ধ্বনিবিজ্ঞান ও ভাষাবিজ্ঞান অনার্স ৪র্থ বর্ষ সাজেশন

অনার্স ৪র্থ বর্ষের ধ্বনিবিজ্ঞান ও ভাষাবিজ্ঞান স্পেশাল সাজেশন, ধ্বনিবিজ্ঞান ও ভাষাবিজ্ঞান চূড়ান্ত সাজেশন,ধ্বনিবিজ্ঞান ও ভাষাবিজ্ঞান চূড়ান্ত সাজেশন

অনার্স ৪র্থ বর্ষের ধ্বনিবিজ্ঞান ও ভাষাবিজ্ঞান সাজেশন 2024

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৪র্থ বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ৪র্থ বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
ধ্বনিবিজ্ঞান ও ভাষাবিজ্ঞান (Phonetics and Linguistics) সুপার সাজেশন
Department of : Bangla & Other Department
Subject Code: 241015
২০২৪ এর অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সাজেশন

ধ্বনিবিজ্ঞান ও ভাষাবিজ্ঞান অনার্স ৪র্থ বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের ধ্বনিবিজ্ঞান ও ভাষাবিজ্ঞান, অনার্স ৪র্থ বর্ষের ধ্বনিবিজ্ঞান ও ভাষাবিজ্ঞান ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন ধ্বনিবিজ্ঞান ও ভাষাবিজ্ঞান সাজেশন,

অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৪ (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৪

ধ্বনিবিজ্ঞান ও ভাষাবিজ্ঞান অনার্স ৪র্থ বর্ষ সাজেশন 2024

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. ধ্বনিতত্ত্বের কয়টি শাখা?
উত্তর : ধ্বনিতত্ত্বের তিনটি শাখা।

২. দুই স্বরতন্ত্রীর মধ্যবর্তী স্থানের নাম কী?
উত্তর : দুই স্বরতন্ত্রীর মধ্যবর্তী স্থানের নাম স্বরতন্ত্রীর মধ্যবর্তীপথ (glottis)।

৩. মৌলিক স্বরধ্বনি কয়টি ও কী কী?
উত্তর : মৌলিক স্বরধ্বনি ৭টি। যথা : ই, এ, অ্যা, আ, অ, ও, উ।

৪. কোন মৌলিক স্বরধ্বনিটি উচ্চারণে আছে অথচ বর্ণমালায় নেই?
উত্তর : এ্যা মৌলিক স্বরধ্বনিটি উচ্চারণে আছে অথচ বর্ণমালায় নেই।

৫. ভাষাবিজ্ঞানী মুহম্মদ আব্দুল হাই এর মতে বাংলা মূল স্বরধ্বনি কয়টি?
উত্তর : ভাষাবিজ্ঞানী মুহম্মদ আব্দুল হাই এর মতে বাংলা মূল স্বরধ্বনি আটটি।

৬. বাংলায় কোন মৌলিক স্বরধ্বনির চিহ্ন নাই?
উত্তর : বাংলায় অ্যা মৌলিক স্বরধ্বনির চিহ্ন নাই।

৭. স্বরধ্বনি বিচারের মাপকাঠি কয়টি?
উত্তর : স্বরধ্বনি বিচারের মাপকাঠি তিনটি। যথা :
১. জিহ্বার যে অংশ উঁচু করা হয় তা দেখা।
২. জিহ্বার যে অংশ উঁচু করা হয় তার পরিমাপ।
৩. ঠোঁট ও চোয়ালের অবস্থা বিচার।

৮. উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনি কত প্রকার ও কী কী?
উত্তর : উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনি প্রধানত সাত প্রকার। যথা : ওষ্ঠ্য, দন্ত্য, দন্তমূলীয়, মূর্ধন্য, তালব্য, কণ্ঠ্য ও কণ্ঠনালীয় ।

৯. মুনীর চৌধুরীর মতে অর্ধ স্বরধ্বনি কয়টি?
উত্তর : মুনীর চৌধুরীর মতে বাংলায় অর্ধ স্বরধ্বনির চারটি। যথা : ই, এ, ও, উ।

১০. বাংলায় নিয়মিত দ্বি-স্বরধ্বনি কয়টি?
উত্তর : বাংলায় নিয়মিত দ্বি-স্বরধ্বনি উনিশটি।

১১. বাংলায় পার্শ্বিক ধ্বনি কোনটি?
উত্তর : বাংলায় পার্শ্বিক ধ্বনি— ‘ল’।

১২. উষ্ম ধ্বনি কয়টি ও কী কী?
উত্তর : উষ্ম ধ্বনি তিনটি। যথা : শ্ স্ হ্।

১৩. বাংলা মূলধ্বনি ‘ল’ এর মহাপ্রাণ বর্ণরূপটি লেখ।
উত্তর : বাংলা মূলধ্বনি ‘ল’ এর মহাপ্রাণ বর্ণরূপ হলো (লহ্)।

১৪. IPA-এর পূর্ণরূপ লেখ।
উত্তর : IPA-এর পূর্ণরূপ International Phonetic Alphabet.

১৫. শ্বাসাঘাত কী?
অথবা, শ্বাসাঘাত কাকে বলে?
উত্তর : রূপমূল উচ্চারণের সময় বিভিন্ন অক্ষরের ওপর জোরের পরিমাপই শ্বাসাঘাত।

১৬. স্বরসঙ্গতি কী?
উত্তর : একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটাই হলো স্বরসঙ্গতি।

১৭. পাণিনি রচিত ব্যাকরণ গ্রন্থের পূর্ণ নাম কী?
উত্তর : পাণিনি রচিত ব্যাকরণ গ্রন্থের পূর্ণ নাম অষ্টাধ্যায়ী।

১৮. ‘মহাভাষ্য’ কার রচনা?
উত্তর : ‘মহাভাষ্য’ রচনা করেন সংস্কৃত বৈয়াকরণিক পতঞ্জলি।

১৯. ভূয়া শব্দ কাকে বলে?
উত্তর : লোকনিরুক্তির বশে অথবা অন্য কারণে এমন নতুন শব্দ সৃষ্টি হতে পারে যার বাস্তবিক কোনো মূল্য নেই। এরূপ শব্দকে ভূয়া শব্দ (Ghost Word) বলে।

২০. সঙ্কর শব্দের একটি উদাহরণ দাও ।
উত্তর : সঙ্কর শব্দের একটি উদাহরণ হলো মাস্টারি।

২১. ‘আধুনিক ভাষাতত্ত্ব’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ‘আধুনিক ভাষাতত্ত্ব’ গ্রন্থটির রচয়িতা আবুল কালাম মনজুর মোরশেদ।

২২. অর্থের অবনতির একটি উদাহরণ দাও।
উত্তর : অর্থের অবনতির একটি উদাহরণ হলো মহাজন।

২৩. ‘উৎ+লাস = উল্লাস’—শব্দে কোন নিয়মে ধ্বনি পরিবর্তন হয়েছে?
উত্তর : ‘উৎ+লাস = উল্লাস’—শব্দে পরাগত সমীভবনের নিয়মে ধ্বনি পরিবর্তন হয়েছে।

২৪. পৃথিবীর সর্বপ্রধান ভাষাবংশের নাম কী?
উত্তর : পৃথিবীর সর্বপ্রধান ভাষাবংশের নাম ইন্দো-ইউরোপীয় ভাষাবংশ।

২৫. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের ভাষাতত্ত্ববিষয়ক গ্রন্থের নাম কী?
উত্তর : ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের ভাষাতত্ত্ববিষয়ক গ্রন্থের নাম ‘The Origin and Development of the Bengali Language’.

২৬. ইন্দো-ইউরোপীয় ভাষাবংশ কয়টি?
উত্তর : ইন্দো-ইউরোপীয় ভাষাবংশ সাধারণভাবে দুটি। যথা : কেন্তম ও শতম।

২৭. গৌতম বুদ্ধের পাঠ কোন ভাষায় প্রণীত?
উত্তর : গৌতম বুদ্ধের পাঠ পালি ভাষায় প্রণীত।

২৮. বাংলার উপভাষাসমূহের শ্রেণিবিন্যাস প্রথম কে করেছিলেন?
উত্তর : বাংলা উপভাষাসমূহের শ্রেণিবিন্যাস প্রথম করেছিলেন ড. মুহম্মদ শহীদুল্লাহ।

২৯. আধুনিক ভাষাতত্ত্ববিদের নাম লেখ।
উত্তর : দুজন আধুনিক ভাষাতত্ত্ববিদের নাম— হুমায়ুন আজাদ, জীনাত ইমতিয়াজ আলী।

৩০. কার সম্পাদনায় বাংলা উপভাষার ‘আঞ্চলিক অভিধান’ প্রথম প্রকাশিত হয়?
উত্তর : বাংলার একমাত্র আঞ্চলিক অভিধান ড. মুহম্মদ শহীদুল্লাহর তত্ত্বাবধানে ও সম্পাদনায় প্রকাশিত হয়।

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

ধ্বনিবিজ্ঞান ও ভাষাবিজ্ঞান অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন PDF Download 2024

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. বাক্‌প্রত্যঙ্গ হিসেবে স্বরযন্ত্রের সচিত্র বর্ণনা দাও।
অথবা, বাকপ্রত্যঙ্গ কাকে বলে? স্বরযন্ত্রের বর্ণনা দাও।
২. স্বরধ্বনির সংজ্ঞাসহ বাংলা মৌলিক স্বরধ্বনিসমূহ চিহ্নিত কর।
৩. স্বরধ্বনি বিচারের মাপকাঠি কয়টি ও কী কী?
৪. উদাহরণসহ ঘোষধ্বনির সংজ্ঞা দাও।
৫. উদাহরণসহ পার্শ্বিক ধ্বনির সংজ্ঞা লেখ।
অথবা, বাংলা পার্শ্বিক ধ্বনি গঠনে বাকপ্রত্যঙ্গের অবস্থান বিশ্লেষণ কর।

৬. ব্যঞ্জনধ্বনি বিচারের মাপকাঠি কয়টি ও কী কী? আলোচনা কর।
৭. সংযুক্ত ব্যঞ্জনধ্বনি বলতে কী বুঝায়?
অথবা, সংযুক্ত ব্যঞ্জনধ্বনি কী? সংযুক্ত ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য আলোচনা কর।
৮. আন্তর্জাতিক ধ্বনিতাত্ত্বিক বর্ণমালায় (IPA) রূপান্তর কর :
নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি
মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি।

৯. নিচের কবিতাংশটি IPA তে রূপান্তর কর :
রথযাত্রা লোকারণ্য, মহা ধুমধাম,
ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম।
পথ ভাবে আমি দেব রথ ভাবে আমি,
মূর্তি ভাবে আমি দেব- হাসে অন্তর্যামী।

১০. পাঠ-প্রতিকল্পন প্রথা অনুসরণ করে বাংলা মূল স্বরধ্বনি নির্ণয় কর।
১১. ভাষার সংজ্ঞাসহ বৈশিষ্ট্য উল্লেখ কর।
১২. অর্থ প্রসারণ বলতে কী বুঝ?
১৩. বাগর্থতত্ত্ব (Semantics) কী? শব্দের অর্থ পরিবর্তনের ধারা আলোচনা কর।
১৪. অর্থ পরিবর্তনের চারটি প্রক্রিয়া উদাহরণসহ আলোচনা কর।
অথবা, অর্থ পরিবর্তনের চারটি প্রক্রিয়া লেখ।
১৫. গ্রিমের সূত্রটি বর্ণনা কর।

PDF Download ধ্বনিবিজ্ঞান ও ভাষাবিজ্ঞান অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন 2024

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. বাকপ্রত্যঙ্গ কাকে বলে? চিত্রসহ বিভিন্ন প্রকার বাকপ্রত্যঙ্গের পরিচয় দাও।
অথবা, বাগধ্বনি কী? বাপধ্বনি উচ্চারণে সাহায্যকারী বাক প্রত্যলগুলোর সচিত্র বিবরণ দাও।
২. স্বরধ্বনি বিচারের মাপকাঠি কয়টি ও কী কী? এই মাপকাঠি অনুসারে স্বরধ্বনির শ্রেণিবিন্যাস কর।
অথবা, স্বরধ্বনির সংজ্ঞা দাও। স্বরধ্বনি উচ্চারণে জিহ্বার ভূমিকা লেখ।
৩. অর্ধ-স্বরধ্বনি কাকে বলে? অর্ধ স্বরধ্বনির স্বরূপ বুঝিয়ে দিয়ে বাংলা অর্থ-স্বরধ্বনির পরিচয় দাও।
অথবা, অর্ধ-স্বরধ্বনি বলতে কী বুঝ? বাংলা অর্থ-স্বরধ্বনিসমূহের পরিচয় দাও।

৪. দ্বি-স্বরধ্বনি কাকে বলে? দ্বি-স্বরধ্বনির স্বরূপ বুঝিয়ে দিয়ে বাংলা নিয়মিত ও অনিয়মিত দ্বি-স্বরধ্বনির পরিচয় দাও।
৫. ব্যঞ্জনধ্বনি কাকে বলে? উচ্চারণ রীতি অনুযায়ী বাংলা ব্যঞ্জনধ্বনিসমূহের শ্রেণিবিন্যাস কর।
৬. স্পষ্ট ব্যঞ্জনধ্বনি কাকে বলে? বাংলা স্পষ্ট ব্যঞ্জনধ্বনিগুলোর ধ্বনিতাত্ত্বিক পরিচয় দাও।
৭. আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার বিকাশধারা আলোচনা কর এবং বাংলা স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনিকে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় রুপান্তর কর।
৮. শব্দার্থতত্ত্ব কাকে বলে? শব্দের অর্থ পরিবর্তনের কারণগুলো আলোচনা কর।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

৯. সাদৃশ্য কাকে বলে? সাদৃশ্যগত পরিবর্তন বিষয়ে আলোচনা কর।
১০. সাদৃশ্যমূলক পরিবর্তনের ধারণা দাও। সাদৃশ্যের প্রভাবে ভাষায় কীভাবে ধ্বনি পরিবর্তন ঘটে, তা উদাহরণসহ বর্ণনা দাও।
১১. ভাষা বিচারে তুলনামূলক পদ্ধতির উপযোগিতা ও সীমাবদ্ধতা আলোচনা কর।
১২. ইন্দো-ইউরোপীয় ভাষা থেকে বাংলা ভাষা পর্যন্ত ভাষার উৎপত্তি ও বিকাশ আলোচনা কর।

১৩. ভাষার বংশানুক্রমিক শ্রেণিবিভাগ আলোচনা করে ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর একটি বংশপীঠিকা তৈরি কর।
১৪. গ্রিমের সূত্রের পটভূমি তুলে ধরে তার সূত্রটি বুঝিয়ে দাও।
১৫. ভাষা পরিবর্তনের সূত্র বলতে কী বুঝ? প্রসঙ্গক্রমে গ্রিম, গ্রাসম্যান ও ভার্নারের সূত্র আলোচনা কর।

2024 ধ্বনিবিজ্ঞান ও ভাষাবিজ্ঞান অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড

ক বিভাগ 

  • ধ্বনিবিজ্ঞানে কোন ধরনের ধ্বনি আলোচিক হয় 
  • তিনটি সক্রিয় বাক্- প্রতঙ্গের নাম লেখ 
  • স্বরযন্ত্রের ইংরেজী  প্রতিশব্দ কোনটি?
  • স্বরতন্ত্রীর মধ্যবর্তী পথের নাম কী?
  • উচ্চারণ স্হান  অনুযায়ী ক- বর্গীয় ধ্বনিগুলোর নাম কী?
  • মানুষের সর্ববৃহৎ বাগযন্ত্র কোনটি?
  • ফুযফুসতাড়িত বাতাস  বাক্- প্রত্যঙ্গের কোথায় জমা হয় 
  • স্বরধ্বনি বিচারের মাপকাঠি৷কয়টি ও কী কী?
  • ঔ মৌলীক স্বরধ্বনি নয় কেন?
  • বাংলায় নিয়মিত দ্বিস্বরধ্বনি কয়টি?
  • মুনীর চৌধরীর মতে অর্থ স্বরধ্বনি কয়টি 
  • ক এর ধ্বনিতাত্বিক নাম লেখ 
  •  কন্ঠ্য ধ্বনি কত প্রকার 
  • বাংলা মূলধ্বনি ল এর মহাপ্রাণ বর্ণরুপটি লেখ 
  •  বাংলায় যর্থার্থ সংযুক্ত ব্যজ্ঞন কয়টি 
  • মূলধ্বনি শ এর একটি সহধ্বনির প্রয়োগ দেখাও
  • শ্বাসাঘাত কী?
  • স্বরসঙ্গতি কি?
  • IPA এর পূর্ণরুপ লিখ 
  • আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় স্বূর্ণ কয়টি 
  • আন্তর্জাতিক ধ্বনিতান্ত্রিক বর্ণমালা কোন অক্ষরে প্রতিস্হাপিত 
  • রিকশা ধ্বনি পরিবর্তনের কোন সুএে রিকশা উচ্চারিত হয় 
  • পাণিনি রচিত গ্রন্হের নাম কী 
  • Syntactic structures গ্রন্হের নাম কী 
  • বিংশ শতাব্দীর ভাষা বিজ্ঞানে আলোচিত নাম কোনটি?
  • তুলনামূলক ভাষা তত্বের জনক কে?
  • Morphology  শব্দের অর্থ কী?
  • উইলিয়াম জোনস কে ছিলেন
  • কোন ভাষা রীতিতে মরণ অর্থে স্বর্গলাভ শব্দটি ব্যবহৃত হয়
  • পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা কোনটি?
  • বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান কে সংকলন করেন?
  •  আঞ্চলিক ভাষার অভিধান সম্পর্কে সংক্ষেপে লেখ 
  • টীকা লেখ 
  • অপিনিহিত 
  • স্বরাগম 
  • জোরকলম 
  • লোকনিরুক্তি

খ বিভাগ 

  • স্বরধ্বনির সংজ্ঞার্থসহ বাংলা মৌলীত স্বরধ্বনিসমূহ চিহৃিত কর
  • মূলধ্বনি বা ফনিমি চিহৃিত করার একটি প্রক্রিয়া বর্ণনা কর
  • উদাহরণসহ পাশ্বিক ধ্বনির সংজ্ঞার্থ লেখ 
  • নিচের  অংশটি IPA তে রুপান্তর কর

২০২৪ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ৪র্থ বর্ষের ধ্বনিবিজ্ঞান ও ভাষাবিজ্ঞান পরীক্ষার সাজেশন, 2024 অনার্স চতুর্থ বর্ষ ধ্বনিবিজ্ঞান ও ভাষাবিজ্ঞান সাজেশন,

গ বিভাগ 

  • ধ্বনিতত্ব বলতে কী বুঝ? ধ্বনিতত্বকে কি বিজ্ঞান বলা চলে? ধ্বনিতত্বের বিভিন্ন শাখার পরিচয় দাও
  • বাগধ্বনি কী? বাগধ্বনি উচ্চারনে সাহায্যকারী বাক্ প্রত্যঙ্গগুলো সচিএ বিবরণ দাও
  • স্বর ও ব্যজ্ঞন ধ্বনির পার্থক্য  আলোচনা কর
  • স্পৃষ্ট ব্যজ্ঞন ধ্বনি কাকে বলে? বাংলা স্পষ্ট ব্যজ্ঞনধ্বনিগুলো ধ্বনিতাত্বিক পরিচয় দাও
  • অর্ধ স্বরধ্বনি কাকে বলে? অর্ধ স্বরধ্বনিস্বরুপ বুঝিয়ে দিয়ে বাংলা অর্গ স্বর ধ্বনির পরিচয় দাও
  • স্বরধ্বনি বিচারের মাপকাঠি  কয়টি ও কী কী? এই মাপকাঠি অনুসারে স্বকধ্বনির শ্রেণিবিন্যাস কর
  • আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার বিকাশধারা আলোচনা কর  এবং স্বরধ্বনি ও ব্যজ্ঞনধ্বনিকে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় রুপান্তর কর
  • ভাষা কী? ভাষা তত্বের বিভিন্ন শাখা সম্পর্কে আলোচনা কর 
  • ভাষা বিচারে ঐতিহাসিক ও তুলনামূলক পদ্ধতির বৈশিষ্ট্য ও উপযোগিতা নির্দেশ কর
  • ভাষা বিচারে বর্ণনামূলক পদ্ধতি বৈশিষ্ট্য ও উপযোগিতা নির্দেশ কর
  • ভাষা পরিবর্তনের সুএ বলতে কী বোঝ? প্রসঙ্গক্রমে গ্রিম গ্রাসম্যান ও ভার্নারের সুএ আলোচনা কর
  • ভাষার বংশানুক্রমিক শ্রেণিবিভাগ আলোচনা করে ইন্দ্রো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর একটি বংশপীঠিকা তৈরী কর
  • ধ্বনি পরিবর্তনের সুএ বলতে কী বোঝায়?  ধ্বনি পরিবর্তনের নিয়মগুলো উদাহরণসহ লেখ 

Honors 4th year Common Suggestion 2024

আজকের সাজেশস: অনার্স ৪র্থ বর্ষের ধ্বনিবিজ্ঞান ও ভাষাবিজ্ঞান স্পেশাল সাজেশন 2024,Honors Phonetics and Linguistics Suggestion 2024

PDF Download ধ্বনিবিজ্ঞান ও ভাষাবিজ্ঞান অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন, ধ্বনিবিজ্ঞান ও ভাষাবিজ্ঞান অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, ধ্বনিবিজ্ঞান ও ভাষাবিজ্ঞান সাজেশন অনার্স ৪র্থ বর্ষের, অনার্স ৪র্থ বর্ষ ধ্বনিবিজ্ঞান ও ভাষাবিজ্ঞান সাজেশন, ধ্বনিবিজ্ঞান ও ভাষাবিজ্ঞান অনার্স ৪র্থ বর্ষ সাজেশন,

Leave a Comment