দেশপ্রেম কী? কী কী উপায়ে দেশপ্রেম প্রমাণ করা যায়? এ বিষয়ে একটি প্রতিবেদন প্রস্তুত করুন, ২০২১ সালের এইচএসসি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ১১শ শ্রেণি ইসলাম শিক্ষা ১ম পত্র ২য় অ্যাসাইনমেন্ট সমাধান 2021

শ্রেণি: ১১শ/hsc/ উন্মুক্ত-2021 বিষয়: ইতিহাস প্রথম পত্র এসাইনমেন্টেরের উত্তর 2021
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 02 বিষয় কোডঃ 1861
বিভাগ: মানবিক শাখা
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

এসাইনমেন্ট শিরোনামঃ দেশপ্রেম কী? কী কী উপায়ে দেশপ্রেম প্রমাণ করা যায়? এ বিষয়ে একটি প্রতিবেদন প্রস্তুত করুন।

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

স্বদেশ অর্থ নিজের দেশ। যে দেশে মানুষ জন্মগ্রহণ করে, বড় হয়, যে দেশের আলোÑবাতাসÑফলÑফসল তাকে বাঁচিয়ে রাখে, খাদ্য পুষ্টি জোগায় এবং যে দেশে সে স্থায়ীভাবে বসবাস করে সে দেশকে তার স্বদেশ বা নিজের দেশ বলে। নিজ দেশের জন্য মানুষের সহজাত ও স্বভাবজাত ভালোবাসা রয়েছে। এ ভালোবাসা মানুষের মন থেকে স্বতঃস্ফূর্তভাবে উৎসারিত হয়।

বড় হয়ে কাজের জন্য বা অন্য কোন কারণে নিজের দেশ ছেড়ে গেলেও এ ভালোবাসা কমে না। নিজ দেশের প্রতি মানুষের অন্তরের এই টান, স্বতঃস্ফূর্ত মায়াÑমমতা, প্রগাঢ় ভালোবাসা ও আকর্ষণকেই স্বদেশ প্রেম বলে। দেশ মানুষের শৈশবÑকৈশোরÑযৌবন ও বার্ধক্যের কর্মভূমি।

সকল স্মৃতি, দুঃখÑবেদনা ও আনন্দের স্থান। নিজ দেশের মাটি, আলো, বাতাস, আবহাওয়া, আকাশ, ঋতু বৈচিত্র্য, প্রাকৃতিক সৌন্দর্য মানুষের মনকে আনন্দিত ও বিমুগ্ধ করে রাখে।

দেশপ্রেমের গুরুত্ব ও তাৎপর্য

স্বদেশের প্রতি ভালোবাসা পোষণ করা বা দেশকে ভালোবাসা একটি মানবিক গুণ। পৃথিবীর সকল মনীষীÑসাধকÑবিজ্ঞানী, আউলিয়া এবং নবিÑরাসূলগণ দেশের প্রতি ভালোবাসা পোষণ করতেন। হযরত মুহাম্মদ (স.) অত্যন্ত দেশপ্রেমিক ছিলেন। মক্কায় কাফিরদের নির্মম নির্যাতনের কারণে ইসলাম প্রচারের স্বার্থে আল্লাহর নির্দেশে তিনি দেশত্যাগ করেন। যাওয়ার সময় বারবার মক্কার দিকে, কা’বার দিকে তাকিয়ে আফসোস করেন আর বলেন Ñ ‘হে আমার দেশ! তুমি কত সুন্দর। আমি তোমাকে ভালোবাসি।

আমার নিজ গোত্রের লোকেরা যদি ষড়যন্ত্র না করত, আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না।’ প্রকৃত মুমিন নিজ দেশের প্রতি ভালোবাসা পোষণ করে। দেশপ্রেম ইমানের দাবি। কেননা, নিজের দেশ না হলে, দেশ স্বাধীন না থাকলে অনেক ইবাদাত এবং আল্লাহ ও রাসূলের হুকুম পালন করা যায় না। সালাত, যাকাত, হজ্জ প্রভৃতি আনুষ্ঠানিক ইবাদাত সুন্দরভাবে করা যায় না। মানুষের নীতিÑনৈতিকতা শোভন ও সুন্দর হয় না। পরিণতিতে ইমানের উপর টিকে থাকা কঠিন হয়ে পড়ে। মনীষীগণ এ জন্যই বলেছেন Ñ ِانَمْالایَ نِمِ نَطَالو بُح ‘স্বদেশপ্রেম ইমানের অঙ্গ।’

(মাওসুআতুররদ্দি আলাল মাযাহিবিল ফিকরিইয়াতিল মুআসিরাহ, মাকতাবাতুশ শামিলা) দেশের স্বাধীনতা ইবাদাতের জন্য, স্বাধীনভাবে ইসলামের বিধিÑবিধান মেনে চলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য দেশের স্বাধীনতা রক্ষার কাজও ইবাদত। হাদিসে আছে Ñ ‘যারা দেশরক্ষার উদ্দেশ্যে সীমান্ত পাহারায় বিনিদ্র রাত কাটায় তাদের জন্য জান্নাত।’

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

দেশকে ভালোবাসলে ব্যক্তির নিজের উন্নতি ঘটে। দেশের ভালোবাসা তাকে দায়িত্বশীল, কর্তব্যনিষ্ঠ ও কর্মমুখী করে তোলে। ফলে ব্যক্তির উন্নতির সাথে সাথে দেশও উন্নত হয়। দেশপ্রেমিক মানুষ দেশের ক্ষতি করে না। দেশের সম্পদ নষ্ট করে না।

দেশের স্বার্থের বিরুদ্ধে কাউকে সহযোগিতা করে না। দেশপ্রেম তাই একটি অত্যন্ত মহৎ মানবিক গুণ। যারা দেশকে ভালোবাসে না তারা চরম অকৃতজ্ঞ। দেশের উপকার ও সুযোগ সুবিধা ভোগ করার পর দেশের প্রতি, দেশের মানুষের প্রতি মমতা পোষণ না করা কেবল জঘন্য চরিত্রের লোকদের পক্ষেই সম্ভব। যারা দেশের প্রতি ভালোবাসা পোষণ করে না তারা দেশের শত্রু, দেশের মানুষের শত্রু। দেশ ও জনগণের স্বার্থরক্ষা এবং ব্যক্তির উন্নতির জন্য তাই দেশপ্রেম অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দেশের প্রতি ভালোবাসা প্রকাশের উপায়

১. দেশের প্রতি ভালোবাসা প্রকাশ ও প্রদর্শনের সবচেয়ে ভালো উপায় হল অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করা।

২. দেশের স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজনীয় ত্যাগ স্বীকার করা। প্রয়োজনে জীবনÑসম্পদ উৎসর্গ করা।

৩. জাতীয় উন্নতিতে অবদান রাখা।

৪. দেশের মানুষের প্রতি ভালোবাসা পোষণ করা। তাদের কল্যাণে কাজ করা।

৫. দেশ ও দেশের মানুষের স্বার্থ বিরোধী কোন কাজ না করা। চোরাচালানি বন্ধ করা ও কর্তব্যে অবহেলা না করা, দ্রব্যে ভেজাল না দেয়া ও জাতীয় সম্পদ নষ্ট না করা।

৬. দেশের মানুষের কাজের সুযোগ তৈরি করায় ভূমিকা রাখা।

৭. দেশের মানুষকে শিক্ষিত ও দক্ষ করে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

৮. নিজে দুর্নীতি না করা এবং কাউকে দুর্নীতি করতে না দেয়া।

৯. নিজে সন্ত্রাসী কোন কাজ না করা এবং সমাজে সন্ত্রাস সৃষ্টি করতে না দেয়া।

১০. দেশ ও জনগণের স্বার্থে নিজের সামর্থ্য নিবেদন করা।

আমরাও আমাদের প্রিয় স্বদেশ বাংলাদেশকে ভালোবাসবো। দেশের ও দেশের মানুষের কল্যাণে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবো। দেশের ও দেশের মানুষের স্বার্থবিরোধী কোন কাজ করবো না।

সারসংক্ষেপ

দেশপ্রেম মূলত দেশের প্রতি কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। এটি আল্লাহর কৃতজ্ঞতা পরিপন্থী নয়। কারণ হাদিসে সুস্পষ্টভাবে রয়েছে, যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ নয়। সুতরাং দেশের প্রতি কৃতজ্ঞ থাকা ও দেশের জন্য অবদান রাখা হলো দেশপ্রেম।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সবার আগে Assignment আপডেট পেতে Follower ক্লিক করুন

এসাইনমেন্ট সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

  • ২০২১ সালের SSC / দাখিলা পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২১ সালের HSC / আলিম পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ভোকেশনাল: ৯ম/১০ শ্রেণি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ভোকেশনাল ও দাখিল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ ,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট :

Leave a Comment