পদার্থবিজ্ঞান ৪র্থ অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি প্রশ্ন – এসএসসি প্রস্তুতি

বহু নি র্বা চ নী প্র শ্ন

চতুর্থ অধ্যায়

কাজ, ক্ষমতা ও শক্তি
১। গতিশক্তি কাকে বলে?

 উত্তর : কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে।

২। বিভব শক্তি কাকে বলে?

 উত্তর : স্বাভাবিক অবস্থান বা অবস্থা থেকে পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থান বা অবস্থায় আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে।

৩। এক জুল কাকে বলে?

 উত্তর : কোনো বস্তুর ওপর এক নিউটন বল প্রয়োগের ফলে যদি বস্তুটির বলের দিকে এক মিটার (m) সরণ হয় তবে সম্পন্ন কাজের পরিমাণকে এক জুল (J) বলে।

৪। কাজ কাকে বলে?

 উত্তর : কোনো বস্তুর ওপর বল প্রয়োগের ফলে যদি বস্তুটির সরণ হয় তাহলে প্রযুক্ত বল এবং বলের দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্বের গুণফলকে কাজ বলে। কাজের একক জুল (J)।

৫। বলের বিরুদ্ধে কাজ বলতে কী বোঝায়?

 উত্তর : যদি বল প্রয়োগের ফলে বস্তু বলের বিপরীত দিকে সরে যায় তাহলে সেই কাজকে বলের বিরুদ্ধে কাজ বলে।

৬। কর্মদক্ষতা কাকে বলে?

 উত্তর : লভ্য কার্যকর শক্তি ও মোট প্রদত্ত শক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলে।

৭। এক ওয়াট কাকে বলে?

 উত্তর : এক সেকেন্ডে এক জুল কাজ করা বা শক্তি রূপান্তরের হারকে এক ওয়াট বলে।

৮। শক্তির একক কী?

 উত্তর : শক্তির একক জুল (J)।

৯। লভ্য কার্যকর শক্তি কী?

 উত্তর : ইঞ্জিন থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যায় তাকে লভ্য কার্যকর শক্তি বলে।

১০। নিউক্লীয় ফিশন কী?

 উত্তর : যে বিশেষ ধরনের নিউক্লীয় বিক্রিয়ায় একটি ভারী নিউক্লিয়াস প্রায় সমান ভরবিশিষ্ট দুটি নিউক্লিয়াসে বিভক্ত বা বিভাজিত হয় তাকে নিউক্লীয় ফিশন বলে।

১১। যান্ত্রিক শক্তি কাকে বলে?

 উত্তর : শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। কোনো বস্তুর অবস্থান বা গতির কারণে তার মধ্যে যে শক্তি নিহিত থাকে তাকে যান্ত্রিক শক্তি বলে। 

১২। সৌর চুল্লি কী?

 উত্তর : সূর্যকিরণকে ধাতব চাকতির সাহায্যে প্রতিফলিত করে যে চুল্লি তৈরি করা হয় তাকে সৌর চুল্লি বলে।

১৩। ম্যাগমা কী?

 উত্তর : ভূ-অভ্যন্তরের গলিত শিলাকে ম্যাগমা বলে।

১৪। ভূ-তাপীয় শক্তি কী?

 উত্তর : ভূ-অভ্যন্তরের তাপ কাজে লাগিয়ে যে শক্তি উৎপাদিত হয় তাকে       ভূ-তাপীয় শক্তি বলে।

১৫। অশ্বক্ষমতা কী?

 উত্তর : কোনো ইঞ্জিনের প্রতি সেকেন্ডে 746 ওয়াট কাজ করার ক্ষমতাকে ওই ইঞ্জিনের 1 অশ্বক্ষমতা বলে।

১৬। জুল কাকে বলে?

 উত্তর : কোনো বস্তুর ওপর এক নিউটন বল প্রয়োগের ফলে যদি বস্তুটির বলের দিকে এক মিটার সরণ হয় তাহলে সম্পন্ন কাজের পরিমাণকে এক জুল বলে।

১৭। অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করলে কোন শক্তি সঞ্চিত হয়?

 উত্তর : অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করলে বিভবশক্তি সঞ্চিত হয়।

১৮। জলবিদ্যুৎ কী?

 উত্তর : পানির প্রবাহ বা স্রোতকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তাকে জলবিদ্যুৎ বলা হয়।

১৯। অনবায়নযোগ্য শক্তি কাকে বলে?

 উত্তর : যেসব শক্তি নতুনভাবে সৃষ্টি করা যায়   না তাদের অনবায়নযোগ্য শক্তি বলা হয়।

২০। 1eV কত জুলের সমান?

 উত্তর : 1eV সমান 3.6×106 J

S.S.C

কাজ ক্ষমতা ও শক্তি নবম শ্রেণি,
কাজ ক্ষমতা ও শক্তি ppt,
কাজ ক্ষমতা ও শক্তি সৃজনশীল প্রশ্ন,
কাজ ক্ষমতা ও শক্তি সূত্র,
কাজ ক্ষমতা ও শক্তি pdf,
কাজ ক্ষমতা ও শক্তি mcq,
কাজ ক্ষমতা ও শক্তি কাকে বলে,
কাজ ক্ষমতা ও শক্তি ssc,

Leave a Comment