- বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্রের নাম– মুখ ও মুখােশ, পরিচালক আবদুল জব্বার খান।
- বাংলা টপ্পা গানের প্রবর্তক নিধুবাবু। তাঁর আসল নাম— রামনিধি গুপ্ত।
- বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়— ৩ ডিসেম্বর, ১৯৫৫ সালে ।
- শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠিত হয়—১৯৭৪ সালে।
- শিশু একাডেমি প্রতিষ্ঠিত হয়— ১ জুলাই, ১৯৭৭ সালে ।
- এশিয়াটিক সােসাইটি থেকে প্রকাশিত বিশ্বকোষ’ এর নাম বাংলা পিডিয়া (১০ খণ্ডে বাংলা ও ইংরেজিতে, ২০০৩ সালে প্রকাশিত হয়) এটি বর্তমানে ১৪ খণ্ডে সম্প্রসারিত। সম্পাদক – অধ্যাপক সিরাজুল ইসলাম।
- উপমহাদেশে সর্বপ্রথম চলচ্চিত্র নির্মাণ করা হয় ১৮৯৫ সালে।
- উপমহাদেশের চলচ্চিত্রের জনক— হীরালাল সেন।
- বাংলাদেশে চলচ্চিত্রের জনক আবদুল জব্বার খান।
- উপমহাদেশের প্রথম সবাক চলচ্চিত্রের নাম— জামাই ষষ্ঠী।
- বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার জহির রায়হান।
- কাঁচের দেয়াল’ বিখ্যাত চলচ্চিত্র— জহির রায়হানের । তার পরিচালিত প্রথম চলচ্চিত্র কখনাে আসেনি।
- ‘ধীরে বহে মেঘনা’ চলচ্চিত্রের নির্মাতা আলমগীর কবির।
- ‘চিত্রা নদীর পাড়ে’ চলচ্চিত্রের নির্মাতা তানভীর মােকাম্মেল ।
- ‘ঘেটু পুত্র কমলা’ চলচ্চিত্রের পরিচালক হুমায়ূন আহমেদ।
- মাটির ময়না চলচ্চিত্রের পরিচালক তারেক মাসুদ।
- ‘জীবন থেকে নেওয়া বিখ্যাত চলচ্চিত্রটি পরিচালনা করেন জহির রায়হান।
- বিএফডিসি প্রতিষ্ঠিত হয় ১৯৫৮ সালে।
- স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘চাকা’ এর নির্মাতা মােরশেদুল ইসলাম।
- স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘লালসালু’এর পরিচালক তানভীর মােকাম্মেল।
- শিক্ষামূলক কার্টুন সিরিজ মীনার স্রষ্টা মােস্তফা মনােয়ার।
- ‘স্টপ জেনােসাইড’ এর পরিচালক জহির রায়হান।
- অস্কারের জন্য মনােনীত প্রথম বাংলা চলচ্চিত্র— মাটির ময়না।
[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]
বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি
- সংস্কৃতি হলাে প্রত্যেক মানুষের ব্যক্তিগত আচরণের সমষ্টি।
- বাংলাদেশের সর্বজনস্বীকৃত প্রাচীন সংস্কৃতির ধারা হলাে- বৈশাখী মেলা।
- পহেলা বৈশাখের মঙ্গল শােভাযাত্রা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি লাভ করে—৩০ নভেম্বর, ২০১৬।
- বাংলাদেশের সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খান; তাঁর জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া; ব্রাহ্মণবাড়িয়াকে বলা হয় বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী।
- মরমী কবি হাছন রাজা; বাউল সম্রাট লালন শাহ; লালন শাহের গানের বিষয়বস্তু দেহতত্ত্ব, লালনের আখড়া অবস্থিত- কুষ্টিয়া।
- বাউল গানের বিশেষত্ব আধাত্মবিষয়ক। উপজাতিদের বর্ষবরণ উৎসবকে সামগ্রিকভাবে বলা হয়— বৈসাবি; রাখাইনদের উৎসবের নাম- জলকেলি।।
- সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের প্রতিষ্ঠা—১৯৬১; উদীচী শিল্পী গােষ্ঠীর প্রতিষ্ঠা- ১৯৬৮।
- ‘গম্ভীরা বাংলাদেশের যে অঞ্চলের গান— চাঁপাইনবাবগঞ্জ (রাজশাহী)।
- ‘চটকা’ ও ‘ভাওয়াইয়া বাংলাদেশের রংপুর।
- ভাটিয়ালী বাংলাদেশের ময়মনসিংহ।
- ভাণ্ডারীচট্টগ্রাম অঞ্চলের গান।
- ঢাকা, ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্যের নাম— জারি।
- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানাে একুশে ফেব্রুয়ারি’ গানটির গীতিকার আবদুল গাফফার চৌধুরী; গানটির প্রথম সুরকার— আবদুল লতিফ, বর্তমান সুরকার আলতাফ মাহমুদ।
- ‘মােরা একটি ফুলকে বাঁচাবাে বলে যুদ্ধ করি’ বিখ্যাত এ বাংলা গানটির রচয়িতা— গােবিন্দ হালদার।
- বাংলাদেশের একমাত্র লােকশিল্প জাদুঘরটি নারায়ণগঞ্জের সােনারগাঁয়ে।
- লােকশিল্প জাদুঘরের বর্তমান নাম— জয়নুল লােক ও কারুশিল্প জাদুঘর।
- বাংলাদেশের জাতীয় জাদুঘর অবস্থিত— ঢাকার শাহবাগে। প্রতিষ্ঠিত—৭ আগস্ট, ১৯১৩ সালে।
- মুক্তিযুদ্ধ যাদুঘর অবস্থিত ঢাকার আগারগাঁও (তবে প্রথমে প্রতিষ্ঠিত হয় সেগুনবাগিচায়)। প্রতিষ্ঠিত—২২ মার্চ, ১৯৯৬ সালে।
- বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার অবস্থিত— আগারগাঁও।
- বাংলাদেশের জাতীয় নাট্যশালা অবস্থিত- শিল্পকলা একাডেমিতে, আর শিল্পকলা একাডেমি অবস্থিত—ঢাকার সেগুনবাগিচায়।
- বাংলাদেশের জাতিতাত্ত্বিক বা নৃ-তাত্ত্বিক জাদুঘর চট্টগ্রামের আগ্রাবাদে।
- বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর-বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী (১৯১০)।
- বাংলায় পঞ্চাশের মন্বন্তর (দুর্ভিক্ষ) হয়েছিল ইংরেজি ১৯৪৩ সালে।
- জয়নুল এর উপর আঁকেন বিখ্যাত চিত্রশিল্প ‘ম্যাডােনা ৪৩’।
- প্রখ্যাত ‘তিন কন্যা’ ছবিটি এঁকেছেন—কামরুল হাসান; মনপুরা-৭০–একটি চিত্রশিল্পের নাম।
- বাংলাদেশের যে সঙ্গীতজ্ঞ আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি অর্জন করেছিলেন ওস্তাদ আয়াত আলী খান; বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পল্লীগীতির গায়ক—আব্বাস উদ্দিন ও আবদুল আলীম।
- বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী বুলবুল চৌধুরী; বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদীন।
- বাংলাদেশের শ্রেষ্ঠ কাঠ খােদাই শিল্পী— অলক রায়; শ্রেষ্ঠ কার্টুনিস্ট- রনবী (রফিকুন্নবী)।
সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন
- বৈরাগীর ভিটা অবস্থিত করতােয়া নদীর তীরে বগুড়ার মহাস্থানগড়ে।
- বৈরাগীর চালা অবস্থিত গাজীপুর জেলার শ্রীপুরে ।
- বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ– সিলেটের; ঢাকা-ময়মনসিহং অঞ্চলের ঐতিহ্যবাহী নাচজারি; রংপুর, রাজশাহী অঞ্চলের নৃত্য- ঝুমুর।
- উয়ারি বটেশ্বর ২০১০ সালে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ আবিষ্কৃত বাংলাদেশের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন।
- নরসিংদীর বেলাবােতে অবস্থিত উয়ারি বটেশ্বরে পাওয়া গেছে ১৪০০ বছরের প্রাচীন ইট নির্মিত বৌদ্ধ পদ্মমন্দির।
- সপ্তদশ শতাব্দীতে শায়েস্তা খান নির্মিত সাত গম্বুজ মসজিদটি (মূলত গম্বুজ সংখ্যা ৩টি) — ঢাকার মােহাম্মদপুরে অবস্থিত।
- শালবন ও আনন্দ বিহার কুমিল্লার ময়নামতিতে, সােমপুর বিহার নওগাঁর- পাহাড়পুরে, সীতাকোট বিহার- দিনাজপুরে, মহামুনি বিহার চট্টগ্রামের রাউজানে এবং ভাসু বিহার বগুড়ারমহাস্থানগড়ে অবস্থিত।
- পাহাড়পুর বৌদ্ধ বিহার নির্মিত হয়— পাল শাসনামলে, এটি নির্মাণ করেন রাজা ধর্মপাল।
- শালবন বিহার অবস্থিত কুমিল্লার ময়নামতি ও লালমাই পাহাড়ের মধ্যবর্তী স্থানে; শালবন বিহার বিখ্যাত বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষের জন্য।
- ঢাকায় অবস্থিত যে বিহার— শাক্যমুনি বিহার।
- ময়নামতির নিদর্শন— বৌদ্ধ ধর্মের (৭ম শতক)।
- ভােজ বিহার অবস্থিত যে জেলায় কুমিল্লা।
- সােনারগাঁয়ের নামকরণ করা হয়— ঈসা খানের স্ত্রী সােনা বিবির নাম অনুসারে।
- বৈরাগীর ভিটা, গােবিন্দ ভিটা, খােদার পাথর ভিটা, শীলাদেবীর ঘাট, লক্ষ্মীন্দরের মেধ, বেহুলা লক্ষ্মীন্দরের বাসর ঘর মহাস্থানগরে অবস্থিত।
- পাঁচবিবির মাজার, সােনা বিবির মাজার, পঞ্চম পীরের মাজার, গিয়াসউদ্দিন আজম শাহর মাজার, পানাম নগর ও বাংলাদেশ লােকশিল্প জাদুঘর— সােনারগাঁও এ অবস্থিত।
- কুমিল্লা জেলার ঐতিহাসিক স্থান ময়নামতি, যা রাজা মানিকচন্দ্রের স্ত্রী রানী ময়নামতির নামানুসারে নামকরণ করা হয়েছে।
- আওরঙ্গবাদ দুর্গ হিসেবে পরিচিত লালবাগ কেল্লার নির্মাণ কাজ শাহজাদা মােহাম্মদ আজম শুরু করলেও শেষ করেন সুবেদার শায়েস্তা খা ।
- লালবাগ কেল্লার অভ্যন্তরে অবস্থিত— সুবেদার শায়েস্তা খানের কন্যা পরিবিবির মাজার (আসল নাম ইরান দুখত)।
- ঢাকার নবাব আব্দুল গণি তাঁর পুত্র আহসানউল্লাহর নামানুসারে ১৮৭২ সালে নির্মাণ করেনআহসান মঞ্জিল।
- উত্তরা গণভবন অবস্থিত— নাটোর জেলায়। পানাম নগর অবস্থিত সােনারগাঁয়ে।
- বিজ্ঞান জাদুঘর অবস্থিত ঢাকার আগারগাঁওয়ে।
- ঢাকার বিখ্যাত তারা মসজিদের নির্মাতা মির্জা গােলাম পীর।
- নুসরতশাহ নির্মাণ করেন— রাজশাহীর বাঘা মসজিদ এবং চাঁপাইনবাবগঞ্জের ছােট সােনা মসজিদ।
- কুসুম্বা মসজিদ অবস্থিত নওগাঁয়, বাঘা মসজিদ অবস্থিত রাজশাহীতে ।
- কান্তজীর মন্দির দিনাজপুর জেলার কান্তনগরে অবস্থিত, রামুমন্দির অবস্থিত কক্সবাজারের রামু থানায়।
- রামসাগর- দিনাজপুরে, নীলসাগর- নীলফামারীতে এবং ধর্মসাগর- কুমিল্লায় অবস্থিত।
- বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন— সুবেদার ইসলাম খান এবং ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন—মুর্শিদকুলী খান।
- শাহ সুলতান বলখী ও শীলাদেবীর ঘাট-মহাস্থানগড়ে।
- পাঁচ পীরের মাজার– সােনারগাঁয়ে।
- গুরুদুয়ারা নানক শাহী যে জন্য বিখ্যাত শিখদের ধর্মীয় উপাসনালয় (অবস্থান- ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে)।
- বাংলাদেশের প্রাচীনতম পার্ক- বাহাদুরশাহ পার্ক।
- বড় কাটরা ও ছােট কাটরা উভয়ই ঢাকার চকবাজারে অবস্থিত।
- বড় কাটরার নির্মাতা শাহ সুজা এবং ছােট কাটরার নির্মাতা শায়েস্তা খান।
- ঢাকা গেট এর নির্মাতা মীর জুমলা ।
- হােসনি দালান এর নির্মাতা মীর মুরাদ।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]
সবার আগে সাজেশন আপডেট পেতে Follower ক্লিক করুন
১ম থেকে ৪৩তম বিসিএস প্রশ্ন ও সমাধান লিংক
Professor Primary Assistant Teacher book লিংক
ইংরেজি
বাংলা
বাংলা ব্যাকরণ
গণিত
সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন
- ৭ কলেজ বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান 2022,ঢাবি ৭ কলেজ বিজ্ঞান ইউনিট প্রশ্ন সমাধান ২০২২,7 College Admission Question Solution 2022 [Science Unit],৭ কলেজ বিজ্ঞান ইউনিট প্রশ্ন সমাধান ২০২২,ঢাবি ৭ কলেজ বিজ্ঞান ইউনিট MCQ প্রশ্ন সমাধান 2022
- August Current Affairs 2022 pdf download,Current Affairs August 2022 pdf,Bangla Current Affairs pdf 2022,Current Affairs August 2022 pdf,Current Affairs August 2022 pdf download,Current Affairs August 2022
- আগষ্ট ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স pdf download ,কারেন্ট অ্যাফেয়ার্স আগষ্ট ২০২২ PDF , Current Affairs August 2022 PDF Download, কারেন্ট অ্যাফেয়ার্স আগষ্ট ২০২২ সাম্প্রতিক PDF Download
- এনআরবি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, NRB Bank Job Circular 2022, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এনআরবি ব্যাংকে, এনআরবি ব্যাংকে ইউনিট হেড পদে চাকরি, New Job Circular NRB Bank Job 2022, NRB Bank Job Circular 2022
- Bcsir Job Circular 2022, New Job Circular Bcsir Job 2022, Bcsir Govt Job Circular 2022, Bcsir Job Circular 2022, Bcsir Job Circular 2022 Pdf, Bcsir Job Circular 2022 Pdf Download, Job Circular In Bcsir 2022
- বিসিএসআইআর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ বিসিএসআইআর, বিসিএসআইআর চাকরির বিজ্ঞপ্তি 2022, বিসিএসআইআর চাকরির খবর ২০২২, নতুন চাকরির খবর বিসিএসআইআর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২