প্রকল্প ধারণা কি?, প্রকল্প কাকে বলে?, প্রকল্পের সংজ্ঞা দাও,প্রকল্পের প্রকারভেদ আলোচনা কর, প্রকল্পের শ্রেণিবিভাগগুলো উল্লেখ কর

প্রশ্ন সমাধান: প্রকল্প ধারণা কি?, প্রকল্প কাকে বলে?, প্রকল্পের সংজ্ঞা দাও,প্রকল্পের প্রকারভেদ আলোচনা কর, প্রকল্পের শ্রেণিবিভাগগুলো উল্লেখ কর,

প্রকল্প ধারণা কি?, প্রকল্প কাকে বলে?, প্রকল্পের সংজ্ঞা দাও

আমাদের বাস্তব জীবনে, “প্রকল্প” শব্দটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ব্যবহারের পার্থক্যের কারণে সংস্থায় ভিন্নতা লক্ষ্য করা যায়। একজন উদ্যোক্তা বিভিন্নভাবে নতুন একটি বিষয় সম্বন্ধে ধারণা পোষণ করতে পারে। ধারণা অর্জনের তিনটি বিষয় সহায়তা করে এগুলো হচ্ছে দর্শন, শ্রবণ, সৃজন, ও কল্পনা।

পরিবেশের আর্থিক অবস্থা, পণ্যের চাহিদা, বন্ধু বান্ধব, আত্মীয়স্বজন ও পরিচিত ভোক্তার নিকট থেকে কোন পণ্যের বাজার সম্ভাবনা ইত্যাদি শুনেও প্রকল্প তৈরির ধারণা জন্ম নিতে পারে। উদ্যোক্তার সৃজনশীল কল্পনা দ্বারা ও প্রকল্পের ধারণা জন্মায় একজন উদ্যোক্তার মতে- জাগত সকল প্রকল্প যে বাস্ত বসম্মত তা বলা যাবে না একটি ধারণা যখন বাস্তবাভিত্তিক হয় তখন তা সুযোগে পরিণত হয়।

ডেসমন্ত কুক এর মতে, “কোন বিষয় গবেষণার ফলাফল থেকে ধারণা নিয়ে উঠার বাস্তবায়ন, পদ্ধতি ও কৌশল পর্যালোচনার মাধ্যমে প্রকল্পের ধারণা গ্রহণ করা হয়। উদাহরণস্বরূপ আগে কখনোই ফুল ব্যবসায়ীরা দোকান বা প্রতিষ্ঠান স্থাপন করার কথা চিন্তা করেনি। কিন্তু এখন তা একটি বাস্তবভিত্তিক প্রকল্পে পরিণত হয়েছে। কেননা দেশে হাজার হাজার দোকানে ফুলের রম রমা ব্যবসা চলছে।

তাহলে বলা যায়, সমাজ বা বাজারে প্রয়োজনীয়তা অনুভবের উদ্যোক্তার সৃজনশীল মনে যখন কোনো প্রকল্পের চিন্তা তৈরি হয় তখন তাকে প্রকল্পের ধারণা বলে। প্রকল্পের ধারণা প্রকল্প প্রণয়নের প্রথম পর্যায় ।


আরো ও সাজেশন:-

প্রকল্পের প্রকারভেদ আলোচনা কর, প্রকল্পের শ্রেণিবিভাগগুলো উল্লেখ কর

প্রকল্পের প্রকারভেদ আলোচনা কর, প্রকল্পের শ্রেণিবিভাগগুলো উল্লেখ কর।

ভূমিকা : কোন বিশেষ উদ্দেশ্যঅর্জনের কর্মসূচি গ্রহণ করা হয় তাই প্রকল্প। অর্থাৎ প্রকল্প হলো কতকগুলো কার্যকলাপের সমষ্টি। প্রকল্প বিভিন্ন ধরনের হতে পারে।

→ প্রকল্পের প্রকারভেদ : নিম্নে প্রকল্পের প্রকারভেদ আলোচনা করা হলো :

১. সরকারি প্রকল্প : সরকারিভাবে যে সকল প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়ন করা হয় সেগুলো হলো সরকারি প্রকল্প। যমুনা বহুমুখী প্রকল্প, তিস্তা প্রকল্প ইত্যাদি হলো সরকারি প্রকল্প।

২. বেসরকারি প্রকল্প : বেসরকারিভাবে যে সকল প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হয় সেগুলো বেসরকারি প্রকল্প। যেমন- মৎস প্রকল্প, হাস-মুরগির খামার প্রকল্প ইত্যাদি।

৩. সম্প্রসারণ প্রকল্প : ব্যবসায় সম্প্রসারণের জন্য যে সকল প্রকল্প গ্রহণ করা হয় সেগুলো হলো সম্প্রসারণ প্রকল্প ।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

৪. বিভিন্নমুখী প্রকল্প : ক্রেতা ও বিক্রেতার নানামুখী চাহিদার কথা চিন্তা করে যে প্রকল্প গ্রহণ করা হয় তাই বিভিন্নমুখী প্রকল্প ।

৫. ব্যয় নিয়ন্ত্রণ প্রকল্প : সরকারি ও বেসরকারি খাতের ব্যয় নিয়ন্ত্রণে যে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হয় তাকে ব্যয় নিয়ন্ত্রণ প্রকল্প বলে ।

৬. সামাজিক প্রকল্প : সমাজের সার্বিক উন্নয়নে সরকারি ও বেসরকারি যে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করা হয় তাকে সামাজিক প্রকল্প বলা হয়। কাজের বিনিময়ে খাদ্য, কাজের বিনিময়ে টাকা প্রভৃতি সামাজিক প্রকল্পের উদাহরণ।

৭. গবেষণা ও উন্নয়ন প্রকল্প : পরিবর্তিত পরিস্থিতির সাথে তাল মিলিয়ে পণ্য বা সেবার গবেষণা ও উন্নয়নের লক্ষ্যে যে প্রকল্প গ্রহণ করা তাই গবেষণা ও উন্নয়ন প্রকল্প ।

৮. রক্ষণাবেক্ষণে প্রকল্প : কোন সম্পত্তি বা যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের জন্য যে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হয় তাকে রক্ষণাবেক্ষণ প্রকল্প বলে ।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, প্রকল্প মূলত উল্লিখিত শ্রেণিতে ভাগ করা হয়। এর বাইরেও নানা ধরনের প্রকল্প বিদ্যমান। যেমন -প্রতিস্থাপন প্রকল্প, কৃষি প্রকল্প, শিক্ষা প্রকল্প, নির্মাণ প্রকল্প, শিল্পপ্রকল্প প্রভৃতি ।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Leave a Comment