বলশেভিক বিপ্লব কত সালে সংঘটিত হয়, বলশেভিক বিপ্লব কত সালে হয়েছিল, বলশেভিক বিপ্লব হয় কোন দেশে, রাশিয়ার ‘বলশেভিক পার্টি’ কখন গঠিত হয়, বলশেভিক অর্থ কি
বলশেভিক বিপ্লব কত সালে সংঘটিত হয়, বলশেভিক বিপ্লব কত সালে হয়েছিল?
উত্তর : বলশেভিক বিপ্লব ১৯১৭ সালে হয়েছিল।
বলশেভিক বিপ্লব হয় কোন দেশে?
উত্তর : রাশিয়ায়।
রাশিয়ার ‘বলশেভিক পার্টি’ কখন গঠিত হয়?
উত্তর : বলশেভিক পাটি গঠিত হয় ১৯০৩ সালে ৷
বলশেভিক অর্থ কি?
উত্তর : সংখ্যালঘিষ্ঠ ।
লেনিনের প্রকৃত নাম কি?
উত্তর : ভাডিমির ইলিচ উলিয়ানভ লেলিন।
বলশেভিক বিপ্লবের সময় রাশিয়ার শাসক কে ছিলেন?
উত্তর : বলশেভিক বিপ্লবের সময় রাশিয়ার শাসক জার দ্বিতীয় নিকোলাস ছিলেন।
বলশেভিক কাদের বলা হতো?
উত্তর : যারা সংখ্যালঘিষ্ঠ ছিল তাদের বলশেভিক বলা হতো ।
সোভিয়েত (Soviet) অর্থ কি?
উত্তর : পরিষদ।
বলশেভিকদের নেতা কে ছিলেন?
উত্তর : লেলিন ।
বলশেভিকরা কোন শহরে ধর্মঘট পালন করে?
উত্তর : পেট্রোগাড শহরে ।
ফ্যাসিবাদের মূলকথা কি?
উত্তর : রাষ্ট্র দল অথবা শক্তির দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে এবং রাষ্ট্রকে দলের দ্বারা রক্ষা করতে হবে।
ফ্যাসিবাদের মন্ত্র কি ছিল?
উত্তর : ‘শক্তি, সাহস, আত্মোৎসর্গ, শৃঙ্খলা ও জয়।
মুসোলিনি কে ছিলেন?
উত্তর : ইতালির ফ্যাসিস্ট দলের নেতা।
ইতালীর ফ্যাসিস্ট নেতা কে?
উত্তর : বেনিতো মুসোলিনি ।
নাৎসিবাদ কি?
উত্তর : প্রথম বিশ্বদ্ধুদ্ধের দুর্দশাস্ত্র জার্মানির রাজনৈতিক উত্থানের জন্য হিটলার কর্তৃক গৃহীত নাৎসি পার্টির কর্মসূচি ও মতবাদই জার্মান তথা ইউরোপের ইতিহাসের নাৎসিবাদ নামে পরিচিত।
নাৎসি পার্টি গঠন করেন কে?
উত্তর : এডলফ হিটলার।
নাৎসি পার্টির পূর্ণরূপ কি?
উত্তর : জার্মান জাতীয় সমাজতান্ত্রিক দল (Nationalist Socialist Garman Worker Party) |
হিটলার কে ছিলেন?
উত্তর : জার্মানির চ্যান্সেলর এবং নাৎসি বাহিনীর প্রতিষ্ঠাতা ।
পার্ল হারবার কি?
উত্তর : হাওয়াই উপদ্বীপে অবস্থিত মার্কিন নৌ ও বিমান ঘাঁটি ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে? অথবা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কত তারিখে?
উত্তর : ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল উল্লেখ কর ।
উত্তর : ১৯৩৯ –১৯৪৫।
ইতালি অক্ষশক্তিকে যোগ দেয় কবে?
উত্তর : ১৯৪০ সালের ১১ জুন।
উইনস্টাইন চার্চিল কে ছিলেন?
উত্তর : দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ব্রিটেনের প্রধানমন্ত্রী ।
কোন দেশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয়?
উত্তর : রাশিয়াকে ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তি কারা ছিল?
উত্তর : ব্রিটেন, ফ্রান্স বেলজিয়াম, রাশিয়া আমেরিকা।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
দ্বিতীয় বিশ্বযুদ্ধের জার্মানির প্রেসিডেন্ট কে ছিলেন?
উত্তর : হিটলার।
জাপান কখন পাল হারবারে আক্রমণ করে?
উত্তর : ১৯৪১ সালের ৭ ডিসেম্বর।
কোন দেশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাফার স্টেট বলা হতো?
উত্তর : বেলজিয়ামকে ৷
UNO কী?
উত্তর : UNO হলো বিশ্বের রাষ্ট্রসমূহের একটি ঐক্যবদ্ধ সংগঠন ।
UNO-এর পূর্ণরূপ কি?
উত্তর : UNO-এর পূর্ণরূপ United Nations Organization.
জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : যুক্তরাষ্ট্রের নিউইয়ার্কে অবস্থিত ।
জাতিসংঘ সনদে প্রথম কয়টি রাষ্ট্র স্বাক্ষর করে?
উত্তর : ৫১ টি।
বর্তমানে জাতিসংঘের সদস্য রাষ্ট্র কতটি?
উত্তর : ১৯৩টি।
United nation শব্দটি সর্বপ্রথমে কোথায় ব্যবহার করা হয়েছিল?
উত্তর : ১৯৪২ সালের সম্মিলিত ২৬টি জাতির সম্মেলনে
L.M.F কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর : ১৯৪৪ সালের জুলাই মাসে ।
I.M.F এর সদর দপ্তর কোথায়?
উত্তর : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি. সিতে।
বর্তমানে IMF এর সদস্য রাষ্ট্র সংখ্যা কত?
উত্তর : ১৮৮টি।
FAO এর সদর দপ্তর কোথায়?
উত্তর : ইতালির রোমে ।
‘ভেটো’ শব্দের অর্থ কী, ভেটো (Veto) অর্থ কি?
উত্তর : আমি ইহা মানিনা