বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত নিয়োগ পরিক্ষায় প্রশ্ন, বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত নিয়োগ পরিক্ষায় প্রশ্ন, বাংলাদেশের ও ভারতের সম্পর্ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন,বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত নিয়োগ পরিক্ষায় প্রশ্ন ,বিভিন্ন চুক্তি (ভারত-বাংলাদেশ) নিয়োগ পরিক্ষায় প্রশ্ন

প্রশ্ন : আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) বাংলাদেশ কত শতাংশ শেয়ার চায়?
উত্তর :১ শতাংশ।
প্রশ্ন : খাদ্য নিরাপত্তা ও নীতি গবেষণায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে এবং বিশ্বে ১৬তম অবস্থানে রয়েছে কোনটি?
উত্তর : বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট।
প্রশ্ন : বাংলাদেশ- ভারতের মধ্যে সেতুবন্ধনকারী মুজিব নগরের স্বাধীনতা সড়কের দৈর্ঘ্য কত?
উত্তর : প্রায় ২ কিলােমিটার।
প্রশ্ন : রােহিঙ্গাদের জন্য ‘ভাসানচর প্রকল্প পরিচিত কী নামে?
উত্তর : ‘আশ্রায়ন প্রকল্প-৩ নামে।
প্রশ্ন : বর্তমানে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মােট কর্মসূচি রয়েছে কতটি?
উত্তর :১৪৩টি।
আরো পড়ুন : বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক ১০০টি প্রশ্ন ও উত্তর এক সাথে পড়ে নিন
প্রশ্ন : প্রথমবারের মতাে সফলভাবে দেশে উৎপাদন হয়েছে
উত্তর : হােয়াইট টি। অপর নাম (সিলভার নিডল ২ হােয়াইট টি)।
প্রশ্ন : ‘হােয়াইট টি’ এর উদ্ভাবক কে?
উত্তর :নাসির উদ্দিন খান।
প্রশ্ন : বর্তমানে মােবাইল ইন্টারনেটের গতিতে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর :১৩৫ তম।
প্রশ্ন : নারী উন্নয়নে অবদান রাখায় ‘ডব্লিউআইসিসি আই- অ্যাওয়ার্ড ২০২১’ পেয়েছেন কে?
উত্তর : ড. শিরীন শারমিন চৌধুরী।
প্রশ্ন : করােনা টিকা ‘বঙ্গভ্যাক্স এর আবিষ্কারক কে?
উত্তর :কাকন নাগ ও নাজনীন সুলতানা।
প্রশ্ন : সরকার বীজ সংরক্ষণে কোন দেশের সঙ্গে কাজ করেছে?
উত্তর :নরওয়ে।
প্রশ্ন : সরকার আনুষ্ঠানিকভাবে কতটি খাতকে ‘শিশুশ্রমমুক্ত’ ঘােষণা করেছে?
উত্তর : ৬টি। (ট্যানারি, সিরামিক, জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ, রপ্তানিমুখী চামড়াজাত শিল্প, পাদুকা ও রেশম)।
প্রশ্ন : সেনাবাহিনীর বর্তমান প্রধানের নাম কী?
উত্তর : জেনারেল আব্দুল আজিজ।
প্রশ্ন : বাংলাদেশ বিমানবাহিনীর বর্তমান প্রধানের নাম কী?
উত্তর : এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।
প্রশ্ন : নৌবাহিনীর বর্তমান প্রধানের নাম কী?
উত্তর : অ্যাডমিরাল এম শাহীন ইকবাল।
প্রশ্ন : দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে কত সালে?
উত্তর :২০২৩ সালে।
প্রশ্ন : ঢাকা-কক্সবাজার রেল যােগাযােগ শুরু হবে কবে?
উত্তর : ২০২২ সালে।
প্রশ্ন : বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত জিংক সমৃদ্ধ ধানের নতুন জাতের নাম কী?
উত্তর : ব্রি-১০০। (প্রতি কেজিতে ২৫.৭০ মিলিগ্রাম জিংক)।
প্রশ্ন : “Opportunity Hub এর ২০২০ সালে বিশ্বের ১০০ প্রভাবশালী তরুণদের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের
উত্তর : পাভেল সারওয়ার।
প্রশ্ন : অসমাপ্ত আত্নজীবনী গ্রন্থকে ভিত্তি করে নির্মিতব্য চলচ্চিত্রের নাম কী?
উত্তর : চিরঞ্জীব মুজিব।
প্রশ্ন : দেশের ইতিহাসে প্রথম নারী Controller General Defence Finance (CGDF) হয়েছেন কে?
উত্তর : মনােয়ারা হাবীব।
প্রশ্ন : স্বাধীনতার সংগ্রাম ভাস্কর্য কোথায় অবস্থিত?
উত্তর : মনােহরদী, নরসিংদী।
প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি মুরাল ‘হিমালয়’ কোথায় অবস্থিত?
উত্তর : লৌহজং, মুন্সীগঞ্জ।
প্রশ্ন : বর্তমানে ডিএমপির থানার সংখ্যা কতটি?
উত্তর :৫০টি।
প্রশ্ন : আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের (বাংলাদেশ) চেয়ারম্যান কে?
উত্তর : বিচারপতি মােঃ শাহিনুর ইসলাম।
প্রশ্ন : বর্তমানে দেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কতটি?
উত্তর : ৪৮৮৩টি।
প্রশ্ন : বাংলাদেশের রপ্তানি পণ্যের তৃতীয় বৃহত্তম বাজার কোনটি?
উত্তর : যুক্তরাজ্য।
প্রশ্ন : বাংলাদেশে বিদেশী বিনিয়ােগ ২য় অবস্থানে রয়েছে কোন দেশ?
উত্তর : যুক্তরাজ্য।
প্রশ্ন : বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে কত সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে?
উত্তর : ২০২৭।
প্রশ্ন : ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্তির জন্য বাংলাদেশ সম্প্রতি কতটি প্রত্নস্থান নির্বাচন করেছে ।
উত্তর : ২১৫।
প্রশ্ন : RSF এর প্রতিবেদন ২০২০ অনুযায়ী, মুক্ত গণ মাধ্যমে সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ১৫১তম।
প্রশ্ন : বাংলাদেশে করােনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়
উত্তর : ২৭ জানুয়ারি, ২০২১ (প্রথম টিকা নেন- নার্স রুনু বেরােনিকা কস্তা)।
প্রশ্ন : দেশে প্রথমবারের মতাে পূর্ণাঙ্গ ক্রিকেট কমপ্লেক্স তৈরি হচ্ছে কোথায়?
উত্তর : সিলেট।
আরো পড়ুন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে ৪০টি সাধারণ জ্ঞান [PDF]
প্রশ্ন : দেশের বৃহত্তম কনটেইনার ডিপাে নির্মিত হচ্ছে কোথায়?
উত্তর : ধীরাশ্রম, গাজীপুর।
প্রশ্ন : সাউথ এশিয়ান ইকোনমিক নেটওয়ার্ক ফোরামের (সানেম) তথ্যমতে, দেশে বর্তমানে দারিদ্র্যের হার কত?
উত্তর :৪২%।
প্রশ্ন : অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়ােগ পেয়েছেন কে?
উত্তর : শেখ মােহাম্মদ মােরসেদ ও মেহেদী হাসান চৌধুরী।
প্রশ্ন : অ্যান্টিবায়ােটিকের যথেচ্ছ ব্যবহার রােধে প্রধানমন্ত্রী কয়টি প্রস্তাব দিয়েছে?
উত্তর : ৬টি।
প্রশ্ন : দক্ষিণ এশিয়ার ৩য় দেশ হিসেবে করােনার টিকাদান এ কর্মসূচি চালু করে কোন দেশ?
উত্তর :বাংলাদেশ।
প্রশ্ন : দেশে প্রথম করােনা ভাইরাসের টিকা গ্রহণ করেন কে?
উত্তর : রুনু ভেরােনিকা কস্তা (কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স)।
প্রশ্ন : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়ায় শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে তােলা নতুন গ্রামের নাম কী?
উত্তর : মুজিববর্ষ ভিলেজ।
প্রশ্ন : প্রথমবারের মতাে দেশের নারী উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
উত্তর : সিলেট।
প্রশ্ন : ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাংলাদেশ চৌকস দল কোন গানটি বাজিয়েছে?
উত্তর : ‘শােননা একটি মুজিবের থেকে লক্ষ মুজিবের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি।
প্রশ্ন : কোন নেটওয়ার্কের মাধ্যমে এখন বিদেশ থেকে দেশে টাকা আনা যাবে?
উত্তর : হােমসেন্ড নেটওয়ার্ক।
প্রশ্ন : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র কে?
উত্তর : রেজাউল করিম চৌধুরী।
প্রশ্ন : বাংলাদেশ- মিয়ানমার-চীন বৈঠক রােডম্যাপ এ বাস্তবায়নে কতটি সিদ্ধান্ত হয়েছে? বUD
উত্তর : ৬টি।
প্রশ্ন : পায়রা সেতু নির্মাণ হচ্ছে কোথায়?
উত্তর : লেবুখালী, পটুয়াখালী।
প্রশ্ন : পায়রা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর :১৪৭০ মিটার (প্রস্থ ১৯.৭৬ মিটার।)
প্রশ্ন : বর্তমানে কতটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেবা দিচ্ছে?
উত্তর : ২৪টি।
প্রশ্ন : সবচেয়ে বেশি লবণাক্ত পানির নদী কোনটি?
উত্তর :শিবসা (খুলনা)।
প্রশ্ন : চাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ৩য়।
প্রশ্ন : ছাগল উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ৪র্থ।
প্রশ্ন : বাইসাইকেল রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : অষ্টম।
প্রশ্ন : আলু ও আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান ও কততম? RUP
উত্তর : সপ্তম।
প্রশ্ন : চাষের মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ৫ম।
প্রশ্ন : দেশের ৬৫১ তম থানা কোনটি?
উত্তর :ভাসানচর, নােয়াখালী।
প্রশ্ন : অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুযায়ী, দেশে বর্তমানে মাথাপিছু বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ কত?
উত্তর : ৫১০ কিলােওয়াট ঘণ্টা।
প্রশ্ন : করােনা ভাইরাস মহামারী পরবর্তী সময়ে বাংলাদেশ ক্রিকেট দল কোন দলের সাথে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে?
উত্তর : উইন্ডিজ এর সাথে (ওয়ানডে-তে ৩ ম্যাচ সিরিজে উইন্ডিজকে হােয়াইটওয়াশ করে বাংলাদেশ)।
প্রশ্ন : দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবল কোথায় স্থাপিত হবে?
উত্তর : কক্সবাজারে (নাম- SEA-ME-WE-6)।
প্রশ্ন : সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ট্রিট এর উদ্বোধন হয়েছে কোন দেশে?
উত্তর : মরিশাস (রাজধানী- পাের্ট লুইসে)।
প্রশ্ন : নতুন করে বীর মুক্তিযােদ্ধার স্বীকৃতি পেয়েছেন কতজন?
উত্তর : ৬১ বীরাঙ্গনা নারী।
প্রশ্ন : সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ৬৫তম।
প্রশ্ন : সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সার্ভারে অস্তিত্ব পাওয়া ক্ষতিকর প্রােগ্রামের নাম কী?
উত্তর : স্পাইওয়্যার।
প্রশ্ন : বাংলাদেশে সঞ্চয়পত্রের মেয়াদ কত বছর?
উত্তর :৫ বছর।
প্রশ্ন : পেয়াজ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তর : পাবনা।
প্রশ্ন : ইক্ষু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তর :নাটোর।
প্রশ্ন : আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তর :বগুড়া।
আরো পড়ুন : সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী [PDF]
প্রশ্ন : বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে আসবে কত সালে?
উত্তর : ২০২৬ সালে।
প্রশ্ন : বাংলাদেশ এলসিডিতে তালিকাভুক্ত হয় কত সালে?
উত্তর : ১৯৭৫ সালে।
প্রশ্ন : বর্তমানে বাংলাদেশসহ এলডিসি থেকে উত্তরণের পথে ই রয়েছে কতটি দেশ?
উত্তর : ৪টি দেশ।
প্রশ্ন : বাংলাদেশে স্টক এক্সচেঞ্জ আছে কতটি?
উত্তর : ২টি।
প্রশ্ন : ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক রয়েছে কতটি?
উত্তর : ৩টি।
প্রশ্ন : বিশ্বের সবচেয়ে বড় আশ্রয় শিবির কোথায় অবস্থিত?
উত্তর : কুতুপালং, কক্সবাজার।
প্রশ্ন : সুন্দরবনে অভয়ারণ্যের সংখ্যা কতটি?
উত্তর : ৩টি।
প্রশ্ন : সুন্দরবনে ডলফিন অভয়ারণ্য কতটি?
উত্তর :৩টি।
প্রশ্ন : সুন্দরবন বাংলাদেশের সমগ্র বনভূমির কত শতাংশ?
উত্তর : ৪৪ শতাংশ।
প্রশ্ন : ইউনেস্কোর তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের অধরা সংস্কৃতি কতটি?
উত্তর : ৪টি। যথা- মঙ্গল শােভাযাত্রা, বাউলগান, জামদানি, শীতলপাটি।
প্রশ্ন : কারােনার টিকার সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে সরকারের তৈরি অ্যাপের নাম কী?
উত্তর :সুরক্ষা।
প্রশ্ন : পােশাক রপ্তানিতে ইউরােপে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার কোনটি?
উত্তর : জার্মানি।
প্রশ্ন : মার্কিন দলিলে মুজিব হত্যাকাণ্ড’ বইটির রচয়িতা কে?
উত্তর : সাংবাদিক মিজানুর রহমান খান।
প্রশ্ন : মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের পরামর্শক প্রতিষ্ঠান কোনটি?
উত্তর : নিপ্পন সিনাে কোম্পানি লিমিটেড, জাপান।
প্রশ্ন : শিশুশ্রম নিরসনে আন্তর্জাতিক বর্ষ পালিত হবে কত সালে?
উত্তর : ২০২১ সালে।
প্রশ্ন : ইউজিসি’র নতুন প্রফেসর হিসেবে নিয়ােগ পেয়েছেন কে?
উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক হাসিনা খান।
প্রশ্ন : বিবিসি’র শীর্ষ ১০০ নারীর তালিকায় থাকা বাংলাদেশের দুই নারী
উত্তর : রিনা আক্তার ও রিমা সুলতানা রিমু।
প্রশ্ন : ২০২০ সালে সবার আগে বাংলা চ্যানেল পাড়ি দিয়েছে।
উত্তর : রাব্বি রহমান (সর্বকনিষ্ঠ)।
প্রশ্ন : সবচেয়ে বেশি বার বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন কে?
উত্তর : লিপটন সরকার (১৬ বার)।
প্রশ্ন : সৌদি প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্যসেবা দিতে চালু করা হয়
উত্তর : প্রবাস বন্ধু কল সেন্টার।
প্রশ্ন : ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কতজন সেনানি অংশগ্রহণ করে?
উত্তর :১২২ সেনানি।
প্রশ্ন : Cricinfo’র দশক সেরা ওয়ানডে একাদশে স্থান পাওয়া একমাত্র বাংলাদেশি
উত্তর :সাকিব আল হাসান।
প্রশ্ন : আর্চার রােমান সানাকে বাংলাদেশ আনসার ও গ্রাম উন্নয়ন বাহিনীর কোন পদে পদোন্নতি দেয়া হয়?
উত্তর : ল্যান্স নায়েক।
প্রশ্ন : ২০২১ সালের ২১ জুন ২৬তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর : কিগালি, রুয়ান্ডা।
প্রশ্ন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারােস্পেস বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠার ঘােষণা দিয়েছেন?
উত্তর : লালমনিরহাটে।
প্রশ্ন : বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় শিপিং চুক্তিপত্র স্বাক্ষরিত হয় কত সালে?
উত্তর : ১৯৮৬ সালে।
প্রশ্ন : বাংলাদেশের নতুন দুই পুলিশ থানা-
উত্তর : ভাসানচর থানা (নােয়াখালী), ঈদগাঁও থানা (কক্সবাজার)।
প্রশ্ন : পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিপত্র কার্যকর হয় কবে?
উত্তর : ২২ জানুয়ারি, ২০২১।
প্রশ্ন : বর্তমানে দেশে বীমা প্রতিষ্ঠানের সংখ্যা কতটি?
উত্তর : ৭৮ টি।
প্রশ্ন : দেশে চীন ও ভারতের টিকা পরীক্ষামূলক প্রয়ােগের উদ্যোগ নিয়েছে কোন প্রতিষ্ঠান?
উত্তর : আইসিডিডিআর, বি।
প্রশ্ন : ব্লক চেইন প্রযুক্তির মাধ্যমে প্রথম বাংলাদেশী ব্যাংক হিসেবে আন্তর্জাতিক ঋণপত্রে ইসলামী শরিয়াহ ভিত্তিক কার্যক্রম চালু করে কোন ব্যাংক?
উত্তর : সিটি ব্যাংক।
প্রশ্ন : মানবদেহের জন্য বাতাসের সবচেয়ে ক্ষতিকর উপাদান কোনটি?
উত্তর : পিএম ২.৫।
প্রশ্ন : বায়ুদূষণে বাংলাদেশে প্রতিবছর গর্ভপাত হয় কত?
উত্তর : ৩ হাজার নারীর।
প্রশ্ন : দেশে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় কতটি?
উত্তর : ৪টি (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর)।
প্রশ্ন : নৈসর্গিক সৌন্দর্যের আধার ‘ছৈলার চর’ কোথায় অবস্থিত?
উত্তর :ঝালকাঠি।
প্রশ্ন : উপকূলীয় ও বন্যাকবলিত এলাকায় মুজিব শতবর্ষের উপহার হিসেবে কতটি ভবন নির্মাণ করা হচ্ছে?
উত্তর : ৫৫০ টি ভবন (মুজিব কিল্লা)।
প্রশ্ন : আইইডিসিআর এর বর্তমান পরিচালক কে?
উত্তর : তাহমিনা শিরীন।
প্রশ্ন : দেশে বর্তমানে ইসলামী ধারার ব্যাংক কতটি?
উত্তর : ১০টি।
প্রশ্ন : ২০২০ সালে (জানুয়ারি-ডিসেম্বর) দেশে আসা সরাসরি বিদেশী বিনিয়ােগ (এফডিআই) এর পরিমাণ কত?
উত্তর :১৫০ কোটি ডলার।
প্রশ্ন : জাতীয় প্রেস ক্লাবের প্রথম নারী সভাপতি কে?
উত্তর : ফরিদা ইয়াসমিন।
প্রশ্ন : মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি কতটি?
উত্তর :৩৯টি (মােট সংসদীয় কমিটি ৫০টি)।
প্রশ্ন : বিশ্বব্যাংকের হিসাবে, বর্তমানে ঢাকার জনসংখ্যা কত?
উত্তর :১ কোটি ৮০ লাখ।
প্রশ্ন : দেশের প্রাচীন ‘উডবার্ন’ সরকারি গণগ্রন্থাগার কোথায়?
উত্তর : বগুড়া (১৮৫৪)।
প্রশ্ন : করােনার টিকা প্রদানে ‘কো-উইন’ নামক অ্যাপ তৈরি করেছে কোন দেশ?
উত্তর : ভারত।
প্রশ্ন : দেশে বর্তমানে পৌরসভার সংখ্যা কতটি?
উত্তর : ৩২৯ টি।
প্রশ্ন : দেশের প্রথম স্বয়ংক্রিয় দুগ্ধ খামার স্থাপিত হয় কোথায়?
উত্তর : রংপুরে।
প্রশ্ন : দেশের দীর্ঘতম সংযােগ সেতু হবে কোনটি?
উত্তর : ভােলা সেতু (দৈর্ঘ্য ১০ কি. মি)।
প্রশ্ন : ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ ঘােষণা করা হয় কোন নদীকে?
উত্তর :হালদা নদীকে।
প্রশ্ন : ২০৩৫ সালে ২৫ তম বৃহৎ অর্থনীতির দেশ হবে কোনটি?
উত্তর :বাংলাদেশ।
প্রশ্ন : চা উৎপাদনে বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ৮ম।
প্রশ্ন : ২৯ ডিসেম্বর,২০২০ মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরে প্রথমবারের মতাে নােঙ্গর করে
উত্তর : পানামার জাহাজ ‘ভেনাস ট্রাম্প।
প্রশ্ন : বর্তমানে সরকারের মন্ত্রিসভার মােট সদস্য কতজন? N/
উত্তর : ৪৮জন।
প্রশ্ন : বর্তমানে সরকারের মন্ত্রিসভায় নারীর সংখ্যা কতজন?
উত্তর : ৫জন।
প্রশ্ন : এনভায়রনমেন্ট অ্যান্ড সােশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বায়ুদূষণে শীর্ষে কোন দেশ?
উত্তর : বাংলাদেশ (ঢাকা নগরীর অবস্থান- চতুর্থ)।
প্রশ্ন : ২০২০ সালে দেশে মােট রেমিট্যান্সের পরিমাণ কত?
উত্তর : ২১.৬ বিলিয়ন বা দুই হাজার ১৬০ কোটি ডলার।
প্রশ্ন : বৈশ্বিক আইনে শাসন সূচক- ২০২০ এ বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ১১৫তম।
প্রশ্ন : জাতিসংঘের শরণার্থী সংস্থার শুভেচ্ছাদূত হয়েছেন কে?
উত্তর : সংগীত শিল্পী ও অভিনেতা- তাহসান খান।
প্রশ্ন : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এর নতুন মােবাইল ব্যাংকিং সেবার নাম কী?
উত্তর : উপায়।।
প্রশ্ন : ২০২০-২১ অর্থবছরে সংশােধিত এডিবির আকার কত?
উত্তর : ১ লাখ ৯৭ হাজার কোটি টাকা।
প্রশ্ন : স্বাস্থ্য অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক কে?
উত্তর : অধ্যাপক আবুল বাসার মােহাম্মদ খুরশীদ আলম।
প্রশ্ন : রােহনুর সীমান্ত কোথায় অবস্থিত?
উত্তর : চাঁপাইনবাবগঞ্জে।
প্রশ্ন : জাতীয় অধ্যাপক প্রয়াত আনিসুজ্জামানের, সম্প্রতি প্রকাশিত ৩টি বই কী কী?
উত্তর : আমার অভিধান, মহামানবের সাগর তীরে ও স্মৃতির মানুষ।
প্রশ্ন : রংপুর হাইটেক পার্কের নতুন নাম কী?
উত্তর : ড. এম এ ওয়াজেদ মিয়া হাইটেক পার্ক।
প্রশ্ন : বাংলাদেশে নব নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার এর নাম কি?
উত্তর : শিরুজিনাথ সামির।

সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন

বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি সাক্ষরিত হয় – ১৯ মার্চ , ১৯৭২
বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি সাক্ষরিত হয় – ২৫ বছরের জন্য।
গঙ্গা পানি চুক্তি স্বাক্ষরিত হয় – ১২ ডিসেম্বর, ১৯৯৬।
গঙ্গা পানি চুক্তি স্বাক্ষরিত হয় – ৩০ বছরের জন্য।
গঙ্গা পানি চুক্তি স্বাক্ষরিত হয় – বাংলাদেশের পক্ষে শেখ হাসিনা এবং ভারতের পক্ষে দেব গৌড়া।
ফারাক্কা বাঁধ চালু হয় – ১৯৭৫ সালে।
জাতিসংঘের কোন অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে ফারাক্কা ইস্যু উত্থাপন করা হয় –
৩১ তম অধিবেশনে।
পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় – ২ ডিসেম্বর, ১৯৯৭।
পার্বত্য শান্তি চুক্তিতে স্বাক্ষর করে – বাংলাদেশ সরকারের পক্ষে চীফ হুইপ
আবুল হাসানাত আবদুল্লাহ এবং পার্বত্য
চট্টগ্রামের জনসংহতি সমিতির পক্ষে জ্যোতিরিন্দ্র বোধি প্রিয় লারমা ( সন্তু লারমা )।
পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় – প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে।
শান্তি বাহিনী আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয় – ৫ মার্চ, ১৯৯৮।
শান্তি বাহিনী প্রথম অস্ত্র সমর্পণ করে – ১০ জানুয়ারি, ১৯৯৮।
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি অনুযায়ী আঞ্চলিক
পরিষদের সদস্য সংখ্যা – ২২ জন।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের পদ মর্যাদা – একজন প্রতিমন্ত্রীর সমান।
বাংলদেশ স্থলমাইন চুক্তিতে স্বাক্ষর
করে – ৮ মে, ১৯৯৯।
বাংলাদেশ-মায়ানমার মধ্যে স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় – ১২ নভেম্বর , ১৯৯৮।
বাংলাদেশ-ভারতের মধ্যে ট্রেন চলাচল
চুক্তি স্বাক্ষরিত হয় – ৪ জুলাই, ২০০০।
বাংলাদেশ-সিংগাপুর বাণিজ্য সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয় – ৩০ আগষ্ট, ২০০০।
বাংলাদেশ-থাইল্যান্ড আসামি প্রত্যার্পণ চুক্তি স্বাক্ষরিত হয়– ৯ জুলাই, ১৯৯৮।

সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন

। ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজির বাংলা বিজয় = ১২০৪ সালে

২। ষাট গম্বুজ মসজিদের প্রতিষ্ঠা = ১৪৫৯

৪। ভাস্কোডা গামার ভারত বর্ষে আসার জলপথ আবিষ্কার = ১৪৯৮ ।

৫। পানি পথের ১ম যুদ্ধ = ১৫২৬

৬। বাংলা সাল গণনা শুরু + পানি পথের ২য় যুদ্ধ+ সম্রাট আকবরের সিংহাসন লাভ = ১৫৫৬।

৭। সর্বপ্রথম ঢাকা বাংলার রাজধানী = ১৬১০ ।

৮। পলাশীর যুদ্ধ=১৭৫৭ সালে

৯। পানি পথের ৩য় যুদ্ধ = ১৭৬১ ।

১০। বক্সারের যুদ্ধ = ১৭৬৪

১১। দ্বৈত শাসন + ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ = ১৭৬৫।

১২। ছিয়াত্তরের মন্বন্তর = ১৭৭০

১৩। লর্ড বেন্টিং কর্তৃক রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় সতীদাহ প্রথা রহিতকরণ + ঢাকা বিভাগ চালু = ১৮২৯ ।

১৪। তিতুমীরের বাঁশের কেল্লা নির্মান = ১৮৩১

১৫ । লর্ড ডাল হৌসি কর্তৃক উপমহাদেশে রেল চালু = ১৮৫৩

১৬। লর্ড ডাল হৌসি কর্তৃক হিন্দু বিধবা আইন পাশ = ১৮৫৬

১৭। বাংলা ভাষার প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল প্রকাশ + সিপাহী বিদ্রোহ + কাগজের মুদ্রা চালু + বাংলাদেশে বাণিজিক ভাবে চা চাষ শুরু =১৮৫৭ সালে

১৮। নীল বিদ্রোহের অবসান + নীল দর্পন নাটকের প্রকাশ = ১৮৬০ ।

১৯। বাংলাদেশে রেল চালু = ১৮৬২।

২০। বঙ্গভঙ্গ শুরু এবং ঢাকা প্রাদেশিক রাজধানী =১৯০৫ সালে

২১। মুসলীম লীগ প্রতিষ্ঠিত = ১৯০৬ সালে

২২। বঙ্গভঙ্গ রদ =১৯১১ সালে

২৩। চর্যাপদ + শ্রীকৃষ্ণকীর্তন প্রকাশিত + লক্ষ্নৌ চুক্তি = ১৯১৬

২৪। লিগ অব ন্যাশনস প্রতিষ্ঠা +আইএলো প্রতিষ্ঠা + রবী ঠাকুরের নাইট উপাধি বর্জন+ জালিওয়ানবাগ হত্যাকাণ্ড = ১৯১৯ ।

২৫। বঙ্গবন্ধুর জন্ম = ১৯২০

২৬। কল্লোল পত্রিকা + ইন্টারপোলের কার্যক্রম শুরু+ বেঙ্গল প্যাক্ট(হিন্দু মুসলমান ঐক্য) + ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন = ১৯২৩

২৭। শেরে বাংলা কর্তৃক লাহোর প্রস্তাব উত্থাপন + টিভির বাণিজি্যক উৎপাদন =১৯৪০ সালে

২৮। পঞ্চাশের মন্বন্তর = ১৯৪৩( বাংলা ১৩৫০ )

২৯। ভারত বর্ষ বিভক্ত ( পাকিস্তান ও ভারতের স্বাধীনতা) + এসকাপ প্রতিষ্ঠা + আইএম এফের কার্যক্রম শুরু = ১৯৪৭ সালে

৩০। আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণা + সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন+ ভাষা আন্দোলনের সূত্রপাত + ফিলিস্তিনের মাতৃভূমিতে ইসরাইল রাষ্ট্রের প্রতিষ্ঠা + বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠা + উত্তর কোরিয়া – দক্ষিণ কোরিয়া , শ্রীলংকা+ মিয়ানমারের স্বাধীনতা + ট্রানজিস্টর আবিষ্কার +বিশ্ব শান্তি রক্ষী বাহিনী গঠন = ১৯৪৮

৩১। আওয়ামী লীগ +ন্যাটো প্রতিষ্ঠা , জেনেভা কনভেনশন + চীনের বিপ্লব + কমনওয়েলথ প্রতিষ্ঠা = ১৯৪৯

৩২। পূর্ববঙ্গ জমিদারী দখল ও প্রজাস্বসত্ত্ব আইন প্রণীত + মংলা সমুদ্র বন্দর + UNHCR প্রতিষ্ঠা = ১৯৫০ ।

৩৩। ভাষা আন্দোলন + এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা + শহীদ মিনার প্রতিষ্ঠা =১৯৫২ সালে

৩৪। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা + ডিএনএ ডাবল হেলিক্স + শেরপা- হিলারির এভারেস্ট জয় + কর্ণফুলী কাগজ কল ( বাংলাদেশের ১ম) = ১৯৫৩ ।

৩৫। যুক্তফ্রন্টের নির্বাচনে জয়লাভ + জাতীয় প্রেস ক্লাব + গণপরিষদে বাংলা ভাষাকে স্বীকৃতি + পূর্ব বাংলায় কেন্দ্রীয় শাসন জারি = ১৯৫৪

৩৬ । বাংলা একাডেমি প্রতিষ্ঠা, বান্দং সম্মেলন (ন্যাম গঠন) + মুসলিম আওয়ামীলীগ থেকে মুসলিম বাদ = ১৯৫৫

৩৭। মিশরের সুয়েজ খাল জাতীয়করণ +বাংলা ভাষাকে সাংবিধানিক স্বাকৃতি প্রদান = ১৯৫৬

৩৮। বাংলাদেশের প্রথম গ্যাস উত্তোলন আরম্ভ+ ভাসানির কাগমারি সম্মেলন + ইইসি + ম্যাগসেসে পুরস্কার + স্পুটনিক -১ ভূ- উপগ্রহ কক্ষপথে নিক্ষেপ= ১৯৫৭ ।

৩৯। পাকিস্তানে সামরিক অবস্থা জারি = ১৯৫৮ ।

৪০। বাংলা একাডেমি পুরস্কার প্রদান শুরু = ১৯৬০

৪১। শিক্ষা আন্দোলন – ১৯৬২ ।

৪২। ছয়দফা পেশ = ১৯৬৬ সালে

৪৩ । আগরতলা মামলা = ১৯৬৮ সালে

৪৪। গণঅভ্যুত্থান = ১৯৬৯ সালে

৪৫। স্বাধীন বাংলাদেশ =১৯৭১ সালে

৪৬। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন = ১৯৭২

৪৭। ভারত -বাংলাদেশ মৈত্রী চুক্তি = ১৯৭২

৪৮। বাংলাদেশের কমনওয়েলথে যোগদান = ১৯৭২

৪৯। বাংলাদেশের জাতিসংঘে যোগদান =১৯৭৪

৫০।বঙ্গবন্ধুকে হত্যা =১৯৭৫ ।

৫১। কাজী নজরুল ইসলাম ও জসীম উদ্ দীনের মৃত্যু এবং একুশে পদক প্রদান শুরু = ১৯৭৬

৫২। স্বাধীনতা পুরস্কার প্রদান শুরু = ১৯৭৭ ।

৫৩ । গঙ্গা পানি চুক্তি = ১৯৯৬ ।

৫৪। পাবর্ত্য চট্টগ্রাম শান্তি চুক্তি = ১৯৯৭

৫৫। ২১শে ফেব্রুয়ারিকে আন্তজার্তিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা = ১৯৯৯

সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন

৫৭। বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহণ করেছিল? উত্তরঃ ১৭ এপ্রিল ১৯৭১ 

৫৮। মুক্তিযুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত দুইজন নারী মুক্তিযোদ্ধা হলেন-? উত্তরঃ ক্যাপ্টেন সিতারা বেগম ও তারামন বিবি 

৫৯। বাংলাদেশের সংবিধান গৃহীত হয়-? উত্তরঃ ৪ নভেম্বর ১৯৭২ [৪ নভেম্বর সংবিধান দিবস] 

৬০। বাংলাদেশের বর্তমান এটর্নি জেনারেলের নাম কি? উত্তরঃ  এ এম আমিন উদ্দিন  [তিনি  দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল] 

৬১। “আমার দেখা নয়াচীন”  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা কততম প্রকাশিত গ্রন্থ? উত্তরঃ ৩য় [১ম অসমাপ্ত আত্মজীবনী, ২য় কারাগারের রোজনামচা] 

৬২। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হওয়া সর্বশেষ ২টি বিমানের নাম হল-? উত্তরঃ আকাশ তরী ও শ্বেত বালিকা [১৪ মার্চ ২০২১ এ আকাশ তরী ও শ্বেত বালিকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হয়] 

৬৩। ২৭শে মার্চ ২০২১ কোন দুটি দেশ ২৫ বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে? উত্তরঃ চীন ও ইরান 

৬৪। সেভেন সিস্টার বলা হয় কোন অঞ্চলকে?- উত্তরঃ পূর্ব ভারতের ৭টি রাজ্যকে

৬৫। কভিড- ১৯ অক্সফোর্ড  অ্যাস্ট্র জেনিকটিকা সর্বপ্রথম কোন দেশ ব্যবহারের অনুমতি প্রদান করে? উত্তরঃ যুক্তরাজ্য

৬৬। কয়লা উৎপাদনে বিশ্বে প্রথম? উত্তরঃ চীন

৬৭। অনূর্ধ্ব -১৯  ক্রিকেট বিশ্বকাপ ২০২০ এর ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে ছিল?- উত্তরঃ ভারত [চ্যাম্পিয়ন বাংলাদেশ] 

৬৮। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? উত্তরঃ ৫ জুন

৬৯। ”আগুন ও বরফের ভূমি” বলা হয় কোন দেশকে? উত্তরঃ আইসল্যান্ড 

৭০। ভারতের কোন অঞ্চলের সাথে বাংলাদেশের দীর্ঘ সীমানা বিদ্যমান? উত্তরঃ পশ্চিমবঙ্গ 

৭১। কি বোর্ডের কোন দুইটি  কি’র সমন্বয়ে সেন্টার এলাইনমেন্ট করা যাবে? উত্তরঃ Ctrl. + E 

৭২। ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে? উত্তরঃ অগ্ন্যাশয়

৭৩। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্যোক্তা কে? উত্তরঃ স্যার অ্যালান অক্টাভিয়ান হিউম

৭৪। বরেন্দ্র রিসার্চ সোসাইটি কোথায় এবং কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তরঃ রাজশাহী জেলায় ১৯১০ সালে 

৭৫। “A Brief History of Seven Killings” বইটির লেখক কে? উত্তরঃ মারলন জেমস 

৭৬। নাগাসাকি নগরীতে  বিস্ফোরিত পারমানবিক বোমার নাম কি ছিল? উত্তরঃ ফ্যাট ম্যান

৭৭। “Long Walk To Freedom”  গ্রন্থটির লেখক কে? উত্তরঃ নেলসন ম্যান্ডেলা

৭৮। কৃষক প্রজা পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তরঃ ১৯৩৬ সালে 

৭৯। বোর্ডের ওপর ”তেলরঙে” চর দখল ছবিটি কার আঁকা? উত্তরঃ এস. এম সুলতান 

৮০। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

১. বাংলাদেশের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় – ০৭ মার্চ,  ১৯৭৩ সালে(বুধবার)। সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় – ৩০ ডিসেম্বর,  ২০১৮।  

২. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জুলিও কুরি শান্তি পুরস্কার অর্জন করেন।  বঙ্গবন্ধু জুলিও কুরি পদকে ভূষিত হন – ১০ অক্টোবর,  ১৯৭২ কিন্তু পদক প্রদান করা হয় – ২৩ মে,  ১৯৭৩ সালে।  

৩. MoDMR = The Ministry of Disaster Management and Relief।

৪. আন্তর্জাতিক দুর্যোগ প্রমোশন দিবস পালন করা হয় – ১৩ অক্টোবর।  

৫. বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ আছে – ১৫৩টি।  অধ্যায় আছে – ১১টি এবং তফসিল – ৭টি।  সংবিদান গণপরিষদের উত্থাপিত হয় – ১২ অক্টোবর, ১৯৭২,  গৃহীত হয় – ৪ নভেম্বর,  ১৯৭২ এবং কার্যকর হয় – ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে। 

৬. করোনার টিকা রেজিস্ট্রেশনের জন্য বাংলাদেশে ব্যবহৃত অ্যাপটি নাম – সুরক্ষা অ্যাপ। করোনাভাইরাসের (কোভিড -১৯) টিকা গ্রহণের জন্য নিবন্ধিত হওয়ার অ্যাপ ‘সুরক্ষা’ (Surokkha) এর উদ্ধোধন করা হয় – ১৮ ফেব্রুয়ারি, ২০২১। টিকা প্রদানের গণকর্মসূচি শুরু হয় – ৭ ফেব্রুয়ারিতে তবে প্রথম টিকা প্রদান করা হয় ২৭ জানুয়ারি। (বিশ্বের ৫৪তম দেশ হিসেবে) 

৭. বাংলাদেশে সবচেযে বেশি বৃষ্টিপাত হয় যে উপজেলায় – লালখান,  জৈন্তাপুর,  সিলেট।  সর্বনিম্ন বৃষ্টিপাত – লালপুর,  নাটোর। 

৮. SDG এর পূর্ণরূপ – Sustainable Development Goals। জাতিসংঘ ২০১৫ সালে এসডিজি গ্রহণ করে। এটি ১৫ বছর মেয়াদি। এর উদ্দেশ্য ২০৩০ সালের মধ্যে বিশ্বে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করা। Sustainable Development Goals এর সুনিশ্চিত লক্ষ্য – ১৭টি এবং সহায়ক লক্ষ্য – ১৬৯টি।

৯. ACL এর পূর্ণরূপ – The Anterior Cruciate Ligament।

১০. ইন্টারনেট জগতে পিপীলিকা – সার্চ ইঞ্জিন।  বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন এটি। 

১১. ‘বরফ গলা নদী ‘ উপন্যাসের রচয়িতা – জহির রায়হান।  

১২. Merchan of Venice একটি নাটক যার নাট্যকার – উইলিয়াম শেক্সপিয়ার। 

১৩. রূপপুর প্রকল্প – পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র।  এটি পাবনা জেলার ঈশ্বরদীতে অবস্থিত। 

১৪. অলিম্পিক ম্যারাথনে যত দূরত্ব অতিক্রম করতে হয় – ২৬ মাইল ৩৮৫ গজ।

১৫. Sandai Framework যে সংক্রান্ত – সেন্দাই ফ্রেমওয়ার্ক ২০১৫-৩০’ হচ্ছে একটি দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল।

১. মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি গ্যাস রপ্তানি করে – কাতার

২. VAT কার্যকর হয়- ১ জুলাই ১৯৯১

৩. Biggest market capitalization company- Apple 

৪. বাংলাদেশের ফেইসবুকের বিকল্প কী- যোগাযোগ।  ( ওয়াটস অ্যাপ- আলাপন)

৫. মুসলিম জনসংখ্যা সংখ্যা গরিষ্ঠ দেশ – ইন্দোনেশিয়া 

৬. ভারতের সাথে সীমান্ত নেই কোন জেলার – বরিশাল 

৭.আফ্রিকার কোন দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়- সেনেগাল 

৮.সবচেয়ে বড় গনতান্ত্রিক দেশ কোনটি- ভারত

৯. রাশিয়ার কোবিড- ১৯ টিকার নাম কি – স্পুটনিক 

১০. পদ্মা সেতুর স্পেন কয়টি – ৪১

১১. বঙ্গব্যাক্স টিকার আবিষ্কারক কোম্পানি – গ্লোব বায়োটেক

১২.কোন বাংলাদেশি ম্যাগসেসে ২০২১ পুরস্কার পান – ফেরদৌসি কাদরি 

১৩. সম্প্রতি কোপা আমেরিকা ফাইনাল কোন দেশে অনুষ্ঠিত হয়- ব্রাজিল

১৪. জাতিসংঘের ৭৬ তম সাধারন অধিবেশনে বাংলাদেশ – সহসভাপতি 

১৫. মুজিবনগর দিবস কোনটি- ১৭ এপ্রিল 

১৬. জি-৭ এর সদস্য নয় – সুইজারল্যান্ড 

১৭. কম্পিউটারে Volatile Memory- RAM 

১৮.হ্যাক্সাডেসিমালের ভিত্তি – ১৬

১৯. FBCCI এর সদস্য -৩৬৯

২০. স্বাধীন বাংলাদেশের ১ম বাজেট ঘোষণা করেন কে- তাজউদ্দীন আহমেদ

২১- গ্রীষ্মকালীন paralympics ২০২০ কোন দেশে অনুষ্ঠিত হয়- টোকিও 

২২. My Life আত্মজীবনীর লেখক কে – ব্লিন ক্লিনটন

৬১. ঐতিহাসিক ছয় দফায় কোন বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না? উত্তরঃ বিচার ব্যবস্থা 

৬২. ১৯৬৯ সালের কোন তারিখের জনসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়?  উত্তরঃ ২৩ ফেব্রুয়ারি 

৬৩. প্রাচীন পুন্ড্রনগর কোথায় অবস্থিত? উত্তরঃ মহাস্থানগড়ে [বগুড়া]  

৬৪. মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে? উত্তরঃ ১০ নং 

৬৫. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? উত্তরঃ কামরুল হাসান 

৬৬. বাংলাদেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চলের নাম কি?  উত্তরঃ মিরসরাই

৬৭. বাংলাদেশের আন্তর্জাতিক বিমান বন্দর কয়টি? উত্তরঃ ৩টি 

৬৮. বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কত সালে? উত্তরঃ ১৯৭৪ সালে 

৬৯. বেনাপোল সংলগ্ন ভারতীয় স্থলবন্দর কোনটি? উত্তরঃ পেট্রাপোল 

৭০. মাত্র ১টি সংসদীয় আসন কোন জেলায়? উত্তরঃ রাঙ্গামাটি 

৭১. ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায়? উত্তরঃ প্যারিস [ফ্রান্স]  

৭২. আন্তর্জাতিক নারী দিবস কবে? উত্তরঃ ৭ মার্চ 

৭৩. বাইজেনটাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী? উত্তরঃ কনস্টান্টিনোপল

৭৪. ডিজিটাল মুদ্রার উদাহরণ কোনটি?  উত্তরঃ বিটকয়েন

৭৫. Android (এন্ড্রয়েড) অপারেটিং সিস্টেম কী ধরণের প্লাটফর্ম উত্তরঃ ওপেন সোর্স 

৭৬. কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়? উত্তরঃ লৌহ 

৭৭. কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক? উত্তরঃ শুক্র

৭৮. টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান কে? উত্তরঃ মুশফিক 

৭৯. অলিম্পিক গেমসের প্রতীকে কয়টি রং ব্যবহার করা হয়? উত্তরঃ ৫ টি [নীল, হলুদ, কালো, সবুজ ও লাল] 

৮০. আজকে বাংলা সনের কত তারিখ? উত্তরঃ ২৬ ভাদ্র, ১৪২৮ 

১. গণচীনের প্রতিষ্ঠাতা কে? 

ব্যাখ্যাঃ গণচীনের প্রতিষ্ঠাতা – মাও সে তুং। 

২. মালাক্কা প্রণালী কোথায় অবস্থিত?  

ব্যাখ্যঃ ভারত মহাসাগরে। 

৩. CIA এর পূর্ণরূপ কী?

ব্যাখ্যাঃ CIA এর পূর্ণরূপ –  Central Intelligence Agency।  এটি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আওতাধীন একটি বেসামরিক গোয়েন্দা সংস্থা। গঠিত হয়- ১৯৪৭ সালে।

৪. ৬-দফা কে উত্থাপন করেন?  

ব্যাখ্যাঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারিতে লাহোরে ৬-দফা উত্থাপন করেন।  

৫. অসমাপ্ত আত্মজীবনী’র লেখকের নাম কী? 

ব্যাখ্যাঃ বঙ্গবন্ধুর প্রথম আত্মজীবনী – অসমাপ্ত আত্মজীবনী।  গ্রন্থটি ২০১২ সালে জুন মাসে প্রকাশিত হয়। তাঁর অন্য দুটো গ্রন্থ হলো – কারাগারে রোজনামচা(২০১৭) ও আমার দেখা নয়াচীন (২০২০)।

৬. বাংলাদেশে সর্বশেষ কোন দল টি-২০ ম্যাচ খেলতে আসে? – নিউজিল্যান্ড।

৭. সর্বশেষ বিভাগ কোনটি? 

ব্যাখ্যাঃ দেশের সর্বশেষ অর্থাৎ ৮ম বিভাগ – ময়মনসিংহ।

৮. RAM এর পূর্ণরূপ – Random Access Memory. 

৯. স্ফুলিং – চলচ্চিত্রের পরিচালক কে? – তৌকির আহমেদ। 

১০. বাংলাদেশের সবচেয়ে প্রচীন জনপদ – মহাস্থানগড়। 

১১. Facebook এর Inventor কে?  – Mark Zuckerberg. 

১২. আফগান সরকারের প্রধান হচ্ছে – মোল্লা ওমর।  

১৩. BRICS এর সদর দপ্তর – সাংহাই। 

১৪. আধুনিক কম্পিউটারের জনক – চার্লস ব্যাবেজ। 

১৫. CPU এর পূর্ণরূপ – Central Processing Unit.

১৬. শহিদ বুদ্ধিজীবী দিবস – ১৪ ডিসেম্বর।  

১৭. আকবর নামা গ্রন্থের লেখক – আবুল ফজল। 

১৮. বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় – ভূটান।  

১৯. বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি – কাজী সালাউদ্দিন। 

২০. নিম্মের কোনটির Memory Capacity সর্বোচ্চ?  – Terabytes

৭২, মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? উত্তরঃ ১১ টি 

৬০. Covid-19 রােগী প্রথম কোন শহরে দেখা যায়? উত্তর: উহান 

৫৯. UNDP-তে কি হয় (পুর্ণরূপ)?  উত্তর: United Nations Development Programme

৫৬. যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? উত্তর: বরিস জনসন

৫৭. NATO stands for উত্তর: North Atlantic Treaty Organization

সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন

১। বাংলাদেশের উত্তরে ভারতের কোন কোন প্রদেশ অবস্থিত?

উঃ পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়।

২। বাংলাদেশের পূর্বে ভারতের কোন কোন প্রদেশ অবস্থিত?

উঃ আসাম, ত্রিপুরা ও মিজোরাম।

৩। বাংলাদেশের পশ্চিমে ভারতের কোন প্রদেশ অবস্থিত?

উঃ পশ্চিমবঙ্গ।

৪। বাংলাদেশের দক্ষিণে সীমানা কি?

উঃ বঙ্গোপসাগর।

৫। বাংলাদেশের দক্ষিণে ভারতের কোন প্রদেশ রয়েছে?

উঃ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ।৬। বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত রয়েছে?

উঃ ৫টি।

৭। বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় কবে?

উঃ ১৬ মে, ১৯৭৪ সালে।

৮। বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তিতে কে কে স্বাক্ষর করেন?

উঃ শেখ মুজিব-ইন্দিরা গান্ধী।

৯। বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি পাস হয়?

উঃ ১৯৭৪ সালের ৩য় সংশোধনীর মাধ্যমে।

১০। ভারতের সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি পাস হয়?

উঃ ২০১৫ সালে ১০০তম সংশোধনীর মাধ্যমে।১১। বাংলাদেশের জাতীয় সংসদে স্থলসীমান্ত চুক্তি পাস হয় কবে?

উঃ ২৩ নভেম্বর ১৯৭৪ সালে।

১২। বাংলাদেশ-ভারতের অমীমাংসিত সীমান্ত কত কি.মি.?

উঃ ২ কি.মি.।

১৩। বাংলাদেশ-ভারতের অমীমাংসিত এলাকা কোথায় অবস্থিত?

উঃ মুহুরীর চর (ফেনী)

১৪। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত?

উঃ ৫,১৩৮ কি.মি.।

১৫। বাংলাদেশের মোট স্থলসীমা কত?

উঃ ৪,৪২৭ কি.মি.।

১৬। বাংলাদেশের সাথে ভারতের সীমান্তের দৈর্ঘ্য কত?

উঃ ৪,১৪৪ কি.মি.।১৭। বাংলাদেশের সাথে মায়ানমারের সীমান্তের দৈর্ঘ্য কত?

উঃ ২৮৩ কি.মি.।

১৮। বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত?

উঃ ৭১১ কি.মি.।

১৯। কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত?

উঃ ১৫৫ কি.মি.।

২০। বাংলাদেশ-ভারত স্ট্রিপ ম্যাপ মানচিত্রে স্বাক্ষর করে কবে?

উঃ ২০ আগস্ট ২০১১।

সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন

চাকুরি

    Leave a Comment