নারীর অধিকার বলতে কি বুঝ?, নারী অধিকার কি?, বাংলাদেশের নারীর সাক্ষরতার হার কত?, ‘নারীর মর্যাদা বিষয়ক কমিশন’ কখন গঠিত হয়?

নারীর অধিকার বলতে কি বুঝ?, নারী অধিকার কি?, বাংলাদেশের নারীর সাক্ষরতার হার কত?, ‘নারীর মর্যাদা বিষয়ক কমিশন’ কখন গঠিত হয়?

নারীর অধিকার বলতে কি বুঝ? অথবা, নারী অধিকার কি?
উত্তর : নারীর অধিকার বলতে বুঝায় জীবনের সকল ক্ষেত্রে নারী-পুরুষের মধ্যে সমতা ও ন্যায্যতা

বাংলাদেশের নারীর সাক্ষরতার হার কত?
উত্তর : বর্তমানে বাংলাদেশে নারী সাক্ষরতার হার প্রায় ৫৩.০৪% ।

‘নারীর মর্যাদা বিষয়ক কমিশন’ কখন গঠিত হয়?
উত্তর : ১৯৪৬ সালের ২১ জুন।

বিশ্বে প্রথম নারী অধিকার বিষয়ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? অথবা, প্রথম বিশ্ব নারী সম্মেলন কোন দেশে হয়েছিল?
উত্তর : মেক্সিকোতে, ১৯৭৫ সালে ।

নারীর বিবাহ সম্পর্কিত অধিকার কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৬২ সালে ।

বাংলাদেশ নারী উন্নয়ন পরিষদ কত সালে গঠিত হয়?
উত্তর : ১৯৯৫ সালে ।

Click%20to%20get%2070%20to%20100%25%20common%20topic%20based%20suggestions

বর্তমান বিশ্বের সর্ববৃহৎ সংস্থা কোনটি? উত্তর : জাতিসংঘ।

জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর : ২৪ অক্টোবর ১৯৪৫ সালে।

জাতিসংঘ কোন সংস্থার উত্তরাধিকারী সংস্থা? উত্তর : জাতিপুঞ্জ।

জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর : ১৯২০ সালে ।

জাতিপুঞ্জ কত সালে বিলুপ্ত হয়?
উত্তর : ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার প্রেক্ষিতে ।

‘CEDAW’-এর পূর্ণরূপ কি? ৯৯%
উত্তর : ‘CEDAW” এর পূর্ণরূপ হলো- Convention on the Elimination of all forms of Discrimination Against Women.

সিডো কী?
উত্তর : সিডো হলো নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূর করার একটি আন্তর্জাতিক সনদ ।

CEDAW (সিডও) সনদের মূল কথা কি?

উত্তর : উন্নয়নে নারী যুগ যুগ ধরে যে অবদান রেখেছে তার যথাযথ স্বীকৃতি প্রদান ।

আরো ও সাজেশন:-

CEDAW (সিডও) সনদ কত তারিখে গৃহীত হয়?
উত্তর : ১৮ ডিসেম্বর ১৯৭৯ সালে। ১৮৫ টি দেশ এতে স্বাক্ষর করে।

বাংলাদেশ কবে সিডও সনদে স্বাক্ষর করে?
উত্তর : ১৯৮৪ সালের ৬ নভেম্বর তারিখে।

সিডও (CIDAW) সনদ কবে থেকে কার্যকর হয়?
উত্তর : সিডও সনদ ১৯৮১ সালের ৩ সেপ্টেম্বর হতে কার্যকর হয়।

CEDAW (সিডও) সনদের ধারা কয়টি? উত্তর : ৩০টি।

UNIFEM-এর পূর্ণরূপ কি?
উত্তর : UNIFEM-এর পূর্ণরূপ হলো- United Nations Development Fund for Women. |

UNIFEM কত সালে গঠিত হয়।
উত্তর : UNIFEM ১৯৭৬ সালে গঠিত হয়।

INSTRAW কী?
উত্তর : INSTRAW হচ্ছে নারীর উন্নতি এবং প্রগতির জন্য আন্তর্জাতিক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট।

INSTRAW-এর পূর্ণরূপ কি?
উত্তর : INSTRAW-এর পূর্ণরূপ হলো- International Research and Training Institute for the Advancement of Women.

CSW কত সালে গঠিত হয়?
উত্তর : CSW ১৯৮৬ সালে গঠিত হয়।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

CSW-এর পূর্ণরূপ কী?
উত্তর : CSW-এর পূর্ণরূপ হলো- “Commission on the Status of Women.”

UNESCO কেন প্রতিষ্ঠা করা হয়?
উত্তর : বালিকা এবং মহিলাদের শিক্ষাক্ষেত্রে সমান উপস্থিতি এবং প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য UNESCO প্রতিষ্ঠা করা হয়।

PFA – এর পূর্ণরূপ কি?
উত্তর : PFA -এর পূর্ণরূপ হলো- Parent Faculty Association.

আন্তর্জাতিক নারী দিবস কোন তারিখে পালিত হয়? অথবা, আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে পালিত হয়।
উত্তর : আন্তর্জাতিক নারী দিবস ৮ মার্চ তারিখে পালিত হয় ।

Click%20to%20get%2070%20to%20100%25%20common%20topic%20based%20suggestions

কোন সালকে আন্তর্জাতিক নারীবর্ষ বলা হয়? অথবা, কোন দশককে আন্তর্জাতিক নারী দশক বলা হয়?
উত্তর : (১৯৭৬-১৯৮৫) বছরকে আন্তর্জাতিক নারীবর্ষ বলা হয়।

কত সালে প্রথম ‘আন্তর্জাতিক নারী দিবস’ পালিত হয়? অথবা, প্রথম কত সালে ‘আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়?
উত্তর : ১৯১১ সালে প্রথম ‘আন্তর্জাতিক নারী দিবস’ পলিত হয় ।

Leave a Comment