বাংলাদেশের চলচ্চিত্র কৃষ্টি ও সংস্কৃতি প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্ন সমাধান, নিয়োগ পরিক্ষার জন্য ১০০% কমন বাংলাদেশের চলচ্চিত্র কৃষ্টি ও সংস্কৃতি প্রত্নতাত্ত্বিক নিদর্শন এক সাথে, যেকোন চাকরির পরীক্ষায় বার বার আসা কিছু গুরুত্বপূর্ণ বাংলাদেশের চলচ্চিত্র কৃষ্টি ও সংস্কৃতি প্রত্নতাত্ত্বিক নিদর্শন

Advertisement

  • বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্রের নাম– মুখ ও মুখােশ, পরিচালক আবদুল জব্বার খান।
  • বাংলা টপ্পা গানের প্রবর্তক নিধুবাবু। তাঁর আসল নাম— রামনিধি গুপ্ত।
  • বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়— ৩ ডিসেম্বর, ১৯৫৫ সালে ।
  • শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠিত হয়—১৯৭৪ সালে।
  • শিশু একাডেমি প্রতিষ্ঠিত হয়— ১ জুলাই, ১৯৭৭ সালে ।
  • এশিয়াটিক সােসাইটি থেকে প্রকাশিত বিশ্বকোষ’ এর নাম বাংলা পিডিয়া (১০ খণ্ডে বাংলা ও ইংরেজিতে, ২০০৩ সালে প্রকাশিত হয়) এটি বর্তমানে ১৪ খণ্ডে সম্প্রসারিত। সম্পাদক – অধ্যাপক সিরাজুল ইসলাম।

  • উপমহাদেশে সর্বপ্রথম চলচ্চিত্র নির্মাণ করা হয় ১৮৯৫ সালে।
  • উপমহাদেশের চলচ্চিত্রের জনক— হীরালাল সেন।
  • বাংলাদেশে চলচ্চিত্রের জনক আবদুল জব্বার খান।
  • উপমহাদেশের প্রথম সবাক চলচ্চিত্রের নাম— জামাই ষষ্ঠী।
  • বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার জহির রায়হান।
  • কাঁচের দেয়াল’ বিখ্যাত চলচ্চিত্র— জহির রায়হানের । তার পরিচালিত প্রথম চলচ্চিত্র কখনাে আসেনি।
  • ‘ধীরে বহে মেঘনা’ চলচ্চিত্রের নির্মাতা আলমগীর কবির।
  • ‘চিত্রা নদীর পাড়ে’ চলচ্চিত্রের নির্মাতা তানভীর মােকাম্মেল ।
  • ‘ঘেটু পুত্র কমলা’ চলচ্চিত্রের পরিচালক হুমায়ূন আহমেদ।
  • মাটির ময়না চলচ্চিত্রের পরিচালক তারেক মাসুদ।
  • ‘জীবন থেকে নেওয়া বিখ্যাত চলচ্চিত্রটি পরিচালনা করেন জহির রায়হান।
  • বিএফডিসি প্রতিষ্ঠিত হয় ১৯৫৮ সালে।
  • স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘চাকা’ এর নির্মাতা মােরশেদুল ইসলাম।
  • স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘লালসালু’এর পরিচালক তানভীর মােকাম্মেল।
  • শিক্ষামূলক কার্টুন সিরিজ মীনার স্রষ্টা মােস্তফা মনােয়ার।
  • ‘স্টপ জেনােসাইড’ এর পরিচালক জহির রায়হান।
  • অস্কারের জন্য মনােনীত প্রথম বাংলা চলচ্চিত্র— মাটির ময়না।

[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]

বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি

  • সংস্কৃতি হলাে প্রত্যেক মানুষের ব্যক্তিগত আচরণের সমষ্টি।
  • বাংলাদেশের সর্বজনস্বীকৃত প্রাচীন সংস্কৃতির ধারা হলাে- বৈশাখী মেলা।
  • পহেলা বৈশাখের মঙ্গল শােভাযাত্রা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি লাভ করে—৩০ নভেম্বর, ২০১৬।
  • বাংলাদেশের সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খান; তাঁর জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া; ব্রাহ্মণবাড়িয়াকে বলা হয় বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী।

  • মরমী কবি হাছন রাজা; বাউল সম্রাট লালন শাহ; লালন শাহের গানের বিষয়বস্তু দেহতত্ত্ব, লালনের আখড়া অবস্থিত- কুষ্টিয়া।
  • বাউল গানের বিশেষত্ব আধাত্মবিষয়ক। উপজাতিদের বর্ষবরণ উৎসবকে সামগ্রিকভাবে বলা হয়— বৈসাবি; রাখাইনদের উৎসবের নাম- জলকেলি।।
  • সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের প্রতিষ্ঠা—১৯৬১; উদীচী শিল্পী গােষ্ঠীর প্রতিষ্ঠা- ১৯৬৮।
  • ‘গম্ভীরা বাংলাদেশের যে অঞ্চলের গান— চাঁপাইনবাবগঞ্জ (রাজশাহী)।
  • ‘চটকা’ ও ‘ভাওয়াইয়া বাংলাদেশের রংপুর।
  • ভাটিয়ালী বাংলাদেশের ময়মনসিংহ।
  • ভাণ্ডারীচট্টগ্রাম অঞ্চলের গান।
  • ঢাকা, ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্যের নাম— জারি।
  • ‘আমার ভাইয়ের রক্তে রাঙানাে একুশে ফেব্রুয়ারি’ গানটির গীতিকার আবদুল গাফফার চৌধুরী; গানটির প্রথম সুরকার— আবদুল লতিফ, বর্তমান সুরকার আলতাফ মাহমুদ।
  • ‘মােরা একটি ফুলকে বাঁচাবাে বলে যুদ্ধ করি’ বিখ্যাত এ বাংলা গানটির রচয়িতা— গােবিন্দ হালদার।
  • বাংলাদেশের একমাত্র লােকশিল্প জাদুঘরটি নারায়ণগঞ্জের সােনারগাঁয়ে।
  • লােকশিল্প জাদুঘরের বর্তমান নাম— জয়নুল লােক ও কারুশিল্প জাদুঘর।
  • বাংলাদেশের জাতীয় জাদুঘর অবস্থিত— ঢাকার শাহবাগে। প্রতিষ্ঠিত—৭ আগস্ট, ১৯১৩ সালে।
  • মুক্তিযুদ্ধ যাদুঘর অবস্থিত ঢাকার আগারগাঁও (তবে প্রথমে প্রতিষ্ঠিত হয় সেগুনবাগিচায়)। প্রতিষ্ঠিত—২২ মার্চ, ১৯৯৬ সালে।
  • বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার অবস্থিত— আগারগাঁও।
  • বাংলাদেশের জাতীয় নাট্যশালা অবস্থিত- শিল্পকলা একাডেমিতে, আর শিল্পকলা একাডেমি অবস্থিত—ঢাকার সেগুনবাগিচায়।
  • বাংলাদেশের জাতিতাত্ত্বিক বা নৃ-তাত্ত্বিক জাদুঘর চট্টগ্রামের আগ্রাবাদে।
  • বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর-বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী (১৯১০)।
  • বাংলায় পঞ্চাশের মন্বন্তর (দুর্ভিক্ষ) হয়েছিল ইংরেজি ১৯৪৩ সালে।
  • জয়নুল এর উপর আঁকেন বিখ্যাত চিত্রশিল্প ‘ম্যাডােনা ৪৩’।
  • প্রখ্যাত ‘তিন কন্যা’ ছবিটি এঁকেছেন—কামরুল হাসান; মনপুরা-৭০–একটি চিত্রশিল্পের নাম।
  • বাংলাদেশের যে সঙ্গীতজ্ঞ আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি অর্জন করেছিলেন ওস্তাদ আয়াত আলী খান; বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পল্লীগীতির গায়ক—আব্বাস উদ্দিন ও আবদুল আলীম।
  • বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী বুলবুল চৌধুরী; বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদীন।
  • বাংলাদেশের শ্রেষ্ঠ কাঠ খােদাই শিল্পী— অলক রায়; শ্রেষ্ঠ কার্টুনিস্ট- রনবী (রফিকুন্নবী)।

সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন

  • বৈরাগীর ভিটা অবস্থিত করতােয়া নদীর তীরে বগুড়ার মহাস্থানগড়ে।
  • বৈরাগীর চালা অবস্থিত গাজীপুর জেলার শ্রীপুরে ।
  • বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ– সিলেটের; ঢাকা-ময়মনসিহং অঞ্চলের ঐতিহ্যবাহী নাচজারি; রংপুর, রাজশাহী অঞ্চলের নৃত্য- ঝুমুর।
  • উয়ারি বটেশ্বর ২০১০ সালে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ আবিষ্কৃত বাংলাদেশের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন।
  • নরসিংদীর বেলাবােতে অবস্থিত উয়ারি বটেশ্বরে পাওয়া গেছে ১৪০০ বছরের প্রাচীন ইট নির্মিত বৌদ্ধ পদ্মমন্দির।
  • সপ্তদশ শতাব্দীতে শায়েস্তা খান নির্মিত সাত গম্বুজ মসজিদটি (মূলত গম্বুজ সংখ্যা ৩টি) — ঢাকার মােহাম্মদপুরে অবস্থিত।
  • শালবন ও আনন্দ বিহার কুমিল্লার ময়নামতিতে, সােমপুর বিহার নওগাঁর- পাহাড়পুরে, সীতাকোট বিহার- দিনাজপুরে, মহামুনি বিহার চট্টগ্রামের রাউজানে এবং ভাসু বিহার বগুড়ারমহাস্থানগড়ে অবস্থিত।
  • পাহাড়পুর বৌদ্ধ বিহার নির্মিত হয়— পাল শাসনামলে, এটি নির্মাণ করেন রাজা ধর্মপাল।
  • শালবন বিহার অবস্থিত কুমিল্লার ময়নামতি ও লালমাই পাহাড়ের মধ্যবর্তী স্থানে; শালবন বিহার বিখ্যাত বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষের জন্য।
  • ঢাকায় অবস্থিত যে বিহার— শাক্যমুনি বিহার।
  • ময়নামতির নিদর্শন— বৌদ্ধ ধর্মের (৭ম শতক)।
  • ভােজ বিহার অবস্থিত যে জেলায় কুমিল্লা।
  • সােনারগাঁয়ের নামকরণ করা হয়— ঈসা খানের স্ত্রী সােনা বিবির নাম অনুসারে।
  • বৈরাগীর ভিটা, গােবিন্দ ভিটা, খােদার পাথর ভিটা, শীলাদেবীর ঘাট, লক্ষ্মীন্দরের মেধ, বেহুলা লক্ষ্মীন্দরের বাসর ঘর মহাস্থানগরে অবস্থিত।
  • পাঁচবিবির মাজার, সােনা বিবির মাজার, পঞ্চম পীরের মাজার, গিয়াসউদ্দিন আজম শাহর মাজার, পানাম নগর ও বাংলাদেশ লােকশিল্প জাদুঘর— সােনারগাঁও এ অবস্থিত।
  • কুমিল্লা জেলার ঐতিহাসিক স্থান ময়নামতি, যা রাজা মানিকচন্দ্রের স্ত্রী রানী ময়নামতির নামানুসারে নামকরণ করা হয়েছে।
  • আওরঙ্গবাদ দুর্গ হিসেবে পরিচিত লালবাগ কেল্লার নির্মাণ কাজ শাহজাদা মােহাম্মদ আজম শুরু করলেও শেষ করেন সুবেদার শায়েস্তা খা ।
  • লালবাগ কেল্লার অভ্যন্তরে অবস্থিত— সুবেদার শায়েস্তা খানের কন্যা পরিবিবির মাজার (আসল নাম ইরান দুখত)।
  • ঢাকার নবাব আব্দুল গণি তাঁর পুত্র আহসানউল্লাহর নামানুসারে ১৮৭২ সালে নির্মাণ করেনআহসান মঞ্জিল।
  • উত্তরা গণভবন অবস্থিত— নাটোর জেলায়। পানাম নগর অবস্থিত সােনারগাঁয়ে।
  • বিজ্ঞান জাদুঘর অবস্থিত ঢাকার আগারগাঁওয়ে।
  • ঢাকার বিখ্যাত তারা মসজিদের নির্মাতা মির্জা গােলাম পীর।
  • নুসরতশাহ নির্মাণ করেন— রাজশাহীর বাঘা মসজিদ এবং চাঁপাইনবাবগঞ্জের ছােট সােনা মসজিদ।
  • কুসুম্বা মসজিদ অবস্থিত নওগাঁয়, বাঘা মসজিদ অবস্থিত রাজশাহীতে ।
  • কান্তজীর মন্দির দিনাজপুর জেলার কান্তনগরে অবস্থিত, রামুমন্দির অবস্থিত কক্সবাজারের রামু থানায়।
  • রামসাগর- দিনাজপুরে, নীলসাগর- নীলফামারীতে এবং ধর্মসাগর- কুমিল্লায় অবস্থিত।
  • বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন— সুবেদার ইসলাম খান এবং ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন—মুর্শিদকুলী খান।
  • শাহ সুলতান বলখী ও শীলাদেবীর ঘাট-মহাস্থানগড়ে।
  • পাঁচ পীরের মাজার– সােনারগাঁয়ে।
  • গুরুদুয়ারা নানক শাহী যে জন্য বিখ্যাত শিখদের ধর্মীয় উপাসনালয় (অবস্থান- ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে)।
  • বাংলাদেশের প্রাচীনতম পার্ক- বাহাদুরশাহ পার্ক।
  • বড় কাটরা ও ছােট কাটরা উভয়ই ঢাকার চকবাজারে অবস্থিত।
  • বড় কাটরার নির্মাতা শাহ সুজা এবং ছােট কাটরার নির্মাতা শায়েস্তা খান।
  • ঢাকা গেট এর নির্মাতা মীর জুমলা ।
  • হােসনি দালান এর নির্মাতা মীর মুরাদ।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]

সবার আগে সাজেশন আপডেট পেতে Follower ক্লিক করুন

১ম থেকে ৪৩তম বিসিএস প্রশ্ন ও সমাধান লিংক

Advertisement

Professor Primary Assistant Teacher book লিংক

ইংরেজি

প্রশ্ন বিগত ৩০ বছরের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
Parts of Speech বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Article বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Appropriate Preposition  বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Preposition বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Right forms of verb বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Voice বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Narration বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Phrase and Idioms বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
prefix and suffix বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Word Meaning বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Synonym-Antonym বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Spelling বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Translation /Vocabulary বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
Sentence Correction বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
English literature বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
One word Substitutions বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
প্রায় ৩০০টি প্রশ্ন উত্তরসহবিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক

বাংলা

Advertisement 2

বিগত ৩০ বছরে বাংলা সাহিত্য ও ব্যাকরণ নিয়োগ পরীক্ষায় আষার সকল MCQ নৈবিত্তিক প্রশ্ন সমাধান এক সাথে, নিয়োগ পরীক্ষায় বাংলা থেকে আসা প্রশ্নগুলোর সমাধান প্রশ্ন ও উত্তর লিংক

বাংলা ব্যাকরণ

প্রশ্ন বিগত ৩০ বছরের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
সন্ধি বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
বিপরীত শব্দ বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
সমার্থক শব্দ বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
শুদ্ধ বানান বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
এককথায় প্রকাশ বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
তৎসম অর্ধতৎসম তদ্ভব
বিদেশী ও দেশি শব্দ
বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
উপসর্গ বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
সমাস বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
বাগধারা, প্রবাদ ও প্রবচন বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
কারক-বিভক্তি বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
যুক্ত বর্ণের বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
ধ্বনি, বর্ণ বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
বাক্য (সরল, জটিল, যৌগিক) বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
পদ নির্ণয় বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
দ্বিরুক্ত শব্দ/ দ্বন্দ্ব বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক

গণিত

প্রশ্ন বিগত ৩০ বছরের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
দশমিকের (যোগ, বিয়োগ, গুণ*, ভাগ) বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
শতকরা, লাভ-ক্ষতি, মুনাফা বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
ল.সা.গু, গ.সা.গু বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
ঐকিক নিয়ম (কাজ, খাদ্য, সৈন্য) বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
অনুপাত:সমানুপাত বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
সংখ্যা পদ্ধতি বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
বীজগাণিতিক মান নির্ণয় বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
উৎপাদক নির্ণয়, গড়, মধ্যক, প্রচুরক নির্ণয় বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
ত্রিভুজক্ষেত্র, বর্গক্ষেত্র বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
আয়তক্ষেত্রের বেসিক সূত্রের অংকসমূহ, সরলরেখা বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
গাছের উচ্চতা/মিনারের উচ্চতা/
মইয়ের দৈর্ঘ্য/সূর্যের উন্নতি
বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
পরিমাপ ও পরিমান বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক
বিগত সালে প্রশ্ন বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক

সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন

চাকুরি

Advertisement 5

    Advertisement 2

    Advertisement 3

    Leave a Comment