নিজের জীবন বাঁচানো ফরজ হাদিস কি বলে, জীবন বাঁচানো ফরজ এটা শয়তানের স্লোগান,জান বাচানো ফরজ,জীবন বাঁচানো ফরজএটি হাদিস কি না,জীবন বাঁচানো ফরজ সম্পর্কে হাদিস,জীবন বাঁচানো ফরজ নিয়ে হাদিস
প্রশ্ন : সমাজে প্রচলিত একটি কথা ‘নিজের জীবন বাঁচানো ফরজ’—ইসলামী শরিয়া অনুযায়ী কথাটি বিশ্লেষণ করবেন? এর আদৌ কোনো ভিত্তি আছে কি?
উত্তর : এটি ইসলামী শরিয়তের ভিত্তি। শরিয়তে যে বিষয়গুলো মানুষের জন্য একেবারে অপরিহার্য, তার একেবারে প্রথম অংশ হচ্ছে আত্মরক্ষা করা, নিজেকে বাঁচানো, হেফাজত করা।
আল্লাহতায়ালা বলেছেন, ‘তোমরা নিজেদের হত্যা করো না’, ‘তোমরা নিজেদের ধ্বংস করে দিও না।’
এ কাজটি বিভিন্নভাবে হতে পারে, যেমন—খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়ে হতে পারে, চিকিৎসা না করে হতে পারে, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্টভাবে নিষেধ করেছেন।
নিজেকে ধ্বংস করা বা হত্যা করা যে হারাম, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এ কারণে আত্মহত্যাকারীর অপরাধকে ইসলাম এত কঠিন অপরাধ হিসেবে উল্লেখ করেছে যে, যদি কেউ এই আত্মহত্যার অপরাধ সম্পর্কে জ্ঞান রাখে এবং সে আত্মহত্যায় লিপ্ত হয়, তাহলে সে কাফের ও মুশরিকদের মতো চিরস্থায়ী জাহান্নামি। জুলুম অন্যের ওপরও করা যাবে না, নিজের ওপরও করা যাবে না।
আল্লাহর বান্দা কোনোভাবেই যেন নিজেকে ধ্বংসের দিকে ঠেলে না দেন, এ জন্য তার কাছে যদি খাওয়ার মতো কিছুই না থাকে, তখন ইসলামে যে খাবারগুলো খাওয়া একেবারে হারাম করা হয়েছে, সেগুলোও খাওয়া জায়েজ করা হয়েছে।
যেমন : মৃত জানোয়ার, শূকর, রক্ত বা এই জাতীয় কিছু যেগুলো খাওয়া ইসলামে কঠিনভাবে হারাম, সেগুলো জীবন রক্ষার জন্য ঠিক যতটুকু প্রয়োজন, ততটুকু খাওয়া তার জন্য জায়েজ করা হয়েছে। কারণ নিজেকে ধ্বংস করা যাবে না।
আল্লাহ সুবহানাহু তায়ালা বলেছেন, ‘যদি কেউ বাধ্য হয়ে যায়, তাহলে আল্লাহতায়ালা তার কাছ থেকে এই কাজের গুনাহটি উঠিয়ে নেবেন।’
ডঃ মুহাম্মদ সাইফুল্লাহ
- ইজারাদাতার অবশিষ্ট মূল্য সম্পর্কে আলোচনা কর
- ইজারা গ্রহীতার বইয়ের হিসাব সংরক্ষণের প্রক্রিয়া আলোচনা কর
- ইজারা দাতার প্রত্যক্ষ ইজারার অর্থায়ন পদ্ধতি ধারণা সহ আলোচনা কর
- Degree 3rd Year Exam Marketing 5th paper Suggestion
- ডিগ্রি ৩য় বর্ষের সাজেশন (১০০% কমন ডাউনলোড করুন), ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন [নিশ্চিত ১০০% কমন সকল বিষয়ে]