১. নোবেল পুরস্কারের প্রবর্তক কে?
উত্তরঃ আলফ্রেড বার্নার্ড নোবেল
২. কবে আলফ্রেড নোবেল জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ২১ অক্টোবর ১৮৩৩, সুইডেনের স্টাকহোমে
৩. প্রতিবছর নোবেল পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয় কখন?
উত্তরঃ ১০ ডিসেম্বর (আলফ্রেড নোবেলের মৃত্যু দিবসে)
৪. বর্তমানে নোবেল পুরস্কার দেয়া হয় কয়টি বিষয়ে?
উত্তরঃ ৬ বিষয়ে
৫. আর্থনীতিতে নোবেল পুরস্কার প্রথম দেয়া হয় কবে?
উত্তরঃ ১৯৬৯ সালে
৬. নরওয়েজিয়ান নোবেল কমিটি…
উত্তরঃ শান্তি
৭. রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস…
উত্তরঃ পদার্থ, রসায়ন ও অর্থনীতি
৮. সুইডিশ একাডেমি…
উত্তরঃ সাহিত্য
৯. ক্যারোলিনস্কা ইনস্টিটিউট…
উত্তরঃ চিকিৎসাবিজ্ঞান
১০. প্রথম কোন মুসলমান নোবেল পুরস্কার পান?
উত্তরঃ আনোয়ার সাদাত, মিশর
১১. নোবেল বিজয়ী প্রথম মুসলমান নারী কে?
উত্তরঃ শিরিন এবাদি, ইরান
১২. এশিয়ায় প্রথম কে নোবেল জয় করেন?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
১৩. এশিয়ার শান্তিতে প্রথম নোবেল পুরস্কার পান কে?
উত্তরঃ লি ডাক থো, ভিয়েতনাম। কিন্তু তিনি পুরস্কার প্রত্যাখান করেন।
১৪. নোবেল বিজয়ী বাঙালি কতজন?
উত্তরঃ ৩ জন। (রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেন, ড. মুহাম্মদ ইউনূস)
১৫. কে নোবেল বিজয়ী প্রথম বাংলাদেশী?
উত্তরঃ ড. মুহাম্মদ ইউনুস
১৬. যুক্তরাষ্ট্রের প্রথম নোবেল বিজয়ী প্রেসিডেন্ট কে?
উত্তরঃ থিওডোর রুজভেল্ট (শান্তিতে, ১৯০৬)
১৭. সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার পান কে?
উত্তরঃ মালালা ইউসুফজাই (পাকিস্থান), ১৭ বছর বয়সে
১৮. নোবেলজয়ী প্রথম নারী কে?
উত্তরঃ মেরি কুরি
১৯. ব্রিটেনের সাহিত্যে সর্বোচ্চ পুরস্কারের নাম কি?
উত্তরঃ দ্য ম্যান বুকার প্রাইজ ফর ফিকশন
২০. বুকার পুরস্কার প্রবর্তন করা হয় কবে?
উত্তরঃ ১৯৬৯ সালে (প্রবর্তক- যুক্তরাজ্যের বুকার ম্যাক কোলেন কোম্পানি)
২১. বিশ্বে সাহিত্যের অন্যতম সম্মানজনক পুরস্কারের নাম কি?
উত্তরঃ ম্যান বুকার আন্তার্জাতিক পুরস্কার
২২. ম্যান বুকার গ্রুপ “ম্যান বুকার পুরস্কার” প্রবর্তন করেন কবে?
উত্তরঃ ২০০৫ সালে
২৩. চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কার প্রবর্তক কে?
উত্তরঃ জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP)
২৪. দ্বিতীয় বাংলাদেশী হিসেবে চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কার কে লাভ করেন?
উত্তরঃ শেখ হাসিনা
২৫. ম্যাগসেসে পুরস্কার প্রদান করা হয় কোন দেশ থেকে?
উত্তরঃ ফিলিপাইন (প্রবর্তন ১৯৫৭ সাল থেকে)
২৬. ফিলিপাইনের কোন সাবেক প্রেসিডেন্টের নামে ম্যাগসেসে পুরস্কার প্রদান করা হয়?
উত্তরঃ র্যামন ম্যাগসেসের নামানুসারে
২৭. এশিয়ার নোবেল পুরস্কার নামে পরিচিত…
উত্তরঃ ম্যাগসেসে পুরস্কার
২৮. সিডনি শান্তি পুরস্কারের জনক কে?
উত্তরঃ অস্ট্রেলিয়ার সিডনি পিস প্রাইজ ফাউন্ডেশন
২৯. গণিতের সবচেয়ে সম্মানজনক পুরস্কারের নাম কি?
উত্তরঃ অ্যাবেল পুরস্কার
৩০. জাতিসংঘ মানবাধিকার পুরস্কার প্রবর্তন করে কবে?
উত্তরঃ ১৯৬৬ সালে
৩১. সার্ক সাহিত্য পুরস্কার প্রবর্তন করা হয় কবে?
উত্তরঃ ২০০১ সালে
৩২. বিশ্বের চলচ্চিত্র জগতের সর্বাধিক মর্যাদাপূর্ণ পুরস্কারের নাম কি?
উত্তরঃ অস্কার
৩৩. প্রথম অস্কার বিজয়ী ভারতীয় কে?
উত্তরঃ বানু আথাইয়া (১৯৮২ সালে, গান্ধী চলচ্চিত্রের জন্য)
৩৪. চলচ্চিত্র উৎসব প্রবর্তন হয় কবে?
উত্তরঃ ১৯৩৯ সালে
৩৫. কান যে দেশের শহরের নাম?
উত্তরঃ ফ্রান্স
৩৬. কান চলচ্চিত্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে কবে?
উত্তরঃ ১৯৪৮ সালে
৩৭. পুলিৎজার পুরস্কার প্রদান করা হয় কোন দেশে?
উত্তরঃ যুক্তরাষ্ট্রে
৩৮. পুলিৎজার পুরস্কার কার নামে নামকরণ করা হয়?
উত্তরঃ সাংবাদিক জোসেফ পুলিৎজারের নামানুসারে
৩৯. মিস ওয়ার্ল্ড এর প্রবর্তক কে?
উত্তরঃ এরিক মরলি (১৯৫১ সালে)
৪০. ঐশ্বরিয়া রাই মিস ওয়ার্ল্ড নির্বাচিত হয় কত সালে?
উত্তরঃ ১৯৯৪ সালে
৪১. যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদকের নাম কি?
উত্তরঃ প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম অ্যাওয়ার্ড
৪২. গেকো কোন দেশের সাহিত্য পুরস্কার?
উত্তরঃ ফ্রান্সের
৪৩. ফান্সের সবোর্চ্চ বেসামরিক পদক কোনটি?
উত্তরঃ দ্য কমান্ডার অব দ্য লিজিয়ন অব অনার
৪৪. দ্য ক্রস অব দ্য মেরিট কোন দেশের সর্বোচ্চ সম্মাননা পদক?
উত্তরঃ র্জামানির
[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]
সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : [email protected]
এক নজরে নোবেল পুরস্কার ২০২১ এবং নোবেল পুরস্কার সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য।
১. পদার্থবিজ্ঞান
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী ২০২১ হলেনঃ
সাইকুরো মানাবে, জাপান, ক্লাউস হাসেলম্যান, জার্মানি এবং জর্জিও পারিসি, ইতালি।
পৃথিবীর জলবায়ু পরিস্থিতির ফিজিক্যাল বা ভৌত মডেল তৈরি, পরবর্তনশীলতা পরিমাপ এবং বৈশ্বিক উষ্ণতার বিষয়টি নির্ভরযোগ্যভাবে অনুমানের জন্য পুরষ্কার পেয়েছেন সাইকুরো মানাবে মানাবে এবং ক্লাউস ক্লাউস হাসেলম্যান। তারা দুজনে এ বছরের নোবেল পুরষ্কারের অর্ধেক পেয়েছেন।
২. রসায়ন
রসায়নে নোবেল বিজয়ী ২০২১ হলেনঃ
জার্মান বিজ্ঞানী বেঞ্জামিন লিস্ট এবং যুক্তরাষ্ট্রের ডেভিড ম্যাকমিলান।
অপ্রতিসম অর্গানোক্যাটালাইসিস বা জৈব-অনুঘটন (অণুর প্রতিবিম্ব) আবিষ্কারের জন্য এ পুরস্কার পান এই দুই বিজ্ঞানী।
৩. চিকিৎসা শাস্ত্র
চিকিৎসা শাস্ত্রে নোবেল বিজয়ী ২০২১ হলেনঃ
মার্কিন যুক্তরাষ্ট্রের ডেভিড জুলিয়াস শরীরতত্ত্ব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আর্ডেম প্যাটাপোসিয়ান ওষুধের ওপর এই পুরস্কার পেলেন।
৪. সাহিত্যে
সাহিত্যে নোবেল পেলেন আব্দুল রাজাক গুরনাহ ।
আফ্রিকার উপসাগরীয় অঞ্চলের শরণার্থীদের বিড়ম্বনা এবং বিভিন্ন মহাদেশের বিবিধ সংস্কৃতি ও ঔপনিবেশিকতার প্রভাবকে আপসহীন গভীর মানবিক অন্তদৃষ্টিতে তুলে এনেছেন তিনি।
তানজানিয়ার জানজিবায় ১৯৬৮ সালে জন্ম নেওয়া আব্দুল রাজাক শুরনাহ যুক্তরাজ্যে সাহিত্য চর্চা করছেন।
৫. শান্তি
শান্তিতে নোবেল বিজয়ী ২০২১ হলেনঃ
নোবেল শান্তি পুরস্কার পেলেন দুই সাংবাদিক মারিয়া রেসা(ফিলিপিন্স) এবং দিমিত্রি মুরাতফ(রাশিয়া) । ফিলিপিন এবং রাশিয়ায় মত প্রকাশের স্বাধীনতার পক্ষে “সাহসী লড়াই”-এ অবদান রাখার জন্য এই দুটি দেশের সাংবাদিক মারিয়া রেসা আর দিমিত্রি মুরাতফকে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়েছে।
** সাংবাদিক মারিয়া রেসা প্রথম ফিলিপিনো যিনি নোবেল জিতলেন।
৬. অর্থনীতি
অর্থনীতিতে নোবেল বিজয়ী ২০২১ হলেনঃ
চলতি বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিন অর্থনীতিবিদ ডেভিড কার্ড, জোশুয়া ডি অ্যাঙ্গরিস্ট এবং গুইডো ডব্লিউ ইমরেস। *শ্রমবাজারের ন্যূনতম মজুরি, অভিবাসন এবং শিক্ষার প্রভাব নিয়ে বিশ্লেষণের জন্য এই পুরস্কারের জন্য মনোনীত হন ডেভিড কার্ড। * অন্যদিকে প্রাকৃতিক পরীক্ষার কার থেকে কতটা সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া নিয়ে গবেষণ জোশুয়া ডি অ্যাঙ্গরিস্ট এবং গুইডো ডব্লিউ ইমবেস যৌথভাবে এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
নোবেল পুরস্কার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
১। ডিনামাইট আবিষ্কার করেন- সুয়েডীয় বিজ্ঞানী আলফ্রেড নোবেল।
২। ১৮৯৫ সালে আলফ্রেড নোবেল এর একটি উইল- অনুসারে নোবেল পুরষ্কার প্রচলন করা হয়।
৩। ১৯০১ সালে প্রথম নোবেল পুরষ্কার প্রদান করা হয় (অর্থনীতি ছাড়া)।
৪। ১৯৬৯ সালে প্রথম অর্থনীতিতে নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
৫। ‘নরওয়ের অসলো’ শহর থেকে নোবেল শান্তি পুরষ্কার প্রদান করা হয়।
৬। নোবেল শান্তি ছাড়া অন্য পুরস্কারগুলো স্টকহোম কনসার্ট হল (সুইডেন) থেকে প্রদান করা হয়।
৭। নোবেল পুরস্কার প্রদান করা হয় মোট ৬ টি বিষয়ে। বিষয়গুলো হলঃ ১. পদার্থবিজ্ঞান ২. রসায়ন ৩. চিকিৎসা শাস্ত্র ৪. অর্থনীতি ৫. সাহিত্য ৬. শান্তি
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
সবার আগে সাজেশন আপডেট পেতে Follower ক্লিক করুন
১ম থেকে ৪৩তম বিসিএস প্রশ্ন ও সমাধান লিংক
Professor Primary Assistant Teacher book লিংক
ইংরেজি
বাংলা
বাংলা ব্যাকরণ
গণিত
সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন
- ৩২তম বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান পিডিএফ সহ, ৩২তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নের সমাধান
- ৩১তম বিসিএস প্রশ্ন সমাধান, ৩১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ও সমাধান, ৩১তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সল্যুশন, ৩১তম বিসিএস প্রিলিমিনারি (BCS) সকল সেট প্রশ্ন সমাধান
- কাস্টম হাউস পানগাঁও (bch) এর সিপাহী পদের লিখিত পরীক্ষার full প্রশ্ন সমাধানের pdf ২০২৩,bch Sepoy post question solution pdf 2023,কাস্টম হাউস পানগাঁও প্রশ্ন সমাধান ২০২৩
- চাকরির খবর ২২ সেপ্টেম্বর, সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা ২২ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার, Saptahik Chakrir Khabor Potrika 22 September 2023
- ২২ সেপ্টেম্বর ২০২৩ সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা পিডিএফ, ২২ সেপ্টেম্বর সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা ২০২৩ ইং
- Saptahik Chakrir Dak 22 September 2023, চাকরির ডাক ২২ সেপ্টেম্বর ২০২৩, ২২ সেপ্টেম্বর সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা ২০২৩ ইং