প্রাচীন বাংলার ইতিহাস ১২০৪ পর্যন্ত অনার্স ২য় বর্ষ সাজেশন

অনার্স ২য় বর্ষের প্রাচীন বাংলার ইতিহাস ১২০৪ পর্যন্ত সাজেশন 2024

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ২য় বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
প্রাচীন বাংলার ইতিহাস ১২০৪ পর্যন্ত (History of Ancient Bengal upto 1204) সুপার সাজেশন
Department of : Islamic History and Culture & Other Department
Subject Code: 221605
2024 এর অনার্স ২য় বর্ষের ১০০% কমন সাজেশন

প্রাচীন বাংলার ইতিহাস ১২০৪ পর্যন্ত অনার্স ২য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ২য় বর্ষের প্রাচীন বাংলার ইতিহাস ১২০৪ পর্যন্ত, অনার্স ২য় বর্ষের প্রাচীন বাংলার ইতিহাস ১২০৪ পর্যন্ত ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ২য় বর্ষের ১০০% কমন প্রাচীন বাংলার ইতিহাস ১২০৪ পর্যন্ত সাজেশন,

অনার্স ২য় বর্ষের পরীক্ষার সাজেশন 2024 (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে 2024

প্রাচীন বাংলার ইতিহাস ১২০৪ পর্যন্ত অনার্স ২য় বর্ষ সাজেশন 2024

ক. বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. কৌটিল্য কে ছিলেন?
উত্তর: ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী।

২. ‘চর্যাগীতি’ কী?
উত্তর: ‘চর্যাগীতি’ হলো বৌদ্ধধর্ম সংশ্লিষ্ট গীতি সংকলন।

৩. ‘হর্ষরচিত’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘হর্ষরচিত’ গ্রন্থের রচয়িতা হলো বাণভট্ট।

৪. হর্ষবর্ধনের সভাকবি নাম কী?
উত্তর: হর্ষবর্ধনের সভাকবি নাম বানভট্ট।

৫. প্রাচ্যের মেকিয়াভেলি কার উপাধি ছিল?
উত্তর: প্রাচ্যের মেকিয়াভেলি উপাধি ছিল কৌটিল্যর।

৬. হিউয়েন সাং কোন দেশের পরিব্রাজক ছিলেন?
উত্তর: হিউয়েন সাং কোন দেশের পরিব্রাজক ছিলেন।

৭. চট্টগ্রাম বন্দরে প্রাচীন নাম কি?
উত্তর: চট্টগ্রাম বন্দরের প্রাচীন নাম ছিল সামান্দার বন্দর।

৮. লামাতারনাথ কে ছিলেন?
উত্তর: লামা তারনাথ ছিলেন তিব্বতীয় ঐতিহাসিক।

৯. সর্বপ্রথম বঙ্গের নাম কোন গ্রন্থে পাওয়া যায়?
উত্তর: সর্বপ্রথম বঙ্গের নাম ‘ঐতরেয় আরণ্যক’ গ্রন্থে পাওয়া যায়।

১০. বাংলার জলবায়ু সাধারণত কোন প্রকৃতির?
উত্তর: বাংলার জলবায়ু সাধারণত নাতিশীতোষ্ণ।

১১. কোন পথে বাংলায় যাতায়াত সহজ ছিল?
উত্তর: নদীপথে বাংলায় যাতায়াতসহ ছিল।

১২. বরেন্দ্র শব্দের অর্থ কী?
উত্তর: বরেন্দ্র শব্দের অর্থ উঁচু ভূমি।

১৩. চন্দ্রদ্বীপের বর্তমান নাম কী?
উত্তর: চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল।

১৪. শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?
উত্তর: শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণে।

১৫. প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতি কে ছিলেন?
উত্তর: প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতি ছিলেন রাজা শশাঙ্ক।

১৬. শশাঙ্ক কোন ধর্মের অনুসারী ছিলেন?
উত্তর: শশাঙ্ক শৈব ধর্মানুসারী ছিল।

১৭. পাল বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন গোপাল।

১৮. বাংলায় প্রজাবৃন্দ কর্তৃক প্রথম নির্বাচিত রাজা কে?
উত্তর: প্রাচীন বাংলার ইতিহাসে প্রথম নির্বাচিত রাজা গোপাল।

১৯. পাল রাজাদের জনভূমি কোথায়?
উত্তর: পালদের পিতৃভূমি বরেন্দ্র অঞ্চলে।

২০. পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে?
উত্তর: পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল।

২১. কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন?
উত্তর: কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন দিব্য।

২২. পাল রাজাদের ধর্ম কী ছিল?
উত্তর: পাল রাজাদের ধর্ম ছিল বৌদ্ধধর্ম।

২৩. পাহাড়পুর বৌদ্ধবিহারটি কে নির্মাণ করেন?
উত্তর: পাহাড়পুর বৌদ্ধবিহার নির্মাণ করেন ধর্মপাল।

২৪. বাংলার বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে নির্মাণ করেন?
উত্তর: বাংলার বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় নির্মাণ করেন ধর্মপাল।

২৫. বিজয় সেন কত বছর রাজত্ব করেন?
উত্তর: বিজয় সেন ৬২ বছর রাজত্ব করেন।

২৬. ঢাকেশ্বরি মন্দির কে নির্মাণ করেন?
উত্তর: ঢাকেশ্বরি মন্দির নির্মাণ করেন বল্লাল সেন।

২৭. জয়দেব কার রাজসভার সভাকবি ছিলেন?
উত্তর: জয়দেব লক্ষণ সেনের রাজসভার সভাকবি ছিলেন।

২৮. চন্দ্রবংশের প্রতিষ্ঠা তার নাম কী?
উত্তর: চন্দ্রবংশের প্রতিষ্ঠা তার নাম পূর্ণচন্দ্র।

২৯. বর্ম রাজবংশের শেষ রাজার নাম কি?
উত্তর: বর্ম রাজবংশের শেষ রাজার নাম ভোজবর্মা।

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC ‍& JSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

প্রাচীন বাংলার ইতিহাস ১২০৪ পর্যন্ত অনার্স ২য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2024

খ. বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী

১. প্রাচীন বাংলার প্রধান প্রত্নতাত্ত্বিক উৎসসমূহ কি?
২. কৌটিল্যের ‘অর্থশাস্ত্র’ সম্পর্কে লেখ?
৩. প্রাচীন বঙ্গের সীমারেখা উল্লেখ কর।
৪. প্রাচীন বাংলার ভৌগোলিক বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা কর।

৫. গঙ্গা নদীর উপর একটি টীকা লেখ।
৬. সোমপুর বিহারের একটি বর্ণনা দাও।
৭. শশাঙ্কের কৃতিত্ব কার্যাবলী উল্লেখ কর।
৮. মাৎস্যন্যায় সম্পর্কে সংক্ষেপে লেখ।

PDF Download প্রাচীন বাংলার ইতিহাস ১২০৪ পর্যন্ত অনার্স ২য় বর্ষ সুপার সাজেশন 2024

৯. প্রকৃতিপুঞ্জ বলতে কী বুঝায়?
১০. ত্রিপক্ষীয় সংঘর্ষ কী?
১১. ধর্মপালের ধর্মনীতি উল্লেখ কর।
১২. বরেন্দ্র বিদ্রোহের উপর টীকা লেখ।

১৩. রামপালকে পাল বংশের শেষ গৌরব বলা হয় কেন?
১৪. বল্লাল সেনের সাহিত্য চর্চার সংক্ষিপ্ত ধারণা দাও?
১৫. কৌলিন্য প্রথা কী?
১৬. বিশ্বরূপ সেনের পরিচয় দাও?
১৭. শ্রীচন্দ্রে কৃতিত্ব মূল্যায়ন কর।

১৮. হরিবর্মার পরিচয় দাও।
১৯. প্রাচীন ভারতের বিক্রমাদিত্য বলা হয় কাকে এবং কেন
২০. প্রাচীন বাংলার সাংস্কৃতিক অবস্থা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখ।

গ: বিভাগ: রচনামূলক প্রশ্নবলি

১. প্রাচীন জনপদ সমূহ আলোচনা কর।
২. বাংলা আদিবাসীদের ওপর নদনদীর প্রভাব আলোচনা কর।
৩. রাজা গোপাল কিভাবে ক্ষমতায় আসেন? এ প্রসঙ্গে বাংলার তৎকালীন রাজনৈতিক অবস্থার বিবরণ দাও।
৪. ত্রিপক্ষীয় সংঘর্ষের উল্লেখপূর্বক ধর্মপালের রাজ্যবিস্তার সংক্ষেপে আলোচনা কর।

৫. উত্তর ভারতীয় রাজনীতিতে প্রাধান্য প্রতিষ্ঠার উল্লেখপূর্বক বাংলার ইতিহাসে ধর্মপালের কৃতিত্ব মূল্যায়ন কর।
৬. পাল বংশের শ্রেষ্ঠ শাসক হিসেবে তা নিরূপণ কর।
৭. দ্বিতীয় মহিপাল এর রাজত্বকালে সংঘটিত উত্তর বাংলার বিদ্রোহের কারণ ও প্রকৃতি আলোচনা কর
৮. রামপাল কর্তৃক বরেন্দ্র পুনরুদ্ধারের ইতিহাস আলোচনা কর।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

৯. পাল বংশের পতনের প্রধান কারণ সমূহ লেখ
১০. সেন বংশের সার্বভৌম রাজা হিসেবে বিজয়
১১. বল্লাল সেনের কৃতিত্ব আলোচনা কর বল্লাল সেনের কৃতিত্ব ও চরিত্র আলোচনা কর
১২. সেন বংশের পতনের কারণ সমূহ পর্যালোচনা কর।

১৩. দক্ষিণ পূর্ব বাংলার চন্দ্র রাজবংশের ইতিহাস পর্যালোচনা কর।
১৪. শ্রীচন্দ্রের শাসনকাল আলোচনা কর।
১৫. বর্ম রাজবংশের উত্থান পতন আলোচনা কর।
১৬. প্রাচীন বাংলার ইতিহাসে গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হয় কেন ব্যাখ্যা কর।

১৭. প্রাচীন বাংলার সামাজিক অবস্থার একটি বিবরণ দাও।
১৮. প্রাচীন বাংলার সাংস্কৃতিক অবস্থার বিবরণ দাও।

2024 প্রাচীন বাংলার ইতিহাস ১২০৪ পর্যন্ত অনার্স ২য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড

(খ-বিভাগ (যে কোন ৫ টি প্রশ্নের উত্তর দাও)

১. কৌটিল্যের অর্থশাস্ত্র সম্পর্কে ধারণা দাও।

২. প্রাচীন বাংলার প্রধান প্রত্নতাত্ত্বিক উৎসমূহ কি কি?

৩. প্রাচীন বাংলার ভৌগােলিক বৈশিষ্ট্য সংক্ষেপে লিখ ।

৪. প্রাচীন জনপদ বঙ্গ এর উপর একটি টীকা লিখ।

৫. গঙ্গা নদীর উপর একটি টীকা লিখ ।

৬. শশাংক কে ছিলেন? রাজা শশাঙ্গের কৃতিত্ব সংক্ষেপে উল্লেখ কর ।

৭. ইউয়েন সাং সম্পর্কে লিখ

৮. মাৎস্যান্যায় বলতে কী বুঝ?

৯. প্রকৃতিপুঞ্জ বলতে কী বুঝ?

১০.ধর্মপালের পরিচয় দাও।

১১. ত্রিপক্ষীয় সংঘর্ষ বলতে কী বুঝ?

১২.সােমপুর বিহারের একটি বর্ণনা দাও।

১৩.ধর্মপালের ধর্মীয় নীতি উল্লেখ কর।

১৪.রামপালকে পাল বংশের শেষ গৌরব বলা হয় কেন?

১৫.পালবংশের পতনের উল্লেখযােগ্য কারণসমূহ লিখ।

১৬. রাজা বিজয় সেনের পরিচয় দাও

১৭.লক্ষণ সেন কেন মুসলিম আক্রমণ প্রতিরােধ করতে ব্যর্থ হন?

১৮.প্রাচীন ভারতের বিক্রমাদিত্য বলা হয় কাকে এবং কেন?

১৯. কৌলিন্য প্রথা কী? বিশ্বরূপ সেনের পরিচয় দাও।

২০.দেব রাজবংশের সংক্ষিপ্ত পরিচয় দাও

২১.শ্রীচন্দ্রের কৃতিত্ব মূল্যায়ন কর।

২২.পাল শাসনের গুরুত্বপূর্ণ দিক কি কি?

গ-বিভাগ (যে কোন ৫ টি প্রশ্নের উত্তর দাও)

১. প্রাচীন বাংলার ইতিহাসে গুপ্তযুগকে স্বর্ণযুগ বলা হয় কেন? ব্যাখ্যা কর।

২. প্রাচীন বাংলার জনপদসমূহের সংক্ষিপ্ত বিবরণ দাও।

৩. বাংলার অধিবাসীদের উপর নদনদীর প্রভাব আলােচনা কর।

৪. কলিঙ্গ যুদ্ধ ভারতীয় ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। ব্যাখ্যা কর।

৫. রাজা গােপাল কীভাবে ক্ষমতায় আসেন? এ প্রসঙ্গে বাংলার তঙ্কালীন রাজনৈতিক অবস্থার বিবরণ দাও।

৬. পাল শব্দের অর্থ কী? বাংলার ইতিহাসে পাল বংশের গুরুত্বপূর্ণ অবদানসমূহ পর্যালােচনা কর ।

৭. উত্তর ভারতীয় রাজনীতিতে প্রাধান্য প্রতিষ্ঠার উল্লেখপূর্বক বাংলার ইতিহাস ধর্মপালের কৃতিত্ব মূল্যায়নকর।

৮. কৈতর্ব বিদ্রোহের কারণ ও প্রকৃতি পর্যালােচনা কর।

৯. রামপাল কর্তৃক বরেন্দ্র পুনরুদ্ধারের ইতিহাস আলােচনা কর।

১০.সেন বংশের সাবভৌম রাজা হিসেবে বিজয় সেনের কৃতিত্ব আলােচনা কর ।

১১. বল্লাল সেনের চরিত্র ও কৃতিত্ব বর্ণনা কর।

১২.সেন বংশের পতনের কারণসমূহ উল্লেখ কর ।

১৩. ধর্ম রাজ বংশের উত্থান ও পতন আলােচনা কর ।

১৪.প্রাচীন বাংলার আর্থসামাজিক অবস্থার বিবরণ দাও ।

১৫.প্রাচীন বাংলার সাংস্কৃতিক অবস্থার বিবরণ দাও।

2024 জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ২য় বর্ষের প্রাচীন বাংলার ইতিহাস ১২০৪ পর্যন্ত পরীক্ষার সাজেশন, 2024 অনার্স দ্বিতীয় বর্ষ প্রাচীন বাংলার ইতিহাস ১২০৪ পর্যন্ত সাজেশন,

Honors 2nd year Common Suggestion 2024

আজকের সাজেশান্স: চূড়ান্ত সাজেশন অনার্স ২য় বর্ষের প্রাচীন বাংলার ইতিহাস ১২০৪ পর্যন্ত 2024

Leave a Comment