প্রােগ্রামিং ডাটা কী ?,মেশিন ল্যাংগুয়েজের তুলনায় উচ্চতর ল্যাংগুয়েজ সুবিধাজনক, সি প্রােগ্রামিং ডাটা কী?, সি ভাষার মাধ্যমে কি কি ধরনের প্রােগ্রাম লেখা যায়, সি ভাষাকে কেন জনপ্রিয় ও মাদার ল্যাংগুয়েজ বলা হয়?

প্রােগ্রামিং ডাটা কী ? মেশিন ল্যাংগুয়েজের তুলনায় উচ্চতর ল্যাংগুয়েজ সুবিধাজনক ও জনপ্রিয় ব্যাখ্যা কর

উত্তর :

কোন সমস্যা সমাধানের জন্য কম্পিউটারে ভাষায় ধারাবাহিক ভাবে লিখিত কতগুলাে কমান্ড বা নির্দেশের সমষ্টিকে প্রােগ্রামিং ডাটা বলা হয়।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

কম্পিউটার বুঝে শুধু দুইটি জিনিস। ভােল্টেজ হায় এবং ভল্টেজ লাে। আর এই দুইটি অবস্থা দিয়ে কম্পিউটারের যাবতীয় কাজ সম্পন্ন হয়। ভােল্টেজ হায় কে 1 এবং ভােল্টেজ লাে কে ০ দিয়ে প্রকাশ করা হয়। মেশিন ভাষায় প্রােগ্রাম লেখা অনেক কষ্টকর ও সময়সাপেক্ষ। অপরদিকে মেশিন ভাষায় প্রােগ্রামের ভুল ধরা কঠিন।

কম্পিউটারের অভ্যন্তরীণ গঠন সম্বন্ধে পূর্ণ ধারণা অর্জন ছাড়া প্রােগ্রাম লেখা যায় না।
অপরদিকে, উচ্চস্তরের ভাষায় আমাদের পরিচিত বাক্য, বর্ণ ও সংখ্যা ব্যবহার করে প্রােগ্রাম রচনা করা হয়। এ ভাষায় ব্যবহৃত বেশিরভাগ শব্দ ইংরেজি ভাষার সাথে মিল আছে। উচ্চস্তরের ভাষায় লিখিত প্রােগ্রাম যেকোনাে কম্পিউটারে ব্যবহার করা যায়।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

তাছাড়া এই ভাষায় প্রােগ্রাম তৈরি করা বেশ সহজ। এ ভাষায় প্রােগ্রাম লেখার জন্য কম্পিউটার সম্পর্কে ধারণা থাকার প্রয়ােজন হয় না। অপরদিকে উচ্চস্তরের ভাষায় প্রােগ্রামের ভুল ধরে তার সংশােধন করা যায়। আর এই কারনেই আমার মনে হয় উচ্চস্তরের ভাষায় বেশি জনপ্রিয়।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সি প্রােগ্রামিং ডাটা কী ? সি ভাষার মাধ্যমে কি কি ধরনের প্রােগ্রাম লেখা যায়। সি ভাষাকে কেন জনপ্রিয় ও মাদার ল্যাংগুয়েজ বলা হয়? স্বপক্ষে তােমার মতামত ব্যক্ত কর।

উত্তর :

পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, ক্যারেক্টার, স্ট্রিং ইত্যাদি নিয়ে সি ভাষায় যে প্রােগ্রাম লেখা হয় তাকে সি প্রােগ্রামিং ডেটা বলা হয়। সি ভাষা দিয়ে বিভিন্ন রকমের প্রােগ্রাম লেখা যায়।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]


যেমন:
1) operating system
2) language compilers
3) assemblers
4) data base
5) text editors
6) network driver
7) modern programs

সি ভাষাকে জনপ্রিয় ও মাদার লেঙ্গুয়েজ বলার কারণ নিম্নে তুলে ধরা হলাে:
সি প্রােগ্রাম ভাষা শিখলে যেকোন ভাষা শেখা। সহজ হয়ে যায়। সি ভাষায় সব ভাষার বেসিক জিনিসগুলাে আছে। কারণ সব জনপ্রিয় ভাষাই এ ভাষা থেকে বিভিন্ন নিয়ম কানুন ধার করে নতুন ভাষাগুলাে তৈরি হয়েছে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

ইনপুট/আউটপুট, লুপ, কন্ট্রোল, স্টেটমেন্ট অ্যারে, ফাইল-হ্যান্ডেনিং ইত্যাদির ধরন সি ভাষা থেকে নেওয়া হয়েছে। অপরদিকে অপারেটিং সিস্টেম সহ সবধরনের প্রয়ােজনীয় সিস্টেম, সফটওয়্যার, অনুবাদক প্রােগ্রাম সি ভাষা দিয়ে তৈরি জনপ্রিয় ও মাদার ল্যাংগুয়েজ বলা হয়।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]

H.S.C

1 thought on “প্রােগ্রামিং ডাটা কী ?,মেশিন ল্যাংগুয়েজের তুলনায় উচ্চতর ল্যাংগুয়েজ সুবিধাজনক, সি প্রােগ্রামিং ডাটা কী?, সি ভাষার মাধ্যমে কি কি ধরনের প্রােগ্রাম লেখা যায়, সি ভাষাকে কেন জনপ্রিয় ও মাদার ল্যাংগুয়েজ বলা হয়?”

Leave a Comment