় =পুনঃ+আয়
    শঙ্কা= শম+কা
    যাচ্ছেতাই= যা + ইচ্ছা + তাই
    প্রত্যুষ=প্রতি+ঊষ
    গোষ্পদ=গো + পদ
    পুনরায় =পুনঃ+আয়
    শঙ্কা= শম+কা
    দুর্লভ= দুঃ+লভ
  4. বানান শুদ্ধি করুন:
    ক) ভুমিস্ট = ভূমিষ্ঠ
    খ) বুদ্ধীমতি = বুদ্ধিমতী
    গ) মুলত = মূলত
    ঘ) নিশব্দ = নিঃশব্দ
    ঙ) কাণ্ডারি = কাণ্ডারী
    তীগ্রী=ডিগ্রী
    বুদ্ধীমতি=বুদ্ধিমতী
    মুলত=মূলত
    নিশব্দ=নিঃশব্দ
    প্রনিত=প্রনীত
    বিধানাবলী = বিধানাবলী
    বুদ্ধীমতি=বুদ্ধিমতী
    মুলত=মূলত
    নিশব্দ=নিঃশব্দ
    কান্ডারি= কান্ডারী
  5. ইংরেজিতে অনুবাদ করুন:
    ক) নাচতে না জানলে উঠান বাাঁকা= If you don’t know how to dance, the yard is crooked.
    খ) আমার গরম লাগছে= I feel hot.
    গ) সকাল থেকে বৃষ্টি হচ্ছে= It has been raining since morning.
    ঘ) আমাদের গ্রামে দুইটি স্কুল আছে= There are two Schools in our Village.
    ঙ) ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল= The patient had died before the doctor came.
    ক) নাচতে না জানলে উঠান বাাঁকা= If you don’t know how to dance, the yard is crooked.
    খ) সে কি আসবে না= Will he not come?
    গ) সকাল থেকে বৃষ্টি হচ্ছে= It has been raining since morning
    ঘ) আমাদের গ্রামে দুইটি স্কুল আছে= There are two Schools in our Village
    ঙ) ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল= The patient had died before the doctor came
    ক) অল্প বিদ্যা ভয়ংকরী= A little learning is a dangerous thing.
    খ) আমার গরম লাগছে= I feel hot.
    গ) সকাল থেকে বৃষ্টি হচ্ছে= It has been raining since morning.
    ঘ) আমাদের গ্রামে দুইটি স্কুল আছে= There are two Schools in our Village.
    ঙ) ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল= The patient had died before the doctor came.
  6. নিচের Phrases/Idioms গুলোর অর্থসহ ইংরেজি বাক্য লিখুন:
    a) At all= সম্পূর্ণরূপে
    b) Get rid of=পরিত্রাণ পাওয়া
    c) At sixes and Seven=বিশৃঙ্খলা অবস্থা
    d) Blue blood=আভিজাত্য
    e) By hook or by crook= যে ভাবেই হোক
    a) At all= সম্পূর্ণরূপে
    b) Get rid of=পরিত্রাণ পাওয়া
    c) At sixes and Seven=বিশৃঙ্খলা অবস্থা
    d) Blue blood=আভিজাত্য
    e) By hook or by crook= যে ভাবেই হোক
    a) Burning question=তীব্র বিতর্কের বিষয়
    b) Get rid of=পরিত্রাণ পাওয়া
    c) At sixes and Seven=বিশৃঙ্খলা অবস্থা
    d) Bad blood=শত্রতা
    e) By turns=গতি বদলানো
  7. Fill in the gaps
    a) Smoke is injurious _ health. Ans: to b) She lives —the USA Ans: in c) He is _ one eyed man Ans: a d) She is very good Mathematics. Ans: at
    e) We should not deviate _ the right path. Ans: From a) He called a doctor. Ans:in
    b) She lives —the USA Ans:in
    c) He is —one eyed man Ans:a
    d) She is very good—-Mathematics Ans:in
    e) We should not deviate __ the right path. From
    a)He is too weak—-walk. Ans: to
    b)She lives —the USA. Ans: in
    c) He is —one eyed man. Ans: an
    d) She is very good—-Mathematics. Ans: at
    e) We should not hanker——-wealth. Ans: After
  8. Use Right Form of verbs in the following sentences:
    a) What you (want) now. Ans: came
    b) It is many years since I (come) to Dhaka. Ans: came
    c) I saw him (go). Ans: Going
    d) He will not go out if it (rain). Ans: Rains
    e) He (leave) last night. Ans: Left
    a) The man (come) home yesterday. Ans: came
    b) It is many years since I (come) to Dhaka. Ans: came
    c) I saw him (go) Ans: Going
    d) He will not go out if it (rain). Ans: Rains
    e) He (leave) last night. Ans: Left
    a) Man is mortal (negative)=No man is immortal
    b) Shut the door (passive)= Let the door be shut
    c) I called him (Passive)=He was called by me
    d) This sight is very beautiful (Exclamatory)=How beautiful the sight is!
    e) He is the best boy (Comparative)=He is better than any other boy in the class
  9. একজন দোকানদার একটি দিয়াশলাই বক্স ১.৫০ টাকায় ক্রয় করে, ২.০০ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? উত্তরঃ ৫০ টাকা
  10. p-1/p=8 হলে প্রমাণ করুন যে, p2+1/p2=66
    দেওয়া আছে,
    p-1/p = 8
    (p-1/p)2 = (8)2 [ উভয় পাশে বর্গ করে]
    P2 – 2.p.1/p+ 1/p2 = 64
    p2-1/p2= 64 + 2 = 66
  11. উৎপাদকে বিশ্লেষণ কর:
    x2 + 7x + 12
    =x2+4x+3x+12
    =x(x+4)+3(x+4)
    =(x+4)(x+3)
  12. নিচের প্রশ্নগুলোর উত্তর দিন:
    ক. সমদ্বিবাহু ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? ১৮০ ডিগ্রি
    খ. আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী? ক্ষেত্রফল = দৈর্ঘ্য প্রস্থ
    গ. ০.২২×০.০২ =? ০.০৪৪
    ঘ. ১২০ ডিগ্রি এর সম্পূরক কোণের মান কত?=৬০ ডিগ্রি
    ঙ. সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কী বলে? = অতিভুজ
  13. নিচের প্রশ্নগুলোর উত্তর দিন:
    ক. বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সরকারি বাসভবনের নাম কী? = গণভবন
    খ. বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলার নাম কী? = ভোলা
    গ. রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী?=সোহরাওয়ার্দী উদ্যান
    ঘ. বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলিত হয় কোন তারিখে? =২রা মার্চ
    ঙ. ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ কোথায় অবস্থিত? =বঙ্গোপসাগরে অবস্থিত
    চ. সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? = নেপালের রাজধানী কাঠমান্ডু
    ছ. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির নাম কী? =জো বাইডেন (সাম্প্রতিক)
    জ. WHO-এর পূর্ণরুপ কী? = World Health Organization.
    ঝ. অস্থায়ী মুজিবনগর সরকার কোন তারিখে শপথ করে ? = ১০ এপ্রিল
    ঞ. ‘ঐতিহাসিক ছয় দফা’ কত তারিখে ঘোষিত হয়? = ৭ জুন
    ট. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন?= ১০ জানুয়ারি
    ঠ. শহীদ বুুদ্ধিজীবী দিবস কোন তারিখে পালিত হয়? ১৪ ডিসেম্বর
    ড. জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? ১৯৪৫ সালে
    ঢ. ‘বাঁশের কেল্লা’ কে নির্মাণ করেন? তিতুমীর
    ণ. পদ্মা সেতুর দুই প্রান্তের জেলা দুইটির নাম লিখুন। মুন্সীগঞ্জ ও শরীয়তপুর
    সমাজসেবা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার / শিক্ষক/ফিল্ড সুপারভাইজার পদের পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১
    নার্সিং ভর্তি পরীক্ষা ২০২০-২১ | পর্ব-১ | সাধারণ বিজ্ঞান
    প্রাথমিক শিক্ষক নিয়োগ ৩ বিষয়ের গুরুত্বপূর্ণ টপিক
    ৪১তম বিসিএস এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান 2021
    41st BCS MCQ Question Full Solution 2021 Set-4
  14. নাবিল মিষ্টির দোকান থেকে প্রতি কেজি ২৫০ টাকা হিসেবে ২ কেজি সন্দেশ ক্রয় করলো । ভ্যাটের হার শতকরা ৪ টাকা হলে সে সন্দেশ ক্রয় বাবদ দোকানদারকে কত টাকা দিবে?
    উত্তরঃ ৫২০ টাকা
  15. p-1/p=8 হলে প্রমাণ করুন যে, p2+1/p2=66
    উত্তরঃ
    বামপক্ষ, p2+1/p2
    = (p-1/p)2+2.p.1/p
    =82+2
    =64+2
    =66
    =ডানপক্ষ
    ∴ p2+1/p2=66 (প্রমাণিত)
  16. দুইটি সংখ্যার যোগফল 100 এবং বিয়োগফল 20 হলে, সংখ্যা দুইটি নির্ণয় করুন।
    উত্তরঃ ৬০ও ৪০
  17. নিচের প্রশ্নগুলোর উত্তর দিন:
    ক. চতুর্ভূজের চার কোণের সমষ্টি কত?
    উত্তরঃ ৩৬০ ডিগ্রি
    খ. ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী?
    উত্তরঃ ½×ভূমি×উচ্চতা
    গ. ০.০৩×০.০২ =?
    উত্তরঃ ০.০০০৬
    ঘ. ১০০ ডিগ্রি এর সম্পূরক মান কত?
    উত্তরঃ ৮০ ডিগ্রি
    ঙ. সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কী বলে?
    উত্তরঃ অতিভুজ
  18. নিচের প্রশ্নগুলোর উত্তর দিন:
    ক. বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কী?
    উত্তরঃ বঙ্গভবন
    খ. বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলার নাম কী?
    উত্তরঃ ভোলা
    গ. রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী?
    উত্তরঃ সোহরাওয়ার্দী উদ্যান
    ঘ. বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলিত হয় কোন তারিখে?
    উত্তরঃ ২রা মার্চ
    ঙ. ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ কোথায় অবস্থিত?
    উত্তরঃ বঙ্গোপসাগরে অবস্থিত
    চ. সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত?
    উত্তরঃ নেপালের রাজধানী কাঠমান্ডু
    ছ. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির নাম কী?
    উত্তরঃ জো বাইডেন
    জ. ILO-এর পূর্ণরুপ কী?
    উত্তরঃ International Labour Organization
    ঝ. অস্থায়ী মুজিবনগর সরকার কোন তারিখে গঠিত হয়?
    উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭১।
    ঞ. ‘ঐতিহাসিক ছয় দফা’ কত তারিখে ঘোষিত হয়?
    উত্তরঃ ৭ জুন
    ট. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন?
    উত্তরঃ ১০ জানুয়ারি
    ঠ. শহীদ বুুদ্ধিজীবী দিবস কোন তারিখে পালিত হয়?
    উত্তরঃ ১৪ ডিসেম্বর
    ড. জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়?
    উত্তরঃ ১৯৪৫ সালে
    ঢ. ‘বাঁশের কেল্লা’ কে নির্মাণ করেন?
    উত্তরঃ তিতুমীর
    ণ. ‘উত্তরা গণভবন’ কোন জেলায় অবস্থিত?
    উত্তরঃ নাটোরে

সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

Advertisement 2

[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]

খাদ্য অধিদপ্তরের উপপরিচালক মামুন আল মোরশেদ বলেন, খাদ্য অধিদপ্তরে ২৪টি ক্যাটাগরির ১১৬৬টি শূন্য পদের বিপরীতে প্রায় ১৪ লাখ আবেদন পড়েছে। পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি ২০ মার্চ ২০২০ তারিখ থেকে বাছাই পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন কারণে সময় বাড়তে পারে। পদভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। প্রথম দিকে কারিগরি পদগুলোর পরীক্ষা নেওয়া হবে। তারপর ধাপে ধাপে অন্য পদগুলোর পরীক্ষা নেওয়া হবে। প্রতি সপ্তাহে ৪টি বা ১০টি পদের জন্য বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেসব পদের পরীক্ষার্থী বেশি, সেসব পদের জন্য প্রার্থীদের প্রিলিমিনারি অর্থাৎ এমসিকিউ পরীক্ষা দিতে হবে, তারপর লিখিত পরীক্ষা, ক্ষেত্রবিশেষে ব্যাবহারিক পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। সর্বশেষ মৌখিক পরীক্ষা নেওয়া হবে। আর যেসব পদের বিপরীতে প্রার্থী তুলনামূলক কম, সেসব পদের জন্য সরাসরি লিখিত পরীক্ষা অথবা ব্যাবহারিক পরীক্ষা নেওয়া হবে। আর সব পদের জন্যই সর্বশেষ মৌখিক পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার সব আপডেট খাদ্য অধিদপ্তর, খাদ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হবে। এ ছাড়া পরীক্ষার তারিখ, কেন্দ্র ইত্যাদি প্রার্থীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

► বিগত সালের প্রশ্ন দেখি : যেকোনো পরীক্ষার কার্যকর প্রস্তুতির জন্য বিগত সালের প্রশ্নগুলো বিশ্লেষণ করা জরুরি। বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করলে পরীক্ষার প্রশ্নপত্রের ধরন সম্পর্কে জানা যায়। আর পরীক্ষার প্রশ্নপত্রের ধরন সম্পর্কে যত ভালো জানা যাবে প্রস্তুতি নিতে তত সহজ হবে। কৌশলী হওয়া যাবে।

► নিজের সাজেশন নিজে করি : বিগত সালের প্রশ্নগুলো বিশ্লেষণ করার পর বোঝা যাবে, কোন পদের জন্য কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসে। কোন কোন টপিকস থেকে প্রশ্ন নিয়মিত আসে, সেগুলো নির্ধারণ করে নোট খাতায় লিখে ফেলতে হবে। তারপর টপিক ধরে ধরে প্রস্তুতি নিতে হবে। নিজের প্রস্তুতির জন্য সাজেশন বা গাইডলাইন নিজে তৈরি করলে সেটা উত্তম গাইডলাইন হতে পারে। আর সে গাইডলাইন অনুযায়ী প্রস্তুতি নিতে হবে।

► কম্পিউটারে দক্ষতা বাড়াই : অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটরসহ বেশ কয়েকটি পদের জন্য কম্পিউটারের ব্যাবহারিক দক্ষতা যাচাই করা হয়ে থাকে। তাই আপনি যদি এ ধরনের পদের প্রার্থী হয়ে থাকেন, তাহলে আজ থেকেই কম্পিউটারের ব্যাবহারিক দক্ষতায় জোর দিন। প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট করে হলেও কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপ করুন। এসব পদের জন্য টাইপিং দক্ষতা অবশ্যই লাগবে। মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেলের দক্ষতা প্রয়োজন হয়। আজ থেকেই এসব দক্ষতা বাড়ানোর জন্য কাজে নেমে পড়ুন। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেলের দক্ষতা বাড়ানোর জন্য ইউটিউবে বেশ ভালো ভালো ভিডিও টিউটরিয়াল আছে, সেগুলো দেখে দেখে শিখতে পারেন। এ ছাড়া বাজারে ভালো মানের বেশ কিছু বইও আছে, তাই বইয়ের সাহায্যও নেওয়া যেতে পারে।

► গণিতচর্চা প্রতিদিন হোক : গণিতে দক্ষ হওয়ার জন্য নিয়মিত বুঝে বুঝে অনুশীলন করার কোনো বিকল্প নেই। যাঁদের গণিতে দক্ষতা কম, তাঁরা সপ্তম থেকে দশম শ্রেণির বোর্ডের গণিত বইটা অনুশীলন করতে পারেন। এ ছাড়া বাজারের প্রচলিত গাইড বই থেকে প্রথমে সহজ টপিক, তারপর ধীরে ধীরে কঠিন টপিকের গণিতগুলো অনুশীলন করা যেতে পারে। নিয়মিত গণিত অনুশীলন করলে গণিতভীতি কেটে যাবে। আর যাঁরা গণিতে একটু বেশি দুর্বল, তাঁদের জন্য গণিতে এই এক বা দেড় মাসে পুরোপুরি দক্ষ হয়ে ওঠা কষ্টকর হবে। এ জন্য গণিত নিয়মিত অনুশীলন করে অন্যান্য বিষয়ের ওপর জোর দিতে হবে। তবে গণিত বাদও দেওয়া যাবে না। কেননা এখন গণিতচর্চা করলে এ পরীক্ষা না হলেও সামনের অন্যান্য নিয়োগ পরীক্ষায় কাজে দেবে।

► ইংরেজিকে অবহেলা নয় : অনেকেই আছেন, যাঁরা ইংরেজিকে ‘যমের মতো’ ভয় পান! তাঁরা যদি এ পরীক্ষায় ইংরেজিকে পাশ কাটিয়ে সফল হতে চান, তাহলে সে প্রচেষ্টা ব্যর্থ হতে পারে। এ জন্য ইংরেজিকে অবহেলা না করে প্রতিদিন অল্প হলেও ইংরেজি পড়ুন। বিগত সালের বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্নগুলো সমাধান করুন। নিয়মিত গ্রামারের রুলসের সঙ্গে বিগত সালের প্রশ্নগুলো অনুশীলন করুন। আর বেশি গুরুত্ব দিয়ে পড়ুন মেমোরাইজিং আইটেমগুলো (যে টপিকগুলো মুখস্থ করতে হয়)। যেমন—Synonym, Antonym, Group verb, Idioms and phrases ইত্যাদি। মেমোরাইজিং টপিকগুলোতে পরীক্ষায় নম্বর পাওয়া তুলনামূলক সহজ। কেননা কয়েকটি টপিক থেকেই নিয়মিত প্রশ্ন আসে। আর এটা মুখস্থ থাকলেই পারা যায়।

► সাধারণ জ্ঞান অসাধারণ নয় : সাধারণ জ্ঞান বিষয়টা সাধারণই। নিয়মিত পত্রিকা মনোযোগ দিয়ে পড়লে এবং বিভিন্ন গণমাধ্যমের সংবাদ শুনলে সাধারণ জ্ঞানের অনেকটা প্রস্তুতি হয়ে যায়। এ ছাড়া বাজারের প্রচলিত ভালো মানের একটি গাইড বই থেকে স্থায়ী সাধারণ জ্ঞানের বিষয়গুলো পড়া যেতে পারে। বর্তমান সময়ের নিয়োগ পরীক্ষাগুলোর প্রশ্ন বিশ্লেষণ করে দেখা গেছে—সাম্প্রতিক ঘটনা বা তথ্যের চেয়ে স্থায়ী বা গতানুগতিক সাধারণ জ্ঞানের প্রশ্নই পরীক্ষায় বেশি আসে। এ বছর মুজিববর্ষ, তাই বঙ্গবন্ধু সম্পর্কিত প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি।

সবার আগে সাজেশন আপডেট পেতে Follower ক্লিক করুন

(যে কোন প্রিলি পরীক্ষার জন্য)

১) তথ্যের ক্ষুদ্রতম একক – ডেটা
২) ডেটা শব্দের অর্থ – ফ্যাক্ট
৩) বিশেষ প্রেক্ষিতে ডেটাকে অর্থবহ করাই- ইনফরমেশন
৪) তথ্য=উপাত্ত+প্রেক্ষিত+অর্থ
৫) তথ্য বিতরণ, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের সাথে যুক্ত – তথ্য প্রযুক্তি
৬) ICT in Education Program প্রকাশ করে – UNESCO
৭) কম্পিউটারের ভেতর আছে – অসংখ্য বর্তনী
৮) তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ এবং উৎপাদন করে – কম্পিউটার
৯) কম্পিউটার গুরুত্বপূর্ণ কাজ করে – ৪টি
১০) মনো এফএম ব্যান্ড চালু হয় – ১৯৪৬ সালে
১১) স্টেরিও এফএম ব্যান্ড চালু হয় – ১৯৬০ সালে
১২) সারাবিশ্বে এফএম ফ্রিকুয়েন্সি 87.5-108.0 Hz
১৩) Radio Communication System এ ব্রডকাস্টিং – ৩ ধরণের
১৪) PAL এর পূর্ণরূপ – Phase Alternation by Line
১৫) দেশে বেসরকারি চ্যানেল -৪১টি
১৬) পৃথিবীর বৃহত্তম নেটওয়ার্ক – ইন্টারনেট
১৭) ইন্টারনেট চালু হয় – ARPANET দিয়ে (১৯৬৯)
১৮) ARPANET চালু করে মার্কিন প্রতিরক্ষা বিভাগ
১৯) ইন্টারনেট শব্দটি চালু হয় – ১৯৮২ সালে
২০) ARPANETএ TCP/IP চালু হয় – ১৯৮৩ সালে
২১) NSFNET প্রতিষ্ঠিত হয় – ১৯৮৬ সালে
২২) ARPANET বন্ধ হয় – ১৯৯০ সালে
২৩) সবার জন্য ইন্টারনেট উন্মুক্ত হয় – ১৯৮৯ সালে
২৪) ISOC প্রতিষ্ঠিত হয় – ১৯৯২ সালে
২৫) বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী প্রায় ৫কোটি ২২লাখ (৩২%)
২৬) ইন্টারনেটের পরীক্ষামূলক পর্যায় ১৯৬৯-১৯৮৩
২৭) টিভি – একমূখী যোগাযোগ ব্যবস্থা
২৮) “Global Village” ও “The Medium is the Message” এর উদ্ভাবক – মার্শাল ম্যাকলুহান (১৯১১-১৯৮০)
২৯) The Gutenberg : The Making Typographic Man প্রকাশিত হয় – ১৯৬২ সালে
৩০) Understanding Media প্রকাশিত হয় – ১৯৬৪ সালে
৩১) বিশ্বগ্রামের মূলভিত্তি – নিরাপদ তথ্য আদান প্রদান
৩২) বিশ্বগ্রামের মেরুদণ্ড – কানেকটিভিটি
৩৩) কম্পিউটার দিয়ে গাণিতিক যুক্তি ও সিদ্ধান্তগ্রহণমূলক কাজ করা যায়
৩৪) বর্তমান বিশ্বের জ্ঞানের প্রধান ভান্ডার – ওয়েবসাইট
৩৫) EHRএর পূর্ণরুপ – Electronic Heath Records
৩৬) অফিসের সার্বিক কার্যক্রম স্বয়ংক্রিয় করাকে বলে – অফিস অটোমেশন
৩৭) IT+Entertainment = Xbox
৩৮) IT+Telecommunication = iPod
৩৯) IT+Consumer Electronics= Vaio
৪০) কৃত্রিম বুদ্ধিমত্তা থাকবে – ৫ম প্রজন্মের কম্পিউটারে
৪১। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য ব্যবহার করা হয় – প্রোগ্রামিং ল্যাংগুয়েজ
৪২।রোবটের উপাদান- Power System, Actuator, Sensor, Manipulation
৪৩।PCB এর পূর্ণরূপ – Printed Circuit Board
৪৪।খ্রিষ্টপূর্ব ২৫০০ সালে ত্বকের চিকিৎসায় শীতল তাপমাত্রা ব্যবহার করতো – মিশরীয়রা
৪৫।নেপোলিয়নের চিকিৎসক ছিলেন – ডমিনিক জ্যা ল্যারি
৪৬।মহাশূন্যে প্রেরিত প্রথম উপগ্রহ – স্পুটনিক-১
৪৭।চাঁদে প্রথম মানুষ পৌঁছে – ২০জুলাই, ১৯৬৯ সালে
৪৮।MRP এর পূর্ণরুপ – Manufacturing Resource Planning
৪৯।UAV উড়তে সক্ষম ১০০ কি.মি. পর্যন্ত
৫০।GPS এর পূর্ণরুপ – Global Positioning System
৫১।ব্যক্তি সনাক্তকরণে ব্যবহৃত হয় -বায়োমেট্রিক পদ্ধতি
৫২।হ্যান্ড জিওমেট্রি রিডার পরিমাপ করতে পারে – ৩১০০০+ পয়েন্ট
৫৩।আইরিস সনাক্তকরণ পদ্ধতিতে সময় লাগে -১০-১৫ সেকেন্ড
৫৪।Bioinformatics শব্দটি প্রথম ব্যবহার করেন – Paulien Hogeweg
৫৫।Bioinformatics এর জনক – Margaret Oakley Dayhaff
৫৬।এক সেট পূর্নাঙ্গ জীনকে বলা হয় – জিনোম
৫৭।Genetic Engineering শব্দটি প্রথম ব্যবহার করেন – Jack Williamson l
৫৮। রিকম্বিনান্ট ডিএনএ তৈরি করেন – Paul Berg(1972)
৫৯।বিশ্বের প্রথম ট্রান্সজেনিক প্রাণি- ইঁদুর (1974)
৬০।বিশ্বের প্রথম Genetic Engineering Company – Genetech(1976)
৬১।GMO এর পূর্ণরুপ – Genetically Modified Organism
৬২।পারমানবিক বা আনবিক মাত্রার কার্যক্ষম কৌশল – ন্যানোটেকনোলজি
৬৩।অনুর গঠন দেখা যায় – স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপে
৬৪।Computer Ethics Institute এর নির্দেশনা – ১০টি
৬৫।ব্রেইল ছাড়া অন্ধদের পড়ার পদ্ধতি – Screen Magnification / Screen Reading Software
৬৬।যোগাযোগ প্রক্রিয়ার মৌলিক উপাদান – ৫টি
৬৭।ট্রান্সমিশন স্পিডকে বলা হয় – Bandwidth
৬৮।Bandwidth মাপা হয় – bps এ
৬৯।ন্যারো ব্যান্ডের গতি 45-300 bps
৭০।ভয়েস ব্যান্ডের গতি 9600 bps
৭১।ব্রডব্যান্ডের গতি- 1 Mbps
৭২।ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশন- এসিনক্রোনাস
৭৩।সিনক্রোনাস ট্রান্সমিশনে প্রতি ব্লকে ক্যারেক্টার ৮০-১৩২টি
৭৪।ডাটা ট্রান্সমিশন মোড- ৩ প্রকার
৭৫।একদিকে ডাটা প্রেরণ- সিমপ্লেক্স মোড
৭৬।উভয় দিকে ডাটা প্রেরণ, তবে এক সাথে নয়- হাফ ডুপ্লেক্স মোড
৭৭।একই সাথে উভয় দিকে ডাটা প্রেরণ – ফুল ডুপ্লেক্স মোড
৭৮।ক্যাবল তৈরি হয়- পরাবৈদ্যুতিক(Dielectric) পদার্থ দ্বারা
৭৯।Co-axial Cable এ গতি 200 Mbps পর্যন্ত
৮০।Twisted Pair Cable এ তার থাকে- 4 জোড়া
৮১।Fiber Optic- Light signal ট্রান্সমিট করে
৮২।মাইক্রোওয়েভের ফ্রিকুয়েন্সি রেঞ্জ 300 MHz – 30 GHz
৮৩।কৃত্রিম উপগ্রহের উদ্ভব ঘটে- ১৯৫০ এর দশকে
৮৪।Geosynchronous Satellite স্থাপিত হয়- ১৯৬০ এর দশকে
৮৫।কৃত্রিম উপগ্রহ থাকে ভূ-পৃষ্ঠ হতে ৩৬০০ কি.মি. উর্ধ্বে
৮৬।Bluetooth এর রেঞ্জ 10 -100 Meter
৮৭।Wi-fi এর পূর্ণরুপ- Wireless Fidelity
৮৮।Wi-fi এর গতি- 54 Mbps
৮৯।WiMax শব্দটি চালু হয়- ২০০১ সালে
৯০।WiMax এর পূর্ণরুপ- Worlwide Interoperabilty for Microwave Access
৯১।৪র্থ প্রজন্মের প্রযুক্তি- WiMax
৯২।WiMax এর গতি- 75 Mbps
৯৩।FDMA = Frequency Division Multiple Access
৯৪।CDMA = Code Division Multiple Access
৯৫।মোবাইলের মূল অংশ- ৩টি
৯৬।SIM = Subscriber Identity Module
৯৭।GSM = Global System for Mobile Communication
৯৮।GSM প্রথম নামকরণ করা হয়- ১৯৮২ সালে
৯৯।GSM এর চ্যানেল- ১২৪টি (প্রতিটি 200 KHz)
১০০।GSM এ ব্যবহৃত ফ্রিকুয়েন্সি- 4 ধরনের
১০১.GSM ব্যবহৃত হয় ২১৮টি দেশে
১০২.GSM 3G এর জন্য প্রযোজ্য
১০৩.GSM এ বিদ্যুৎ খরচ গড়ে ২ওয়াট
১০৪.CDMA আবিষ্কার করে Qualcom(১৯৯৫)
১০৫.রেডিও ওয়েভের ফ্রিকুয়েন্সি রেঞ্জ 10 KHz-1GHz
১০৬.রেডিও ওয়েভের গতি 24Kbps
১০৭.CDMA 3G তে পা রাখে ১৯৯৯ সালে
১০৮.CDMA ডাটা প্রদান করে স্প্রেড স্পেকট্রামে
১০৯.1G AMPS চালু করা হয় ১৯৮৩ সালে উত্তর আমেরিকায়
১১০.সর্বপ্রথম প্রিপেইড পদ্ধতি চালু হয় 2G তে
১১১.MMS ও SMS চালু হয় 2G তে
১১২.3G চালু হয় ১৯৯২ সালে
১১৩.3G এর ব্যান্ডউইথ 2MHz
১১৪.3G Mobile প্রথম ব্যবহার করে জাপানের NTT Docomo (২০০১)
১১৫.4G এর প্রধান বৈশিষ্ট্য IP ভিত্তিক নেটওয়ার্কের ব্যবহার
১১৬.4G এর গতি 3G এর চেয়ে ৫০ গুণ বেশি
১১৭.4G এর প্রকৃত ব্যান্ডউইথ 10Mbps
১১৮.টার্মিনাল দুই ধরনের
১১৯.ভৌগলিকভাবে কম্পিউটার নেটওয়ার্ক- ৪ ধরনের
১২০.PAN সীমাবদ্ধ ১০ মিটারের মধ্যে
১২১.PAN এর ধারণা দেন থমাস জিমারম্যান
১২২.LAN সীমাবদ্ধ ১০ কিলোমিটারের মধ্যে
১২৩.LAN এ ব্যবহৃত হয় Co-axial Cable
১২৪.কেবল টিভি নেটওয়ার্ক- MAN
১২৫.NIC=Network Interface Card
১২৬.NIC কার্ডের কোডে বিট সংখ্যা-48
১২৭.মডেম দুই ধরনের
১২৮.Hub হল দুইয়ের অধিক পোর্টযুক্ত রিপিটার
১২৯.স্বনামধন্য রাউটার কোম্পানি- Cisco
১৩০.ব্রিজ প্রধানত ৩ প্রকার
১৩১.নেটওয়ার্কে PC যে বিন্দুতে যুক্ত থাকে, তাকে নোড বলে।
১৩২.Office Management-এ ব্যবহৃত হয়- Tree Topology
১৩৩.বানিজ্যিকভাবে Cloud Computing শুরু করে- আমাজন (২০০৬)
১৩৪.Cloud Computing এর বৈশিষ্ট্য- ৩টি
১৩৫.সংখ্যা পদ্ধতিরর প্রতীক- অংক
১৩৬.সংখ্যা পদ্ধতি দুই ধরণের
১৩৭.Positional সংখ্যা পদ্ধতিরর জন্য প্রয়োজন- 3টি ডাটা
১৩৮.সংখ্যাকে পূর্ণাংশ ও ভগ্নাংশে ভাগ করা হয় Radix Point দিয়ে
১৩৯.Bit এর পূর্ণরুপ- Binary Digit
১৪০.Digital Computerএর মৌলিক একক- Bit
১৪১.সরলতম গণনা পদ্ধতি- বাইনারী পদ্ধতি
১৪২. “O” এর লজিক লেভেল : 0 Volt থেকে +0.8 Volt পর্যন্ত
১৪৩. “1” এর লজিক লেভেল : +2 Volt থেকে +5 Volt পর্যন্ত
১৪৪.Digital Device কাজ করে- Binary মোডে
১৪৫.n বিটের মান 2^n টি
১৪৬.BCD Code = Binary Coded Decimal Code
১৪৭.ASCII=American Standard Code for Information Interchange
১৪৮.ASCII উদ্ভাবন করেন- রবার্ট বিমার (১৯৬৫)
১৪৯.ASCII কোডে বিট সংখ্যা- ৭টি
১৫০.EBCDIC=Extended Binary Coded Decimal Information Code
১৫১.Unicode উদ্ভাবন করে Apple and Xerox Corporation (1991)
১৫২.Unicode বিট সংখ্যা- 2 Byte
১৫৩.Unicode এর ১ম 256 টি কোড ASCII কোডের অনুরুপ
১৫৪.Unicode এর চিহ্নিত চিহ্ন- ৬৫,৫৩৬টি (2^10)
১৫৫.ASCII এর বিট সংখ্যা- 1 Byte
১৫৬.বুলিয়ান এলজেবরার প্রবর্তক- জর্জ বুলি(১৮৪৭)
১৫৭.বুলিয়ান যোগকে বলে- Logical Addition
১৫৮.Dual Principle মেনে চলে- “and” ও “OR”
১৫৯.এক বা একাধিক চলক থাকে Logic Function এ
১৬০.Logic Function এ চলকের বিভিন্ন মান- Input
১৬১.Logic Function এর মান বা ফলাফল- Output
১৬২.বুলিয়ান উপপাদ্য প্রমাণ করা যায়- ট্রুথটেবিল দিয়ে
১৬৩.Digital Electronic Circuit হলো- Logic Gate
১৬৪.মৌলিক Logic Gate – ৩টি (OR, AND, NOT)
১৬৫.সার্বজনীন গেইট- ২টি (NAND,NOR)
১৬৬.বিশেষ গেইট- X-OR,X-NOR
১৬৭.Encoder এ 2^nটি ইনপুট থেকে n টি আউটপুট হয়
১৬৮.Decoder এ nটি ইনপুট থেকে 2^nটি আউটপুট দেয়
১৬৯.Half Adder এ Sum ও Carry থাকে
১৭০.Full Adder এ ১টি Sum ও ২টি Carry থাকে
১৭১.একগুচ্ছ ফ্লিপ-ফ্লপ হলো- রেজিস্ট্রার
১৭২.Input pulse গুনতে পারে- Counter
১৭৩.Web page তৈরি করা হয়- HTML দ্বারা
১৭৪.ছবির ফাইল-. jpg/.jpeg/.bmp
১৭৫.ভিডিও ফাইল-.mov/.mpeg/mp4
১৭৬.অডিও ফাইল- mp3
১৭৭.ওয়েবসাইটকে দৃষ্টিনন্দন করতে ব্যবহৃত হয়-.css
১৭৮.বর্তমানে চালু আছে- IPV4
১৭৯.IPV4 প্রকাশে প্রয়োজন- 32bit
১৮০.IP address এর Alphanumeric address- DNS
১৮১.সারাবিশ্বের ডোমেইন নেইম নিয়ন্ত্রণ করে- InterNIC
১৮২.জেনেরিক টাইপ ডোমেইন- টপ লেভেল ডোমেইন
১৮৩.http = hyper text transfer protocol
১৮৪.URL = Uniform Resource Locator
১৮৫.HTML আবিষ্কার করেন- টিম বার্নার লী (১৯৯০)
১৮৬.HTML তৈরি করে W3C
১৮৭.ওয়েব ডিজাইনের মূল কাজ- টেমপ্লেট তৈরি করা
১৮৮.প্রোগ্রামিংয়ের ভাষা- ৫স্তর বিশিষ্ট
১৮৯.Machine Language(1G)-1945
১৯০.Assembly Language(2G)-1950
১৯১.High Level Language(3G)-1960
১৯২.Very High Level Language(4G)-1970
১৯৩.Natural Language(5G)-1980
১৯৪.লো লেভেল vaSha-1G,2G
১৯৫.বিভিন্ন সাংকেতিক এড্রেস থাকে- লেভেলে
১৯৬.C Language তৈরি করেন- ডেনিস রিচি (১৯৭০)
১৯৭.C++ তৈরি করেন- Bijarne Stroustrup(১৯৮০)
১৯৮.Visual Basic শেষবার প্রকাশিত হয়- ১৯৯৮ সালে
১৯৯.Java ডিজাইন করে- Sun Micro System
২০০.ALGOL এর উদ্ভাবন ঘটে- ১৯৫৮ সালে
২০১.Fortran তৈরি করেন- জন বাকাস(১৯৫০)
২০২.Python তৈরি করেন- গুইডো ভ্যান রোসাম (১৯৯১)
২০৩.4G এর ভাষা- Intellect,SQL
২০৪.Pseudo Code- ছদ্ম কোড
২০৫.Visual Programming- Event Driven
২০৬.C Language এসেছে BCPL থেকে
২০৭.Turbo C তৈরি করে- Borland Company
২০৮.C ভাষার দরকারী Header ফাইল- stdio.h
২০৯.C এর অত্যাবশ্যকীয় অংশ- main () Function
২১০.ANSI C ভাষা সমর্থন করে- 4 শ্রেণির ডাটা
২১১.ANCI C তে কী-ওয়ার্ড- 47 টি
২১২.ANSI C++ এ কী-ওয়ার্ড- 63 টি
২১৩.ডাটাবেজের ভিত্তি- ফিল্ড
২১৪.Database Modelএর ধারণা দেন- E.F.Codd (১৯৭০)
২১৫.সবচেয়ে জনপ্রিয় Query- Selec Query
২১৬.SQL = Structured Query Language
২১৭.SQL তৈরি করে- IBM(১৯৭৪)
২১৮.ERP = Enterprise Resource Planning
২১৯.বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়- ২১ মে, ২০০৬
২২০.MIS = Management Information System
২২১।ভুয়া মেইল জমার স্থান- Spam
২২২।CD= Compact Disk
২২৩।MS Excel হলো Spreadsheet Software
২২৪।বাংলাদেশে ইন্টারনেট চালু হয়- ১৯৯৬ সালে
২২৫।বিশ্বের প্রথম কম্পিউটার- ENIAC
২২৬।ল্যাপটপ প্রথম বাজারে আসে-১৯৮১ সালে
২২৭।ROM=Read Only Memory
২২৮।বর্তমান প্রজন্ম- 4G
২২৯।টুইটারের জনক- জ্যাক ডরসি
২৩০। MODEM এ আছে – Modulator + Demodulator
২৩১।UNIX হলো Operating System
২৩২।CPU= Central Processing Unit
২৩৩।IC দিয়ে তৈরি প্রথম কম্পিউটার- IBM360
২৩৪।ডিজিটাল কম্পিউটারের সূক্ষতা ১০০%
২৩৫।১ম প্রোগ্রামার- লেডি অগাস্টা
২৩৬।১ম প্রোগ্রামিং ভাষা-ADA
২৩৭।কম্পিউটারে দেয়া অপ্রয়োজনীয় তথ্য-গিবারিশ
২৩৮।কম্পিউটার ভাইরাস আসে-১৯৫০ সালে
২৪০।কম্পিউটার ভাইরাস নাম দেন-ফ্রেড কোহেন
২৪১। Mother of All Virus-CIH
২৪২।VIRUS=Vital Information Resources Under Seize
২৪৩।প্রোগ্রাম রচনার সবচেয়ে কঠিন ভাষা- মেশিন ভাষা
২৪৪।NORTON-একটি এন্টিভাইরাস
২৪৫।মুরাতা বয়-জাপানি রোবট
২৪৬। 1nm=10^(-9) m
২৪৭।স্বর্ণের পরমাণুর আকার- 0.3nm
২৪৮।আইসোক্রোনাস ট্রান্সমিশনে সময় লাগে শূন্য সেকেন্ড
২৪৯।অপটিক্যাল ফাইবারের কোর ডায়ামিটার- ৮-১০ মাইক্রন
২৫০।১ম Wireless ব্যবহার করেন-Guglielimo Marconi(1901)
২৫১। ASCII-7 কোডের প্রথম 3bitকে জোন এবং শেষ 4bitকে সংখ্যাসূচক বলে
২৫২।ASCII সারণি মতে,
0-3 & 127 = Control Character
32-64 = Special Character
65-96 = Capital Letters & Some Signs
97-127 = Small Letters & Some Signs
২৫৩। EBCDIC কোডে- 0-9 = 1111 A-Z = 1100,1101,1110 Special Signs = 0100,0101,0110,0111
২৫৪। EBCDIC কোডে ২৫৬টি বর্ণ,চিহ্ন ও সংখ্যা আছে
২৫৫। EBCDIC কোড ব্যবহৃত হয়- IBM Mainframe Computer ও Mini Computer- এ।
২৫৬। Unicode উন্নত করে-Unicode Consortium
২৫৭। ফাইবার অপটিক ক্যাবল তৈরিতে ব্যবহৃত অন্তরক পদার্থ- সিলিকন ডাই অক্সাইড ও Muli Component Glass (Soda Boro Silicet, NaOH Silicet etc.)
২৫৮।Real Time Application এর Data Transfer এ বেশি ব্যবহৃত হয় Isochronous
২৫৯।Radio Wave এর Data Transmission Speed –24 Kbps
২৬০।Wifi এর দ্রুততম সংস্করণ-IE

[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]

সবার আগে সাজেশন আপডেট পেতে Follower ক্লিক করুন

১ম থেকে ৪৩তম বিসিএস প্রশ্ন ও সমাধান লিংক

Professor Primary Assistant Teacher book লিংক

ইংরেজি

প্রশ্ন বিগত ৩০ বছরের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
Parts of Speech বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Article বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Appropriate Preposition  বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Preposition বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Right forms of verb বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Voice বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Narration বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Phrase and Idioms বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
prefix and suffix বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Word Meaning বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Synonym-Antonym বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Spelling বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Translation /Vocabulary বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Sentence Correction বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
English literature বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
One word Substitutions বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
প্রায় ৩০০টি প্রশ্ন উত্তরসহবিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক

বাংলা

বিগত ৩০ বছরে বাংলা সাহিত্য ও ব্যাকরণ নিয়োগ পরীক্ষায় আষার সকল MCQ নৈবিত্তিক প্রশ্ন সমাধান এক সাথে, নিয়োগ পরীক্ষায় বাংলা থেকে আসা প্রশ্নগুলোর সমাধান প্রশ্ন ও উত্তর লিংক

বাংলা ব্যাকরণ

প্রশ্ন বিগত ৩০ বছরের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
সন্ধি বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
বিপরীত শব্দ বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
সমার্থক শব্দ বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
শুদ্ধ বানান বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
এককথায় প্রকাশ বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
তৎসম অর্ধতৎসম তদ্ভব
বিদেশী ও দেশি শব্দ
বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
উপসর্গ বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
সমাস বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
বাগধারা, প্রবাদ ও প্রবচন বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
কারক-বিভক্তি বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
যুক্ত বর্ণের বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
ধ্বনি, বর্ণ বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
বাক্য (সরল, জটিল, যৌগিক) বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
পদ নির্ণয় বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
দ্বিরুক্ত শব্দ/ দ্বন্দ্ব বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক

গণিত

প্রশ্ন বিগত ৩০ বছরের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
দশমিকের (যোগ, বিয়োগ, গুণ*, ভাগ) বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
শতকরা, লাভ-ক্ষতি, মুনাফা বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
ল.সা.গু, গ.সা.গু বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
ঐকিক নিয়ম (কাজ, খাদ্য, সৈন্য) বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
অনুপাত:সমানুপাত বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
সংখ্যা পদ্ধতি বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
বীজগাণিতিক মান নির্ণয় বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
উৎপাদক নির্ণয়, গড়, মধ্যক, প্রচুরক নির্ণয় বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
ত্রিভুজক্ষেত্র, বর্গক্ষেত্র বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
আয়তক্ষেত্রের বেসিক সূত্রের অংকসমূহ, সরলরেখা বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
গাছের উচ্চতা/মিনারের উচ্চতা/
মইয়ের দৈর্ঘ্য/সূর্যের উন্নতি
বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
পরিমাপ ও পরিমান বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
বিগত সালে প্রশ্ন বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক

সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন

চাকুরি

Advertisement 5

    Advertisement 3

    Leave a Comment