পল্লী উন্নয়ন ও কৃষি উন্নয়ন পার্থক্য, পল্লী উন্নয়ন vs কৃষি উন্নয়ন পার্থক্য, পল্লী উন্নয়ন ও কৃষি উন্নয়ন তুলনামূলক আলোচনা

প্রশ্ন সমাধান: পল্লী উন্নয়ন ও কৃষি উন্নয়ন পার্থক্য, পল্লী উন্নয়ন vs কৃষি উন্নয়ন পার্থক্য, পল্লী উন্নয়ন ও কৃষি উন্নয়ন তুলনামূলক আলোচনা


পল্লি উন্নয়ন ও কৃষি উন্নয়ন শব্দ দুটি সমার্থক নয়। কৃষি গ্রামীণ অর্থনীতির একটি খাত। কৃষি ছাড়াও গ্রামীণ অর্থনীতির প্রধান খাত হচ্ছে কৃষি তাই ধারণা করা হয় কৃষির উন্নয়ন হলে পল্লি তথা গ্রামীণ উন্নয়ন হবে।

পল্লি উন্নয়ন ও কৃষি উন্নয়নের মধ্যে পার্থক্য : নিচে কৃষি উন্নয়ন ও পল্লি উন্নয়নের পার্থক্য আলােচনা করা হলাে :

১. কৃষি উন্নয়ন বলতে কৃষির আধুনিকীকরণের মাধ্যমে কৃষির উৎপাদন ক্ষমতা বৃদ্ধিকে বােঝায়। অপরদিকে, পল্লি উন্নয়ন বলতে | গ্রামীণ অর্থনীতির অবকাঠামােগত পরিবর্তন বােঝায়।

২. পল্লি উন্নয়ন হলে পল্লির জনগণের জীবনযাত্রার মান উন্নত হয়। অপরদিকে, কৃষির উন্নয়ন হলে পল্লির জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন নাও হতে পারে।

৩. পল্লি উন্নয়নের ফলে গ্রামীণ অর্থনীতির কাঠামােগত পরিবর্তনের মাধ্যমে গ্রামীণ শিল্প, পরিবহণ ইত্যাদি খাতের উন্নয়ন ঘটে। ফলে গ্রামীণ অর্থনীতিকে কৃষির আপেক্ষিক অবদানের ক্রমাবনতি ঘটে। অপরদিকে, কৃষি উন্নয়নের ফলে | গ্রামীণ অর্থনীতির কাঠামােগত কোনােরূপ পরিবর্তন হয় না।

৪. পল্লি উন্নয়ন একটি বৃহৎ ও দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। অপরদিকে, কৃষি উন্নয়ন হলাে একটি ক্ষুদ্র ও স্বল্পমেয়াদি প্রক্রিয়া নির্দেশ করে।

৫. পল্লি উন্নয়নের ফলে গ্রামীণ খাতের আয় বৃদ্ধি পায় এবং এর সুফল কৃষকসহ গ্রামের সবাই ভােগ করে। অপরদিকে, কৃষির উন্নয়ন শুধুমাত্র কৃষক ও কৃষির সাথে সংশ্লিষ্ট জনগণের আয় বৃদ্ধি করে।


আরো ও সাজেশন:-

৬.পল্লি উন্নয়ন একটি সামগ্রিক বিষয় যেখানে কৃষির উন্নয়ন একটি বিশেষ অংশ নির্দেশ করে। তাই কৃষির উন্নয়ন যেমনপাল্লি উন্নয়নকে ত্বরান্বিত করে তেমনি পল্লি উন্নয়ন ও কৃষি উন্নয়ন গতিশীল করে।

৭. পল্লি উন্নয়নের ফলে কৃষকসহ সকল মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। অপরদিকে, কৃষি উন্নয়নের ফলে সকল পল্লিবাসীর জীবনযাত্রার মানের উন্নতি হবে এমন কোনাে নিশ্চয়তা নেই।

৮. গ্রামীণ উন্নয়ন কৃষির উন্নয়নের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। অপরদিকে, কৃষির উন্নয়নের জন্য গ্রামীণ উন্নয়নের কোনাে বাধ্যবাদ্ধকতা নেই।

৯. আয় ও সম্পদের বৈষম্য হ্রাস পল্লি উন্নয়নের একটি অতি প্রয়ােজনীয় শর্ত। অপরদিকে, শুধুমাত্র কৃষির উন্নতি হলে গ্রামাঞ্চলে আয় ও সম্পদের বৈষম্য হ্রাস পাবে এর কোনাে নিশ্চয়তা নেই।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, পল্লি উন্নয়ন হলাে গ্রামীণ অবকাঠামাের উন্নয়নের মাধ্যমে গ্রামীণ জনগণের জীবনযাত্রার মানের উন্নয়ন। অপরদিকে, কৃষির উন্নয়ন হলাে উন্নত চাষ পদ্ধতি ও যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে কৃষির উৎপাদন বৃদ্ধি করা।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

ধর্মঅন্যানশিক্ষাস্বাস্থ্য
মতামতচাকরিশিক্ষা সংবাদParagraph

Leave a Comment