পানি দূষণ কাকে বলে, পানি দূষণের প্রকারভেদ , পানি দূষণের কারণ, পানি দূষণের ফলাফল ও প্রভাবসমূহ

পানি দূষণ কাকে বলে, পানি দূষণের প্রকারভেদ , পানি দূষণের কারণ, পানি দূষণের ফলাফল ও প্রভাবসমূহ

পানি দূষণ কাকে বলে :-

পানি দূষণ বলতে জলের সঙ্গে কোনো অবাঞ্চিত পদার্থ মিশে যাওয়ার ফলে যদি জলের ভৌত রাসায়নিক ও জৈব বৈশিষ্ট্যের পরিবর্তন হয় এবং পানিজ উদ্ভিদ, প্রাণি, মানুষ তথা জীবজগতের ক্ষতির আশঙ্কাকে বুঝায়।

আমরা জানি জলের অপর নাম জীবন। বিশ্বের মোট জলের ৯৭% সাগর এবং মহাসাগরে অবস্থিত যা মানুষের ব্যবহারের উপযোগী নয়। অবশিষ্ট মাত্র ৩% স্বাদু পানি যা নদী, হ্রদ, পুকুর, ভূ-অভ্যন্তর উদ্ভিদ প্রভৃতিতে রয়েছে।

অর্থাৎ বিশুদ্ধ জলের পরিমাণ সীমিত এবং বিশুদ্ধ জলের উৎসগুলো মানবীয় বিভিন্ন কর্মকান্ড ও অতিমাত্রায় ব্যবহারের ফলে দূষিত হচ্ছে।

পানি দূষণের প্রকারভেদ :-

পানি দূষণকে পাঁচ ভাগে ভাগ করা যায়। যথা

১. ভূ-গর্ভস্থ পানি দূষণ,

২.হ্রদের পানি দূষণ,

৩. সামুদ্রিক পানি দূষণ,

৪. নদীর পানি দূষণ এবং

৫. জলাশয়ের পানি দূষণ ।

পানি দূষণের কারণ :-

প্রতিনিয়ত নানা কারণে পানি দুষিত হচ্ছে। বায়ু দূষণের ন্যায় পানি দূষণেরও প্রধান কারণ মানুষের বহুমুখী কর্মকান্ড। পানি দূষণের প্রধান কারণগুলো নিয়ে তুলে ধরা হলো


আরো ও সাজেশন:-

১. জলাধারের সাথে নর্দমার সংযোগ :

বিভিন্ন জলাধার যেমন- নদী, পুকুর, খাল, বিল প্রভৃতির সাথে ময়লা পানিবাহিত নর্দমার সংযোগ থাকলে পানি দূষিত হয়।

২. কল-কারখানার বর্জ্য :

কল-কারখানা থেকে নির্গত বিভিন্ন প্রকার গ্যাসীয় পদার্থ, ক্ষারীয় পদার্থ, তেলজাতীয় পদার্থ প্রভৃতি জলাধারে পতিত হলে পানি দূষিত হয়।

৩. গৃহস্থালি বর্জ্য :

সংমিশ্রণ গৃহস্থালির আবর্জনা থেকে নির্গত বিভিন্ন ধরনের পদার্থ যেমন- ভাসমান কঠিন কণা, সালফেট, ক্লোরাইড, অ্যামোনিয়া প্রভৃতি পানিকে দূষিত করে।

গৃহস্থালি বর্জ্যের মধ্যে রয়েছে রান্নার ধৌত কাজে ব্যবহৃত পানি, উচ্ছিষ্ট খাবার, ডিটারজেন্ট, মলমূত্র ইত্যাদি।

৪. কৃষিজাত দূষক :

কৃষিতে ব্যবহৃত অতিরিক্ত সার, কীটনাশক, আগাছানাশক প্রভৃতি থেকে উৎপন্ন বিভিন্ন রাসায়নিক গ্যাস পানিকে দূষিত করে। এছাড়া শস্যক্ষেতের পরিত্যক্ত গাছপালার অবশিষ্টাংশ, পাতা প্রভৃতি জলের সংস্পর্শে পচে পানিকে দূষিত করে।

৫. ক্ষতিকারক খনিজ পদার্থ :

জলেতেে আর্সেনিক, সীসা, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম প্রভৃতি মিশে পানি দূষিত করে।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

৬. পাইপ লাইন লিকেজ :

নর্দমা ও স্যুয়ারেজ লাইনের পাশ দিয়ে জলের পাইপ গেলে দুর্ঘটনাজনিত কারণে পানি দূষিত হতে পারে। কারণ নর্দমা বা স্যুয়ারেজের লাইন কোনোভাবে লিকেজ হয়ে জলের লাইনে সংযুক্ত হয়ে গেলে পানি দূষিত হয়।

৭. তেলবাহিত দূষণ :

তেলবাহী জাহাজ দুর্ঘটনা কবলিত হলে তেল জলেতেে ছড়িয়ে পড়ে পানি দূষিত করতে পারে।

৮. তেজস্ক্রিয় বর্জ্য :

পারমানবিক চুল্লী, তেজস্ক্রিয় পদার্থের প্রক্রিয়াকেন্দ্র বা চিকিৎসা কেন্দ্রে ব্যবহৃত তেজস্ক্রিয় পদার্থের বর্জ্যসমূহ জলেতেে মিশ্রিত হলে পানি দূষিত হয়। এছাড়া রাসায়নিক ও বিস্ফোরক দ্রব্য ব্যবহারের ফলেও পানি দূষিত হয়।

৯. মৃত জীবজন্ত :

জলেতেে মৃত জীবজন্তু ভাসিয়ে দিলে পানি দূষিত হয়। এছাড়া বন্যার সময় অনেক জীবজন্তু মরে গিয়ে জলেতেে ভেসে যায় যা পানি দূষণ ঘটায়।  

১০. চিকিৎসা বর্জ্য :

পানি দূষণের অন্যতম আরেকটি কারণ চিকিৎসা বর্জ্য। হাসপাতালেই চিকিৎসা বর্জ্য পরিশোধন না করে সরাসরি জলেতেে ফেললে পানি দুষিত হয়। ফলে বিভিন্ন রোগের জীবাণু জলেতেে ছড়িয়ে পড়ে পানি দূষিত করে।

পানি দূষণের ফলাফল ও প্রভাবসমূহ :-

নীচে পানি দূষণের ক্ষতিকর প্রভাবসমূহ সংক্ষেপে দেওয়া হলো

• পানি দূষণের কারণে সর্বপেক্ষা এবং সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয় মানুষ। বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ যেমন- জন্ডিস, টাইফয়েড, কলেরা, ডায়রিয়া, হেপাটাইটিস, আর্সেনিকোসিস এবং চর্মরোগের শিকার হয় মানুষ।

• পানি দূষণের বিরাট প্রভাব রয়েছে জলাশয়ের প্রতিবেশীর। পানি দূষণের কারণে সমুদ্র, নদী, হাওড়, বাওড়, বিল প্রভৃতি জলাশয়ের মৎস সম্পদ ক্ষতিগ্রস্ত হয় এবং জলাশয়ের প্রতিবেশ বিনষ্ট হয়।

• পানি দূষণ কৃষিক্ষেত্রকেও ক্ষতিগ্রস্ত করে। পানি দূষণের কারণে মৃত্তিকার উর্বরতা হ্রাস পায়, উপকারী ব্যাকটেরিয়া ধ্বংস হয় এবং অনেক ক্ষেত্রে মৃত্তিকায় ক্ষয়ের পরিমাণ বৃদ্ধি পায়। ফলশ্রুতিতে উৎপাদন ব্যহত হয়।

• পানি দূষণ জীবজগতের পরিবেশ-প্রতিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এ কারণে পানি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

পানি দূষণ নিয়ন্ত্রণের উপায় ও প্রতিকার :-

পানি দূষণ জীবজগতের জন্য মারাত্মক হুমকির কারণ। তাই পানি যেন দূষিত না হয় সেদিকে সচেতন থাকতে হবে এবং দূষিত পানিকে নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। নিম্নে পানি দূষণ নিয়ন্ত্রণের উপায়গুলো তুলে ধরা হলো।

১. নদী, খাল, বিল, পুকুর, হ্রদসহ বিভিন্ন জলাশয়ের জলেতেে সরাসরি আবর্জনা না ফেলা।

২. শিল্প-কারখানার পানি শোধন করে জলাশয়ে স্থানান্তর করা।

৩. পয়:নিষ্কাশনের নালা জলাশয়ে সরাসরি সংযুক্ত না করে পরিশোধন করা।

8. কৃষিক্ষেত্রে পরিমিত মাত্রায় সার এবং কীটনাশক ব্যবহার করা।

৫. জীবজন্তুর মৃতদেহ জলেতেে না ফেলা।

৬. রোগাক্রান্ত ব্যক্তির কাপড়-চোপড় জীবাণুনাশক ব্যবহার করে ধৌত করা।

৭. তেলবাহী জাহাজ যাতে দুর্ঘটনা কবলিত না হয় সেদিকে সতর্ক থাকা।

৮. কল-কারখানা স্থাপনের পূর্বে বর্জ্য পরিশোধন ব্যবস্থা নিশ্চিত করা। পারমানবিক বর্জ্য সরাসরি জলেতেে না ফেলা।

উপরিউক্ত পদক্ষেপগুলো ছাড়াও জনগণকে সচেতন করা, আইনের যথাযথ প্রয়োগ এবং পাঠ্যপুস্তকে পানি দূষণ সম্পর্কে সচেতনতামূলক পাঠ্যসূচি অর্ন্তভুক্ত করে দূষণ নিয়ন্ত্রণ করা যেতে পারে।

আপনার জন্য আমাদের ক্যাটাগরি


প্রশ্ন সমাধান
সাজেশন
চাকরি
ধর্ম
মতামত
শিক্ষা
শিক্ষা সংবাদ
নিয়োগ পরীক্ষা
জানা অজানা
Writing Side
অনার্স ও মাস্টার্স
এইচ এস সি
এসএসসি
ডিগ্রি ও উন্মুক্ত
স্বাস্থ্য
উদ্ভিদ ও প্রাণী
ঔষধি গুন
গোপন সমস্যা
রূপচর্চা
রেসিপি
রোগ প্রতিরোধ
রচনা ,প্রবন্ধউত্তর লিংক ভাবসম্প্রসারণউত্তর লিংক Paragraphউত্তর লিংক
আবেদন পত্র ও Applicationউত্তর লিংক অনুচ্ছেদ রচনাউত্তর লিংক Compositionউত্তর লিংক
চিঠি Letterউত্তর লিংক প্রতিবেদনউত্তর লিংক CVউত্তর লিংক
ইমেলEmailউত্তর লিংক সারাংশ ও সারমর্মউত্তর লিংক Seen, Unseenউত্তর লিংক
Essayউত্তর লিংকCompleting Storyউত্তর লিংকDialog/সংলাপউত্তর লিংক
অনুবাদউত্তর লিংকShort Stories/Poems/খুদেগল্পউত্তর লিংকSentence Writingউত্তর লিংক

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Leave a Comment